নিমগাছ গল্পের বহুনির্বাচনী প্রশ্ন
৩৭৮. বনফুলের জন্ম তারিখ হলো-
ক. ১৯ জুন
খ. ১৯ জুলাই
গ. ১৯ আগস্ট
ঘ. ১৯ সেপ্টেম্বর
৩৭৯. কিসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ?
ক. রবিবারের চিঠি
খ. কল্লোল
গ. শনিবারের চিঠি
ঘ. সংবাদ
৩৮০. কত সালে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ ঘটে?
ক. ১৯১৬
খ. ১৯১৮
গ. ১৯২০
ঘ. ১৯২৭
৩৮১. বনফুল কী ধরনের লেখনীর মাধ্যমে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন?
ক. নাটক
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. ব্যঙ্গ কবিতা ও প্যারডি
৩৮২. বনফুলের গল্প ও উপন্যাসের বিষয়বস্তু কী ছিল?
ক. বাস্তবজীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপাদান
খ. কাল্পনিক উপাদান
গ. পরাবাস্তববাদ
ঘ. প্রাণিবিষয়ক
৩৮৩. বনফুল কী উপাধি লাভ করেন?
ক. নাইট
খ. পদ্মভূষণ
গ. লিটল মাস্টার
ঘ. ভারতগর্ব
৩৮৪. বনফুল কোথায় মৃত্যুবরণ করেন?
ক. পাকিস্তানে
খ. ঢাকায়
গ. লন্ডনে
ঘ. কলকাতায়
৩৮৫. নিমগাছের ছাল নিয়ে লোকজন কী কাজে লাগায়? [অনু. ১]
ক. সিদ্ধ করে খায়
খ. ভিজিয়ে খায়
গ. শুকিয়ে খায়
ঘ. রান্না করে খায়
৩৮৬. নিমগাছের পাতা ছিঁড়ে কেউ কেউ কী করছে?
ক. সিদ্ধ করছে
খ. বাতাস দিচ্ছে
গ. শিলে পিষছে
ঘ. ওষুধ বানাচ্ছে
৩৮৭. ‘নিমগাছের পাতা শিলে পিষছে’ বলতে কী বোঝায়?
ক. গৃহিণীর ওপর গৃহস্বামীর স্বেচ্ছাচারিতা
খ. চুলকানিতে লাগাবে
গ. পাতা শক্ত বলে
ঘ. রান্না কৌশল
৩৮৮. নিমগাছের কচি পাতাগুলো অনেকেই কীভাবে খায়?
ক. কাঁচা
খ. রৌদ্রে শুকিয়ে
গ. চিনি দিয়ে মিশিয়ে
ঘ. গাছ থেকে মরে ঝরে পড়লে
৩৮৯. নিমের ডাল ভেঙে অনেকে চিবায় কেন?
ক. চোখ ভালো রাখার জন্য
খ. দাঁত ভালো রাখার জন্য
গ. চামড়া ভালো রাখার জন্য
ঘ. কণ্ঠ ভালো রাখার জন্য
৩৯০. বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয় কেন? [অনু. ২]
ক. এটা দেখতে সুন্দর
খ. এটা উপকারী
গ. এটা পরিবেশ-বান্ধব
ঘ. এটা আকারে ছোট
৩৯১. নিমগাছের বাহারি ফুলগুলো ছিল-
ক. থোকা থোকা
খ. ছাড়া ছাড়া
গ. অঙ্কুরিত
ঘ. গাছের নিচে পাটির মতো
৩৯২. ‘শান দিয়ে বাঁধানো’ বলতে কী বোঝায়?
ক. ইট-সিমেন্টে বাঁধানো
খ. বাঁশের বেড়া দিয়ে বাঁধানো
গ. পাথর দিয়ে বাঁধানো
ঘ. টাইলস দিয়ে বাঁধানো
৩৯৩. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন?
ক. নিমগাছের গুণাগুণ জানেন বলে
খ. নিমগাছ বাড়িটাকে পাহাড়া দিবে
গ. পাতা, ডাল বা ছালের জন্য অন্যের বাড়িতে খোঁজ করতে হয় না
ঘ. পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
৩৯৪. ‘নিমগাছ’ গল্পে উল্লিখিত নতুন লোক এসে কী করল?
ক. পাতা ছিঁড়ল
খ. ছাল তুলল
গ. ডাল ভাঙল
ঘ. মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল
৩৯৫. ‘নিমগাছ’ গল্পে উল্লিখিত নতুন লোক নিমগাছের দিকে তাকিয়ে কী বলল?
ক. পাতাগুলো সুন্দর
খ. পাতা তিতা
গ. পাতা খুব উপাদেয়
ঘ. পাতাগুলো আমার
৩৯৬. একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাক্যটিতে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?
ক. রূপক
খ. উপমা
গ. যমক
ঘ. উৎপ্রেক্ষা
৩৯৭. ‘নিমগাছ’ গল্পে উল্লিখিত খানিকক্ষণ চেয়ে থেকে নতুন লোকটি কী করল?
ক. ডাল ছিঁড়ল
খ. গাছটি কার খোঁজখবর নিতে লাগল
গ. পাতা ছিঁড়ে ব্যাগে রাখল
ঘ. চলে গেল
৩৯৮. লোকটিকে দেখে নিমগাছটার কী ইচ্ছা করল?
ক. পা ভেঙে দিতে
খ. কথা বলতে
গ. চিমটি কাটতে
ঘ. সঙ্গে যেতে
৩৯৯. নিমগাছটা লোকটার সাথে যেতে পারল না কেন?
ক. বাড়ির মালিকের অনুমতি নেই বলে
খ. শিকড় অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে
গ. হাঁটতে পারে না বলে
ঘ. লোকটা নিতে চায় না বলে
৪০০. ‘নিমগাছ’ গল্পে কোন সবজির নাম উল্লেখ করা হয়েছে?
ক. পটল
খ. বেগুন
গ. টমেটো
ঘ. লাউ
৪০১. ছাল অর্থ কী?
ক. বাকল
খ. আবরণ
গ. ত্বক
ঘ. শুকনো পাতা
৪০২. কবিরাজ বলতে বোঝায়?
ক. কবিদের রাজা
খ. মানুষের নাম
গ. যিনি গাছ গাছালি পরিশোধন করে রোগের চিকিৎসা করেন
ঘ. কবিগানের ওস্তাদ
৪০৩. ‘অদৃশ্যলোক’-এর প্রকাশ সাল কত?
ক. ১৯৪৩
খ. ১৯৪৪
গ. ১৯৪৫
ঘ. ১৯৪৭
৪০৪. নিমগাছ গল্পটির মূলভাব কীসের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে?
ক. ব্যঙ্গের
খ. প্রতীকের
গ. বর্ণনার
ঘ. ভাষার
৪০৫. নতুন লোকটিকে মুগ্ধ করেছে নিমগাছের-
i. ডাল
ii. পাতা
iii. ফুল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪০৬. নতুন লোক মুগ্ধদৃষ্টিতে চেয়ে থেকে চলে গেল যে কারণে
i. সৌন্দর্যপ্রিয় বলে
ii. কবি ছিলেন বলে
iii. কাজ আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
শিক্ষার্থীরা, ওপরের বাটনে ক্লিক করে নিমগাছ গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post