প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই আমরা কোর্সটিকায় মাধ্যমিকের বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র শেয়ার করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের জন্য madhyamik question paper history 2022 pdf download প্রকাশ করবো। আজকের এই পেস্টে তোমরা ইতিহাসের প্রশ্নপত্র সম্পর্কে ধারণা পাবে।
নিচে ইতিহাস বিষয়টি থেকে একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র মডেল টেস্ট আকারে দেওয়া হল। তোমাদের পরীক্ষায় ঠিক এভাবেই প্রশ্ন প্রণয়ন করা হবে। বেশকিছু প্রশ্নে বিকল্প (Alternative) প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা চাইলে অপেক্ষাকৃত সহজ প্রশ্নটি থেকে উত্তর লিখতে পারবে।
madhyamik question paper history 2023 pdf download
বিভাগ : ক
বহুবিকল্পভিত্তিক প্রশ্নের উত্তর দাও
১.১ কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে –
(ক) ফটোগ্রাফির ইতিহাসের
(খ) খেলাধুলার ইতিহাসের
(গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের
(ঘ) পরিবেশের ইতিহাসের
নমুনা উত্তর : (গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের
১.২ ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –
(ক) ১৮১৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
১.৩ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো-
(ক) রাজা রামমোহন রায়
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) ডেভিড হেয়ার
(ঘ) ড্রিঙ্ক ওয়াটার বিটন (বেথুন)
নমুনা উত্তর : (খ) কালীপ্রসন্ন সিংহ
১.৪ ব্রষ্মানন্দ নামে পরিচিত ছিলেন যে ব্যক্তি-
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) রাধাকান্ত দেব
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) শিবনাথ শাস্ত্রী
১.৫ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন-
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃয্ন
(ঘ) রাজা রামমোহন রায়
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-‘৩২) হয়েছিল-
(ক) উত্তরবঙ্গে
(খ) পূর্ব বঙ্গে
(গ) ছোটনাগপুরে
(ঘ) ভাগলপুরে
১.৭ বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন-
(ক) দুদু মিঞা
(খ) দিগম্বর বিশ্বাস
(গ) তিতুমির
(ঘ) বিরসা মুণ্ডা
১.৮ মহারাণীর ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন-
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড বেন্টিঙ্ক
(ঘ) লর্ড মাউন্টব্যটন
১.৯ ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন-
(ক) কেশবচন্দ্র সেন
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) গগনোন্দ্রণাথ ঠাকুর
১.১০ এখানে আলাদা গোত্রের উপাদানটি হলো-
(ক) ভারতমাতা
(খ) গোরা
(গ) আনন্দমঠ
(ঘ) বর্তমান ভারত
১.১১ ইউ. রায় অ্যান্ড সঙ্গ ভূমিকা নিয়েছিল—
(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে
(খ) বাংলায় চিকিৎসা বিদ্যার প্রসারে
(গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে
(ঘ) বাংলা মুদ্রণ শিল্পের প্রসারে
১.১২ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন-
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) সত্যেন্দ্রনাথ বসু
(গ) চন্দ্রমুখী বসু
(ঘ) আনন্দমহন বসু
১.১৩ একা আন্দোলন ঘটেছিল-
(ক) বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের পর্যায়ে
(খ) আইন অমান্য আন্দোলনের পর্যায়ে
(গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে
১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল-
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৭ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯২৯ খ্রিষ্টাব্দে
১.১৫ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল-
(ক) রাওলাট সত্যাগ্রহে
(খ) অসহযোগ আন্দোলনে
(গ) বারনৌলি সত্যাগ্রহে
(ঘ) সাইমন কমিশন-বিরোধী আন্দোলনে
১.১৬ আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন-
(ক) বীণা দাস
(খ) কমলা দেবী চট্টোপাধ্যায়
(গ) কল্পনা দত্ত
(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
১.১৭ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন-
(ক) ভগৎ সিংহ
(খ) বিনয় বসু
(গ) সূর্য সেন
(ঘ) রাসবিহারী বসু
১.১৮ ‘দলিত’-এর বিকল্প হিসেবে ‘হরিজন’ শব্দটি ব্যবহার করেছিলেন—
(ক) বি. আর. আম্বেদকর
(খ) মহাত্মা গান্ধি
(গ) যোগেন্দ্রনাথ মন্ডল
(ঘ) ই. ডি. রামস্বামী নাইকার
১.১৯ রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
১.২০ এদের মধ্যে কোনটি দেশীয় রাজ্য ছিল না-
(ক) বোম্বে
(খ) ভোপাল
(গ) হায়দরাবাদ
(ঘ) জয়পুর
বিভাগ : খ
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
(২.১.১) সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?
(২.১.২) ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন?
(২.১.৩) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
(২.১.৪) লীলা নাগ (রায়) কোন সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন?
উপবিভাগ – ২.২ সত্য বা মিথ্যা নির্ণয় করো :
(২.২.১) রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ
(২.২.২) মির নিসার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন।
(২.২.৩) মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল।
(২.২.৪) মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী।
উপবিভাগ- ২.৩ “অ” স্তম্ভের সঙ্গে “আ” স্তম্ভ মেলাও :
অ
(২.৩.১) রামমোহন রায়
(২.৩.২) বি আর আম্বেদকর
(২.৩.৩) বল্লভভাই প্যাটেল
(২.৩.৪) রাধাকান্ত দেব
আ
১. ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
২. অ্যাংলো হিন্দু কলেজ
৩. দলিত আন্দোলন
8. বরদৌলি আন্দোলন
উপবিভাগ – ২.৪ প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর :
(২.৪.১) সন্ন্যাসী- ফকির বিদ্রোহের এলাকা
(২.৪.২) নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত
(২.৪.৩) ১৮৫৭-র বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর
অথবা
(কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ করো :
(২.৪.১) ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন…………।
(২.৪.২) নীল বিদ্রোহের সমর্থনে…………সংবাদপত্র দাঁড়িয়েছিল।
(২.৪.৩) রাজনারায়ণ বসু…………..উদ্যোগে যুক্ত ছিলেন।
(২.৪.৪) হায়দরাবাদ ভারত রাষ্ট্রের অন্তর্গত হয়……………খ্রিস্টাব্দে।
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :
(২.৫:১) বিবৃতি : রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন।
ব্যাখা – ১ : সতীদাহ প্রথা বন্ধ বন্যার জন্য আবেদন হিসাবে।
ব্যাখ্যা – ২ : ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে।
ব্যাখ্যা-৩ : ভারতে সংস্কৃত শিক্ষার বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে।
(২.৫.২) বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন।
ব্যাখ্যা-১ : পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য।
ব্যাখ্যা-২ : ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য।
ব্যাখা-৩ : সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য।
(২.৫.৩) বিবৃতি : ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা-১ : বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।
ব্যাখ্যা-২ : কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা-৩ : জাতীয় শিক্ষা প্রদানের জন্য।
(২.৫.৪) বিবৃতি : ভারত সরকার ১৯২৯ খ্রিষ্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।
ব্যাখ্যা-১ : এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা-২ : এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা-৩ : এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
বিভাগ : গ
৩. দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি)-
৩.১ আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে?
৩.২ বৃটিশ সরকার কেন ১৮৯৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
৩.৩ নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো?
৩.৪ ব্রাষ্মসমাজের যে কোন দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ কর।
৩.৫ বিপ্লব বলতে কী বোঝায়?
৩.৬ মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ কি ছিল?
৩.৭ ‘সভা সমিতির যুগ’ বলতে কী বোঝায়
৩.৮ গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন।
৩.৯ ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল?
৩.১০ শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
৩.১১ বাবা রামচন্দ্র কে ছিলেন?
৩.১২ তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ নিয়েছিল?
৩.১৩ বীণা দাস বিখ্যাত কেন?
৩.১৪ রশিদ আলি দিবস কেন পালিত হয়েছিল?
৩.১৫ স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায় ?
৩.১৬ পোট্টি শ্রীরামলু কে ছিলেন?
বিভাগ : ঘ
উপবিভাগ : ঘ.১
৪.১ পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা কর।
৪.২ নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা কর।
উপবিভাগ : ঘ.২
৪.৩. মহারানীর ঘোষণাপত্রের (১৮৫৮) ঐতিহাসিক তাৎপর্য কী?
8.8. আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল।
উপবিভাগ: ঘ.৩
৪.৫. বাংলায় ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা কর।
৪.৬. বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিস্তার পরিচয় দাও।
উপবিভাগ : ঘ.৪
৪.৭. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।
৪.৮. দলিত-অধিকার বিষয়ে গান্ধি ও আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা কর।
বিভাগ : ঙ
৫.১ নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
৫.২ মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ কর।
৫.৩ ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ কর।
ওয়ার্কার্স অ্যান্ড পেসেন্টট্স পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।
কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য
বিভাগ : চ
৬. একটি পূর্ণ বাক্যে উত্তর দাও (যে কোনো ৪টি)
৬.১ সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয় কোন গভর্নর জেনারেলের শাসনকালে?
৬.২ বাংলায় স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখো।
৬.৩ অ্যান্টি সারকুলার সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
৬.৪ মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন।
৬.৫ গান্দি-আম্বেদকর-এর মধ্যে পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল।
৭. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ৩টি)
৭.১ স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো?
৭.২ উডের নির্দেশনামার যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো।
৭.৩ অলিন্দ যুদ্ধ কাকে বলে?
৭.৪ ‘দেশীয় রাজ্য’ বলতে কী বোঝো?
শিক্ষার্থীরা, ওপরে দেওয়া প্রশ্নগুলোর প্যাটার্ন অনুযায়ি তোমাদের এ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন করা হবে। তাই এ প্রশ্নগুলোর আলোকে তোমরা পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করবে। ওপরে দেওয়া বাটনে ক্লিক করে madhyamik question paper history 2022 pdf download করে নাও। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার অন্যান্য বিষয়ের মডেল টেস্ট পেতে এখানে ক্লিক করো।
Discussion about this post