ইসলামের ইতিহাস ১ম পত্র ২য় অধ্যায় mcq : মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর (রা)। ইসলামে নবীর পরেই তাঁর স্থান। ইসলাম গ্রহণের আগেও তিনি অন্যান্যদের মত জাহেলিয়াতের পঙ্কে নিমজ্জিত ছিলেন না। পূত-পবিত্র চরিত্রের লোক ছিলেন তিনি। তিনি আজীবন রাসুলুল্লাহর পাশে ছিলেন ছায়ার মত।
নবুওয়াতের আগে ও নবুওয়াত লাভের পরে নবী মুহাম্মদ (স)- কে সমানভাবে সম্মান ও মর্যাদা দিয়ে তিনি তাঁকে অনুসরণ করেছেন। ইসলাম গ্রহণের পর তাঁর জীবন-চরিত্র আরও উন্নততর হয়ে উঠে। প্রাথমিক জীবনে তিনি মানবতার সেবা করতেন। ইসলাম গ্রহণের পরে তিনি আরও বেশি দুর্গত মানবতার সাহায্যে এগিয়ে আসেন। ইসলামের সেবায় তিনি তাঁর সমুদয় ধন-সম্পত্তি সম্পূর্ণরূপে বিলিয়ে দিয়েছিলেন। তাঁর মূল নাম আবদুল্লাহ। উপনাম ছিল আবু বকর।
‘আতিক’ ও ‘সিদ্দীক’ ছিল তাঁর উপাধি। তাঁর পিতা হলেন ওসমান ওরফে আবু কুহাফা এবং মাতা ছিলেন সালমা ওরফে উম্মুল খায়ের। তাঁর পিতা-মাতা উভয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি মক্কায় কুরাইশ বংশের ‘তাইম’ গোত্রে ৫৭৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি হযরত মুহাম্মদ (স)- এর প্রায় তিন বছরের ছোট ছিলেন।
ইসলামের ইতিহাস ১ম পত্র ২য় অধ্যায় mcq
১. মহানবী (সা.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৫৬০
খ. ৫৬৫
গ. ৫৭০
ঘ. ৫৭৫
২. কোন পর্বতের গুহায় মহানবীর (সা.)-এর নিকট ওহী নাযিল হয়?
ক. সাফা
খ. হেরা
গ. মারওয়া
ঘ. সওর
৩. মহানবী (সা.)- কে প্রথম প্রতিশ্রুত নবী হিসেবে শনাক্ত করেন?
ক. বাহিরা
খ. ওরাকা
গ. ওবায়দুল্লাহ
ঘ. আবু জেহেল
৪. পবিত্র কুরআনে ‘উম্মুল কুরা’ বলা হয়েছে কোন নগরীকে?
ক. মক্কা নগরীকে
খ. মদিনা শহরকে
গ. তায়েফ নগরীকে
ঘ. ইয়াসরিবকে
৫. জাহেলিয়া যুগে আরবগণ কারণে-অকারণে রক্তক্ষয়ী যুদ্ধে ব্যাপৃত থাকতো কেন?
ক. সিদ্ধান্ত গ্রহণের ভুলের কারণে
খ. রাষ্ট্রপরিচালনার অনুপস্থিতির কারণে
গ. দারিদ্রতার কারণে
ঘ. বৈদেশিক প্রভাবের কারণে
৬. হিলফুল ফুজুল গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
ক.৫৯৪ খ্রিস্টাব্দে
খ. ৫৯৫ খ্রিস্টাব্দে
গ. ৫৯৬ খ্রিস্টাব্দে
ঘ. ৫৯৭ খ্রিস্টাব্দে
৭. উকাজ মেলায় জুয়াখেলা, ঘোড়ার দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়, এ যুদ্ধের নাম কী?
ক. ফিযার
খ. বদর
গ. হারবুল ফুজ্জার
ঘ. উহুদ
৮. শিশু মহানবী (সঃ) এর ধাত্রী কোন বংশের ছিলেন?
ক. কুরাইশ
খ. বনি সাদ
গ. বনি ইসরাইল
ঘ. হিমারীয়
৯. মহানবী (সা.) নবুওয়াত লাভ করেন-
ক. ৫৭০ খ্রীষ্টাব্দে
খ. ৬১০ খ্রিস্টাব্দে
গ. ৬২২ খ্রিস্টাব্দে
ঘ. ৬২৪ খ্রিস্টাব্দে
১০. হিলফুল নামকরণের পিছনে কারণ কী?
ক. মক্কায় স্থানীয় নামের সাথে সামঞ্জস্য
খ. সদস্যদের নামের সাথে সামঞ্জস্য
গ. উদ্দেশ্যের সাথে সংগতি
ঘ. সদস্যদের পছন্দের সাথে সামঞ্জস্য
১১. হেরা গুহায় মহানবী (সা.) ভীত হয়ে পড়ার কারণ কী?
ক. প্রাকৃতিক দুর্যোগ
খ. কুরাইশদের আক্রমণ
গ. জিবরাইল ফেরেশতা আগমন
ঘ. শারীরিক অসুস্থতা
১২. মহানবী (সা.) কে আলামিন ঢাকার মাধ্যমে কোনটি প্রমাণিত হয়?
ক. বিশ্বস্ততা
খ. শক্তিমত্তা
গ. ধৈর্য
ঘ. সাহসিকতা
১৩. কুরাইশ ও হাওয়াজেন গোত্রদ্বয়ের যুদ্ধ কোনটি?
ক. হারবুল ফিজার
খ. বাসুসের যুদ্ধ
গ. বুয়াসেরর যুদ্ধ
ঘ. বদরের যুদ্ধ
১৫. ৪০ বছর বয়সে মহানবী (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি?
ক. বিবাহ
খ. হিজরত
গ. বিদায় হজ
ঘ. নবুওয়াত লাভ
১৬. অপুর বাবা হজ করতে গিয়ে হেরা গুহা দেখে এসেছিলেন। এগুলোর সাথে মহানবী (সা.) এর জীবন কীভাবে সম্পর্কিত?
ক. হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন
খ. মক্কায় লোকদের ভয়ে আশ্রয় নিয়েছিলেন
গ. এখানে প্রায় সময়ই ধ্যানমগ্ন থাকতেন
ঘ. ক্লান্ত অবস্থায় প্রশান্তির জন্য গিয়েছেন
১৭. ইসলাম আবির্ভাবের পূর্বে সমগ্র আরবের সামাজিক অবস্থা কেমন ছিল?
ক. অধিক জনসংখ্যা
খ. বিশৃঙ্খলা পূর্ণ
গ. শৃঙ্খলা পূর্ণ
ঘ. শান্তিপূর্ণ
১৮. ইসলাম পূর্ব যুগে ভারতবর্ষে কতটি দেব দেবীর পূজা করত?
ক. ২৩ হাজার
খ. ২৩ কোটি
গ. ৩৩ হাজার
ঘ. ৩৩ কোটি
১৯. সমগ্র বিশ্ববাসী কার আগমনের জন্য অপেক্ষায় ছিল?
ক. মুসা (আ.)- এর জন্য
খ. ঈসা (আ.)- এর জন্য
গ. মোহাম্মদ (সা.)- এর জন্য
ঘ. নুহ (আ.)- এর জন্য
২০. সর্বপ্রথম বিমান সংগ্রহকারী মহিলার নাম কী?
ক. হযরত খাদিজা
খ. হযরত হালিমা
গ. হযরত সাদিয়া
ঘ. হযরত সাফিয়া
২১. সর্বমোট কত বছরে কুরআন মাজীদ অবতীর্ণ হয়?
ক. ২৬ বছরে
খ. ২৪ বছরে
গ. ২৫ বছরে
ঘ. ২৩ বছরে
২৩. কুরআন মাজীদের আয়াত কত সংখ্যা?
ক. ৬৫৬৬ টি
খ. ৬৫৬৪ টি
গ. ৬৫৮০ টি
ঘ. ৬২৩৬ টি
২৪. নবুয়াত কী?
ক. আল্লাহর বিধান নগরের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে
খ. আল্লাহর বিধান মান্য করা
গ. আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা
ঘ. আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করা
২৫. ওহী অর্থ কী?
ক. ইশারা
খ. ধীরগতি
গ তড়িৎ গতি
ঘ. ভ্রুক্ষেপ
২৬. মেয়েদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেন কে?
ক. হযরত খাদিজা
খ. হযরত হালিমা
গ. হযরত সাদিয়া
ঘ. হযরত সাফিয়া
২৭. রাতে পবিত্র কুরআন অবর্তীণের শুভ সূচনা হয়?
ক. লাইলাতুল কদরে
খ. লাইলাতুল বরায়াতে
গ. লাইলাতুল মিরাজে
ঘ. লাইলাতুল আরাফায়
২৮. ইসলামী জীবন দর্শনের মৌল উৎস কী?
ক. কুরআন
খ. সুন্নাহ
গ. ইজমা
ঘ. কিয়াস
২৯. গোলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
ক. বেলাল (রা.)
খ. যায়েদ বিন সাবিত (রা.)
গ. জায়েদ বিন হারিস
ঘ. শ্যামা বিন জায়েদ
৩০. বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
ক. ওমর (রা.)
খ. ওসমান (রা.)
গ. আবু বকর (রা.)
ঘ. আলী (রা.)
৩১ প্রকাশ্যে ইসলাম প্রচারের ফলে রাসুল (সা.)- এর কোন চাচা অত্যান্ত রাগাম্বিত হল?
ক. আবু তালিব
খ. আবু জাহেল
গ. আবু লাহাব
ঘ. আবু সুফিয়ান
৩২. বোজসভার আয়োজন করার মাধ্যমে ইসলামের দাওয়াতের মুসলমানদের সদস্য সংখ্যা কত হয়েছিল?
ক. ৪০ জন
খ. ৫০ জন
গ. ৬০ জন
ঘ. ৭০ জন
৩৩. মদিনার অপর নাম কী?
ক. আবিসিনিয়া
খ. সিরিয়া
গ. ইয়াসরিব
ঘ. মক্কা
৩৪. হযরত মুহম্মদ (সা.) কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ৫৭০ খ্রিস্টাব্দের ২৫ জনুয়ারি
খ. ৫৭০ খ্রীষ্টাব্দে ২৬ মার্চ
গ. ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট
ঘ. ৫৭০ খ্রিস্টাব্দের ২৮ আগস্ট
৩৫. মোহাম্মদ (সা.) কী বার জন্মগ্রহণ করেন?
ক. বুধবার
খ. বৃহস্পতিবার
গ. সোমবার
ঘ. শুক্রবার
৩৬. কোন মাসে হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন?
ক. রজব
খ. সাবান
গ. রমজান
ঘ. মহররম
৩৭. মিরাজের ঘটনা কে সর্বপ্রথম সত্য বলে বিশ্বাস করেন?
ক. আবু বকর (রা.)
খ. আলী (রা.)
গ. উসমান (রা.)
ঘ. ওমর (রা.)
৩৮. মিরাজ শব্দের অর্থ কী?
ক. চাঁদে গমন
খ. উপরে ওঠা
গ. ঊর্ধ্বাকাশে গমন
ঘ. আরশে গমন
৩৯. আবিসিনিয়া হতে প্রত্যাগত মুসলমানদের সংখ্যা কত?
ক. ২০০ জন
খ. ২০১ জন
গ. ২০২ জন
ঘ. ২০২ জন
৪০. কার নেতৃত্বে হযরত মুহাম্মদ (সা.) কে হত্যা করার পরিকল্পনা করা হয়?
ক. আবু আমোর
খ. আবু লাহাব
গ. আবু কলতা
ঘ. আবু জাহেল
৪১. নাজ্জাসীর আসল নাম কী?
ক. আসহামা
খ. খানসামা
গ. আসওয়াদ
ঘ. তোলায়হা
৪২. কাকে বীর কেশরী বলা হয়?
ক. আলী (রা.) কে
খ. হামজা (রা.) কে
গ. খালিদ বিন ওয়ালিদ (রা.) কে
ঘ. আবু ওবায়দা (রা.)
৪৩. ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক. সত্যবাদী
খ. সত্য-মিথ্যার সমন্বয়কারী
গ. সত্যের অনুসারী
ঘ. সত্য মিথ্যার প্রভেদকারী
৪৪. কুরাইশ বংশ কোন বংশের উত্তরাধিকারী?
ক. নুহ (আ.)-এর
খ. হারুন (আ.)-এর
গ. বনি সাদ (আ.)-এর
ঘ. ইসমাইল (আ.)-এর
৪৫. কুরাইশ শব্দের অর্থ কী?
ক. ব্যবসায়ী
খ. সওদাগর
গ. রাজনীতিবিদ
ঘ. ধর্মপ্রচারক
৪৬. রাসূলুল্লাহ (সা.) ‘মোহাম্মদ’ নাম রাখেন কে?
ক. আমিনা (রা.)
খ. আব্দুল্লাহ
গ. আব্দুল মুত্তালিব
ঘ. আবু তালিব
৪৭. রাসুলের নাম ‘আহমদ’ রাখেন কে?
ক. আব্দুল মুত্তালিব
খ. আবু তালিব
গ. বিবি হালিমা
ঘ. মা আমিনা
৪৮. ‘আহমদ’ শব্দের অর্থ কী?
ক. প্রশংসিত
খ. প্রশংসাকারী
গ. সম্মানিত
ঘ. সবগুলো
৪৯. মোহাম্মদ শব্দের অর্থ কী?
ক. উচ্চ মর্যাদা
খ. মর্যাদাবান
গ. প্রশংসিত
ঘ. সম্মানিত
৫০. মদিনার পূর্ব নাম কী ছিল?
ক. মদিনাতুল ইসলাম
খ. মদিনাতুর রাসুল
গ. মদীনাতুন্নবী
ঘ. ইয়াসরিব
►► আরো দেখো: ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ১ম পত্র ২য় অধ্যায় mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post