jahanara imam paragraph class 7 : সপ্তম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই অনুযায়ী প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি তোমাদের সপ্তম শ্রেণির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এটি তোমরা বাংলা অর্থসহ পড়ে নাও।
jahanara imam paragraph class 7
Jahanara Imam
Jahanara Imam was the Bangladeshi writer and educationist. She was born on 3 May, 1929 at Sundarpur in Murshidabad district. She is known as a Shahid Janani. She is widely known for her famous book, ‘Ekattorer Dinguli’. She was the coordinator of the ‘Ghatak Dalal Nirmul Committee’. Her eldest son Shafi Rumi took part in the liberation war.
After several successful Gorilla operation, he was killed by the Pakistani army. She lost her husband only 3 days ago the victory of Bangladesh on 16 December 1971. In 1981 she was diagnosed with mouth cancer. After fighting against cancer she died on 26 June, 1994.
বাংলা অনুবাদ: জাহানারা ইমাম ছিলেন বাংলাদেশী লেখক ও শিক্ষাবিদ। তিনি ৩ মে, ১৯২৯ সালে মুর্শিদাবাদ জেলার সুন্দরপুরে জন্মগ্রহণ করেন। তিনি শহীদ জননী নামে পরিচিত। তিনি তার বিখ্যাত বই ‘একাত্তরের দিনগুলি’ এর জন্য ব্যাপক পরিচিত। তিনি ‘ঘাতক দালাল নির্মূল কমিটির’ সমন্বয়ক ছিলেন।
তাঁর বড় ছেলে শফি রুমি মুক্তিযুদ্ধে অংশ নেন। বেশ কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর তাঁকে পাকিস্তানি সেনারা হত্যা করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাত্র ৩ দিন আগে তিনি তাঁর স্বামীকে হারান। ১৯৮১ সালে তিনি মুখের ক্যান্সারে আক্রান্ত হন। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার পর তিনি ২৬ জুন, ১৯৯৪-এ মারা যান।
►► আরো দেখো: সকল প্যারাগ্রাফ বাংলা অর্থসহ
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে jahanara imam paragraph class 7 বাংলা অর্থসহ PDF ফাইলে ডাউনলোড করে নাও। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post