অর্থনীতি ১ম পত্র ২য় অধ্যায় mcq : প্রচলিত অর্থশাস্ত্রে ভোক্তার আচরণ অন্যতম কেন্দ্রীয় মনোযোগের বিষয়। একজন ভোক্তার চাহিদা, উপযোগ, পছন্দ ইত্যাদি বিষয়গুলোর বিশ্লেষণ এবং দাম, আয় ইত্যাদির পরিবর্তনে তার প্রতিক্রিয়ার ধরন ইত্যাদি ব্যষ্টিক অর্থশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমরা ক্রমে এই বিষয়গুলো আলোচনা করবো।
ব্যষ্টিক অর্থশাস্ত্রে একক ভোক্তার আচরণকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হয়। ভোক্তার পছন্দ এবং সিদ্ধান্ত কিভাবে নির্ধারিত হয়, কি কি শর্তের উপর এগুলো নির্ভর করে, দাম পরিবর্তন বা আয় পরিবর্তন বা অন্য কোন পরিবর্তন কিভাবে এবং কি মাত্রায় একজন ভোক্তার সিদ্ধান্তকে প্রভাবিত করে সেসবই এই বিশ্লেষণের অন্তর্ভুক্ত।
অর্থনীতি ১ম পত্র ২য় অধ্যায় mcq
১. উপযোগ কোন ধরনের ধারণা?
ক. মানবিক
● মানসিক
গ. আধ্যাত্মিক
ঘ. কাল্পনিক
২. যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বুঝায় তবে উৎপাদন বলতে কী বুঝায়?
ক. যোগান সৃষ্টি
খ. চাহিদা সৃষ্টি
● উপযোগ সৃষ্টি
ঘ. মজুদ সৃষ্টি
৩. কোনটি পর্যায়গত উপযোগ?
ক. ১, ২, ৩
● I, II, III
গ. সংখ্যাবাচক পছন্দক্রম
ঘ. পরিমাণগত উপযোগ
৪. কোনটি সংখ্যাবাচক উপযোগ?
● ১, ২, ৩
খ. I, II, III
গ. সংখ্যাবাচক পছন্দক্রম
ঘ. পরিমাণগত উপযোগ
৫. উপযোগ কয়টি পদ্ধতিতে পরিমাপ করা যায়?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
৬. উপযোগ কাকে বলে?
ক. তৃপ্তি মেটানোর ক্ষমতাকে
খ. চাহিদার পরিমাণকে
গ. ভোগের তীব্রতাকে
● অভাব মোচনের ক্ষমতাকে ঘ
৭. উপযোগ নিঃশেষ হয় কীভাবে?
ক. দাম দ্বারা
● ভোগ দ্বারা
গ. যোগান দ্বারা
ঘ. চাহিদা দ্বারা
৮. উপযোগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ১
● ২
গ. ৩
ঘ. ৪
৯. একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে তার কোনটি হ্রাস পায়?
ক. স্বাদ
● উপযোগ
গ. রুচি
ঘ. উপকারিতা
১০. কোন অর্থনীতিবিদরা সংখ্যাবাচক উপযোগকে সমর্থন করেন?
ক. আধুনিক
● ক্লাসিক্যাল
গ. হিকস অ্যালেন
ঘ. কেইনসীয়
১১. আধুনিক অর্থনীতিবিদরা কোন উপযোগকে সমর্থন করেন?
ক. সংখ্যাবাচক উপযোগ
● পর্যায়গত উপযোগ
গ. প্রান্তিক উপযোগ
ঘ. পরিমাণগত উপযোগ
১২. আদ্রিতার কমলা খেতে ইচ্ছা করল। আদ্রিতার কাছে কমলার কী থাকায় সে কমলা ক্রয় করবে?
ক. চাহিদা
● উপযোগ
গ. অভাব
ঘ. আকাঙ্ক্ষা
১৩. জনি বাজার থেকে ১০টি আম কিনে এনে প্রথম ৪টি আম খাওয়ার পর বাকিগুলো খেতে পারলো না। জনির আচরণে অর্থনীতির কোন ধারণার প্রকাশ পেয়েছে?
ক. চাহিদা পূরণ
● উপযোগ পূরণ
গ. যোগান পূরণ
ঘ. চাহিদা বিধি
১৪. ভোগ করার ক্ষেত্রে কোন ক্রিয়াটি সংঘটিত হয়?
ক. কোনো দ্রব্যের চাহিদা মেটানো
● কোনো দ্রব্যের উপযোগিতা নিঃশেষ
গ. কোনো দ্রব্য তৈরির উপকরণ ব্যবহার
ঘ. কোনো দ্রব্যের ভালো-মন্দ বিচার
১৫. উপযোগ ধারণাটির সাথে সংশ্লিষ্ট বিষয়—
i. কোনো দ্রব্য দ্বারা অভাব মোচনের ক্ষমতা
ii. কোনো দ্রব্য দ্বারা অভাব পূরণের ক্ষমতা
iii. কোনো দ্রব্যের উপযোগ ধ্বংস
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. উপযোগ হলো—
i. একটি মানসিক ধারণা
ii. অভাব পূরণের ক্ষমতা
iii. দ্রব্যের উপকারিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৭. কোনো দ্রব্যের উপযোগের পরিবর্তন ঘটে যখন–
i. ভোক্তার রুচির পরিবর্তন হয়
ii. ভোক্তার আয়ের পরিবর্তন হয়
iii. ভোক্তার অভ্যাসের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক একজন জর্দা ব্যবসায়ী। কেউ তাকে কখনো জর্দা খেতে দেখেনি। তবুও সে এই ক্ষতিকর ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাকে যদি কেউ প্রশ্ন করে, জেনেশুনে এ ব্যবসা কেন করেন? তিনি এক গাল হেসে সহজ উত্তর দেবেন- মানুষ খায় বলে আমি বিক্রি করি।
১৮. রফিকের জর্দা বিক্রির যৌক্তিক কারণ কী?
ক. নিত্য প্রয়োজনীয়
খ. নৈতিকতার অভাব
● পর্যাপ্ত উপযোগ
ঘ. বিক্রেতার অভাব
১৯. জর্দা বিক্রির মাধ্যমে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে―
i. উপযোগ একটি ভ্রান্ত ধারণা
ii. যা অভাব পূরণে সক্ষম তারই উপযোগিতা আছে
iii. উপযোগ ন্যায় অন্যায় অনুসরণ করে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
২০. সংখ্যাগত উপযোগের ধারণা কে প্রদান করেন?
ক. রিকার্ডো
খ. অ্যাডাম স্মিথ
● মার্শাল
ঘ. হিক্স
২১. পর্যায়গত উপযোগ ধারণা ব্যাখ্যা করেন কোন অর্থনীতিবিদ?
ক. রিকার্ডো
খ. অ্যাডাম স্মিথ
গ. মার্শাল
● জে. আর হিকস
২২. ব্যবহারের মাধ্যমে যখন দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয়, তখন তাকে কী বলে?
● ভোগ
খ. সঞ্চয়
গ. বিনিয়োগ
ঘ. সরকারি ব্যয়
২৩. দ্রব্যের বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণে সক্ষম –
ক. উৎপাদন
খ. বিনিময়
গ. যোগান
● উপযোগ
২৪. উপযোগ পরিমাপের একক-
ক. লিটার
● ইউটিল
গ. মিটার
ঘ. গ্রাম
২৫. ‘উপযোগ হলো কোন দ্রব্যের ঐ বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে’ –কে বলেছেন?
ক. লিপসি
খ. মার্শাল
● মেয়ার্স
ঘ. রবিন্স
২৬. ভোক্তার আচরণের প্রকাশ ঘটে কীসের মাধ্যমে?
ক. আয়ের মাধ্যমে
● চাহিদার মাধ্যমে
গ. ভোগের মাধ্যমে
ঘ. ক্রয়ক্ষমতার মাধ্যমে
২৭. সর্বশেষ একক থেকে কোন উপযোগ পাওয়া যায়?
ক. মোট উপযোগ
খ. ঋণাত্মক উপযোগ
● প্রান্তিক উপযোগ
ঘ. ঋণাত্মক উপযোগ
২৮. D = 5 – P সমীকরণে স্বাধীন চলক কোনটি?
ক. D
খ. 5-P
● P
ঘ. 5
২৯. প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কী হয়?
● বাড়ে
ক. কমে
গ. শূন্য হয়
ঘ. স্থির থাকে
অর্থনীতি ১ম পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
৩০. কখন ভোক্তা অতিরিক্ত এক একক দ্রব্যের জন্য কম দাম দিতে চায়?
ক. দ্রব্যের উপযোগ বাড়লে
খ. দ্রব্যের দাম কমলে
● দ্রব্যের উপযোগ কমলে
ঘ. দ্রব্যের দাম বাড়লে
৩১. নিচের কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে?
ক. গড় উপযোগ
খ. উপযোগ
● প্রান্তিক উপযোগ
ঘ. মোট উপযোগ
৩২. দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগের কী?
● সমান
খ. কম
গ. বিপরীতমুখী
ঘ. বেশি
৩৩. প্রান্তিক উপযোগ ধারণার সাহায্যে প্রথম ভোক্তার আচরণ বিশ্লেষণ করেন কোন অর্থনীতিবিদ?
● মার্শাল
খ. রিকার্ডো
গ. অ্যাডাম স্মিথ
ঘ. ফিশার
৩৪. কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে কী বলে?
ক. গড় উপযোগ
খ. উপযোগ
● প্রান্তিক উপযোগ
ঘ. মোট উপযোগ
৩৫. মিঠু ৪টি পেয়ারা কিনলো, এক্ষেত্রে ৪র্থ পেয়ারাটিকে কী বলা যায়?
ক. মোট পেয়ারা
● প্রান্তিক পেয়ারা
গ. ভোগকৃত পেয়ারা
ঘ. উপভোগ্য পেয়ারা
৩৬. কোনো দ্রব্য বারবার ভোগ করলে ঐ দ্রব্যের প্রতি ভোক্তার—
i. আগ্রহ কমে
ii. উপযোগ বাড়ে
iii. উপযোগ কমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৭. কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়?
ক. আয় বৃদ্ধির ফলে
খ. সঞ্চয় বৃদ্ধির ফলে
গ. লাভের একক বৃদ্ধির ফলে
● ভোগের একক বৃদ্ধির ফলে
৩৮. কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত?
ক. ভোক্তার আয় বৃদ্ধি
খ. ভোক্তার পছন্দ পরিবর্তন
গ. ভোক্তার রুচি পরিবর্তন
● ভোক্তার যুক্তিসম্মত আচরণ
৩৯. কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি অকার্যকর?
ক. প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে
● ভোক্তার আয় বেড়ে গেলে।
গ. ভোক্তার ব্যয় বেড়ে গেলে
ঘ. ভাত খাওয়ার ক্ষেত্রে
৪০. ক্রমহ্রাসমান উপযোগ বিধিতে নির্দিষ্ট সময়ে ভোক্তার আয়, রুচি ও পছন্দ কী হিসেবে বিবেচনা করা হয়?
● স্থির
খ. পরিবর্তনশীল
গ. ক্রমহ্রাসমান
ঘ. ক্রমবর্ধমান
৪১. বিভিন্ন দেশের পুরোনো ডাকটিকেট, বিভিন্ন মুদ্রা সংগ্রহের আকাঙ্ক্ষা ভোক্তার নিকট বাড়লে কোন বিধির কার্যকারিতা নষ্ট হয়?
ক. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
● ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
গ. মাত্রাগত প্রান্তিক উৎপাদন বিধি
ঘ. ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি
৪২. কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি অকার্যকর?
ক. প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে
● দুর্লভ মুদ্রার ক্ষেত্রে
গ. মিষ্টি খাওয়ার ক্ষেত্রে
ঘ. মধু খাওয়ার ক্ষেত্রে
৪৩. কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির বহির্ভূত?
ক. খাদ্য সংগ্রহ
খ. বস্ত্ৰ সংগ্ৰহ
● ডাকটিকেট সংগ্রহ
ঘ. বাসস্থান নির্মাণ
৪৪. একটি দ্রব্যের কিছু পরিমাণ ভোগ করার পর ঐ দ্রব্যের অভাব বোধের মাত্রা কমে আসার কারণ কী?
● নির্দিষ্ট অভাব সসীম
খ. মানুষ অল্পতেই তুষ্ট
গ. নির্দিষ্ট অভাব অসীম
ঘ. অভাবের মাত্রা সীমিত
৪৫. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পূর্ণাঙ্গ ধারণা ব্যাখ্যা দেন কোন অর্থনীতিবিদ?
● অধ্যাপক মার্শাল
খ. বেনহাম
গ. স্যামুয়েলসন
ঘ. কুনট
৪৬. নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যের অভাব কেমন?
ক. অসীম
● সসীম
গ. পরিমিত
ঘ. অপরিমিত
৪৭. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত হলো—
i. ভোক্তার রুচি, অভ্যাস পরিবর্তনীয়
ii. উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য
iii. উপযোগকে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৪৮. একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছাকে অর্থনীতিতে কী বলে?
● চাহিদা
খ. উপযোগ
গ. যোগান
ঘ. অভাব
৪৯. একজন ভিক্ষুক মোটরসাইকেল ক্রয় করতে চায়। কিন্তু তার মোটরসাইকেল ব্রুয়ের সামর্থ্য নেই। তাই তার আকাঙ্ক্ষাকে কী বলা যাবে না?
● চাহিদা
খ. যোগান
গ. উপযোগ
ঘ. বিকল্প চাহিদা
৫০. চাহিদার সাথে দামের সম্পর্ক কীরূপ?
ক. সমান
● বিপরীতমুখী
গ. ঊর্ধ্বমুখী
ঘ. সমমুখী
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ১ম পত্র ২য় অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post