পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৫ম অধ্যায় mcq : সরকার রাষ্ট্রের কান্ডারী স্বরূপ। সরকারের প্রকৃতির উপরই রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিফলিত হয়। সুদীর্ঘ সংগ্রাম ও ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। মুক্তির এ সংগ্রামের মূল লক্ষ্য ছিল জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা। বাংলাদেশের সরকার ব্যবস্থাও জনগণের দ্বারা পরিচালিত হবে।
বাংলাদেশ একটি গণতান্ত্রিক, এককেন্দ্রিক ও সংসদীয় সরকার ব্যবস্থার রাষ্ট্র, যার সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণের সবোর্” চ কল্যাণ ও অংশগ্রহণ নিশ্চিতের উদ্দেশ্যে সরকার কাঠামো কেন্দ্রিয় ও স্থানীয়ভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তবে সরকার প্রধানত তিনটি বিভাগের মাধ্যমে পরিচালিত হয়।
সেগুলি হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। প্রত্যেক বিভাগের স্বতন্ত্র কার্যক্রম রয়েছে। এ ইউনিটে বাংলাদেশ সরকারের স্বরূপ, সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, কেন্দ্রিয় প্রশাসন ও স্থানীয় প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৫ম অধ্যায় mcq
১. কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে ‘কোরাম’ হবে?
ক. ২০
● ৬০
গ. ৫০
ঘ. ৮০
২. জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কত?
ক. ২০
খ. ৬০
● ৫০
ঘ. ৮০
৩. সংরক্ষিত আসনে মহিলারা কীভাবে নির্বাচিত হন?
ক. জনগণের প্রত্যক্ষ ভোটে
খ. সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে
গ. জনগণের পরোক্ষ ভোটে
● সংসদ সদস্যদের হস্তান্তরযোগ্য ভোটে
৪. বাংলাদেশের জাতীয় সংসদ কোন প্রকৃতির?
● এককক্ষবিশিষ্ট
খ. দুই কক্ষবিশিষ্ট
গ. ডায়াকি
ঘ. ওয়েস্ট মিনিস্টার
৫. নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যকে সংসদের প্রথম অধিবেশন থেকে কতদিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে?
ক. ৭০ দিন
● ৯০ দিন
গ. ৮০ দিন
ঘ. ৯২ দিন
৬. সাবেক সংসদ সদস্য সোহেল তাজ নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র কার নিকট জমা দিয়েছিলেন?
ক. প্রধানমন্ত্রী
খ. আইনমন্ত্রী
গ. সংসদবিষয়ক মন্ত্রী
● স্পিকার
৭. সংসদীয় রাজনীতির প্রাণকেন্দ্র কোনটি?
ক. শাসনবিভাগ
খ. বিচার বিভাগ
● জাতীয় সংসদ
ঘ. সচিবালয়
৮. সংসদ সদস্য নিজ স্বাক্ষরযুক্ত পত্র কার কাছে উপস্থাপনের মাধ্যমে স্বীয় পদত্যাগ করতে পারেন?
ক. প্রধানমন্ত্রী
খ. আইনমন্ত্রী
গ. সংসদবিষয়ক মন্ত্রী
● স্পিকার
৯. রহিম সাহেব একজন সংসদ সদস্য। তিনি নিচের কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন?
ক. মন্ত্রীকে
খ. সেনা প্রধানকে
● ডেপুটি স্পিকারকে
ঘ. বিচারপতিকে
১০. কোনটি জাতীয় সংসদের কাজ নয়?
ক. আইন প্রণয়ন
খ. রাষ্ট্রপতি নির্বাচন
গ. সংবিধান সংশোধন
● মন্ত্রিসভা গঠন
১১. জাতীয় সংসদে ‘কাস্টিং ভোট’ বলতে কী বুঝায়?
ক. পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়লে প্রধানমন্ত্রী প্রদত্ত ভোট
● পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়লে স্পিকার প্রদত্ত ভোট
গ. পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়লে রাষ্ট্রপতি প্রদত্ত ভোট
ঘ. পক্ষে-বিপক্ষে সমান ভোট না পড়লে স্পিকার প্রদত্ত ভোট
১২. সংসদীয় ভাষায় ‘বিল’ বলতে বোঝায়?
ক. প্রতিদিনের খরচের হিসাব
খ. সাপ্তাহিক খরচের হিসাব
● আইনের প্রাথমিক প্রস্তাব
ঘ. উন্নয়নের জন্য গৃহীত প্রস্তাব
১৩. বেসরকারি বিল বলতে কী বুঝ?
● সাধারণ সাংসদ কর্তৃক উত্থাপিত বিল
খ. মন্ত্রীগণ কর্তৃক উত্থাপিত বিল
গ. সংসদ উপনেতা কর্তৃক উত্থাপিত বিল
ঘ. সংসদ সভাপতি কর্তৃক উত্থাপিত বিল
১৪. জাতীয় সংসদে উত্থাপিত বিল কত প্রকার?
● ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
১৫. বাংলাদেশে জাতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতি কোন রাষ্ট্রের আইন পদ্ধতির ন্যায়?
ক. যুক্তরাষ্ট্রের
● ব্রিটেনের
গ. সুইজারল্যান্ডের
ঘ. চেক প্রজাতন্ত্রের
১৬. আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিলটি সংসদে পুনর্বিবেচনাপূর্বক প্রেরিত হলে রাষ্ট্রপতিকে কতদিনের মধ্যে সম্মতি দিতে হবে?
● ৭ দিন
খ. ৯ দিন
গ. ১১ দিন
ঘ. ১৩ দিন
১৭. সোহেলের বাবা জাতীয় সংসদের একজন সদস্য। তিনি নিচের কোন কাজটিতে অংশ নিতে পারছেন?
ক. ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
খ. জরুরি অবস্থা ঘোষণা করা
গ. দুর্যোগময় মুহূর্তে সেবা করা
● শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা
১৮. জাতীয় সংসদ শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে-
i. মুলতুবি প্রস্তাবের মাধ্যমে
ii. নিন্দা প্রস্তাবের মাধ্যমে
iii. সংসদ বয়কট করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী ১৯ ও ২০ দুইটি প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের একটি জাতীয় সংসদ নির্বাচনে ‘x’ দল ২৩০ ‘y’ মূল ৩০ এবং ‘Z’ দল ২৭টি আসন লাভ করে।
১৯. ‘Y’ দল জাতীয় সংসদে কোন পদটি লাভ করবে?
ক. স্পিকার
খ. ডেপুটি স্পিকার
● বিরোধী দলীয় নেতা
ঘ. সংসদ নেতা
২০. জাতীয় সংসদে ‘x’ দল এককভাবে করতে পারবে-
i. সংবিধান পরিবর্তন
ii. সংবিধান সংশোধন
iii. শাস্তি মওকুফ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১. জাতীয় অর্থ নিয়ন্ত্রণ করেন কে?
ক. সুপ্রিম কোর্ট
খ. প্রধানমন্ত্রী
গ. অর্থ মন্ত্রণালয়
● জাতীয় সংসদ
২২. দায়িত্বগত দিক থেকে জাতীয় সংসদের প্রাণ বলা হয় কাকে?
ক. সুপ্রিম কোর্ট
খ. প্রধানমন্ত্রীর
গ. অর্থ মন্ত্রণালয়ের
● জাতীয় সংসদের
২৩. কোনটির মাধ্যমে সংসদ সদস্যগণ শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন?
● সংসদীয় কমিটির মাধ্যমে
খ. জনমত গঠন করে
গ. রোডমার্চের মাধ্যমে
ঘ. বিবৃতি দানের মাধ্যমে
২৪. জাতীয় সংসদে গঠনমূলক সমালোচনা ও কার্যকর ভূমিকা রাখেন কারা?
ক. বিচারকগণ
খ. আমলাগণ
● বিরোধী দলীয় সংসদ সদস্যগণ
ঘ. সংসদ সদস্যগণ
২৫. সংসদ ও এর সদস্যদের বিশেষ অধিকার হলো-
i. সংসদের আইন দ্বারা নির্ধারিত হবে
ii. সংসদের নিজস্ব সচিবালয় থাকবে
iii. সদস্যদের বেতন ও ভাতা সংসদ আইন দ্ধারা নির্ধারিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৬. জনগণের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-দৈন্য, অভাব অভিযোগ জাতীয় সংসদে প্রতিফলিত হয় কার মাধ্যমে?
ক. বিরোধী দলের মাধ্যমে
খ. প্রধানমন্ত্রীর মাধ্যমে
● সংসদ সদস্যদের মাধ্যমে
ঘ. সাধারণ জনগণের মাধ্যমে
২৭. জাতীয় সংসদের কোনো সদস্য কোনো মন্ত্রণালয় বা দপ্তর সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে হলে কত দিন পূর্বে নোটিশ দিতে হয়?
ক. ৭ দিন
● ১৫ দিন
গ. ১০ দিন
ঘ. ৩০ দিন
২৮. জাতীয় সংসদ কোন পদ সৃষ্টির মাধ্যমে শাসন কর্তৃপক্ষের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রয়াসী হন?
ক. প্রধান বিচারপতির
খ. বি.সি. এস ক্যাডারের
● ন্যায়পালের
ঘ. মহাহিসাব নিরীক্ষকের
২৯. সংসদ সদস্যগণ অর্থবিলের ওপর যে সকল ছাঁটাই প্রস্তাব উত্থাপন করতে পারেন তা হলো—
i. নীতি অনুমোদন ছাঁটাই
ii. মিতব্যয় ছাটাই
iii. প্রতীক ছাঁটাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩০. প্রধানমন্ত্রী ‘সংসদীয় দলের নেতা’ কারণ তিনি—
ক. মন্ত্রিসভাকে পরিচালনা করেন
খ. সংসদের আচার-আচরণ নিয়ন্ত্রণ করেন
● সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা
ঘ. তার ওপর মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে
৩১. বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?
ক. একনায়কতান্ত্রিক সরকার
খ. রাষ্ট্রপতি শাসিত সরকার
গ. সামরিক সরকার
উ সংসদীয় সরকার
৩২. শাসন বিভাগের মুখ্য শাসক কে?
● প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার
ঘ. প্রধান বিচারপতি
৩৩. জাতীয় সংসদ অনাস্থা জ্ঞাপন করলে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে, অন্য কোনো পন্থায় নয়’ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
ক. ৫৫নং অনুচ্ছেদে
খ. ৫৬নং অনুচ্ছেদে
● ৫৭ নং অনুচ্ছেদে
ঘ. ৫৮ নং অনুচ্ছেদে
৩৪. মন্ত্রণালয়ে ‘মুখ্য হিসাব নিরীক্ষক’ কে?
ক. উপমন্ত্রী
খ. প্রতিমন্ত্রী
● সচিব
ঘ. মন্ত্রী
৩৫. কোনটি মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রধান কাজ?
ক. দলের পক্ষে কথা বলা
খ. সচিবকে সাহায্য করা
গ. সচিবদের কাজে তদারকি করা
● প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ করা
৩৬. মন্ত্রিপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা সর্বোচ্চ কত শতাংশ হয়ে থাকে?
ক. এক-পঞ্চমাংশ
খ. এক-ষষ্ঠাংশ
গ. এক সপ্তমাংশ
● এক-দশমাংশ
৩৭. কে মন্ত্রিসভার নেতৃত্ব দেন?
● প্রধানমন্ত্রী
খ. প্রতিমন্ত্রী
গ. স্পিকার
ঘ. মন্ত্রী
৩৮. সংসদে উত্থাপিত নীতিগুলো কী নামে পরিচিত?
● সরকারি নীতি
খ. বেসরকারি নীতি
গ. বৈদেশিক নীতি
ঘ. আঞ্চলিক নীতি
উদ্দীপকটি পড়ে পরবর্তী ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও।
‘ক’ রাষ্ট্রের মন্ত্রিসভার সদস্যগণ ব্যক্তিগত যৌথভাবে তাদের কাজের জন্য সংসদের নিকট এবং জবাবদিহি করতে বাধ্য। পক্ষান্তরে ‘খ’ রাষ্ট্রের মন্ত্রিসভার জবাবদিহিতা শাসন বিভাগের কাছে ন্যস্ত।
৩৯. উদ্দীপকের আলোকে ‘ক’ রাষ্ট্রের সরকার পদ্ধতি হলো-
ক. রাষ্ট্রপতি শাসিত
● সংসদীয় সরকার ব্যবস্থা
গ. একনায়কতান্ত্রিক
ঘ. রাজতান্ত্রিক
৪০. উদ্দীপকের আলোকে ‘ক’ রাষ্ট্রের শাসন পদ্ধতি ‘খ’ রাষ্ট্রের চাইতে অধিকতর উপযোগী। কারণ-
i. আইন বিভাগের নিকট শাসন বিভাগের জবাবদিহিতা
ii. অধিকতর প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা
iii. বিচার বিভাগের প্রাধান্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪১. রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
● জাতীয় সংসদ সদস্যগণের ভোটে
খ. মন্ত্রিসভার সদস্যগণের ভোটে
গ. প্রধানমন্ত্রী কর্তৃক
ঘ. স্পিকার কর্তৃক
৪২. রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হতে হলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?
ক. ৩২ বছর
খ. ৩৪ বছর
● ৩৫ বছর
ঘ. ৪০ বছর
৪৩. রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য কী পরিমাণ ভোটের প্রয়োজন?
ক. সকল
খ. এক-তৃতীয়াংশ
● দুই-তৃতীয়াংশ
ঘ. তিন-চতুর্থাংশ
৪৪. কে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন?
ক. আইনমন্ত্রী
খ. প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
ঘ. স্পিকার
৪৫. কে রাষ্ট্রের সকল ব্যক্তির উর্ধ্বে স্থান লাভ করবেন?
ক. আইনমন্ত্রী
খ. প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
ঘ. স্পিকার
৪৬. রাষ্ট্রপতি পদে থাকার সর্বোচ্চ সীমা বছর?
ক. ৫ বছর
খ. ৯ বছর
গ. ৮ বছর
● ১০ বছর
৪৭. কোন সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রপতি দুই মেয়াদ পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারবেন?
ক. ৫ম
খ. ৬ষ্ঠ
● ৯ম
ঘ. ১০ম
৪৮. ‘ক’ বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। সংবিধানের নবম সংশোধনী অনুযায়ী তিনি কত বছর রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন?
● সর্বোচ্চ দশ বছর
খ. পাঁচ বছর
গ. ১ মেয়াদ
ঘ. দশ বছরের বেশি
৪৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের উপাধি কী?
ক. আইনমন্ত্রী
খ. প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
ঘ. স্পিকার
৫০. রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন?
ক. আইনমন্ত্রী
খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি
● স্পিকার
উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৫ম অধ্যায় mcq বহুনির্বাচনী ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post