মনোবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় mcq : পৃথিবীর সকল মানুষই ব্যক্তিত্বের জন্য পরস্পর আলাদা। কারণ ব্যক্তিত্ব হলো একটি একক অভিব্যক্তি। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব অন্য ব্যক্তির সাথে হুবহু মিলে না। শারীরিক গঠনের ভিত্তিত্তে ব্যক্তিত্বের তারতম্য পরিলক্ষিত হয়। ব্যক্তিত্বের উপর মনস্তাত্ত্বিক প্রভাবও পরিলক্ষিত হয়। ব্যক্তিত্বের উপর মনস্তাত্ত্বিক প্রভাবও পরিলক্ষিত হয়। এছাড়া কেউ আবার অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী। কেউ কেউ আবার উভয়ই ব্যক্তিত্বের অধিকারী। তাই বলা যায় যে পৃথিবীর সকল মানুষ পরস্পর আলাদা।
মনোবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় mcq
১. শেলডনের মতবাদ অনুযায়ী কোন শ্রেণির লোকেরা খেলাধুলা পছন্দ করে এবং অন্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়?
ক. এনডোমরফিক
● মেসোমরফিক
গ. একটোমরফিক
ঘ. সোমাটোটনিক
২. কোন শব্দ হতে Personality শব্দের সৃষ্টি?
ক. Perform
খ. Person
গ. Predict
● Persona
৩. প্রাচীন রোমে কী কাজে Persona ব্যবহৃত হতো?
● অভিনয়ে
খ. অফিসের কাজে
গ. ব্যবসায়িক কাজে
ঘ. পড়ালেখায়
৪. প্রাচীন রোমে অভিনেতাগণ চবৎংড়হধ ব্যবহার করে কী প্রকাশ করত?
ক. মানবীয় গুণাবলি
খ. কর্মস্পৃহা
গ. জিঘাংসা
● ব্যক্তির বাহ্যিক রূপ
৫. মনোবিজ্ঞানী গর্ডন ডব্লিউ আলপোর্ট কত সালে ব্যক্তিত্বের সংজ্ঞা প্রদান করেন?
ক. ১৯০৫
● ১৯৩৭
গ. ১৯১৭
ঘ. ১৯৩১
৬. কার মতে, ব্যক্তিত্ব ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়াসমূহের গতিময় সংগঠন?
● আলপোর্ট
খ. ক্লাইডার
গ. ক্রেৎসমার
ঘ. স্যানট্রোক
৭. ফ্রাইডারের মতে ব্যক্তিত্ব কিসের স্বতন্ত্র প্রতিক্রিয়াকে নির্দেশ করে?
ক. মানবিক গুণাবলি
খ. ব্যক্তিসত্তা
● ব্যক্তিস্বাতন্ত্র্য ও পরিবেশ
ঘ. মানসিক প্রক্রিয়া
৮. ওয়াল্টার মিশেলের মতে ব্যক্তিত্ব কী নিয়ে গঠিত?
● আচরণের পার্থক্য
খ. সামাজিক অবস্থান
গ. পারিপার্শ্বিক দিক
ঘ. অভিযোজন ধারা
৯. সময় ও পরিবেশের মধ্য দিয়ে অতিক্রান্ত আচরণ সম্পর্কিত ব্যক্তিত্বের ধারণা প্রদান করেন কে?
ক. উডওয়ার্থ মারকুইস
● বাসকিস্ট ও জারবিং
গ. ক্লাইডার ও সহযোগী
ঘ. ম্যাকমোহন এবং ম্যাকমোহন
১০. রফিক ছোটখাট গোলগাল। সে সহিষ্ণু ও সামাজিক। রফিক কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী?
ক. এনডোমরফিক
● সাইক্লোয়েড
গ. এ্যাসথেনিক
ঘ. সিজোয়েড
১১. কার্ল ইয়ং কোন উপাদানের উপর ভিত্তি করে ব্যক্তিত্বের শ্রেণিবিন্যাস করেছেন?
ক. মৌলিক সংরক্ষণ
খ. গৌণ সংরক্ষণ
গ. বস্তুগত সংরক্ষণ
● মানসিক সংরক্ষণ
১২. মেদবহুল, গোলগাল ও খাটো ব্যক্তিগণ নিচের কোন শ্রেণির?
ক. এনডোমরফিক
খ. অ্যাথলেটিক
গ. অ্যাসথেটিক
● পিকনিক
১৩. কোন দেশের মনোবিজ্ঞানীগণ চারটি উপাদানের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিন্যাস করেছেন?
● গ্রিক ও রোমান
খ. আমেরিকান ও রাশিয়ান
গ. ফ্রান্স ও গ্রিক
ঘ. আমেরিকান ও রোমান
১৪. ব্যক্তিত্বের শ্রেণিবিন্যাসের মহাজাগতিক উপাদান কোনটি?
ক. পানি
খ. বায়ু
গ. আগুন
● সবগুলো
১৫. গ্যালেন কোন দেশীয় চিকিৎসক?
ক. গ্রিক
● রোমান
গ. আমেরিকান
ঘ. রাশিয়ান
১৬. মহাজাগতিক উপাদান পৃথিবী কোন ধরনের মানব প্রকৃতি নির্ধারণ করে?
● বিষন্ন
খ. আশান্বিত
গ. রাগান্বিত
ঘ. শ্লেষ্মাপূর্ণ
১৭. ব্যক্তিত্বের মনোবৈজ্ঞানিক অনুষ্ঠানকে কয়টি প্রধান দৃষ্টিভঙ্গির নিরিখে ব্যাখ্যা করা হয়?
ক. ৩
খ. ৪
● ৫
ঘ. ৬
১৮. পানি মহাজাগতিক উপাদানটির সাথে সম্পর্কিত মানব প্রকৃতি হলোÑ
ক. আশান্বিত
খ. রাগান্বিত
গ. বিষণœ
● শান্তি/শ্লেষ্মাপূর্ণ
১৯. ক্রেৎসমারের মতে মানসিক রোগীদের প্রকারভেদÑ
● সাইক্লয়েড
খ. অ্যাসথেনিক
গ. মেসোমরফিক
ঘ. ভিসেরোটনিক
২০. মনস্তাত্ত্বিক ব্যক্তিত্ব হলো-
ক. মৌলিক
খ. কেন্দ্রীয়
গ. সিজোয়েড
● অন্তর্মুখী
২১. ব্যক্তিত্বের জন্য ফ্রয়েড মানব মনের কয়টি স্তর উল্লেখ করেছেন?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২২. কে ব্যক্তিত্বের কাঠামো আলাচনায় মনের স্তর সম্পর্কে ধারণা দেন?
● সিগমুন্ড ফ্রয়েড
খ. শেলডন
গ. ম্যাকমোহন
ঘ. উডওয়ার্থ
২৩. কিসের তাড়না কেবল অচেতন আকারে কাজ করে?
ক. অহম
খ. অতি-অহম
● আদিসত্তা
ঘ. বিবেক
২৪. অহম মনের কয়টি অঞ্চলের সাথে সম্পর্কিত?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫
২৫. প্রধানত কোন অংশের সাথে অহম গাঢ়ভাবে সম্পর্কিত?
● চেতন
খ. অর্ধ-চেতন
গ. প্রাকচেতন
ঘ. অচেতন
২৬. মনের প্রাকচেতন স্তরে রয়েছে-
ক. বাস্তবতা
খ. দৈনিক কার্যাবলি
গ. স্বপ্ন
● স্মৃতি
২৭. মনের অচেতন স্তরে রয়েছে-
ক. চিন্তন
খ. স্মৃতি
গ. দৈনিক ক্রিয়া
● প্রতিরক্ষণ কৌশল
২৮. অতি অহমে মনের কোন এলাকা উপস্থিত?
ক. চেতন
খ. প্রাকচেতন
গ. অচেতন
● সবগুলো সঠিক
২৯. অতি অহমের ভিত্তি কী?
ক. যৌন প্রবৃত্তি
● সামাজিক বাধা শিক্ষণ
গ. আক্রমণাত্মক প্রবৃত্তি
ঘ. বাস্তবের প্রতি প্রতিক্রিয়া
৩০. ফ্রয়েড ব্যক্তিত্বের বিকাশের মনোবৈজ্ঞানিক পর্যায়কে কয়টি এলাকায় বিভক্ত করেন-
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫
৩১. মানব শিশুর প্রথম আঠারো মাস সংবেদনশীল এলাকা কোনটি?
● মুখ
খ. মাথা
গ. হাত
ঘ. পায়ু
৩২. কিসের সাহায্যে আদিসত্তা টেনশন কমাতে চেষ্টা করে?
ক. মাথা
খ. হাত
গ. পা
● মুখ
৩৩. জীবনের প্রথম আঠারো মাস শিশুরা কিসের ব্যবহার থেকে আনন্দ পায়?
ক. হাত
খ. পা
● মুখ
ঘ. চোখ
৩৪. শিশুর মলত্যাগের প্রশিক্ষণ দিতে হয়Ñ
ক. ৬ মাস থেকে ২ বছর
খ. ১০ মাস থেকে ৩ বছর
● ১৮ মাস থেকে ৩ বছর
ঘ. ১২ মাস থেকে ২ বছর
৩৫. যেসব শিশুরা মল চেপে রাখে তারা পূর্ণজীবনে কোন প্রকৃতির হয়ে থাকে?
ক. অমিতব্যয়ী
খ. অনিয়ন্ত্রিত
গ. উশৃঙ্খল
● একগুঁয়ে
৩৬. মল নিঃসরণে বাধাপ্রাপ্ত শিশুরা পূর্ণজীবনে কোন প্রকৃতির হয়?
● আবেগপ্রবণ
খ. সুশৃঙ্খল
গ. কৃপণ
ঘ. নয়ন্ত্রিত
৩৭. শিশুর লৈঙ্গিক পর্যায় শুরু-
● ৩ বছরে
খ. ৫ বছরে
গ. ৭ বছরে
ঘ. ১০ বছরে
৩৮. শিশুর লৈঙ্গিক পর্যায় কত বছর পর্যন্ত ব্যাপ্ত থাকে?
ক. ৪ বছর
খ. ১৮ বছর
● ৬ বছর
ঘ. ১০ বছর
৩৯. লৈঙ্গিক পর্যায়টি ফ্রয়েডীয় ভাষায়-
● ইদিপাস কমপ্লেক্স
খ. ফ্রয়েড কমপ্লেক্স
গ. হোমার পিরিয়ড
ঘ. ইউক্লিড পিরিয়ড
৪০. ইদিপাস রেকস নিচের কোন কার্যটি সম্পন্ন করেন?
ক. ভাইকে হত্যা করেন
● বাবাকে হত্যা করেন
গ. সিংহাসন পুনর্দখল করেন
ঘ. অবিবাহিত ছিলেন
৪১. মানব শিশুর প্রসুপ্তিকালের ব্যাপ্তি-
ক. ৪ – ৬ বছর
খ. ৭ – ১০ বছর
● ৫/৬ থেকে বয়ঃসন্ধিকাল
ঘ. ৬/৭ থেকে যৌবনকাল
৪২. শিশুদের কোন পর্যায়ে যৌন সম্পর্কিত বিষয় সুপ্ত থাকে?
ক. মুখ পর্যায়ে
খ. পায়ু পর্যায়ে
● প্রসুপ্তি পর্যায়ে
ঘ. যৌন পর্যায়ে
৪৩. ব্যক্তিত্বের সংলক্ষণ কী হিসেবে ব্যবহৃত হয়?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. অব্যয়
● বিশেষণ
৪৪. ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য হলো-
● ব্যক্তিস্বাতন্ত্র্য
খ. গতিময় সংগঠন
গ. আবেগের ভিন্নতা
ঘ. অভিযোজন
৪৫. ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল গুণের –
ক. স্বাতন্ত্র
খ. মনো-দৈহিক সমন্বয়
● গতিময় সংগঠন
ঘ. আবেশ
৪৬. ব্রিটিশ-আমেরিকান মনোবিজ্ঞানী হলেন-
ক. আলপোর্ট
খ. শেলডন
গ. কার্ল ইয়ুং
● আর বি ক্যাটল
৪৭. আর বি ক্যাটল কত সালে ব্যক্তিত্বের সংলক্ষণ মতবাদ প্রদান করেন?
ক. ১৯০৫ সালে
খ. ১৯৩৪ সালে
● ১৯৫০ সালে
ঘ. ১৯৯৬ সালে
৪৮. আর বি ক্যাটল সংলক্ষণ মতবাদ প্রদানের কোন কোন পদ্ধতি অনুসরণ করেন?
ক. প্রাকৃতিক নির্বাচন
● উপাদান বিশ্লেষণ
গ. নিরীক্ষণ
ঘ. পরীক্ষণ
৪৯. আর বি ক্যাটল ব্যক্তিত্বের সংলক্ষণে কয়টি বৈশিষ্ট্য নির্বাচন করেন?
ক. ৬টি
খ. ৮টি
গ. ১৪টি
● ১৬টি
৫০. ক্যাটল ব্যক্তিত্বের সংলক্ষণগুলোকে কয়ভাগে বিভক্ত করেছেন?
● ২ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৮ ভাগে
►► আরো দেখো: মনোবিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নোত্তর
শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য মনোবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় mcq প্রশ্নের উত্তর এর একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে উত্তরমালাটি সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post