ইসলামের ইতিহাস ২য় পত্র ১ম অধ্যায় mcq : পরবর্তী খলিফা প্রথম ওয়ালিদ (৭০৫-৭১৫ খ্রি.) দখল করেন বলখ, তুখারিস্তান, ফারগানা, সমরকন্দ প্রভৃতি অঞ্চল। মুসলিম সেনাপতি মুসা ও তারিক স্পেন জয় করেন। এ যুগেই ইরাকে আরব শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তারই নির্দেশে মুহম্মদ-বিন-কাসিম ভারতের দিকে অগ্রসর হন। ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধুদেশ মুহম্মদ-বিন-কাসিমের অধিকারে আসে। এরপর মুলতানসহ পাঞ্জাবের দক্ষিণ অংশ মুসলমানেরা জয় করে নেয়।
সিন্ধু অঞ্চলে জাঠ, মেঠ প্রভৃতি নিম্ন বর্ণের লোকেরা উচু বর্ণের হিন্দুদের দ্বারা নির্যাতিত হতো। যুদ্ধের সময় এরা মুহম্মদ-বিন কাসিমের সাহায্যে এগিয়ে এসেছিল। মুহম্মদ বিন কাসিম সিন্ধু জয় করে সেখানে সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। নাগরিকদের যার যার ধর্ম পালনের অধিকার দেন। বহু হিন্দুকে উচ্চ রাজপদে নিয়োগ করেন। এই বিজয়ের সূত্র ধরে অনেক আরব সিন্ধু ও এর আশেপাশে বসবাস করতে থাকে। এভাবে আরবের সাথে ভারতের একটি সম্পর্ক তৈরি হয়।
ইসলামের ইতিহাস ২য় পত্র ১ম অধ্যায় mcq
১. ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশে সাথে কাদের যোগাযোগ ছিল?
ক. আরব শেখদের
খ. আরব সৈনিকদের
গ. আরব কবিদের
ঘ. আরব বণিকদের
২. আরবদের সিন্ধু বিজয় একটি নিষ্ফল উপখ্যান এই উক্তিটি কোন ঐতিহাসিকের?
ক. ঈশ্বরী প্রসাদ
খ. স্টেনলী লেনপুল
গ. পি. কে. হিট্টি
ঘ. এ. বি. এম. হাবিবুল্লাহ
৩. প্রাচ্যের হোমার কাকে বলা হয়?
ক. আল ফারাবি
খ. ফেরদৌসী
গ. উনসুরী
ঘ. হাফিজ
৪. ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা?
ক. আর্য
খ. শক
গ. হুন
ঘ. দ্রাবিড়
৫. সুলতান মাহমুদ সোমনাথ অভিযান করেন কত খ্রিস্টাব্দে?
ক. ১০৩২
খ. ১০২৪
গ. ১০২৬
ঘ. ১০৩০
৬. কত খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন?
ক. ৭১০
খ. ৭১১
গ. ৭১২
ঘ. ৭১৩
৭. মুসলিমদের ভারতে আগমনের পূর্বে বাংলা ও বিহারে কোন বংশের শাসন প্রতিষ্ঠা ছিল?
ক. পাল
খ. সেন
গ. গুপ্ত
ঘ. মৌর্য
৮. শাহনামা গ্রন্থের রচয়িতা কে?
ক. আবুল কাশেম ফেরদৌসী
খ. আল বেরুনি
গ. আবুল ফজল
ঘ. আবুল হাসান ফিদা
৯. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা কে ছিলেন?
ক. হর্ষবর্ধন
খ. শশাঙ্ক
গ. দাহির
ঘ. পৃথ্বীরাজ
১০. ক্ষত্রিয়দের পেশা কি ছিল?
ক. ব্যবসায়
খ. চাকরি
গ. যুদ্ধ
ঘ. কৃষিকাজ
১১. সুলতান মাহমুদ জাতিতে ছিলেন-
ক. মিশরীয়
খ. তুর্কি
গ. আরবিয়
ঘ. বার্বার
১২. কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছে?
ক. ধ্রুপদ
খ. ধৃতরাষ্ট্র
গ. ভারত
ঘ. পান্ডব
১৩. খলিফা ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসক কে ছিলেন?
ক. রাজা দাহির
খ. হাজ্জাজ বিন ইউসুফ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. কোতায়বা বিন মুসলিম
১৪. প্রাচীন বাংলার জনগণ ছিল-
ক. আর্য
খ. অনার্য
গ. ক ও খ
ঘ. কোনোটিই নয়
১৫. প্রাচীনকালে পুণ্ড জনপদের রাজধানী ছিল-
ক. মস্তানগড়
খ. রাঢ়
গ. গৌড়
ঘ. বরেন্দ্র
১৬. রাজা দাহির কে পরাজিত করেন কে?
ক. মোহাম্মদ ঘুড়ি
খ. সুলতান মাহমুদ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. কুতুবউদ্দিন
১৭. মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের সময় সেনের রাজধানী ছিল-
ক. সিয়াম
খ. সিওয়ান
গ. আলোর
ঘ. দেবল
১৮. কোন ভাষায় সিদ্ধান্ত গ্রন্থটি রচিত?
ক. সংস্কৃত
খ. ফরাসি
গ. হিন্দি
ঘ. আরবি
১৯. গজনী কোথায় অবস্থিত?
ক. ইরাক
খ. ইরান
গ. সিরিয়া
ঘ. আফগানিস্তান
২০. একই ধর্মাবলম্বী হওয়া শত্রুরা হিন্দু সমাজে নির্যাতিত ছিল কেন?
ক. ধর্মীয় রাজনীতিতে জানত না বলে
খ. সামাজিকভাবে নিচু কাজ করতে বলে
গ. সমাজে চলতে পারতো না বলে
ঘ. আলস জীবন যাপন করত বলে
২১. কোন খিলাফতকালে মুসলমানদের সর্বপ্রথম সিন্ধু বিজয় করে?
ক. উমাইয়া
খ. আব্বাসী
গ. ফাতেমীয়
ঘ. মুর
২২. কিতাব-উল হিন্দ কে রচনা করেন?
ক. আল কিন্দি
খ. আল ফারাবি
গ. আল রাজি
ঘ. আল-বিরুনী
২৩. সিন্দুর শাসনকর্তা কে ছিলেন?
ক. মুহাম্মদ বিন কাসিম
খ. রাজা দাহির
গ. হাজ্জাজ বিন ইউসুফ
ঘ. সুলতান মাহমুদ
২৪. সেনদের রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
ক. আরোর
খ. নিরুন
গ. সিয়াম
ঘ. সিওয়ান
২৫. রাজা দাহির ছিলেন-
ক. ব্রাহ্মণ
খ. ক্ষত্রিয়
গ. বৈশ্য
ঘ. শূদ্র
২৬. তৎকালীন সময়ে হিন্দু সমাজ কয় ভাগে বিভক্ত ছিল?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
২৭. ভারতের কোন প্রদেশে বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল?
ক. বিহার
খ. মধ্যপ্রদেশ
গ. পাঞ্জাব
ঘ. বাংলা
২৮. নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় ছিল?
ক. বিহারে
খ. বানারসীতে
গ. উদন্তপুরে
ঘ. আজমীরে
২৯. কত সালে প্রথম ওয়ালিদ দামেস্কের সিংহাসনে আরোহন করেন?
ক. ৭০৩
খ. ৭০৪
গ. ৭০৫
ঘ. ৭০৬
৩০. খলিফা আল ওয়ালিদের সাম্রাজ্যবাদী গভর্নর কে ছিলেন?
ক. কোতাইবা
খ. হাজ্জাজ বিন ইউসুফ
গ. তারিক বিন যিয়াদ
ঘ. মুসা বিন নুসাইর
৩১. কে সিন্ধু আক্রমণ করেন?
ক. হাজ্জাজ বিন ইউসুফ
খ. মুসা বিন নুসাইর
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. তারেক বিন জিয়াদ
৩২. কত সালে হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভ করেন?
ক. ৬১০ সালে
খ. ৬১২ সালে
গ. ৬১১ সালে
ঘ. ৭১০ সালে
৩৩. কাদেরে স্থায়ী কোনো পেশা ছিল না?
ক. যাযাবরদের
খ. হিন্দুদের
গ. তামিলদের
ঘ. বাঙ্গালীদের
৩৪. প্রাচীনকালে ভারতের সাথে কোন দেশের বাণিজ্য সম্পর্ক ছিল?
ক. আমেরিকার
খ. আরবের
গ. বৃটেনের
ঘ. আফ্রিকার
৩৫. মুজাহিদ বলতে কী বোঝায়?
ক. ইসলামিক যুদ্ধ
খ. আল-কায়দা যোদ্ধা
গ. ইসলামী নেতা
ঘ. সত্যবাদী
৩৬. কে প্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন?
ক. প্রথম ওয়ালিদ
খ. হযরত আলী (রা.)
গ. হযরত মুয়াবিয়া (রা.)
ঘ. হযরত ওসমান (রা.)
৩৭. কোন শতাব্দীতে মুসলমানরা মেক্রম দখল করেন?
ক. অষ্টম শতাব্দীর শুরুতে
খ. অষ্টম শতাব্দীর শেষে
গ. সপ্তম শতাব্দীর শুরুতে
ঘ. সপ্তম শতাব্দীর শেষে
৩৮. মেরকানের বর্তমান নাম কী?
ক. বেলুচিস্তান
খ. সিন্ধু
গ. পাঞ্জাব
ঘ. দিল্লি
৩৯. কার নেতৃত্বে মুসলমানরা মেক্রম দখল করেন?
ক. হাজ্জাজ বিন ইউসুফ
খ. মোহাম্মদ বিন কাসেম
গ. ইবন আল হারবি আল বাহিত্তি
ঘ. মুয়াবিয়া
৪০. কোন প্রদেশে দখলের মাধ্যমে সিন্ধু বিজয় পথ খুলে যায়?
ক. বুখারা
খ. ফারগানা
গ. মেকরান
ঘ. সমরকন্দ
৪১. কারা আরবদের সিন্ধু আক্রমণ উৎসাহিত করে?
ক. পাঠানরা
খ. জাঠরা
গ. বালুচরা
ঘ. পাঞ্জাবীরা
৪২. কখন মুসলমানগন বুখারা সমরকন্দ ও বিরাত দখল করেন?
ক. সপ্তম শতাব্দীতে
খ. অষ্টম শতাব্দীতে
গ. নবম শতাব্দীতে
ঘ. দশম শতাব্দীতে
৪৩. কোনটি মুসলিম সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল ছিল?
ক. বিরাত
খ. বলখ
গ. মেকরান
ঘ. সিন্ধু
৪৪. হাজ্জাজ-বিন-ইউসুফ কোথাকার গভর্নর ছিলেন?
ক. ইরানের
খ. আরবের
গ. সিরিয়ার
ঘ. ইরাকের
৪৫. সিংহলের বর্তমান নাম কি?
ক. শ্রীলংকা
খ. সিলোন
গ. তামিলনাড়ু
ঘ. গুজরাট
৪৬. কোন বন্দরে মুসলিম জাহাজগুলো জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়?
ক. করাচি বন্দর
খ. দেবল বন্দর
গ. মাদ্রাজ বন্দর
ঘ. চট্টগ্রাম বন্দর
৪৭. দেবল বন্দর কোথায় অবস্থিত?
ক. সিন্ধু
খ. গুজরাট
গ. বুখারা
ঘ. করাচি
৪৮. সিংহলরাজ কোন ধর্ম গ্রহণ করেন?
ক. বৌদ্ধ ধর্ম
খ. খ্রিস্টধর্ম
গ. ইসলাম ধর্ম
ঘ. জৈন ধর্ম
৪৯. সিংহলরাজ উমাইয়া খলিফার নিকট কয়টি জাহাজ উপঢৌকন হিসেবে প্রেরণ করেন?
ক. পাঁচটি
খ. ছয়টি
গ. সাতটি
ঘ. আটটি
৫০. হাজ্জাজ-বিন-ইউসুফ কার নিকট লুণ্ঠিত জাহাজগুলোর ক্ষতিপূরণ দাবি করেন?
ক. দাহিরের নিকট
খ. সিংহলরাজের নিকট
গ. উমাইয়া খলিফার নিকট
ঘ. উবায়দুল্লাহর নিকট
►► আরো দেখো: ইসলামের ইতিহাস সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ইসলামের ইতিহাস ২য় পত্র ১ম অধ্যায় mcq বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post