মনোবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : প্রত্যেক ব্যক্তিরই তার পরিবেশের বিভিন্ন উপাদানের প্রতি একটি বিশেষ মনোভাব থাকে। মা-বাবা, বন্ধু-বান্ধব, যে কোনো কবি বা সাহিত্যিক প্রভৃতি ব্যক্তির প্রতি আমাদের একেক জনের বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। বন্ধুকে সাহায্য করার জন্য মানুষ তার দিকে এগিয়ে যায়, আর শত্রুর প্রতি নেতিবাচক থাকার কারণে তার নিন্দা শুনলে খুশি হয়।
পরিবেশের বিভিন্ন ব্যক্তির সংস্পর্শে এসে সমাজীকরণের সাথে সাথে মানুষের মধ্যে নানা প্রকার মনোভাব গড়ে উঠে। কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে অভিহিত করা হয়। যেহেতু মনোভাবের সমন্বয়েই মূল্যবোধ গড়ে উঠে। তাই বলা যায় মনোভাবই মূল্যবোধের পূর্বশর্ত।
মনোবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. মূল্যবোধ নিচের কোনটির সমন্বয়ে গঠিত?
ক. ব্যক্তিত্ব
খ. বুদ্ধিমত্তা
গ. সামাজিক আচার
● মনোভাব
২. স্বাধীনতা, সততা, ন্যায়নীতি প্রভৃতি কীসের উদাহরণ?
● মূল্যবোধ
খ. ব্যক্তিত্ব
গ. একাত্মীভবন
ঘ. আত্তীকরণ
৩. মূল্যপবাধের ধারক কোনটি?
ক. স্বাধীনতা
খ. সততা
● কৃষ্টি
ঘ. দায়বদ্ধতা
৪. মূল্যবোধ হলো এক ধরনের-
● আদর্শ
খ. ধর্মীয় উন্মাদনা
গ. গোড়ামী
ঘ. বাণিজ্যিক স্বাতন্ত্র
৫. মনোবিজ্ঞানী রফিকের মতে আমাদের সমাজের মূল্যবোধের সংজ্ঞা কত?
ক. কয়েক শত
খ. কয়েক হাজার
গ. কয়েক লক্ষ
● কয়েক ডজন
৬. নিচের কোনটি মূল্যবোধের অংশবিশেষ?
● মনোভাব
খ. মানসিক চাপ
গ. প্রত্যাশা
ঘ. সামাজিকতা
৭. সমাজে কোনটির সংখ্যা কম?
● মূল্যবোধ
খ. মনোভাব
গ. কৃষ্টি
ঘ. সামাজিকতা
৮. কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের প্রতি অনুকূল প্রতিকূল প্রতিক্রিয়া হলোÑ
● মনোভাব
খ. মতামত
গ. মূল্যবোধ
ঘ. সম্প্রীতি
৯. মূল্যবোধ মানুষের কীসের একটি বিশেষ মানদন্ড?
● ইচ্ছা
খ. বুদ্ধি
গ. মনোভাব
ঘ. প্রথা
১০. সমাজে ভাল-মন্দের বিচার কী দ্বারা করা হয়?
ক. কৃষ্টি
খ. সামাজিকতা
● মূল্যবোধ
ঘ. মনোভাব
১১. নিচের কোনটি পরিবর্তনশীল?
ক. ব্যক্তিত্ব
খ. বিশ্বাস
● মূল্যবোধ
ঘ. মেধা
১২. কার মতে, মূল্যবোধ হলো তুলনামূলকভাবে স্থায়ী এক ধরনের সচেতনতা?
● কে গ্রীন
খ. এন এল মান
গ. টি স্কেফার
ঘ. এম রফিচ
১৩. নিচের কোনটি মূল্যবোধের সাথে গভীরভাবে সম্পর্কিত?
ক. বুদ্ধি
খ. আবেগ
● মনোভাব
ঘ. ব্যক্তিত্ব
১৪. সমাজ বিজ্ঞানী Edward Spranger মূল্যবোধকে কয় ভাগে ভাগ করেছেন?
ক. ৪
খ. ৫
● ৬
ঘ. ৭
১৫. কে মূল্যবোধের শ্রেণিবিভাগ উল্লেখ করেন?
● এডওয়ার্ড স্পোর
খ. কেলভিন গ্রিন
গ. এন এল মান
ঘ. মারফি মারফি
১৬. এডওয়ার্ড স্পেঞ্জার কয় ধরনের মূল্যবোধ সম্পর্কে আলোচনা করেন?
ক. ৩ ধরনের
খ. ৪ ধরনের
গ. ৫ ধরনের
● ৬ ধরনের
১৭. নিচের কোনটি বিশ্লেষণের জন্য মূল্যবোধের শ্রেণিবিভাগ করা হয়?
ক. সামাজিকতা
খ. অর্থনৈতিক দিক
● আচরণ
ঘ. ব্যক্তিত্ব
১৮. কোন মূল্যবোধের ব্যক্তিরা সত্যের পেছনে ধাওয়া করে?
● তাত্ত্বিক মূল্যবোধ
খ. সৌন্দর্যবোধ মূল্যবোধ
গ. রাজনৈতিক মূল্যবোধ
ঘ. অর্থনৈতিক মূল্যবোধ
১৯. তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তিরা কোন ধরনের মনোভাব গ্রহণ করে?
ক. কৌশলী
খ. অর্থ সঞ্চয়ের
● জ্ঞানমূলক
ঘ. শক্তিমত্তার
২০. কোন মনোভাবের ব্যক্তিরা অন্যের সাথে নিজের পার্থক্য খোঁজে?
ক. সৌন্দর্য মূল্যবোধ
খ. সামাজিক মূল্যবোধ
গ. ধর্মীয় মূল্যবোধ
● তাত্ত্বিক মূল্যবোধ
২১. তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তিরা অনেকটা কাদের মতো?
● দার্শনিক ও বিজ্ঞানী
খ. ব্যবসায়ী
গ. রাজনীতিবিদের
ঘ. যোদ্ধাদের
২২. সত্যকে আবিষ্কার করাই কোন মূল্যবোধের ব্যক্তিদের প্রধান লক্ষ?
● তাত্ত্বিক মূল্যবোধ
খ. সামাজিক মূল্যবোধ
গ. রাজনৈতিক মূল্যবোধ
ঘ. ধর্মীয় মূল্যবোধ
২৩. তাত্ত্বিক মূল্যবোধের ব্যক্তিরাÑ
ক. মিতব্যয়ী হয়
খ. সৌন্দর্য পিপাসু হয়
গ. আধ্যাত্মিক প্রকৃতির হয়
● ঘরে বন্দী থাকতে চায় না
২৪. অর্থনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা আগাগোড়াই-
ক. সমালোচনা মুখর
খ. বিচার বুদ্ধিসম্পন্ন
● বাস্তববাদী
ঘ. মানবিক
২৫. কোন মূল্যবোধের ব্যক্তিরা সবসময় মিতব্যয়ী হয়?
ক. তাত্ত্বিক মূল্যবোধ
● অর্থনৈতিক মূল্যবোধ
গ. সামাজিক মূল্যবোধ
ঘ. ধর্মীয় মূল্যবোধ
২৬. কোন ধরনের ব্যক্তিরা বিলাসিতা ও সৌন্দর্যের প্রতি অধিক অনাগ্রহী হয়?
ক. তাত্ত্বিক মূল্যবোধ
● অর্থনৈতিক মূল্যবোধ
গ. সামাজিক মূল্যবোধ
ঘ. রাজনৈতিক মূল্যবোধ
২৭. Keat কোন দেশের কবি?
ক. জার্মানি
খ. ইতালি
● ইংল্যান্ড
ঘ. আমেরিকা
২৮. কোন মূল্যবোধের ব্যক্তিরা যেকোনো পরিস্থিতিতে কোনটি প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয় তা চিন্তা করে চলে?
ক. সৌন্দর্যবোধ মূল্যবোধ
খ. সামাজিক মূল্যবোধ
● অর্থনৈতিক মূল্যবোধ
ঘ. রাজনৈতিক মূল্যবোধ
২৯. অর্থনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই কীসের প্রতি উদাসীনতা প্রদর্শন করে?
● নৈতিক মূল্যবোধ
খ. অধিক উপার্জনভিত্তিক কর্মকা-
গ. মিতব্যয়িতা
ঘ. দ্রব্যের ভোগ সাধন
৩০. ‘A thing of beauty is a joy for ever’ এটি কার উক্তি?
ক. Sexpeare
● Keat
গ. Mark Toen
ঘ. Leo Tolstoy
৩১. একটি বস্তুকে মনোমুগ্ধকর রূপে উপস্থাপন করা বস্তুটিকেÑ হিসেবে চিহ্নিত করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ?
ক. আদর্শ
খ. জীবন্ত
গ. লাভজনক
● সত্য
৩২. কোন ধরনের ব্যক্তি তার মানসিকতা থেকে কোনটি বেশি আকর্ষণীয়তা খুঁজে পায়?
● সৌন্দর্যপ্রিয়
খ. দার্শনিক
গ. ব্যবসায়ী শ্রেণির
ঘ. সামাজিক ঘরানার
৩৩. নান্দনিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা-
ক. সৃজনশীল
খ. উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন
গ. নিজের পরিচিতি খুঁজে বেড়ায়
● সবই সৌন্দর্য হিসেবে প্রত্যক্ষণ করে
৩৪. কোন ধরনের ব্যক্তিদের মনোভাব তাত্ত্বিক ব্যক্তিদের ঠিক বিপরীত?
ক. অর্থনৈতিক মূল্যবোধ
● সৌন্দর্য মূল্যবোধ
গ. সামাজিক মূল্যবোধ
ঘ. রাজনৈতিক মূল্যবোধ
৩৫. সৌন্দর্যবোধ মূল্যবোধের ব্যক্তিরা কোন ধরনের চিহ্নগুলোকে বেশি পছন্দ করে?
ক. সত্যকে আবিষ্কার
● শক্তিমত্তারবিশিষ্ট পরিচয়
গ. জীবনের মূল্যবোধ
ঘ. নেতৃত্ব দান
৩৬. কোন মূল্যবোধের ব্যক্তিরা রাজনৈতিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে সম্পূর্ণ আলাদা?
ক. তাত্ত্বিক মূল্যবোধ
খ. অর্থনৈতিক মূল্যবোধ
● নান্দনিক মূল্যবোধ
ঘ. সামাজিক মূল্যবোধ
৩৭. ব্যক্তির নান্দনিক মূল্যবোধ কী দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক. বিচার বিশ্লেষণ
খ. তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি
গ. জ্ঞানমূলক মনোভাব
● আবেগ
৩৮. কোন ধরনের লোকদের কাছে জনগণের ভালোবাসাই সব?
ক. তাত্ত্বিক মূল্যবোধ
খ. অর্থনৈতিক মূল্যবোধ
● সামাজিক মূল্যবোধ
ঘ. রাজনৈতিক মূল্যবোধ
৩৯. সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের কাছে মূল্যবোধের অর্থ কী?
ক. জ্ঞানমূলক আচরণ
খ. মিতব্যয়িতা
গ. সৌন্দর্যপ্রিয়তা
● পরার্থপরতা
৪০. কোন মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সহজেই সকল ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে?
ক. ধর্মীয় মূল্যবোধ
খ. অর্থনৈতিক মূল্যবোধ
গ. নান্দনিক মূল্যবোধ
● সামাজিক মূল্যবোধ
৪১. সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা কীসের মধ্যে জীবনের মূল্যবোধ খুঁজে?
ক. সত্যকে আবিষ্কার
● ভালোবাসা
গ. সৌন্দর্য অন্বেষণ
ঘ. অর্থ উপার্জন
৪২. মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়তে সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের সাথে তুলনামূলক অবস্থানে কারা রয়েছে?
● রাজনৈতিক ব্যক্তিত্ব
খ. তাত্ত্বিক ব্যক্তিত্ব
গ. ধর্মীয় ব্যক্তিত্ব
ঘ. অর্থনৈতিক ব্যক্তিত্ব
৪৩. কোন মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা দয়াল, নিঃস্বার্থ ও সহানুভূতিশীল হয়ে থাকে?
ক. তাত্ত্বিক মূল্যবোধ
খ. অর্থনৈতিক মূল্যবোধ
● সামাজিক মূল্যবোধ
ঘ. নান্দনিক মূল্যবোধ
৪৪. রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা কোন প্রকৃতির হয়?
ক. মানুষের ভালোবাসা প্রত্যাশী
● নেতৃত্ব প্রদানক্ষম
গ. সত্যানুসন্ধানী
ঘ. নিঃস্বার্থপরায়ণ
৪৫. রাজনৈতিক মূল্যবোধের ব্যক্তিরা কোন ধরনের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. আয়েশী জীবন
খ. দার্শনিক জীবন
গ. পরোপকারী জীবন
● সংগ্রামপূর্ণ জীবন
৪৬. রাজনৈতিক মূল্যবোধের একটি উল্লেখযোগ্য উপাদান হলোÑ
ক. একাত্মীভবন
খ. ব্যক্তিত্ব প্রকাশ
● জাতিগত ভেদাভেদ
ঘ. পরোপকার
৪৭. “ব্যক্তির মধ্যে জাতিগত মতভেদ রাজনৈতিক মূল্যবোধের সৃষ্টি করে”- এটি কাদের উক্তি?
● ক্লগেল ও স্মিথ
খ. উডওয়ার্থ ও মারকুইস
গ. মর্গান ও স্কোপলার
ঘ. জেমস ও ফকনার
৪৮. ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা কোন প্রকৃতির হয়?
ক. তাত্ত্বিক ধারণা সন্ধানী
খ. জ্ঞানমূলক মনোভাবের অধিকারী
গ. সৌন্দর্য পিপাসু
● বিমূর্ত ধারণার অধিকারী
৪৯. ধর্মীয় ও তাত্ত্বিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের মিল কোথায়?
● সত্য অনুসন্ধানে
খ. সবার উপরে প্রভাব বিস্তার
গ. নিঃস্বার্থ পরায়ণতা
ঘ. সৌন্দর্য পিপাসা
৫০. ধর্মীয় মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের মূল্যবোধ-
ক. মানবিক
● নৈর্ব্যক্তিক
গ. সৌন্দর্যপ্রিয়তা
ঘ. সবার সাথে বন্ধুত্ব তৈরি
►► আরো দেখো: মনোবিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নোত্তর
শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য মনোবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্নের উত্তর এর একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে উত্তরমালাটি সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post