কৃষি শিক্ষা ১ম পত্র ২য় অধ্যায় mcq : ভূমি বা মৃত্তিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। শুরুতে পৃথিবীর উপরিস্তর উত্তপ্ত গলিত পদার্থে পূর্ণ ছিল। ওসব গলিত পদার্থ ক্রমশ ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয়। জলবায়ুর প্রভাবে কঠিন শিলা ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ তৈরি হয়।
এদের সাথে মৃত জীবজন্তু ও উদ্ভিদ মিশে ধীরে ধীরে মৃত্তিকা সৃষ্টি হয়। মৃত্তিকা মানুষ, উদ্ভিদ ও জীবজন্তুর বসবাসের অন্যতম মাধ্যম। মৃত্তিকার বৈশিষ্ট্যর ওপর কৃষি উৎপাদন নির্ভরশীল। ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি বলতে ভূমি ব্যবস্থাপনাকে বোঝায়। প্রযুক্তির মাধ্যমে ভূমির বিভিন্ন বৈশিষ্ট্য যেমন অম্লত্ব ও ক্ষারত্ব, ভূমিক্ষয়, মাটির বুনট ও সংযুক্তি ইত্যাদিকে ফসল চাষের উপযোগী করা এবং অধিক ফসল উৎপাদনের জন্য মাটির উর্বরতা বৃদ্ধিকে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি বলে।
প্রযুক্তি যত উন্নত হবে কৃষির উন্নয়ন তত তরান্বিত হবে। এ ইউনিটে মাটির অম্লত্ব ও ক্ষারত্বের কারণসমূহ এবং দূরীকরণের উপায়, মাটির বুনট ও সংযুক্তি, ভূমিক্ষয় ও সংরক্ষণ এবং মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা ইত্যাদি আলোচনা করা হয়েছে।
কৃষি শিক্ষা ১ম পত্র ২য় অধ্যায় mcq
উদ্দীপকের আলোকে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও :
ফরহাদের গ্রামের এলাকার মাটি খুব শক্ত তবে একটু বৃষ্টি হলেই কাদা হয়। তাই তারা শীতকালীন সবজি উৎপাদন ভালোভাবে করতে পারে না।
১. উদ্দীপকের মাটির ধরন নিচের কোনটি?
● এঁটেল
খ. পলি
গ. দোআঁশ
ঘ. বেলে
২. উদ্দীপকের মাটির বৈশিষ্ট্য—
i. এই মাটির পানি ধারণক্ষমতা বেশি
ii. গ্রীষ্মকালীন সময়ে মাটি ফাটল ধরে
iii. মিষ্টি আলু খুব ভালো জন্মে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
নন্দবাবু কোনো একটি এনজিও থেকে জৈব সারের মাধ্যমে সবজি উৎপাদন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জানতে পারেন, গাছের গোড়ায় লতাপাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয়।
৩. নন্দবাবুর গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতিকে কী বলে?
ক. রোগিং
● মালচিং
গ. প্রুনিং
ঘ. ট্রেনিং
৪. এই পদ্ধতি অবলম্বন করার কারণ-
i. মাটির ক্ষয়রোধ করার জন্য
ii. আর্দ্রতা সংরক্ষণের জন্য
iii. তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
বিজয়ের জমিতে ফসলের কাঙ্ক্ষিত ফলন হয় না। সে তার জমির মাটি পরীক্ষা করে দেখলো যে, অম্লমান ৮। পরবর্তীতে সে কৃষি কর্মকর্তার পরামর্শে উক্ত জমিতে ফসল উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সফল হয়।
৫. উদ্দীপকে উল্লিখিত অম্লমান কোন উদ্ভিদ ভালো জন্মে?
● কাঁঠাল
খ. লেবু
গ. কফি
ঘ. নারিকেল
৬. কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে বিজয়ের করণীয় পদক্ষেপ-
i. কাঠের ছাই প্রয়োগ করে
ii. লবণ দূরীভূত করে
iii. জিপসাম প্রয়োগ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
মাহমুদ আকতার তার জমিতে সবসময়ই রাসায়নিক সার ব্যবহার করে থাকে। ইদানীং তার জমির ফসলের উৎপাদন তুলনামূলকভাবে কমে। গেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা তার জমির পরিদর্শন করে তাকে বিশেষ একধরনের শস্য চাষ করে সবুজ অবস্থায় মাটির সাথে মিশিয়ে দেয়ার পরামর্শ দেন। সে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে বেশ উপকৃত হয়।
৭. মাহমুদ আকতার নিচের কোন শস্যটির চাষ করে?
ক. ভুট্টা
● শণপাট
গ. সরাবিন
ঘ. চীনাবাদাম
৮. উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে মাহমুদ আকতারের সাফল্যের কারণ হলো, উক্ত শস্য মৃক্তিকার-
i. উর্বরতা বাড়িয়ে দেয়
ii. অম্লত্ব কমিয়ে দেয়
iii. জৈব পদার্থ বাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কিসের উপর নির্ভর করে?
● মাটির উর্বরতা
খ. মাটির ক্ষারত্বের তীব্রতা
গ. মাটির অম্লত্বের তীব্রতা
ঘ. মাটির উৎপাদন ক্ষমতা
১০. অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪
১১. মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কী বলা হয়?
ক. সেচ
খ. নিকাশ
● মালচিং
ঘ. মৃত্তিকা সংরক্ষণ
১২. যদি কোনো মাটিতে প্রায় ৫০% বালি এবং ৫০% পলি ও কর্দম কণা থাকে, তবে তাকে কী মাটি বলে?
ক. দোআঁশ-বেলে
● দোআঁশ
গ. বেলে-এঁটেল
ঘ. পপি এঁটে
১৩. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
ক. দোআঁশ-বেলে
● এঁটেল
গ. বেলে-এঁটেল
ঘ. পপি এঁটে
১৪. সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায়-
ক. দিনে দুইবার সেচ দিয়ে
● সময়মতো সেচ দিয়ে
গ. আগাছা দমন করে
ঘ. সকালবেলা সেচ দিয়ে
উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও :
শিমুল মধুপুরে মামার বাড়িতে গিয়ে আনারস বাগান দেখে মহাখুশি। বাড়িতে ফিরে এসে সে আনারস বাগান করবে বলে সিদ্ধান্ত নেয়। তার জমির মাটি পরীক্ষা করে জানতে পারে, মাটির অম্লমান ৮.০। কৃষি কর্মকর্তা তার জমি উক্ত ফসল চাষের অনুপযোগী বলে জানিয়ে দেন। তবে উক্ত ফসল চাষের জন্য কৃষি কর্মকর্তা শিমুলের জমির মাটি সংশোধনের পরামর্শ দেন।
১৫. শিমুলের জমি কোন ফসল চাষের উপযোগী?
● নারকেল
খ. বরবটি
গ. গম
ঘ. আলু
১৬. উদ্দীপকে উল্লিখিত জমিতে উক্ত ফসল চাষ করতে চাইলে শিমুলকে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে?
i. সালফার প্রয়োগ করতে হবে
ii. জৈব সার ব্যবহার করতে হবে
iii. চুন প্রয়োগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
রাতুলের তিন একর জমির মধ্যে এক একর উঁচু জমিতে একটি আমের বাগান আর বাকি জমিতে প্রতি বছর ধান চাষ করে থাকে। ইদানীং তার আম ও ফসলের উৎপাদন বেশ হ্রাস পায়। চিন্তিত হয়ে সে উপজেলা কৃষি কর্মকর্তাকে তার জমি পরিদর্শন করায়। কৃষি কর্মকর্তা তাকে আমবাগানে সার ও সেচ প্রদানের এবং ফসলি জমিতে ভিন্ন ফসল চাষের পরামর্শ দেন। সে যথারীতি তা পালন করল এবং আম ও জমির ফসলের ফলন বৃদ্ধি পেল।
১৭. রাতুল তার জমিতে যে পদ্ধতিতে সেচ দিবে-
i. বেসিন সেচ
ii. প্রাবন সেচ
iii. আইল সেচ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. রাতুলের ফসলি জমির ফলন বৃদ্ধির কারণ কী?
ক. সোপান চাষ অনুসরণ
খ. শস্য পঞ্জিকা অনুসরণ
● শস্য পর্যায় অবলম্বন
ঘ. ফালিবন্ধ চাষ অনুসরণ
১৯. জৈব পদার্থ পচনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়?
ক. CO
● CO₂
গ. SO₂
ঘ. SiO₂
২০. কোন এসিড বিয়োজিত হয়ে বাইকার্বনেট ও হাইড্রোজেন আয়ন সৃষ্টি হয়?
ক. সালফিউরিক
● কার্বনিক
গ. নাইট্রিক
ঘ. কার্বন ডাইঅক্সাইড
২১. pH স্কেলের মান কত?
● ০-১৪
খ. ১-১৭
গ. ১-১২
ঘ. ০-১২
২২. ট্রাইকোডার্মা কী?
ক. উপকারী ভাইরাস
● উপকারী ছত্রাক
গ. উপকারী ব্যাকটেরিয়া
ঘ. শৈবাল
২৩. এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করতে বালু, পলি ও কদম কণার অনুপাত কত?
● ২ঃ১ঃ১
খ. ২ঃ২ঃ১
গ. ২ঃ৩ঃ১
ঘ. ১ঃ১ঃ১
২৪. উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি?
ক. ১২
● ১৭
গ. ২১
ঘ. ২২
২৫. মাটির লবণাক্ততা দূরীকরণে কোনটি দিতে হবে?
ক. চুন
● সেচ
গ. সার
ঘ. ব্লিচিং পাউডার
২৬. জমির আন্তঃপরিচর্যার সুফল-
i. মাটির উর্বরতা বৃদ্ধি
ii. মাটি সংরক্ষণ করা
iii. উৎপাদন ক্ষমতা হ্রাস করা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. প্রাকৃতিক ভূমিক্ষয় হয়-
i. বৃষ্টিপাত দ্বারা
ii. মানুষের দৈনন্দিন কার্যাবলির দ্বারা
iii. প্রবল বায়ুপ্রবাহ দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপের পদ্ধতিসমূহ-
i. লিটমাস পেপারের সাহায্যে
ii. pH মিটারের সাহায্যে
iii. মৃত্তিকা পরীক্ষা কিটের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৯. অগ্নীয় মৃত্তিকা সংশোধনে ব্যবহৃত হয়-
i. Cao
ii. Ca(OH)₂
iii. CaCO₂
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩০ ও ৩১নং প্রশ্নের উত্তর দাও :
জৈব পদার্থ পচনের ফলে প্রচুর পরিমাণে যে গ্যাস তৈরি হয় তা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড তৈরি করে।
৩০. উদ্দীপকের তৈরি গ্যাসটির নাম কী?
ক. CO
● CO₂
গ. SO₂
ঘ. SiO₂
৩১. উদ্দীপকের প্রক্রিয়াটি হলো-
i. অজৈব পদার্থের পচন ক্রিয়া
ii. জৈব পদার্থের পচন ক্রিয়া
iii. পচন ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
গফুর মিয়া শীতের পর তার বাগানের গাছের গোড়ায় ধানের খড়, লতাপাতা, কচুরিপানা দ্বারা ঢেকে দেন।
৩২. গফুর মিয়ার গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতির নাম কী?
ক. ভেজলিং
খ. ডিবলিং
● মালচিং
ঘ. প্রুনিং
৩৩. উদ্দীপকের পদ্ধতিটির উপকারিতা-
i. মাটিক্ষয় হ্রাস ও তাপমাত্রা নিয়ন্ত্রণ
ii. পচনের মাধ্যমে মাটিতে পুষ্টি যোগ
iii. গাছের শিকড় পচে যাওয়া
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৪-৩৬ নং প্রশ্নের উত্তর দাও :
মাটিতে রসের পরিমাণ কম থাকলে পানি দ্বারা এই ঘাটতি পূরণ করা হয়। এই পানি সাধারণত ভূ-পৃষ্ঠস্থ ও ভূ-গর্ভস্থ থেকে আমরা পেয়ে থাকি। উদ্ভিদের পুষ্টি উপাদান বিনিময় বা গ্রহণে গাছে পানি দেওয়া হয়
৩৪. মাটিতে পানির ঘাটতি মিটানোর জন্য মাটিতে পানি প্রয়োগ করাকে কী বলে?
ক. মালচিং
● সেচ
গ. সার
ঘ. ডিবলিং
৩৫. উদ্দীপকে পানির কয়টি উৎসের কথা বলা হয়েছে?
● ২টি
খ. ৪টি
গ. ১টি
ঘ. ৩টি
৩৬. উদ্ভিদের পুষ্টি উপাদান—
i. মোট ১৭টি
ii. দুটি মুখ্য ও গৌণ
iii. মুখ্য উপাদান ১১টি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৭. মাটির কোন কণা সবচেয়ে ছোট?
ক. বেলে
খ. দোআঁশ
গ. পলি
● এঁটেল
৩৮. মাটির অম্লত্ব বাড়ে কোনটির জন্য?
● হাইড্রোজেন
খ. হাইড্রোক্সিল
গ. নাইট্রোজেন
ঘ. গন্ধক
৩৯. মাটি সংশোধনের কারণ—
i. উর্বরতা বাড়ে
ii. জীবাণু ধ্বংস হয়
iii. ভূমি সংরক্ষণ হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বন্যার পরে রহিম মিয়ার জমিতে প্রায় দুই ফুট উঁচু বেলে মাটির স্তর পড়ে। এতে রহিম মিয়া খুব চিন্তায় পড়েন। সে কৃষি কর্মকর্তাকে জানালে বেলে মাটি পরিবর্তনের পরামর্শ দেন।
৪০. বেলে মাটির উঁচু স্তর সমস্যা কেন?
● অনুর্বর
খ. জমি উঁচু হয়েছে
গ. কণা বড়
ঘ. আইল ঢেকে গেছে
৪১. রহিম মিয়া বেলে মাটি পরিবর্তন করবে কীভাবে?
i. জৈব সার প্রয়োগ করে
ii. এঁটেল মাটি প্রয়োগ করে
iii. ড্রেজার মেশিন দিয়ে বালু সরিয়ে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪২. প্রশম মাটির অম্লমান কোনটি?
ক. ৭ এর কম
● ৭
গ. ৭ এর বেশি
ঘ. ৩-১০
৪৩. মৃত্তিকা দ্রবণে নীল লিটমাস কাগজ লাল হলে মাটি-
● অম্লীয়
খ. প্রথশম
গ. নিরপেক্ষ
ঘ. ক্ষারীয়
৪৪. অম্লীয় মাটি সংশোধনের সবচেয়ে সহজ ও দ্রুত উপায় কোনটি?
● চুন প্রয়োগ
খ. জৈব সার প্রয়োগ
গ. সবুজ সার প্ৰয়োগ
ঘ. অণুজীব সার প্রয়োগ
৪৫. মৃত্তিকা বুনট কত রকম?
● ১২
খ. ১৩
গ. ১৫
ঘ. ১৭
৪৬. কোনটি প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণ?
ক. ভূমি কর্ষণ
খ. নিকাশ
গ. পাহাড় কাটা
● পানি প্রবাহ
৪৭. ভূমি ক্ষয়রোধের সবচেয়ে স্থায়ী ও গুরুত্বপূর্ণ উপায় কোনটি?
● বৃক্ষরোপণ
খ. ভূমি ব্যবস্থাপনা
গ. জাবড়া প্রয়োগ
ঘ. বন্যা নিয়ন্ত্রণ
৪৮. মাটির উর্বরতা সংরক্ষণের স্থায়ী উপায় কোনটি?
ক. লিগিউম শস্যের চাষ
● জৈব পদার্থ প্রয়োগ
গ. রাসায়নিক সার প্রয়োগ
ঘ. জীবাণু সার প্রয়োগ
৪৯. সেচের পানির প্রধান উৎস কোনটি?
● ভূগর্ভ
খ. নদী
গ. সমুদ্র
ঘ. বৃষ্টিপাত
৫০. কোন জলাধারে সবচেয়ে বেশি পানি সহজে সংরক্ষণ করা যায়?
● বিল
খ. খাল
গ. নালা
ঘ. ডোবা
আরো দেখো: কৃষিশিক্ষা সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে কৃষি শিক্ষা ১ম পত্র ২য় অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post