মনোবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় mcq : কোনো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মনোভাবের অবহিতিমূলক উপাদান। মনোভাব সম্পর্কিত ভালো বা মন্দ, অনুকূল বা প্রতিকূল অথবা কাক্সিক্ষত বা অনাকাক্সিক্ষত লক্ষণই হলো জ্ঞান বা অবহিতিমূলক উপাদান। উদাহরণস্বরূপ, ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতা, তার দক্ষতার প্রতি ঐ ছাত্রের ইতিবাচক ক্ষমতা রয়েছে।
মনোবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় mcq
১. মনোভাব হলো “কোনো বিষয়, বন্ধু ও ধারণাসমূহের প্রতি ব্যক্তির ধনাত্মক বা ঋণাত্মক মূল্যায়ন” সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. আলপোর্ট
খ. রোজেনবার্গ
গ. হাইডার ও নিউকম্ব
● ক্রাইভার এবং সহযোগীরা
২. মনোভাবের প্রধান উপাদান কয়টি?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫
৩. “কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাওয়ার প্রসূতিই মনোভাব” সংজ্ঞাটি কার?
ক. আলপোর্ট
খ. হামিদা আখতার
● মারফি ও নিউকম্ব
ঘ. জিম্বার্ডো
৪. মনোভাব মূলত কীসের প্রেক্ষিতে সৃষ্টি হয়?
ক. আলোচনা
খ. ফলাফল
● অভিজ্ঞতা
ঘ. আপনাআপনি
৫. কার মতে, মনোভাব হলো কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাওয়ার পূর্ব প্রস্তুতি?
ক. রোজেনবার্গ
খ. ক্রাইডার
গ. আলপোর্ট
● মারফি, মারফি
৬. আলপোর্টের মতে, মনোভাব হলো ব্যক্তির মানসিক ও স্নায়বিক প্রস্তুতি।
● অভিজ্ঞতালদ্ব
খ. অনুভূতিসম্পন্ন
গ. অহিতিমূলক
ঘ. প্রতিক্রিয়াধীন
৭. সিয়ার্সের মতে মনোভাবের সাথে কী কী উপাদান জড়িত?
ক. মূল্যায়ন, প্রস্তুতিমূলক
● জ্ঞানীর, আবেগীয়
গ. অন্তর্মুখী, অভিভজ্ঞতালব্দ
ঘ. শিক্ষা উপকরণ, স্নায়বিক
৮. কার মতে, মনোভাব হলো বস্তুর বা ধারণাসমূহের ক্ষেত্রে ব্যক্তির মূল্যায়ল?
ক. নিউকাম্ব
খ. এবেসেন
গ. আলপোর্ট
● ক্লাইডার
৯. আলপোর্ট মনোভাবের প্রকৃতি সম্পর্কে কয়টি দিকের উল্লেখ করেন?
ক. ৩টি
খ. ৪টি
● ৫টি
ঘ. ৬টি
১০. কীসের ক্ষেত্রে ব্যক্তির আচরণের উপর গতিশীল প্রভাব তৈরি হয়?
● মনোভাব
খ. পূর্বসংস্কার
গ. বদ্ধমূল ধারণা
ঘ. আচরণ
১১. মনোভাবের মধ্যে কয়টি উপাদান রয়েছে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১২. নিচের কোনটি মনোভাবের উপাদান?
ক. অভিজ্ঞতামূলক
● জ্ঞানমূলক
গ. প্রস্তুতিমূলক
ঘ. যাচাইমূলক
১৩. কানো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞান মনোভাবের কী ধরনের উপাদান?
● অবহিতিমূলক
খ. প্রতিক্রিয়মূলক
গ. অভিজ্ঞতামূলক
ঘ. চিন্তামূলক
১৪. থার্সটোনের মতে, মনোভাব হলো মানসিক বস্তুর প্রতিÑ
● ঋণাত্মক মাত্রা
খ. স্থানীয় আচরণ
গ. মূল্যায়ন প্রবণতা
ঘ. সবগুলো সঠিক
১৫. কার মতে, শত শত বিশ্বাস ও অবিশ্বাসগুলো গুচ্ছতা ধারণ করে মনোভাব গঠিত হয়?
ক. কার্ল ইয়ুং
খ. রোজেন বার্গ
● রাকিচ
ঘ. এবেসেন
১৬. শত শত মনোভাব সুসংগঠিত হয়ে ব্যক্তির মধ্যে কয়েকটি তৈরিÑকরে।
ক. মতামত খ. মূল্যবোধ
গ. দৃষ্টিভঙ্গি
ঘ. পূর্বসংস্কার
১৭. পরিস্থিতির ক্ষেত্রে ব্যক্তির প্রতিক্রিয়া প্রদানের মানসিক প্রস্তুতিকে কী বলে?
ক. মনোভাব
খ. পূর্বসংস্কার
গ. মূল্যায়ন
● মতামত
১৮. কিসের মাধ্যমে ধারণা, প্রত্যয় বা বিশ্বাস প্রকাশ করা হয়?
ক. অভীক্ষা
খ. প্রক্ষেপণ
● মতামত
ঘ. সবগুলো সঠিক
১৯. কোন মনীষী মতামতের সংজ্ঞা প্রদান করেন?
● কিম্বল ইয়ুং, এম গিন্সবার্গ
খ. জি মারফি, বি ক্রাইডার
গ. জি আলপোর্ট, ডি সিয়ার্স
ঘ. কার্ল ইয়ুং, এস ফ্রয়েড
২০. কার মতে, বিশ্বাসের প্রস্তুতিই হলো মনোভাব?
● কিম্বল ইয়ুং
খ. জি মারফি
গ. এম গিন্সবার্গ
ঘ. এস ফ্রয়েড
২১. মনোভাবের ক্ষেত্রে কোনটির প্রভাব পরিলক্ষিত হয়?
ক. আবেগ
খ. অনুভূতি
গ. মানসিক প্রস্তুতি
● সবগুলো সঠিক
২২. শিক্ষকের জ্ঞান বোঝানোর দক্ষতার ফলে ছাত্রটি শিক্ষককে খুব পছন্দ করে। শিক্ষকের প্রতি ছাত্রের এই ভালো লাগাটা মনোভাবের-
র. অনুভূতিমূলক উপাদান
রর. অবহিতিমূলক উপাদান
ররর. ক্রিয়াগত উপাদান
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৩. কোন প্রক্রিয়ায় মনোভাব গঠিত হয়?
ক. আচরণ
খ. মূল্যায়ন
গ. উপযোজন
● মানসিক শিক্ষণ
২৪. মনোভাব গঠনে দায়ী মুখ্য উপাদান কোনটি?
ক. ব্যক্তিত্ব
খ. প্রেষণা ও চাহিদা
● পরিবার ও খেলার সাথী
ঘ. সমাজ ও দল
২৫. কারা মনোভাব গঠনে শিশুর উপর পিতা-মাতা ও সাথীর প্রভাব উল্লেখ করেন?
ক. কিম্বল ইয়ুং ও মার্টিন
● সার্জেন্ট ও উইলিয়ামসন
গ. ক্রাইডার ও আলপোর্ট
ঘ. মারফি ও সিয়ার্স
২৬. আলবার্ট বান্দুরা শিশুর মনোভাব গঠনে কীসের প্রভাব উল্লেখ করেন?
ক. তথ্য
খ. ঐতিহ্য ও কৃষ্টি
গ. ব্যক্তিত্ব
● সমাজ ও দল
২৭. নিচের কোনটি ভ্রান্ত মনোভাব গঠনে সহায়তা করে?
● বিবৃত তথ্য
খ. সমাজ
গ. পরিবার
ঘ. প্রেষণা
২৮. . কার মতে, অন্যান্য আবেগমূলক প্রতিক্রিয়ার মতোই একটি মনোভাবের অনুভূতি, সাপেক্ষীকরণ সৃষ্টি করতে পারে?
ক. জি. মারফি
● আর বি স্ট্যালিং
গ. ডি ও সিয়ার্স
ঘ. এ. বি. ক্রাইডার
২৯. একাত্মীভবন কী।
ক. মতামত প্রদানের উপাদান
খ. মনোভাব গঠন প্রক্রিয়া
গ. পূর্বসংস্কারমূলক পরিস্থিতি
● বদ্ধমূল ধারণার বৈশিষ্ট্য
৩০. মনোভাব গঠনের কোন প্রক্রিয়ায় ব্যক্তি নিজেকে অন্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে?
ক. সাপেক্ষীকরণ শিখন
● সহায়ক শিখন
গ. একাত্মীভবন
ঘ. ভূমিকা শিখন
৩১. মনোভাব গঠনের ক্ষেত্রে কয় ধরনের একাত্মীভবন প্রক্রিয়া দেখা যায়?
● ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৫ ধরনের
৩২. নিচের কোনটি একাত্মীভবন শিখন প্রক্রিয়া?
ক. সমাকলন
খ. পৃথকীকরণ শিখন
● আদর্শ প্রতীক শিখন
ঘ. প্রষ্টিত শিখন
৩৩. যুক্তি দেখানো মনোভাবের কোন ধরনের উপাদান?
ক. অনুভূতিসূচক
● ক্রিয়াগত
গ. ঋণাত্মক
ঘ. প্রতিকূল
৩৪. অনুকরণ শিখন এক ধরনের-
ক. সহায়ক শিখন
খ. সাপেক্ষীকরণ শিখন
● একাত্মীভবন
ঘ. ভূমিকা শিখন
৩৫. অনুকরণ শিখন একটি জন্মগত প্রবৃত্তি, এটি কার মত?
● টারডে ও ম্যাকডুগাল
খ. স্ট্যাটস ও স্ট্যাটস
গ. জেরাম কাগান
ঘ. লিন্ড ফেস্টিগার
৩৬. মনোভাব গঠনের উল্লেখযোগ্য উপাদান কোনটি?
ক. ব্যক্তির পরিবার
● পরিবার খেলার সাথী
গ. মা
ঘ. বাবা
৩৭. যুক্তি দেখানো মনোভাবের কোন ধরনের উপাদান?
ক. অনুভূতিমূলক
● ক্রিয়াগত
গ. ধনাত্মক
ঘ. অবহিতিমূলক
৩৮. মনোভাব পরিমাপের কোন পদ্ধতিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান সংবাদপত্রে প্রকাশিত গ্রন্থাবলি থেকে অভিমত প্রকাশক উক্তি সংগ্রহ করা হয়?
ক. লিকার্ট মানক
খ. সামাজিক দূরত্ব মানক
● সমান দূরত্ববিশিষ্ট মানক
ঘ. সংস্কৃতি মানক
৩৯. সমান দূরত্ববিশিষ্ট মানক স্কেল কয়টি বিভাগে বিভক্ত করা হয়?
ক. ৭টি
খ. ৯টি
● ১১টি
ঘ. ১৫টি
৪০. সমান দূরত্ববিশিষ্ট মানক স্কেলটি দেখতে অনেকটা-এর মতো।
● ফুটরুল
খ. ফিতা
গ. মিটার স্কেল
ঘ. ব্যারােমিটার
৪১. সমান দূরত্ববিশিষ্ট মানক স্কেলে মনোভাব পরিমাপের পদ্ধতিকে কী পদ্ধতি বলা হয়?
ক. এডারানো পদ্ধতি
● থার্সটোন পদ্ধতি
গ. স্ট্যাগনার পদ্ধতি
ঘ. ম্যাকনোর পদ্ধতি
৪২. থার্সটোন পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় কী?
ক. উক্তি সাজানো
খ. স্কেল তৈরি করা
● উক্তির স্কেল মান নির্ণয়
ঘ. মূল্যায়ন করা
৪৩. থার্সটোন পদ্ধতির দুর্বলতা কী?
● পার্থক্যসূচক উক্তি নির্বাচন
খ. সংস্কারমুক্ত বিচারক
গ. মানকের বিভিন্ন স্থানে ব্যবহার
ঘ. সমব্যবধান মানক
৪৪. কোন মানকের সাহায্যে মনোভাবের নিরপেক্ষতা সবচেয়ে ভালোভাবে পরিমাপ করা যায়?
ক. সামাজিক দূরত্ব মানক
● থার্সটোন মানক
গ. লিকার্ট মানক
ঘ. ফুলেট মানক
৪৫. কোন মানক তৈরি করা সময়সাপেক্ষ ও পরিশ্রমসাধ্য?
ক. লিকার্ট মানক
খ. বোগাডার্স মানক
গ. নিউকোম্ব মানক
● থার্সটোন মানক
৪৬. কোন মানকের সাহায্যে মনোভাবের নিরপেক্ষতা ভালোভাবে পরিমাপ করা যায়?
● থার্সটোন মানক
খ. বোগাডার্স মানক
গ. লিকার্ট মানক
ঘ. ফুটম্যান মানক
৪৭. বোগাডার্স প্রবর্তিত মানকে প্রত্যেক বহির্গোষ্ঠীর জন্য কয়টি শ্রেণি রয়েছে?
ক. ১৩টি
খ. ৯টি
● ৭টি
ঘ. ৫টি
৪৮. কাদের সাথে আমেরিকানদের সামাজিক দূরত্ব কম?
ক. নিগ্রোদের
খ. হিন্দুদের
● ইংরেজদের
ঘ. ফরাসিদের
৪৯. নিচের কোন মতবাদটি মনোভাব পরিবর্তনের সাথে সম্পর্কিত?
● ভারসাম্য মতবাদ
খ. লিকার্ট মতবাদ
গ. আত্নোলপলব্ধি মতবাদ
ঘ. ব্যক্তিকেন্দ্রিক মতবাদ
৫০. মনোভাবের ভারসাম্য মতবাদের সাথে সম্পর্কিত ব্যক্তি-
ক. বোগাডার্স
খ. থার্সটোন
● হাইডার
ঘ. শেলডন
►► আরো দেখো: মনোবিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নোত্তর
শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য মনোবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় mcq প্রশ্নের উত্তর এর একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে উত্তরমালাটি সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post