অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় mcq : অর্থনীতির সংজ্ঞা দিয়ে সাধারণত অর্থনীতির আলোচনা শুরু করা হয়, তাই ইউনিটের শুরুতেই অর্থনীতির অনেক সংজ্ঞা দেয়া হয়েছে। অর্থনীতির যে সকল প্রশ্ন বিবেচনা করা হয় এবং এই প্রশ্নসমূহের উত্তর পাওয়ার জন্য যে বিশ্লেষণ পদ্ধতিসমূহ ব্যবহার করা হয় এই উভয় দিক বিবেচনায় অর্থনীতি একটি বিশাল বিষয়।
তাই অর্থনীতি বলতে কি বুঝায় তা একটি বাক্যে বা অনুচ্ছেদে বর্ণনা করা হবে না। অর্থনীতিতে যে সমস্যাসমূহ আলোচনা করা হয় সেসবের মূল বৈশিষ্ট্য এবং সমস্যাসমূহের সমাধানের অর্থনৈতিক পদ্ধতি সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে।
অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় mcq
১. মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়?
ক. অভাবের তুলনায় সম্পদ বেশি থাকায়
● অভাবের তুলনায় সম্পদ কম থাকায়
গ. সম্পদ সীমিত কিন্তু অভাব সসীম
ঘ. অভাব সীমিত কিন্তু সম্পদ অসীম
২. কীসের জন্য মানুষ তার সকল অভাব একসাথে পূরণে সমস্যায় পড়ে?
● সম্পদের স্বল্পতার জন্য
খ. অভাবের তীব্রতার জন্য
গ. তুলনামূলক গুরুত্বের কারণে
ঘ. সমন্বয় সাধনের কারণে
৩. অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানবজীবনে কোন সমস্যার সূত্রপাত ঘটে?
ক. পারিবারিক সমস্যার
খ. ব্যক্তিগত সমস্যার
● মৌলিক অর্থনৈতিক সমস্যার
ঘ. সামাজিক সমস্যার
8. অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন?
ক. অসীম
খ. অধিক
গ. প্রচুর
● সীমিত
৫. কোনটি মানবজীবনের মূল অর্থনৈতিক সমস্যা?
● সম্পদের দুষ্প্রাপ্যতা
খ. অসীম অভাব
গ. অসীম সম্পদ
ঘ. সীমিত অভাব
৬. অধ্যাপক রবিন্সের অর্থনীতির সংজ্ঞা থেকে মানবজীবনের কয়টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়?
ক. দুইটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৭. অর্থনীতিতে সর্বপ্রথম ‘দুষ্প্রাপ্যতা’ ধারণাটির ব্যবহার করেন কে?
ক. পল এ. স্যামুয়েলসন
● এল. রবিন্স
গ. অ্যাডাম স্মিথ
ঘ. আলফ্রেড মার্শাল
৮. মানুষের জীবনে অভাব ও আকাঙ্ক্ষার ধরন কেমন?
● অসীম
খ. সসীম
গ. নগণ্য
ঘ. স্থির
৯. অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?
ক. এডাম স্মিথ
খ. পল এ. স্যামুয়েলসন
● অধ্যাপক মার্শাল
ঘ. কার্ল মেনজার
১০. শরীফ অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছে না। এটি কোন ধরনের চাহিদাকে নির্দেশ করে?
● মৌলিক মানবিক চাহিদা
খ. গৌণ মানবিক চাহিদা
গ. অমৌলিক চাহিদা
ঘ. বিলাস জাতীয় চাহিদা
১১. মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে-
i. দুষ্প্রাপ্যতা
ii. সম্পদের বিকল্প ব্যবহার
iii. নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১২. প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে ভাগ করা যায়-
i. জীবনধারণের জন্য
ii. অভ্যাসজনিত কারণে
iii. বিলাসের জন্য
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
• নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
তানিয়া দরিদ্র পরিবারের সন্তান। সে টাকার অভাবে অনেক সময় না খেয়ে থাকে। না খেয়ে থাকাতে তার শরীরে বিভিন্ন রোগ-ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। বর্তমান বিশ্বে তানিয়ার মতো অনেক শিশু প্রায়ই না খেয়ে থাকে।
১৩. অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তানিয়ার খাবারের চাহিদাকে কী বলা যায়?
ক. নির্বাচন
● অভাব
গ. দুষ্প্রাপ্যতা
ঘ. বণ্টন
১৪. তানিয়ার মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধানত দায়ী-
i. সম্পদের দুষ্প্রাপ্যতা
ii. অসীম অভাব
iii. শিশুদের প্রতি অবহেলা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে?
● দুষ্প্রাপ্যতা
খ. নির্বাচন
গ. যোগান
ঘ. চাহিদা
১৬. মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন?
● স্যামুয়েলসন
খ. কেইনস
গ. অ্যাডাম স্মিথ
ঘ. মার্শাল
১৭. চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতিই হলো—
● দুষ্প্রাপ্যতা
ক. নির্বাচন
গ. অর্থনৈতিক ব্যবস্থা
ঘ. অর্থনৈতিক সমস্যা
১৮. অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ?
● অ্যাডাম স্মিথ
খ. এল. রবিন্স
গ. আলফ্রেড মার্শাল
ঘ. পি. এ. স্যামুয়েলসন
১৯. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
ক. সম্পদের ঘাটতি
খ. সীমাহীন চাহিদা
গ. সীমাহীন অভাব
● সম্পদের দুষ্প্রাপ্যতা
২০. অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি?
ক. সসীম অভাব
খ. সীমিত উৎপাদন
গ. সঠিক নির্বাচন
● সীমিত সম্পদ
২১. সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাইয়ের প্রক্রিয়াটি হলো—
ক. দুষ্প্রাপ্যতা
● নির্বাচন
গ. উৎপাদন
ঘ. মৌলিক সমস্যা
২২. অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কী বলে?
ক. দুষ্প্রাপ্যতা
● নির্বাচন
গ. উৎপাদন
ঘ. মৌলিক সমস্যা
২৩. অর্থনীতিতে ‘নির্বাচন প্রয়োজনীয়, কারণ-
i. অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত
ii. সকল অভাব সমান গুরুত্বপূর্ণ
iii. সম্পদের বিকল্প ও দক্ষ ব্যবহার সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. অর্থনৈতিক সমস্যা হচ্ছে-
i. উৎপাদন, বণ্টন ও ভোগ
ii. দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ
iii. উৎপাদন কৌশল নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৫. অধ্যাপক এল. রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাওয়া যায়-
i. অসীম অভাব
ii. সীমিত সম্পদ
iii. সম্পদের পূর্ণ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৬. ‘মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়’—উক্তিটি কার?
● বেনহাম
খ. কেইন্স
গ. মার্শাল
ঘ. রিকার্ডো
২৭. অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ?
ক. এল. রবিন্স
খ মার্শাল
● অ্যাডাম স্মিথ
ঘ. স্যামুয়েলসন
২৮. আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়?
ক. এডাম স্মিথ
খ. মার্শাল
● পি. এ. স্যামুয়েলসন
ঘ. ডেভিড রিকার্ডো
২৯. মানবজীবনে অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে কোনটি?
ক. সম্পদের প্রাচুর্যতা
খ. সম্পদের বাহ্যিকতা
গ. সম্পদের হস্তান্তরযোগ্যতা
● সম্পদের সীমাবদ্ধতা
অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
৩০. মানবজীবনে অসীম অভাব সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজন হলো—
i. সম্পদের উৎপাদন বৃদ্ধি
ii. গুরুত্ব অনুযায়ী অভাবের নির্বাচন
iii. সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. অর্থনীতিকে ‘স্বল্পতার বিজ্ঞান’ (science of scarcity) হিসেবে ব্যাখ্যা দিয়েছেন কে?
ক. অ্যাডাম স্মিথ
খ. পল এ. স্যামুয়েলসন
গ. অধ্যাপক মার্শাল
● এল. রবিন্স
৩২. ‘An Eassy on the Nature and Significance of Economic Science’ গ্রন্থটি কত সালে প্রকাশিত?
● ১৯৩২
খ. ১৯৩৪
গ. ১৯৩৫
ঘ. ১৯৪৮
৩৩. কোনটি অনুসারে মানুষ অসংখ্য অভাব থেকে তার অভাবগুলোকে নির্বাচন করে?
ক. যোগান
খ. চাহিদা
● গুরুত্ব
ঘ. আকাঙ্ক্ষা
৩৪. ব্যক্তিগত বা জাতীয় জীবনে কী থেকে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি?
● সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে
খ. অর্থনৈতিক সমস্যা থেকে
গ. নির্বাচন সমস্যা থেকে
ঘ. অফুরন্ত সম্পদ থেকে
৩৫. অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতার মধ্যে সমন্বয় সাধনকে কী বলে?
ক. বণ্টন
● নির্বাচন
গ. ভোগ
ঘ. উৎপাদন
৩৬. কীসের প্রেক্ষিতে অর্থনীতিবিদ এল. রবিন্স অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান বলে অভিহিত করেন?
● দুষ্প্রাপ্যতা
খ. অসীম অভাব
গ. নির্বাচন
ঘ. সম্পদের প্রাচুর্যতা
৩৭. সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে কোন সমস্যাটির উদ্ভব হয়?
ক. বণ্টন
● নির্বাচন
গ. ভোগ
ঘ. উৎপাদন
৩৮. দুষ্প্রাপ্যতা বলতে মূলত সম্পদের কোনটিকে বোঝায়?
ক. অবাধলভ্যতাকে
খ. নির্দিষ্ট পরিমাণকে
● অপ্রতুলতাকে
ঘ. প্রচুরতাকে
৩৯. কোন দ্রব্যের ক্ষেত্রে দুষ্প্রাপ্যতার ধারণা কার্যকর হয় না?
● মুক্ত
খ. অর্থনৈতিক
গ. বিলাসজাত
ঘ. মধ্যবর্তী
৪০. ‘মানুষ যে সকল পণ্যসামগ্রী চায় তার যোগানের সীমাবদ্ধতাই হলো দুষ্প্রাপ্যতা’- কে বলেছেন?
ক. বেনহাম
খ. রবিন্স
● স্যামুয়েলসন
ঘ. লিপসি
৪১. অর্থনীতিকে ‘প্রশাসনিক বিজ্ঞান’ বলে অভিহিত করেন— কোন অর্থনীতিবিদ?
ক. L. Robbins
খ. Adam Smith
● Oskar Lange
ঘ. Paul A. Samuelson
৪২. প্রতিটি দেশে, সমাজের প্রতিটি স্তরে মানুষ তার অভাবের সাথে সংগ্রাম করে, কারণ-
i. অভাব অনাদি ও অনন্ত
ii. মানুষের প্রত্যাশা অসীম
iii. সম্পদ সীমিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৩. অসীম অভাব ও সীমিত সম্পদ থেকে উদ্ভব ঘটে-
i. বিকল্প ব্যবহার
ii. দুষ্প্রাপ্যতা
iii. নির্বাচন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৪. মৌলিক অর্থনৈতিক সমস্যা—
i. কী উৎপাদন করতে হবে
ii. কীভাবে উৎপাদন করতে হবে
iii. কার জন্য উৎপাদন করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৫. অপ্রচুর সম্পদ দ্বারা অসংখ্য অভাব পূরণের জন্য মানুষ যে সমস্যার সম্মুখীন হয়-
i. সম্পদের স্বল্পতার সমস্যা
ii. অভাব নির্বাচনের সমস্যা
iii. বিকল্প দ্রব্য না পাওয়ার সমস্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও।
ইমরানকে তার মা ৫০০ টাকা দিল বাজার থেকে তাদের পরিবারের জন্য চাল, আলু, ওষুধ ও একটি সাবান আনতে। ইমরান বাজারে গিয়ে পণ্যগুলোর দাম জিজ্ঞেস করে বুঝতে পারল এই পরিমাণ টাকায় সব জিনিস কেনা সম্ভব নয়। তবে সবকটি পণ্যই তার পরিবারে কম-বেশি গুরুত্বপূর্ণ।
৪৬. ইমরান কোন পণ্যগুলো ৫০০ টাকায় ক্রয় করবে?
● যে পণ্যগুলো তার পরিবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ
খ. যে পণ্যগুলোর দাম খুবই সস্তা
গ. যে পণ্যগুলো কম পছন্দের
ঘ. যে পণ্যগুলো পরিবারের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ
৪৭. পণ্য কেনার পূর্বে ইমরানকে লক্ষ করতে হবে— উচ্চতর দক্ষতা-
i. অভাবের গুরুত্ব প্রতি
ii. অর্থের সর্বোত্তম ব্যবহারের দিকে
iii. উক্ত টাকায় প্রয়োজনীয় পণ্য কেনার প্রতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৮. ‘অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান’— কে বলেছেন?
ক. বেনহাম
● স্যামুয়েলসন
গ. এল. রবিন্স
ঘ. কার্ল মার্কস
৪৯. অসংখ্য অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে অর্থনীতিতে কী বলে?
● দুষ্প্রাপ্যতা
খ. নির্বাচন
গ. অসীম অভাব
ঘ. বিকল্প ব্যবহার
৫০. অর্থনীতির জময় সমস্যাদ্বয় কী?
● দুষ্প্রাপ্যতা ও নির্বাচন
খ. দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা
গ. অসীমতা ও নির্বাচন
ঘ. স্বল্পতা ও প্রতিদ্বন্দ্বিতা
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post