উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান নিঃসন্দেহে একটি কঠিন বিষয়। কঠিন হলেও গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। কোর্সটিকায় আজ আমরা HSC পদার্থ বিজ্ঞান ২য় পত্রের ৬ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল শেয়ার করবো। পাশাপাশি প্রশ্নগুলোর শেষে একাধিক মডেল টেস্টের PDF ভার্সন ডাউনলোডের ব্যবস্থা থাকবে।
সৃজনশীল প্রশ্ন ১ : তামান্না পদার্থ বিজ্ঞান ল্যাবে 27 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় 740mm চাপে একটি ঘর্ষণবিহীন পিস্টনযুস্ত সিলিন্ডারে 16kg অক্সিজেন গ্যাস নিয়ে পিস্টনটিকে ধীরে ধীরে চাপ প্রয়োগে গ্যাসের আয়তন অর্ধেক করল। তারপর পিস্টনটিকে আবারপ্রাথমিক অবস্থায় এনে হঠাৎ চাপ প্রয়োগ করে সিলিন্ডারের গ্যাসের আয়তন অর্ধেক করল এবং লক্ষ্য করল গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
ক. উষ্ণতামিতি ধর্ম কী?
খ. প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে কেন – ব্যাখ্যা কর।
গ. দ্বিতীয় ক্ষেত্রে চূড়ান্ত চাপ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত দুটো প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়ায় পরিমাণ বেশি গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : বায়ুতে ইয়ং এর দ্বি-চির ব্যবস্থা পরীক্ষায় দুটি চিরের মধ্যবতী দূরত্ব 2.0mm। এতে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5900A। 1 মিটার দূরে অবস্থিত পর্দার উপর ব্যতিচার ঝালর সৃষ্টি হল।
ক. ফামার্টের নীতিটি লিখ।
খ. গাড়ি লুকিং গ্রাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন?
গ. পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো।
ঘ. পুরো পরীক্ষণটির কোনরূপ পরিবর্তন না করে বায়ুর পরিবর্তে 1.33 প্রতিসরাংক বিশিষ্ট তরলে করা হলে ডোরার প্রস্থের কোনরূপ পরিবর্তন হবে কিনা- গাণিতিক বিশ্লেষণ করো ।
সৃজনশীল প্রশ্ন ৩ : একটি 250cm দৈর্ঘ্যের লম্বা ও সোজা পরিবাহী তারের মধ্য দিয়ে 6A মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ্বাহী তারটিকে এরপর বৃত্তাকারে এমনভাবে বাকানো হল যেন এর দুই প্রান্ত কেন্দ্রে 40 ডিগ্রী কোণ উৎপন্ন করে।
ক. অ্যাম্পিয়ারের সূত্রটি বিবৃত কর।
খ. লোহা ও আ্যালুমিনিয়াম যে চৌম্বক পদার্থের অন্তুর্ভুক্ত তাদের সাধারণ ধর্ম তুলনা কর।
গ. লম্বা ও সোজা অবস্থায় তারটি হতে 5cm দূরের কোন বিন্দুতে চৌস্বকক্ষেত্রের মান বের কর।
ঘ. দ্বিতীয় ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে কীভাবে চৌম্বকক্ষেত্র হিসাব করবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : একটি ফ্রনহফার শ্রেণির একক চিরের পরীক্ষায় 6000A তরঙ্গ দৈর্যের একবর্ণী আলো 0.002mm বোধের বেধের একটি চিরের উপর আপতিত হল।
ক. ফার্মাটের নীতিটি বিবৃত করো ।
খ. উত্তল লেন্সে কখন অবাস্তব বিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো।
গ. দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ নির্ণয় করো ।
ঘ. পরীক্ষায় পঞ্চম চরম পাওয়া যাবে কিনা তা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে যাচাই করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ফাইজা ও মাইশা দুই বোন। ফাইজার চোখ স্বাভাবিক হলেও মাইশা বই পড়ার জন্য +ID ক্ষমতার চশমা ব্যবহার করেন। একটি নভোদুরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্য ও অভিনেত্রের ক্ষমতা যথাক্রমে +0.5D ও +20D। উক্ত নভোবীক্ষণ যন্ত্র দ্বারা উভয়ই কোনো গ্রহ পর্যবেক্ষণ করছেন । মাইশা যন্ত্রটি ব্যবহার করার সময় চশমা ব্যবহার করেনি ।
ক. লজিক গেট কাকে বলে?
খ. চাঁদের আকাশ কালো দেখায় কেন?
গ. স্পষ্ট দর্শনের বিকটতম দূরত্বে ফোকাসিং এ যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয় কর।
ঘ. অসীম দূরত্বে ফোকাসিং এ দুই বোন একই বিবর্ধনের প্রতিবিম্ব লক্ষ্য করলে ও স্পস্ট দর্শনের নিকটতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে ভিন্ন বিবর্ধনের প্রতিবিম্ব লক্ষ্য করবে উত্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : জেমস একটি 0.99c বেগে ধাবমান মহাকাশযানের যাত্রী হয়ে 4 আলোকবর্ষ দূরের প্রতিবেশী নক্ষত্র আলফা সেন্টুরির দিকে চলছে।
ক. প্রসঙ্গ কাঠামো কী?
খ. সময় সম্প্রসারণ ও দৈর্ঘ্য সংকোচনের মধ্যে সম্পর্ক স্থাপন কর।
গ. জেমস এর হিসাবে এবং পৃথিবীতে থাকা তার আত্মীয়দের হিসাবে নক্ষত্রটিকে পৌছাতে তার কত সময় লাগবে তা নির্ণয় কর।
ঘ. তার পিতা-মাতার চেয়ে বয়সে বড় হতে চাইলে জেমসকে কী করতে হতো তা আপেক্ষিক তত্তের সাহায্যে ব্যাখ্যা কর।
পদার্থ বিজ্ঞান ২য় পত্র ডাউলোড পদার্থ বিজ্ঞান ১ম পত্র ডাউনলোড
►► আইসিটি ১ম অধ্যায় : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
►► আইসিটি ২য় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং
►► আইসিটি ৩য় অধ্যায় : সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
►► আইসিটি ৪র্থ অধ্যায় : ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
►► আইসিটি ৫ম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
►► আইসিটি ৬ষ্ঠ অধ্যায় : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে এখানে ক্লিক করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post