যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান এবং নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে আত্মপ্রকাশ করতে চান, HTML Bangla PDF Book Free Download তাদের সঠিক নিয়মে ওয়েব প্রোগ্রামিং এর ভাষা সম্পর্কে স্বচ্ছ ও পরিপূর্ণ জ্ঞান থাকা জরুরি। তা না হলে আপনাকে অনেক সমস্যার সমুখীন হতে হবে।
HTML হচ্ছে একটি ওয়েবসাইট তৈরির একটা প্রাথমিক ভাষা। আর তাই ওয়েব ডিজাইন শেখার জন্য সবার আগে আপনাকে যা জানতে হবে, তা হচ্ছে HTML এর ব্যবহার। তবে হ্যাঁ, আপনি HTML না শিখেও একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেমন ধরুন এখনকার সময়ে ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস কিংবা শপিফাই ব্যবহার করে কোন প্রকার কোডিং জ্ঞান ছাড়াই একটি পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করা যায়।
এমন অনেক মানুষ আছেন যারা ওয়েবভিত্তিক এই সফটওয়্যারগুলো ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরী করেছেন এবং পরিচালনাও করছেন। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কেন কষ্ট করে HTML শিখবেন? আপনি যদি কোন আইটি বা সফটওয়্যার ফার্মে জব করতে চান অথবা নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে চান, তাহলে উল্লেখিত সফটওয়্যারগুলো দিয়ে আপনি অনেক সমস্যারই সমাধান করতে পারবেন না।
যদিও ওয়েবসাইট তৈরির এই প্রক্রিয়াগুলো এখন অনেক জনপ্রিয়। কিন্তু এই সফটওয়্যারগুলোরও রয়েছে অনেক সীমাবদ্ধতা। আর তাই আপনাকে কোডিং শিখতে হবে। এমন অনেক সমস্যা যা একটি ওয়েবভিত্তিক পেজ বিল্ডার দিয়ে করা সম্ভব নয়, তার সমাধান আপনাকে কোডিং করেই করতে হবে।
HTML Bangla PDF Book Free Download
আপনি যদি নিজ থেকে একটি ওয়েবসাইট তৈরি বা ডিজাইন করতে চান, তাহলে HTML আপনাকে শিখতেই হবে। আমি নিজেও HTML দিয়েই ওয়েব ডিজাইন শেখা শুরু করেছিলাম। এটি খুবই সাধারণ, সহজ এবং মজার একটি ভাষা। যা আপনি ১ মাস মনযোগ দিয়ে অনুশীলন করলেই শিখতে পারবেন।
HTML কি?
HTML – Hypertext Markup Language মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা ওয়েবপেজ তৈরির কাজে লাগে। অনেকেই HTML কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেবে ভুল করেন। এটি মূলত কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটি এক ধরনের মার্ক আপ ল্যাঙ্গুয়েজ যা এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো বা আকৃতি তৈরি করা হয়। উইকিপিডিয়ার মতে,
ইন্টারনেটে তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে HTML সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন .html অথবা .htm উভয়ই হতে পারে। এতে বিভিন্ন HTML ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। HTML এর সর্বশেষ ভার্সন হলো HTML5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান ।
HTML এ অনেক ট্যাগ রয়েছে। এই ট্যাগগুলো ব্যবহার করেই মূলত একটি ওয়েবসাইটের অবকাঠামো তৈরি করা হয়ে থাকে। আপনি যদি HTML এর গুরুত্বপূর্ণ সব ট্যাগগুলো জানেন, তাহলে আপনি ওয়েব ডিজাইনের প্রাথমিক ধাপ সম্পন্ন করতে পারবেন।
HTML এর এই সুন্দর বইটি লিখেছেন আরিফ করিম। বইটি চমৎকার তথ্যবহুল এবং সময়োপযোগী সকল উদাহরণ দিয়ে সাজানো। ব্যক্তিগতভাবে আমি নিজে এই বইটি পড়েছি এবং আমার কাছে বইটি বেশ কার্যকরি মনে হয়েছে। বইটি ডাউনলোড করুন এই লিংক থেকে।
►► আরো ডাউনলোড করুন: ওয়েব ডিজাইনের সকল বাংলা বই
►► আরো ডাউনলোড করুন: সকল ফ্রিল্যান্সিং বাংলা পিডিএফ বই একসাথে
►► আরো ডাউনলোড করুন: BBC জানালা ইংরেজি শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং শেখার বই PDF Download
►► আরো ডাউনলোড করুন: প্রোগ্রামিং এর চৌদ্দগুষ্ঠি PDF Book Free
কোর্সটিকায় আমরা ইতোমধ্যে ওয়েব ডিজাইন শেখার সবগুলো বই প্রকাশ করেছি। আপনি ওপরে দেয়া লিংক থেকে বিনামূল্যে বইগুলো ডাউনলোড করতে পারবেন। ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং শিখতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই লিংক থেকে।
Discussion about this post