সংক্ষিপ্ত সিলেবাসের অধীন বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে hsc ict test paper 2024 pdf download প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন, শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্ন এবং শিখনফলভিত্তিক অনন্য প্রশ্নের সমন্বয়ে রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই পোস্টের শেষে টেস্ট পেপারটি ডাউনলোড করার লিংক পাওয়া যাবে। তার আগে এই টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের নমুনা দেখে নাও।
hsc ict test paper 2024 pdf download
১. কাজল কম্পিউটারে প্রশিক্ষণ নেয়। বিদেশে যাওয়ার লক্ষ্যে সে ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে। তথ্য কেন্দ্রে থেকেই সে তার যাবতীয় তথ্য, ছবি ইত্যাদি প্রেরণ করে। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর খবর এসব তথ্যকোন্দ্রের মাধ্যমে সহজেই পেয়ে যায় এবং এভাবে সে একদিন মালয়েশিয়ার একটি কলসেন্টার চাকুরী পেয়ে যায়। তার পাঠানো অর্থেই কাজলের বাড়িতে এ বছর পাকা ঘর উঠেছে। বন্ধকি জমি ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। পড়াশুনা বন্ধ হয়ে যাওয়া কাজলের ছোট ভাই এবার বি.এ পরীক্ষার ফরম ফিলাপ করছে।
ক. যোগাযোগ প্রযুক্তি কী?
খ. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন অবদানটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ কর।
ঘ. কাজলের বর্তমান অবস্থার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করেছে – তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।
২. শিক্ষক ক্লাসে ‘ওয়েব ডিজাইন পরিচিত এবং HTML অধ্যায় পড়ানোর শেষে এজাজকে একটি ওয়েক পেইজ তৈরি করতে বললেন, যেখানে পেইজের ডানপাশে উপরের দিকে কলেজের মনোগ্রাম থাকবে।
ক. HTML ট্যাগ কী? ১
খ. HTML ব্যবহার করে ওয়েব পেইজ তৈরির সুবিধাগুলো কী কী?
গ. এজাজ ফাইলটি কিভাবে তৈরি করতে পারে ব্যাখ্যা কর।
ঘ. এজাজের ওয়েব পেইজের মনোগ্রামে ক্লিক করলে কলেজের ইতিহাস প্রদর্শিত হতে হলে আর কি কি ব্যবস্থা নিতে হবে তা বিশ্লেষণ কর।
৩. হ্যারি এবং রোনান্ড দুই বন্ধু বিমান বাহিনীতে যোগ দিয়েছে। একদিন ক্লাস চলার সময় রোনান্ড অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। ডাক্তার তাকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিলেন। রোনান্ড এই সপ্তাহ ক্লাসে যেতে না পারলেও ঘরে বসে ইন্টারনেটে উক্ত ক্লাসগুলি সরাসরি দেখতে পারতো। এদিকে হ্যারি ল্যাবে বসেই বিমান চালানোর অভিজ্ঞতা অর্জন করে ফেলল।
ক. প্লেজারিজম কি?
খ. “রোবট মানুষের মত চিন্তা করতে পারে”- ব্যাখ্যা করো ।
গ. ল্যাবে ব্যবহৃত প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো কি কি?
ঘ. রোনান্ডের বিশেষ শিক্ষালাভের আলোকে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করো ।
৪. জিনি তার কম্পিউটার ল্যাবের ৭টি কম্পিউটারের মধ্যে এমনভাবে নেটওয়ার্ক তৈরি করতে চাইছে যেন প্রতিটি কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারগুলোর সরাসরি সংযোগ বিদ্যমান থাকে এবং সমসাময়িক উভমুখী ডেটা ট্রান্সমিশন সংঘটিত হতে পারবে।
ক. রিপিটার কী?
খ. “আলোর গতিতে ডাটা ট্রান্সমিশন করা সম্ভব”- ব্যাখ্যা কর।
গ. জিনির তৈরি নেটওয়ার্কে কোন ধরনের ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হবে? সচিত্র ব্যাখ্যা দাও।
ঘ. কোনো নির্দিষ্ট টপোলজি প্রয়োগ করে জিনির নেটওয়ার্কটি বাস্তবায়ন করা সম্ভব কী? সচিত্র মতামত বিশ্লেষণ কর।
৫. বিথী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে। সে তার প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করে সে তার বিষয় সংশ্লিষ্ট নানা তথ্য ডাউনলোড করে । বিথী টার্মপেপার তৈরির কাজে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে তবে সে নিয়ম মেনে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে। অপরদিকে সবৃজ কোনোরূপ অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে সংরক্ষিত বিভিন্ন ফাইল ও সফটওয়্যার কপি করে নিয়ে যায়। এমনকি ইন্টারনেটে প্রাপ্ত তথ্য কোনোর্প কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই সে নিজের নামে প্রকাশ করে ।
ক. বায়োমেট্রিক্স কী?
খ. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বিথী কোন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে? ব্যাখ্যা কর।
ঘ. তথ্য প্রযুক্তির নৈতিকতার বিচারে বিথী ও সবুজের আচরণ সম্পূর্ণ বিপরীত- যুক্তিসহ বিশ্লেষণ কর।
৬. ডঃ মিজান তার শারীরিক সমস্যার জন্য ইন্টারনেটে একজন বিদেশী ডাক্তারের পরামর্শ নেন। তিনি ইন্টারনেট থেকে জানতে পারলেন এক ধরনের প্রযুক্তির কল্যাণে এখন ক্যালেন্ডারের পাতার মতো পাতলা টেলিভিশন তৈরি সম্ভব হচ্ছে।
ক. ভাচুয়াল রিয়েলিটি কী?
খ. প্রযুক্তি ব্যবহার করে ব্যন্তি সনান্তকরণ সম্ভব- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের চিকিৎসা পদ্ধতি সুবিধাজনক- ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের টেলিভিশন তৈরির প্রকট বর্তমানে অনেক কতই ব্যবহার হচ্ছে_ বিশ্লেষণ করো।
৭. শিক্ষক আইসিটি ক্লাসে C প্রোগ্রামিং নিয়ে আলোচনা করার পর অহনাকে একটি সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয় করার প্রোগ্রাম লিখতে বললেন। কিন্তু অহনা একটি সংখ্যা পজেটিভ, নেগেটিভ না শূন্য সেটা নির্ণয়ের প্রোগ্রাম লিখল।
ক. প্রোগ্রামের ভাষা বলতে কি বুঝ?
খ. “সি” স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা- ব্যাখ্যা কর।
গ. অহনা ডে প্রোগামটি লিখতে পারেনি সেটা লিখ।
ঘ. অহনা যে প্রোগ্রামটি লিখল সেটা লেখ এবং তার ফ্লোচার্ট অঙ্কন কর।
৮. সেজান শিক্ষা সফরে ঢাকা এসে বঙ্গবন্ধু নভোথিয়েটার পরিদর্শনে যায়। সেখানে সে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলি দেখে । সেজান মহাকাশ ভ্রমণরত একজন নভোচারীর মতো রোমাঞ্চকর অনুভূতি অনুভব করল পরবর্তীতে সেজান তার বন্ধুদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করে এবং তারা “মহাকাশ জ্ঞানচর্চা’ নামে ক্লাব গড়ে তোলে।
ক. ন্যানো টেকনোলজি কী?
খ. বায়োমেন্রিক্স একটি আচরণীক বৈশিষ্ট্য নির্ভর প্রযুক্তি- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. সেজানের ক্ষেত্রে তথ্য প্রযুন্তির প্রভাব যুস্তিসহ বিশ্লেষণ কর।
৯. ডাক্তার আলম শহরের কর্মস্থলে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি কৃত্রিম পরিবেশে অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ক. ই-কমার্স কী?
খ. নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।
গ. ডাঃ আলম কীভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন? ব্যাখ্যা করো।
ঘ. ডাঃ আলমের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুকতিটি প্রাত্যহিক জীবনে কী প্রভাব রাখছে? আলোচনা করো।
১০. ছোট্ট গ্রামের আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষকের শিখিয়ে দেয়া কৌশলে সালমা এখন ঘরে বসেই নিজের প্রয়োজনীয় সকল তথ্য ল্যাপটপ ব্যবহার করে পেয়ে যায়। সে তার বাবাকে সবজি ক্ষেতের ক্ষতিকর কীটপতঙ্গ দমনে করণীয় সম্পর্কে তথ্য সরবরাহ করে দেয় প্রযুক্তির সহায়তায় । গত কয়েকদিন আগে বাংলাদেশ টেলিভিশনের একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে এই গ্রামের মানুষ নিজের গ্রামে বসেই সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলে । এর উপকারিতা লক্ষ্য করে গ্রামের চেয়ারম্যান প্রতিমাসে ঢাকায় থাকা তার কয়েকজন পরিচিত ডাক্তার বন্ধুদের থেকে গ্রামের মানুষের জন্য অনুরুপ সেবা গ্রহণের ব্যবস্থা করে দেয়।
ক. ক্রায়োসার্জারি কী?
খ. বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা_ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সালমা কোন ক্ষেত্রে তথ্য প্রযুন্তির সুবিধা গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে চেয়ারম্যানের গৃহীত ব্যবস্থা জীবনযাত্রার মান উন্নয়নে কতটুকু সহায়ক? বিশ্লেষণ কর।
১১. সোহানা তার বাসায় কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং এবং বন্ধুদের সাথে চ্যাটিং করছিল। সে তার কম্পিউটারে ইন্টারনেট অ্যাকসেস করার জন্য যে পদ্ধতি ব্যবহার করে সেই পদ্ধতিটি একই সাথে বাড়ির সবাই শেয়ার করে ব্যবহার করতে পারে। সোহানার ভাই সজীবকে তার ব্যবসার প্রয়োজনে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে যেতে হয় বলে ইন্টারনেট অ্যাকসেস করার জন্য সে বিকল্প অপর একটি পদ্ধতি ব্যবহার করে।
ক. Handoff কী?
খ. পাহাড়ি এলাকায় ডেটা ট্রান্সমিশনে কোন মাধ্যমটি বেশি কার্যকর?
গ. উদ্দীপকে সোহানার কাজগুলোতে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বোন এবং ভাই ইন্টারনেট ব্যবহারে যে পদ্ধতি ব্যবহার করে তার মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য তা বিশ্লেষণ কর।
১২. রাকিব স্যার ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়ানোর পর বোর্ডে দুটি সংখ্যা লিখলেন (৭উ)১৬ এবং (৭৪)৮। তিনি আরো বললেন কম্পিউটারের ভিতরে সব ধরনের গাণিতিক কাজ এক ধরনের অপারেশনের মাধ্যমেই সম্পন্ন করা যায়।
ক. ইউনিকোড কী?
খ. ৯ + ৭ = ২০ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রম সংখ্যাটির বিসিডি এবং বাইনারি এক হওয়া সম্ভব কিনা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত অপারেশন ব্যবহার করে ১ম সংখ্যা থেকে
২য় সংখ্যা বিয়োগ কর এবং পদ্ধতিটির গুরুত্ব বিশ্লেষণ কর।
১৩. সুষ্মিতাকে তার শিক্ষক তার জন্ম দিন জিজ্ঞাসা করায় সে উত্তর দিল ২৯/০২/২০০০। শিক্ষক তখন তাকে বলল তুমি তোমার জন্ম দিন প্রতি বছর উদ্যাপন করতে পারবে না এবং একটি সূত্র দিয়ে তাকে বুঝিয়ে দিলেন কোন সালগুলোতে সে জন্ম দিন উদ্যাপন করতে পারবে। এরপর শিক্ষক কতকগুলো প্রতীক ব্যবহার করে সমস্যাটি সমাধানের একটি চিত্র অঙ্কন করলেন যেটি তাকে হাইলেভেল ভাষায় প্রোগ্রাম রচনায় সহায়তা করে।
ক. সুডোকোড কী?
খ. সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল স্ট্রাকচার?
গ. উদ্দীপকে শিক্ষকের চিত্রটি অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে চিত্রটি সুষ্মিতাকে সমস্যা সমাধানে সুবিধা দেয়- উক্তিটির পক্ষে তোমার মতামত দাও।
১৪. আইসিটি শিক্ষক মি. জামান সি ভাষার লজিক্যাল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বলেন, “সি প্রোগ্রামিং ভাষায় লজিক্যাল স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করা খুবই সহজ”
ক. বিশ্বগ্রাম কী?
খ. scanf(Ò%d%f%cÓ, &x, &y, &z); বক্তব্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মি. জামানের বক্তব্য অনুসারে একটি প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপক অনুসারে ‘সি’ ভাষায় প্রোগ্রাম লিখে শিক্ষকের বক্তব্যের সঠিকতা মূল্যায়ন কর।
১৫. ফজলু বন্ধু রায়হানের পরামর্শে তার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিয়ে ঘরে বসেই বিভিনড়ব কোম্পানির কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। রায়হান স্থানীয় কৃষি অফিসারের পরামর্শে নতুন জাতের উচ্চ ফলনশীল সবজি চাষ করে বাম্পার ফলন পেয়েছে এবং বিপুল অর্থ উপার্জন করেছে।
ক. বিশ্বগ্রাম কী
খ. “ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্র শ্রমিক ব্যবহার সুবিধাজনক”- ব্যাখ্যা কর।
গ. ফজলু বর্তমান জীবন-যাপন পদ্ধতিতে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট কোন উপাদান প্রতিফলিত হয়েছে? যুক্তিসহ তোমার মতামত দাও।
ঘ. যে প্রযুক্তি ব্যবহারে রায়হান অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, সে প্রযুক্তির ব্যাপক ব্যবহারে দেশের অর্থনৈতিক উনড়বয়ন সম্ভব, বিশ্লেষণ কর।
১৬. ফাইজা তার অফিসে উচ্চগতিসম্পন্ন তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিয়েছে। তার অফিসের কম্পিউটারগুলো একমুখী ডেটা প্রবাহ ব্যবস্থার মাধ্যমে একটি অপরটির সাথে যুক্ত। একদিন একটি কম্পিউটারের তার অকেজো হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। পরে সে প্রতিটি কম্পিউটারের সাথে প্রতিটি কম্পিউটার যুক্ত করে নতুন নেটওয়ার্ক গড়ে তোলে।
ক. মডেম কী?
খ. “সমান বিরতিতে ডেটা ট্রামমিশন করা যায়” -ব্যাখ্যা কর।
গ. ফাইজা ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহার করেছে তা সুবিধাজনক কি-না ব্যাখ্যা কর।
ঘ. ফাইজার অফিসে ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্ক সংগঠন দুটির মধ্যে কোনটি সুবিধাজনক বিশ্লেষণ কর।
অন্যান্য সাবজেক্টের টেস্টপেপার
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে hsc ict test paper 2024 pdf download করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post