মনোবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় mcq : পরীক্ষণ পদ্ধতি হলো এমন একটি সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত বৈজ্ঞানিক পদ্ধতি, যার মাধ্যমে অনির্ভরশীল চল ও নির্ভরশীল চলসমূহের কার্যকারণগত সম্পর্ক নির্ণয় ও পরিমাপ করা হয়। মনোবৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এ পরীক্ষণ পদ্ধতি হলো মানুষ বা প্রাণীর আচরণ ও মানসিক ক্রিয়া-প্রতিক্রিয়া নির্ণয়ের একটি সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিত বৈজ্ঞানিক পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতিতেই সকল বৈজ্ঞানিক বৈশিষ্ট্যাবলি বর্তমান থাকে। এ কারণে পরীক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
মনোবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় mcq
১. জানার মাঝে অজানারে করেছি সন্ধান’- উক্তিটি কার?
ক. কাজী নজরুল ইসলাম
● রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জীবনানন্দ দাস
ঘ. অক্ষয় কুমার বড়াল
২. কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের জন্য বৈজ্ঞানিক ও সুসংবদ্ধ অনুসন্ধানকে কী বলা হয়?
ক. আবিষ্কার
খ. অভিসন্ধর্ভ
● গবেষণা
ঘ. পরীক্ষণ
৩. গবেষণা কী নিয়ে শুরু হয়?
ক. তথ্য সংগ্রহ
খ. বিষয় বিশ্লেষণ
গ. ডাটা
● সমস্যা
৪. কোনটি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তথ্যানুসন্ধানের একটি কলা বা আর্ট
● গবেষণা
খ. বিশ্লেষণ
গ. পরিশীলিত কৌশল
ঘ. অভিসন্ধর্ভ
৫. কার মতে, বৈজ্ঞানিক পদ্ধতিকে ঘটনার বর্ণনা ও ব্যাখ্যাদানের লক্ষ্যে বিভিন্ন নিয়ামাবলি হিসেবে সংজ্ঞায়িত করা যায়?
ক. ক্রাইডার
খ. গোথালস
গ. সলোমন
● এন্ডারসন
৬. কোনো গবেষককে একটি সমস্যা অনুধ্যান করতে কয়টি কাজ করতে হয়?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭. পরিমাপ ও পর্যবেক্ষণয়োগ্য ঘটনা বা আচরণের বর্ণনাকে কী বলা হয়?
ক. সমস্যার চল
খ. পুনঃবিশ্লেষণ
গ. সাধারণীকরণ
● প্রায়োগিক সংজ্ঞা
৮. বিজ্ঞান চর্চা কোথায় হতে পারে?
● যে কোনো স্থানে
খ. গবেষণাগারে
গ. নির্জন স্থানে
ঘ. আলোচনা ক্ষেত্রে
৯. বিজ্ঞান চর্চার জন্য কোন উপকরণটি অবশ্য প্রয়োজনীয়?
ক. গবেষণাগার
খ. যন্ত্রপাতি
গ. সাদা ল্যাব কোট
● বৈজ্ঞানিক পদ্ধতি
১০. যেকোনো বৈজ্ঞানিক প্রচেষ্টা কোথা হতে শুরু হয়?
● সাধারণ কৌতুহল হতে
খ. সমস্যা হতে
গ. গবেষণা হতে
ঘ. আর্থিক বিনিয়োগ হতে
১১. বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা নিচের কোনটি অর্জন করা সম্ভব?
ক. সহজ কৌশল
● সুশৃঙ্খল জ্ঞান
গ. অর্থের স্বল্প ব্যয়
ঘ. উপাত্ত সংগ্রহ
১২. গবেষণা প্রতিবেদন কয় ধরনের মূল্যবান কাজ সম্পন্ন করে?
● ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৫ ধরনের
১৩. গবেষণার কোন কাজটি বিজ্ঞানের একটি মূল স্তম্ভ?
ক. প্রায়োগিক সংজ্ঞা প্রদান
খ. আলোচনা
● প্রতিরূপতার ক্ষমতা
ঘ. সবগুলো সঠিক
১৪. নিচের কোন পদ্ধতিটি পূর্বে মনোবিজ্ঞানে ব্যবহৃত হলেও এখন হয় না?
ক. জরিপ পদ্ধতি
● অন্তর্দশন পদ্ধতি
গ. চিকিৎসামূলক পদ্ধতি
ঘ. ঘটনা অনুধ্যান পদ্ধতি
১৫. মনোবিজ্ঞানের কোন পদ্ধতিটিই কেবল কারণ ও ফলাফল সম্পর্ক শনাক্ত করতে পারে?
● পরীক্ষণ পদ্ধতি
খ. পর্যবেক্ষণ পদ্ধতি
গ. জরিপ পদ্ধতি
ঘ. পরিসংখ্যান পদ্ধতি
১৬. সকল মনোবিজ্ঞানীর মতে, নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?
● পরীক্ষণ পদ্ধতি
খ. পর্যবেক্ষণ পদ্ধতি
গ. চকিৎসামূলক পদ্ধতি
ঘ. পরিসংখ্যান পদ্ধতি
১৭. পরীক্ষণ পদ্ধতিকে কী নামে অভিহিত করা হয়?
ক. চিকিৎসামূলক পদ্ধতি
খ. পর্যবেক্ষণ পদ্ধতি
গ. জরিপ পদ্ধতি
● নিয়ন্ত্রিত নিরীক্ষণ পদ্ধতি
১৮. মনোবিজ্ঞান গবেষণায় পরীক্ষণ পদ্ধতির সংজ্ঞা প্রদান করেনÑ
ক. ব্যারি এন্ডোরসন
খ. ওয়ইনী ওয়েইটেন
গ. উইলিয়াম বাসকিস্ট
● সবগুলো সঠিক
১৯. যে অনুসন্ধানকার্যে উদ্দীপকের প্রভাবের উপর অনুসন্ধানকারীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে তা কী বলা হয়?
● পরীক্ষণ
খ. গবেষণা
গ. অভিসন্দর্ভ
ঘ. জরিপ
২০. পরীক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী?
ক. আলোচনা
খ. পর্যবেক্ষণ
● নিয়ন্ত্রণ
ঘ. অনুসন্ধান
২১. বিবাহ বিচ্ছেদ, সামাজিক সংঘর্ষ, দাঙ্গা ইত্যাদি ঘটনা মনোবিজ্ঞানীরা কোন পদ্ধতিতে পর্যবেক্ষণ করেন?
ক. প্রাকৃতিক পর্যবেক্ষণ
● পদ্ধতিগত পর্যবেক্ষণ
গ. ঘটনা অনুধ্যান পর্যবেক্ষ
ঘ. অনুধ্যান পদ্ধতি
২২. শিশু আচরণ সম্পর্কে অনুসন্ধানের জন্য নিচের কোন পদ্ধতি অধিক সুবিধাজনক?
ক. মৌলিক পর্যবেক্ষণ
খ. পরীক্ষণ পদ্ধতি
● পর্যবেক্ষণ পদ্ধতি
ঘ. ঘটনা অনুধ্যান পদ্ধতি
২৩. কোন পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল অনেকটা ব্যক্তিনিষ্ঠ হয়ে থাকে?
● পর্যবেক্ষণ পদ্ধতি
খ. পরীক্ষণ পদ্ধতি
গ. সহায়ক পদ্ধতি
ঘ. সহসম্পর্ক অনুধ্যান পদ্ধতি
২৪. নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রে সঠিকÑ
ক. পর্যবেক্ষণকারী দক্ষ হতে হবে
খ. জটিল নকশা প্রণয়নের প্রয়োজন
● পর্যবেক্ষণের পুনরাবৃত্তি অসম্ভব
ঘ. ফলাফল বস্তুনিষ্ঠ হয়ে থাকে
২৫. কার মতে, চিকিৎসামূলক পদ্ধতি রোগীর আচরণগত সমস্যা বুঝার ক্ষেত্রে ব্যবহৃত হয়?
● এবি ক্রাইডার
খ. কার্ল ইয়ুং
গ. কার্ল রজার্স
ঘ. সিগমুন্ড ফ্রয়েড
২৬. Psychonalytical psychopathology কোন মোনাবিজ্ঞানী সৃষ্টি করেন?
ক. কার্ল রজার্স
খ. ওয়াইনী ওয়েইটেন
● কার্ল ইয়ুং
ঘ. সিগমুন্ড ফ্রয়েড
২৭. মনোবিজ্ঞানে চিকিৎসামূলক পদ্ধতি কী কাজে ব্যবহৃত হয়?
ক. মানসিক দক্ষতা যাচাইয়ে
● মানসিক ব্যাধিগ্রস্তদের শনাক্তকরণে
গ. শারীরিক দক্ষতা যাচাইয়ে
ঘ. বিভিন্ন ঔষধ উৎপাদনে
২৮. মনোবিজ্ঞানে চিকিৎসামূলক পদ্ধতি মানুষের কোন ধরনের
সমস্যাবলির উপর অধ্যয়ন করা হয়?
● উপযোজনমূলক আচরণ
খ. বিক্ষিপ্ত আচরণ
গ. শারীরিক সমস্যা
ঘ. সবগুলো সঠিক
২৮. সিগমুন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব কোন পদ্ধতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
ক. চিকিৎসামূলক পদ্ধতি
● ঘটনা অনুধ্যান পদ্ধতি
গ. জরিপ পদ্ধতি
ঘ. পর্যবেক্ষণ পদ্ধতি
২৯. চিকিৎসামূলক পদ্ধতিতে নিচের কোনটি বিচার বিশ্লেষণের মাধ্যমে তথ সংগ্রহ করা হয়?
● ঘটনা অনুধ্যান দৃষ্টান্ত
খ. জরিপ প্রাপ্ত
গ. ফলাফল
ঘ. চল পর্যবেক্ষণ
৩০. চিকিৎসামূলক পদ্ধতিতে চিকিৎসক নিচের কোনটি অনুধ্যান করেন?
ক. রোগীর খাদ্যদ্রব্য
খ. রোগীর ঔষধ
গ. পারিপার্শ্বিক পরিবেশ
● রোগীর আচরণ
৩১. মনোবিজ্ঞানে চিকিৎসামূলক পদ্ধতি সম্পর্কে নিচের কোনটি সঠিক?
ক. স্বল্প সময়ে রোগী সুস্থ হয়
● বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়
গ. তথ্য সংগ্রহের সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে
ঘ. পরীক্ষণমূলক প্রকল্প গঠন করা হয়
৩২. কার্ল রজার্স নিচের কোন চিকিৎসা পদ্ধতিটি সৃষ্টি করেন?
ক. Psychological Treatment
খ. Psychopathology
গ. Behaviorial theraphy
● Client-centrered Psychotherapy
৩৩. পরিসংখ্যানিক পদ্ধতিতে গড় বিচ্যুতির সাহায্যে কী করা হয়?
● তথ্য বিশ্লেষণ
খ. রোগের গতি প্রকৃতি
গ. প্রাকৃতিক পর্যবেক্ষণ
ঘ. সমস্যা শনাক্তকরণ
৩৪. দুটি ঘটনা বা চলের সম্পর্ক নির্ণয়ের জন্য কী ব্যবহার করা হয়?
ক. নির্ভরণ
খ. সুষমক্রিয়া
গ. সহগ
● সহসম্পর্ক
৩৫. একটি চলের পরিবর্তনের ফলে অন্যটিতে কী ধরনের পরিবর্তন ঘটল তা জানার জন্য কী ব্যবহার করা হয়?
ক. সাম্যসূত্র
খ. সহসম্পর্ক
গ. শতমিক বিন্দু
● নির্ভরণ
৩৬. কোন পদ্ধতি অন্যান্য পদ্ধতিতে প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে?
ক. চিকিৎসামূলক পদ্ধতি
খ. পর্যবেক্ষণ পদ্ধতি
গ. পরিসংখ্যান পদ্ধতি
● ঘটনা অনুধ্যান পদ্ধতি
৩৭. পরিসংখ্যান পদ্ধতির মূল কাজ কী?
ক. ঘটনা অনুধ্যান করা
খ. নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ করা
গ. বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা করা
● তথ্য প্রক্রিয়াজাত করা।
৩৮. পরিসংখ্যান পদ্ধতিতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক. ফলাফলের যথার্থতা
খ.নির্ভরতা
গ. শতধিক বিন্দু
● নির্ভরণ
৩৯. নিচের কোনটি পরিসংখ্যানিক পরিমাপের উদাহরণ?
ক. প্রচুরক
খ. আদর্শ বিচ্যুতি
গ. শতমিক ক্রম
● সবগুলো
৪০. পরিসংখ্যান পদ্ধতিতে প্রকল্প যাচাইয়ের জন্য কী ব্যবহার করা হয়?
● পরীক্ষা
খ. তথ্য বিশ্লেষণ
গ. নমুনা
ঘ. শতমিক ক্রিয়া
৪১. উপাত্তের সরলীকরণ কোন পদ্ধতির অন্যতম কাজ?
ক. চিকিৎসামূলক পদ্ধতি
খ. পর্যবেক্ষণ পদ্ধতি
● পরিসংখ্যান পদ্ধতি
ঘ. জরিপ পদ্ধতি
৪২. নিচের কোনটি পরিসংখ্যান পদ্ধতির সুবিধা?
ক. গুণবাচক তথ্য ব্যাখ্যা করা সহজ
খ. অসুষম তথ্যের ক্ষেত্রেও উপযোগী
গ. সামগ্রিক রহস্য উদঘাটন করা যায়
● প্রতিনিধিত্বশীল নমুনা বাছাই করা যায়
৪৩. নিচের কোনটি পরিসংখ্যান পদ্ধতির সাহায্যে করা যায়?
ক. চল নিয়ন্ত্রণ
● নকশা প্রণয়ন
গ. শিশু আচরণ নিণয়
ঘ. সবচেয়ে কম সময় লাগে
৪৪. উপাত্তসমূহকে সংখ্যার মাধ্যমে সহজ সংক্ষিপ্ত ও অর্থবহ করে তোলা কোন পদ্ধতির কাজ?
ক. চিকিৎসা পদ্ধতি
খ. পরীক্ষণ পদ্ধতি
গ. জরিপ পদ্ধতি
● পরিসংখ্যান পদ্ধতি
৪৫. সামাজিক আচরণ অনুধ্যানের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
ক. চিকিৎসা পদ্ধতি
● জরিপ পদ্ধতি
গ. পরীক্ষণ পদ্ধতি
ঘ. ঘটনা অনুধ্যান পদ্ধতি
৪৬. জরিপ পদ্ধতির সবচেয়ে বেশি ব্যবহার কোন ক্ষেত্রে ঘটে?
● জনমত যাচাইয়ে
খ. তথ্যকে সংখ্যায় প্রকাশে
গ. নকশা প্রণয়নে
ঘ. তথ্য বিশ্লেষণে
৪৭. কোন পদ্ধতির সাহায্যে বিভিন্ন ধরনের মৌলিক প্রশ্নের উত্তর
অনুসন্ধান করা হয়?
● জরিপ পদ্ধতি
খ. পরীক্ষণ পদ্ধতি
গ. পরিসংখ্যান পদ্ধতি
ঘ. পর্যবেক্ষণ পদ্ধতি
৪৮. জরিপ পদ্ধতিতে কয় ধরনের প্রশ্নপত্র ব্যবহৃত হয়?
● ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৫ ধরনের
৪৯. নিচের কোনটি জরিপ পদ্ধতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?
● প্রাসঙ্গিক প্রশ্নপত্র
খ. নৈর্ব্যক্তিক প্রশ্ন
গ. অধিক ব্যয়বহুল
ঘ. পুনরাবৃত্তি ঘটে
৫০ মুক্ত প্রাপ্ত প্রশ্ন কোন পদ্ধতিতে করা হয়ে থাকে?
ক. ঘটনা অনুধ্যান পদ্ধতি
খ. পরীক্ষণ পদ্ধতি
গ. চিকিৎসা পদ্ধতি
ঘ. জরিপ পদ্ধতি
►► আরো দেখো: মনোবিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নোত্তর
শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য মনোবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় mcq প্রশ্নের উত্তর এর একটি পিডিএফ ফাইল তৈরি করেছি। ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে উত্তরমালাটি সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post