মনোবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq : সৃজনশীলতা হচ্ছে এমন মানসিক ক্ষমতা যার দ্বারা কোন সমস্যার নতুন ও মৌলিক সমাধান করা যায়। সৃজনশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ব্যক্তির সৃজনশীল কর্মের ফলে আমরা পাই নতুন নতুন তথ্য, জ্ঞান, আবিষ্কার, ফলে আমাদের জীবনযাত্রার মান বিকশিত হয়ে উঠে। সমস্যা সমাধানে মানসিক দক্ষতাকে সৃজনশীলতা হিসেবে ব্যাখ্যা করা যায়। তাই সৃনশীলতা মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।
মনোবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq
১. “বুদ্ধি হলো জগতকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবেলা করার সামর্থ্য”- এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ম্যাকমোহন
খ. গর্ডন আলপোর্ট
● ডেভিড ওয়েক্সলার
ঘ. বাস্কিষ্ট এবং জারবিং
২. বুদ্ধি কী?
ক. বিশেষ কোনো দক্ষতা
খ. কল্পনাশক্তি
গ. স্মৃতিশক্তি
● মানসিক ক্ষমতা
৩. বুদ্ধি কোন ধরনের মানসিক ক্ষমতা?
● মৌলিক
খ. যৌগিক
গ. জটিল
ঘ. মিশ্র
৪.“বুদ্ধি হলো বিদ্যুতের মতো – এটি পরিমাপ করা সহজ, কিন্তু সংজ্ঞায়ি করা প্রায় অসাধ্য।”
ক. ফ্রিম্যান
খ. ওয়েকস্লার
● ক্রাইডার
ঘ. ফ্রান্সিস গ্যাল্টন
৫.“বুদ্ধি হলো জগতকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবিলা করার সামর্থ্য।- ডেভিড ওয়েকস্লার কত সালে এ সংজ্ঞাটি প্রদান করেন?
ক. ১৯২৮
খ. ১৯৩৬
গ. ১৯৫২
● ১৯৫৮
৬. ব্যক্তির অর্জিত জ্ঞানের উপযুক্ত ব্যবহারকে কী বলে?
ক. সামথ্য
● বুদ্ধি
গ. দক্ষতা
ঘ. বুদ্ধিমান
৭. বুদ্ধি হলো জ্ঞানার্জনের ক্ষমতা এবং সমস্যা সমাধানে ঐ জ্ঞানকে ব্যবহার করা।” – সংজ্ঞাটি দিয়েছেন কে?
ক. ম্যাকমথেন
● ফসকিস্ট এবং জারবিং
গ. গ্যাল্টন
ঘ. ফ্রিম্যান
৮. মনোবিজ্ঞানী ডোনাল্ড হেব বুদ্ধির জন্মগত প্রকৃতিকে কী বলে উল্লে করেন?
● A-type Intelligence
খ. B-type Intelligence
গ. C-type Intelligence
ঘ. D-type Intelligence
৯. কেলাসিত বুদ্ধি বলা হয় নিচের কোনটিকে?
ক. বুদ্ধির জন্মগত প্রকৃতিকে
● বুদ্ধির পরিবেশগত প্রকৃতিকে
গ. বুদ্ধির সাংগঠনিক কাঠামোকে
ঘ. বুদ্ধির সাধারণ সামর্থ্যকে
১০. মনোবিজ্ঞানী ডোনাল্ড হেব বুদ্ধির পরিবেশগত প্রকৃতিকে কোন ধরনের বুদ্ধি বলে অভিহিত করেন?
ক. A-type Intelligence
● B-type Intelligence
গ. C-type Intelligence
ঘ. D-type Intelligence
১১. কোনটিকে বুদ্ধির প্রত্যক্ষ রূপ বলে বিবেচনা করা হয়?
ক. বুদ্ধির সামর্থ্যকে
খ. বুদ্ধির কাঠামোকে
গ. বুদ্ধির জন্মগত প্রকৃতিকে
● বুদ্ধির পরিবেশগত প্রকৃতিকে
১২. বিমূর্ত ও সৃজনশীল চিন্তা করার ক্ষেত্রে প্রধান উপাদান কোনটি?
ক. স্মৃতি
খ. জ্ঞান
গ. অভিজ্ঞতা
● বুদ্ধি
১৩. বুদ্ধির সাংগঠনিক মতবাদ প্রদান করেন কে?
ক. রেইমন্ড ক্যাটল
খ. এইচ ইবিংহাউচ
গ. উইলিয়াম জেমস্
● লিয়ন থার্সটোন
১৪. কোন অভীক্ষাটি সংস্কৃতির প্রভাবমুক্ত নয়?
● ভাষাগত
খ. কর্মসম্পাদনামূলক
গ. পাস এলং
ঘ. ব্লক ডিজাইন
১৫. বুদ্ধি অভীক্ষা বিকাশের প্রথম প্রয়াস পরিচালিত হয় কার নেতৃত্বে?
ক. অ্যারিস্টটল
খ. রবার্ট গুডউইন
গ. উইলিয়াম জেমস্
● স্যার ফ্রান্সিস্ গ্যাল্টন
১৬. স্যার ফ্রান্সিস গ্যাল্টন কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮০০ সালে
● ১৮২২ সালে
গ. ১৮৩২ সালে
ঘ. ১৮৪৪ সালে
১৭. স্যার ফ্রান্সিস্ গ্যাল্টন কোন দেশের অধিবাসী?
ক. আমেরিকার
খ. স্পেনের
● ইংল্যান্ডের
ঘ. রাশিয়ার
১৮. চার্লস ডারউইনের চাচাতো ভাই কে?
ক. ম্যাকমোহন
খ. ক্রাইডার
গ. বাসকিস্ট
● স্যার ফ্রান্সিস গ্যাল্টন
১৯. স্যার ফ্রানসিস্ গ্যাল্টন কত বছর বয়সে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন শুরু করেন?
ক. ১৫ বছর বয়সে
● ১৬ বছর বয়সে
গ. ১৭ বছর বয়সে
ঘ. ১৮ বছর বয়সে
২০. স্যার ফ্রানসিস্ গ্যাল্টন কোন শাস্ত্রে ডিগ্রিপ্রাপ্ত হন?
ক. চিকিৎসা শাস্ত্রে
খ. রসায়ন শাস্ত্রে
● গণিত শাস্ত্রে
ঘ. পদার্থ বিজ্ঞানে
২১. উত্তর-পশ্চিম আফ্রিকার যেসব এলাকা চার্টে ছিল না তা আবিষ্কার করেন কে?
ক. বাস্কিস্ট
● স্যার ফ্রান্সিস গ্যাল্টন
গ. উইলিয়াম জেমস্
ঘ. উন্ড
২২. ধর্মপ্রবণ মানুষ বেশিদিন বাঁচে কি-না তা পর্যবেক্ষণ করেন কে?
ক. ক্যাটল
● গ্যাল্টন
গ. ক্রাইডার
ঘ. টারম্যান
২৩. Hereditary Genius প্রকাশ করেন কে?
ক. চার্লস ডারউইন
খ. উইলিয়াম জেমস্
গ. টারম্যান
● স্যার ফ্রানসিস গ্যাল্টন
২৪. Hereditary Genius কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮২২ সালে
খ. ১৮৫৪ সালে
গ. ১৮৬১ সালে
● ১৮৬৯ সালে
২৫. গ্যাল্টনকে কি হিসেবে গণ্য করা হয়?
ক. নাস্তিক
খ. যুক্তিবাদী
● বর্ণবাদী
ঘ. সমলোচক
২৬. ১৮৮৪ সালে লন্ডনের এক আন্তর্জাতিক মেলায় অভীক্ষা গবেষণাগার মথাপন করেন কে?
● গ্যাল্টন
খ. ডারউইন
গ. ক্রাইডার
ঘ. টারম্যান
মনোবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
২৭. এক ব্যক্তির উপলদ্ধি বা বোধ অপর ব্যক্তির থেকে কেমন?
ক. একই
খ. বিপরীত
● আলাদা
ঘ. নিম্নতর
২৮. কিসের উপর ভিত্তি করে মনোবিজ্ঞানিগণ বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যকে তুলে ধরার চেষ্টা করেন?
ক. দক্ষতা
● মানসিক ক্ষমতা
গ. জ্ঞান
ঘ. ব্যবহার
২৯. প্রতিভাশালী ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
ক. ১৪০
● ১৪০ বা এর ঊর্ধ্বে
গ. ১৩০ বা ঊর্ধ্বে
ঘ. ১৩০
৩০. অতি উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
ক. ১৪০ বা এর ঊর্ধ্বে
● ১৩০ বা এর ঊর্ধ্বে
গ. ১৩০
ঘ. ১২০ – ১৪০
৩১. টারম্যান-বিনে-সিমোঁ ব্যক্তির বুদ্ধ্যঙ্ক অনুযায়ী অতি উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
ক. ১৪০
খ. ১৩৯
● ১৩০-১৩৯
ঘ. ১৩০ বা উর্ধ্বে
৩২. WAIS অনুযায়ী অতি উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
ক. ১৪০ বা উর্ধ্বে
খ. ১৩০-১৩৯
গ. ১৩০
● ১৩০ বা ঊর্ধ্বে
৩৩. উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
ক. ১৩০-১৩৯
খ. ১৩০
● ১২০-১২৯
ঘ. ১২০
৩৪. মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধ্যঙ্ক কত?
ক. ৮০
খ. ৭০-৭৯
● ৭০ এর কম
ঘ. ৬০ এর কম
৩৫. জড়-ধী সম্পন্ন ব্যক্তির বুদ্ধ্যঙ্ক কত?
ক. ৫০-৬৯
খ. ২৫-৪৯
গ. ২৫ এর কম
● ২৪ বা এর কম
৩৬. ৯৭৭ জন খুব সাধারণ ব্যক্তির কত জন রক্তসম্পর্কীয় আত্মীয়-স্বজন বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত?
● ৪ জন
খ. ৫ জন
ঘ. ৬ জন
ঘ. ৭ জন
৩৭. গ্যাল্টন কতজন বিখ্যাত ব্যক্তির পারিবারিক ইতিহাস পর্যালোচনা করেন?
ক. ৭৭৭ জন
খ. ৫৩৬ জন
গ. ৮৭৭ জন
● ৯৭৭ জন
৩৮. বুদ্ধির ক্ষেত্রে আন্তঃব্যক্তিক পার্থক্যের উপর বংশগতির প্রভাবের ক্ষেত্রে দুইজন যমজের উপর গবেষণা করেন।
ক. ক্যাটেল
খ. গ্যাল্টন
● নিউম্যান
ঘ. আলপোর্ট
৩৯. নিউম্যান কাদের উপর গবেষণা পরিচালনা করেন?
ক. গ্ল্যাডিস ও হেলেন
● ফ্রেড ও এডুইন
গ. জাহান ও সাহান
ঘ. স্যামুয়েল ও ফয়সাল
৪০. নিচের কোন দু’জন যজম?
● গ্ল্যাডিস ও হেলেন
খ. নিউম্যান ও ফ্রিম্যান
গ. চার্লস ডিকেন্স ও চার্লস ডারউইন
ঘ. জন মিল্টন ও জন স্টুয়ার্ট মিল
৪১. Heredity and environmen are correlative factors – কে বলেন?
ক. নিউম্যান
খ. জন মিল্টন
● সেন্ডিফোর্ড
ঘ. আলপোর্ট
৪২. ছেলেদের গাণিতিক ও কারিগরি বিষয়ে বুদ্ধ মেয়েদের তুলনায় কেমন?
ক. কম
খ. সমান
● অধিক
ঘ. শ্যূন
৪৩. গৃহসজ্জার ক্ষেত্রে মেয়েদের বুদ্ধি ছেলেদের তুলনায় কেমন?
ক. শ্যূন
খ. কম
গ. সমান
● অধিক
৪৪. নিচের কোন বিষয়ে মেয়েদের বুদ্ধি ছেলেদের থেকে অধিক?
ক. গাণিতিক
খ. কারিগরিা
● গৃহসজ্জার
ঘ. ব্যবসায়িক
৪৫. নিচের কোন বিষয়ে ছেলেদের বুদ্ধি মেয়েদের চেয়ে কম?
● ভাষাগত
খ. গাণিতিক
গ. কারিগরি
ঘ. অর্থনৈতিক
৪৬. কোন সময় থেকে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটতে থাকে?
● প্রাক-শৈশব
খ. বাল্যকাল
গ. শৈশব
ঘ. তরুণ
৪৭. The Bell Curve বইটির লেখক কে?
ক. গ্যাল্টন ও ক্যাটেল
● রিচার্ড হানর্মটেইন ও চার্লস মুরেরি
গ. আলফ্রেড বিনে
ঘ. হলজিঙ্গার
৪৮. The Bell Curve বইটি কত সালে প্রকাশিত হয়?
ক. ১৯০৪
খ. ১৯৩৭
গ. ১৯৬৯
● ১৯৯৪
৪৯. The Bell Curve বইটির বিতর্কিত বিষয় কোনটি?
● বংশকেন্দ্রিক প্রকল্প
খ. লিঙ্গগত প্রভাব
গ. পরিবেশগত প্রভাব
ঘ. অর্থনৈতিক কল্প
৫০. The Bell Curve বইটি কিসের উপর লিখিত?
ক. মানবীয় আচরণ
● মানবীয় বুদ্ধি
গ. দর্শন
ঘ. ইতিহাস
►► আরো দেখো: মনোবিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নোত্তর
শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য মনোবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq প্রশ্নের উত্তর এর একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে উত্তরমালাটি সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post