hsc modifier ruls : HSC Second Paper এ Modifier টপিকটি নতুন সংযোজন। পূর্বের শ্রেণিতে এই টপিকের ওপর অভিজ্ঞতা না থাকায় শিক্ষার্থীরাই এটিকে অনেক কঠিন মনে করে। কিন্তু কিছু নিয়ম অনুসরণ করলে এই Modifier টপিকটি অনেকাংশে সহজ করে তোলা সম্ভব।
hsc modifier ruls
আজ আমরা কোর্সটিকায় Modifier টপিকের ওপর দারুণ একটি শীট শেয়ার করতে যাচ্ছি। এই শীটে দেয়া দুর্দান্ত নিয়মগুলাে অনুসরণ করে তোমরা Modifier এ আরো বেশি দক্ষ হতে পারবে বলে আশা করি। তাহলে চলো, শুরু করি।
Modifier কি?
Modify মানে বিশেষায়িত করা। এটি একটি Verb, যেমন: Play থেকে আসে Player, Drive থেকে আসে Driver। ঠিক তেমনি Modify থেকে আসে Modifier। সুতরাং, Modifier অর্থ হল কোন Word কে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া অথবা কোন Word এর তথ্য পরিস্কার করে দেওয়া।
Modifier এর বিস্তারিত ব্যখ্যায় যাওয়ার আগে ব্রাকেটের অংশটা ভালভাবে বুঝে নেওয়া দরকার। ব্রাকেটে কোন Modifier ব্যবহার করতে হবে তা ২ ভাবে উল্লেখ থাকে। যেমন, একটি noun কে pre modify করতে বলা হচ্ছে, তখন সেটা নিম্নোক্ত ২ পদ্ধতিতে উল্লেখ থাকতে পারে।
- Pre modify the noun with an adjective
- Use an adjective to pre modify the noun
এখানে খেয়াল করো, দুটি ব্রাকেটেই কিন্তু একই কথা বলা আছে, প্রথমটির অর্থ হল – বিশেষায়িত কর Noun টিকে একটি Adjective দিয়ে। এবং দ্বিতীয়টির অর্থ হল – একটি Adjective ব্যবহার কর Noun টিকে বিশেষায়িত করার জন্য। সুতরাং, এখানে বুঝে নিতে হবে, আসলে কোন element ব্যবহার করতে বলা হয়ছে Modify করার জন্য।
অনেক সময় কোন Modifier ব্যবহার করতে হবে তা ব্রাকেটে স্পষ্ট করে উল্লেখ থাকে না। সে ক্ষেত্র আমরা আমাদের সুবিধা মত অর্থাৎ যে Modifier টা মিলবে সেটিই Modify করব। সেটা হতে পারে একটি Adjective, Intensifier ইত্যাদি।
এখানে শীটের আংশিক তুলে ধরা হয়েছে। বাকী সম্পূর্ণ শীটটি ডাউনলোড করার জন্য নিচে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করো।
প্রাকটিস করো: HSC Modifier এর গুরুত্বপূর্ণ Question and Answer
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে hsc modifier ruls শীটটি ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। এইচএসসি শিক্ষার্থীরা নতুন সাজেশন পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post