প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমরা অনেকেই এসময়ে madhyamik question paper bengali 2022 pdf download এর অভাব বোধ করছো। কেননা question paper অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ।
আজ আমরা কোর্সটিকা গ্লোবালে তোমাদের জন্য মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের কোয়েশ্চেন পেপার শেয়ার করবো। ইতোমধ্যেই আমরা সকল বিষয়ের question paper pdf কোর্সটিকা গ্লাোবালে শেয়ার করেছি।
madhyamik question paper bengali 2022 pdf download
১.১ ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?” অলৌকিক ঘটনাটি হল-
ক) এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির বিয়ে হয়েছে।
খ) বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী
গ) তপনের লেখা “সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে।
ঘ) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়।
১.২ খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।” একথা বলেছে-
ক) ভবতোষ।
খ) অনাদি।
গ) কাশীনাথ।
ঘ) জনৈক বাসযাত্রী।
১.৩ “দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে।” – বক্তা হলেন
ক) নিমাই বাবু।
খ) জগদীশ বাবু।
গ) অপূর্ব।
ঘ) গিরীশ মহাপাত্র।
১.৪ সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী- “সভাতার শেষ পুণাবাণী” হল-
ক) ভালোবাসো।
খ) মঙ্গল করো।
গ) ক্ষমা করো।
ঘ) বিদ্বেষ ত্যাগ করো।
১.৫ তারপর যুদ্ধ এল’ –
ক) পাহাড়ের আগুনের মতো।
খ) রাক্তের সমুদ্রের মতো।
গ) আগ্নেয় পাহাড়ের মতো।
ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।
১৬ ‘সিন্ধুতীরে” পদ্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি হল-
ক) পদ্মাবতী।
খ) তোহফা।
গ) সতীময়না ও লোরুচন্দ্রাী।
ঘ) সেকেন্দারনামা।
১.৭ “অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন ।” তিনি হলেন_
ক) সত্যজিৎ রায়।
খ) অন্দাশঙ্কর রায়।
গ) রাজশেখর বসু।
ঘ) সুবোধ ঘোষ।
১.৮ আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, যখন এ দেশে
ক) বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে।
খ) বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটাবে।
গ) মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে।
ঘ) লেখকেরা অনুবাদের ভাড়্টুতা কাটিয়ে উঠতে পারবেন।
১.৯ শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন-
ক) সুনীল গঙ্গোপাধ্যায়
খ) বলাইটাদ মুখোপাধ্যায়।
গ) সমরেশ বসু।
ঘ) নিখিল সরকার।
১.১০ আমি ভাইকে সাইকেল দিলাম।’ এই বাক্যের নিম্নরেখ পদদুটি হল-
ক) যথাক্রমে মুখ্যকর্মকারক এবং গৌণকর্মকারকের উদাহরণ।
খ) যথাক্রমে গৌণকর্মকারক এবং মুখাকর্মকারকের উদাহরণ ।
গ) দুটিই মুখ্যকর্মকারকের উদাহরণ।
ঘ) দুটিই গৌণকর্মকারকের উদাহরণ।
১.১১ রাজায় রাজায় যুদ্ধ হয়।’ – এই বাক্যের কর্তাটি হল-
ক) প্রযোজ্য কর্তা।
খ) সহযোগী কর্তা।
গ) ব্যতিহার কর্তা।
ঘ) সমধাতুজ কর্তা।
১.১২ উপনগরী” – সমাসটি গড়ে উঠেছে-
ক) সাদৃশ্য অর্থে।
খ) সামীপ্য অর্থে।
গ) পশ্চাৎ অথে।
ঘ) বীপ্সা অর্থে।
১.১৩ উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য, তা হল-
ক) উপমান কর্মধারয়।
খ) উপমিত কর্মধারয়।
গ) রূপক কর্মধারয়।
ঘ) নিত্য সমাস।
১.১৪ “আজকের দিনটা বেশ কাটলো।’- গঠনগত দিক থেকে বাক্যটি হল-
ক) সরল বাক্য।
খ) জটিল বাক্য।
গ) মিশ্র বাক্য।
ঘ) যৌগিক বাক্য।
১.১৫ “সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল। – এই বাকের নিন্নরেখ অংশটি হল
ক) উদ্দেশ্য।
খ) বিধেয়।
গ) উদ্দেশোর সম্প্রসারক।
ঘ) বিধেয়র সম্প্রসারক।
১.১৬ আজ কি তোমার বাজার যাওয়া হয়নি?” ৯ “আজ কি তুমি বাজার যাও নি?’ – এই বাচ্য পরিবর্তনটি হল-
ক) ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তানের উদাহরণ।
খ) ভাববাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের উদাহরণ।
গ) কর্তৃবাচ্য থেকে কর্মবাচে পরিবর্তানের উদাহরণ।
ঘ) কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের উদাহরণ।
১.১৭ “বাশি বাজে।__ এটি একটি
ক) ঘটক বা সম্পাদক কর্তৃবাচ্য।
খ) অসম্পাদক কর্তৃবাচ্য।
গ) লুপ্তকর্তা ভাববাচ্য।
ঘ) গৌণ কর্মকর্তা ভাববাচ্য।
madhyamik question paper bengali 2022 pdf download
২.১ যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও:
২.১-১“ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কী ছিল?
২.১.২ “বলতে গেলে ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে ,”__ তফাতটা কী?
২.১.৩ “মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই।’__ কোন কথা মনে করে অপূর্বের এই মনোবেদনা?
২.১.৪ অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।’ __ হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে?
২.১.৫“ গল্প ছাপা হলে যে ভয়ংকর আহ্থাদটা হবার কথা, সে আহাদ খুঁজে পায় না।’__ উদ্দিষ্ট ব্যক্তির আহ্রাদিত হতে না পারার কারণ কী?
২.২ যে- কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও:
২.২.৯ ‘আমাদের ইতিহাস নেই।’_ এ-কথা বলা হয়েছে কেন?
২.২.২ হাধিক্ মোরে! বক্তা কেন নিজেকে ধিকার দিয়েছিলেন?
২.২.৩ পঞ্চকন্যা পাইলা চেতন।’_ পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে গেল?
২২৪ “তোরা সব জয়ধ্বনি কর।’__ কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন?
২২.৫ ‘গানের বর্ম আজ পরেছি গায়ে’__গানের বর্ম পরিধান করে কৰি কোন কাজ করতে পারেন?
২.৩ যে- কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও:
২.৩.১ “জন্ম নিল ফাউন্টেন পেন।’__ ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তটি উল্লেখ করো।
২.৩.২ “সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু।__ কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে?
২.৩.৩ আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্ধে দেশি পরিভাষা চালাচ্ছেন ।’_ তাতে অনেকে মুশকিলে পড়েছেন কেন?
২৩.৪ “আমাদের আলংকারিকগণ শব্দের প্রিবিধ কথা বলেছেন’__ কোন “ত্রিবিধ কথার প্রসঙ্গ লেখক স্মরণ করেছেন?
২.৪ যে- কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও:
২.৪.১ “নির্দেশক বলতে কী বোঝ?
২.৪.২ অ-কারক কাকে বলে?
২.৪.৩ নীচের চিহিত পদের কারক/ অ-কারক সম্পর্ক নির্দেশ করে তার চিহ্ন নির্ণয় করো (পোকাটা উড়ে গেল।)
২.৪.৪ নীচের ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণি নির্ণয় করো: “শশ অক্কে যার”
২.৪.৫ বিশেষণ ও বিশেষ্য যোগে একটি বিশেষ্য খণ্ড তৈরি করে বাক্যে ব্যবহার করো।
২.৪.৬ যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও।
২.৪.৭ নির্দেশ অনুযায়ী বাক্যটি পরিবর্তন করো: বৃথা আশা মরিতে মরিতেও মরে না। (যৌগিক বাক্য)
২.৪.৮ হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না।__ (কর্তৃবাচ্যে পরিণত করো)
২৪.৯ ভাববাচ্যের কর্তা লুপ্ত অবস্থায় আছে লুপ্ত কর্তা ভাববাচ্য এ রকম একটি বাক্য লেখো।
২.৪.১০ ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো:-অনুগমন।
৩. প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০ শব্দের মধ্যে উত্তর লেখো:
৩.১ যে কোনো একটি প্র্ধোর উত্তর দাও:
৩.১.১ “আপনি কি ভগবানের চেয়েও বড়ো?’__ কাকে একথা বলা হয়েছে? তাকে একথা
বলা হয়েছে কেন?
৩.১.২ “আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না।’ – বক্তা কাকে একথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাঁকে ব্যথিত করেছিল?
৩.২ যে- কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৩.২.১ এবার মহানিশার শেষে আসবে উযা অরুণ হেসে মহানিশা’ কী? এই মন্তব্যের মধ্য দিয়ে কৰি কিসের ইঙ্গিত দিয়েছেন?
৩২২. হায়, বিধি বাম মম প্রতি ‘_ বক্তা কে তিনি এমন কথা বলেছেন কেন?
চলিত গত্যে বঙ্গানুবাদ কর:
A real friend is he who remains true to us long as he lives. He will share our sorrows as well as our joys. He will stand by us in our hard times and is always ready to help us. He will risk everything, even life for the sake of his friend.
১১. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
১১.১ “নিত্য প্রয়োজনীয় দ্রবোর মূল্য ঊর্ধমুখী’ -এ বিষয়ে সংবাদপত্রের জন্য কমবেশি ১৫০ শব্দে একটি প্রতিবেদন রচনা করো।
১১.২ বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। (কমবেশি ১৫০ শব্দে)
৮. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
৮.১ ‘অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল।’_ কোনি কীভাবে বাংলা সাঁতার দলে
স্থন গেল তা লেখো।
৮.২ দারিদ্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো।
৮.৩ ক্ষিতীশ সিং কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যেকঠোর অনুশীলনেরবাবস্থা
করেছিলেন তার পরিচয় দাও।
৪০০ শব্দের মধ্যে একটি বিষয় অবলম্বনে রচনা লেখো :
৯.১ বিজ্ঞানমনষ্কতা ও কুসংস্কার
৯.২আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
৯.৩ একটি অলৌকিক অভিজ্ঞতা।
৯.৪ সাহিত্যপাঠের প্রয়োজনীয়তা।
মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে দেয়া বাটনে ক্লিক করে madhyamik question paper bengali 2022 pdf download করে নাও। এছাড়াও মাধ্যমিক অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post