ill news runs apace completing story : Toslima works in a big garment factory. There are more than five hundred workers in the factory. One day as usual she was busy with her work. Suddenly a word came to her ear that there was a break out of fire from the short circuit. As ill news runs fast, the news spread very fast among the workers. But no one noticed whether there was actually any fire. Panic seized all.
ill news runs apace completing story
Ans. Toslima works in a big garment factory. There are more than five hundred workers in the factory. One day as usual she was busy with her work. Suddenly a word came to her ear that there was a break out of fire from the short circuit. As ill news runs fast, the news spread very fast among the workers. But no one noticed whether there was actually any fire. Panic seized all.
The garment workers could not decide on what to do. They thought that they would face death. Being fearful, they lost the sense of right or wrong. So there was a hue and cry. All began to rush to the ground floor using narrow stair. Everyone tried to go first but nobody could do so. Consequently some weak workers fell on the stair and had severe injuries. Those who tried to jump to the ground broke their legs. Actually, it was an ill news. It was a mere rumour.
গুজব বাতাসের আগে ধায়
অনুবাদ: তসলিমা একটি বড় পোশাক কারখানায় কাজ করেন। কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক রয়েছে। যথারীতি একদিন সে তার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ তার কানে একটা শব্দ এল যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অসুস্থতার খবর দ্রুত ছড়িয়ে পড়ায় শ্রমিকদের মধ্যে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু কেউ খেয়াল করেনি আসলেই কোনো আগুন লেগেছে কিনা। আতঙ্ক গ্রাস করেছে সবাইকে।
গার্মেন্টস শ্রমিকরা কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না। তারা ভেবেছিল মৃত্যুর মুখোমুখি হবে। ভীত হওয়ার কারণে তারা সঠিক বা ভুলের বোধ হারিয়ে ফেলেছিল। তাই হৈচৈ পড়ে গেল। সবাই সরু সিঁড়ি দিয়ে দোতলায় ছুটতে লাগল। সবাই আগে যাওয়ার চেষ্টা করলো কিন্তু কেউ পারলো না। ফলে কিছু দুর্বল শ্রমিক সিঁড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়। যারা মাটিতে লাফ দেওয়ার চেষ্টা করেছিল তাদের পা ভেঙে যায়। আসলে, এটি একটি খারাপ খবর ছিল। এটা ছিল নিছক গুজব।
প্রিয় শিক্ষার্থী আজকের আলোচিত এ গল্পটি আমরা তোমাদের জন্য একটি পিডিএফ ফাইলে তৈরি করেছি। উপরে দেয়া ডাউনলোড স্টোরি বাটনে ক্লিক করে ill news runs apace completing story with bangla meaning স্টোরিটি সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post