১. ডেটা কমিউনিকেশন কী?
ক. দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়
খ. মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ
গ. শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ
ঘ. শুধুমাত্র কম্পিউটারনির্ভর যোগাযোগ
২. কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান?
ক. ডিভাইস
খ. জিপিএস
গ. রিসিভার
ঘ. পার্সোনালডিজিটাল
৩. ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ?
ক. সেন্ডারের কাজ
খ. রিসিভারের কাজ
গ. মডেমের কাজ
ঘ. সিগন্যালের কাজ
৪. ফটোডিটেক্টরের কাজ কী?
ক. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা
খ. ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা
গ. বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা
ঘ. আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা
৫. ব্যান্ডউইথ কী?
ক. ডেটা প্রবাহের হার
খ. ডেটা প্রবাহের মাধ্যম
গ. ডেটা প্রবাহের দিক
ঘ. ডেটা প্রবাহের পদ্ধতি
৬. ডেটা স্থানান্তরের হারকে বলে
ক. ব্যান্ড মিটার
খ. ব্যান্ড উইথ
গ. ডেটা ট্রান্সমিশন
ঘ. ডেটা কানেকশন
৭. ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে?
ক. টেলিফোনে
খ. টেলিগ্রাফে
গ. স্যাটেলাইটে
ঘ. কম্পিউটারে
৮. নিচের কোনটিতে ন্যারোব্যান্ড ব্যবহৃত হয়?
ক. টেলিফোন
খ. টেলিগ্রাফ
গ. স্যাটেলাইট ফোন
ঘ. ওয়াকিটকি
৯. ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?
ক. 6900 bps
খ. 6900 kbps
গ. 9600 bps
ঘ. 9600 kbps
১০. ব্রডব্যান্ডের ব্যান্ডউইডথ কত?
ক. 1 mps বা অধিক
খ. 9600 bps
গ. 45-300 bps এর মধ্যে
ঘ. 45 bps এর কম
১১. একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত?
ক. ৬০০ bps
খ. ১৮০০ bps
গ. ২৭০০ bps
ঘ. ৫৪০০ bps
১২. ন্যারো ব্রান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত bps?
ক. ৩৫
খ. ৪৫
গ. ২০০
ঘ. ৩০০
১৩. ন্যারোব্যান্ড টেলিফোনের ক্ষেত্রে কত হার্টজফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে?
ক. ৩০০-৩০০০
খ. ৩০০-৩৪০০
গ. ৩০০-৩৫০০
ঘ. ৩০০-৪৪০০
১৪. ডেটা কমিউনিকেশনের গতিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৫. অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কোনটি?
ক. ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয়
খ. বেশি ডেটা ট্রান্সমিট হয়
গ. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই
ঘ. বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে‘
১৬. নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়?
ক. সিনক্রোনাস ট্রান্সমিশন
খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
গ. আইসোক্রোনাস ট্রান্সমিশন
ঘ. ট্রান্সমিশন
১৭. নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য?
ক. ইন্সটলের খরচ অত্যন্ত বেশি
খ. প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়
গ. প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়
ঘ. ডেটা ট্রান্সমিশনের গতি কম
১৮. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়?
ক. স্টার্ট/স্টপ ট্রান্সমিশন
খ. স্টপ ট্রান্সমিশন
গ. স্টার্ট ট্রান্সমিশন
ঘ. লিনিয়ার ট্রান্সমিশন
১৯. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো
ক. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না
খ. ডাটা ট্রান্সমিশনের গতি বেশি
গ. ব্লক আকারে ডাটা প্রেরিত হয়
ঘ. স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী
২০. নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ?
ক. শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
খ. আন-শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
গ. কো-এক্সিয়াল ক্যাবল
ঘ. ফাইবার অপটিক্যাল ক্যাবল
►► আইসিটি ১ম অধ্যায় : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
►► আইসিটি ২য় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং
►► আইসিটি ৩য় অধ্যায় : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস (অতিরিক্ত প্রশ্ন)
►► আইসিটি ৪র্থ অধ্যায় : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
►► আইসিটি ৫ম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
►► আইসিটি ৬ষ্ঠ অধ্যায় : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। নতুন সাজেশন পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post