হিসাববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় mcq : মানুষ সামাজিক জীব। মানুষ তাই সহজে সমাজবদ্ধভাবে বসবাস করতে পারে। অর্থাৎ সমাজবদ্ধভাবে বসবাস করার ফলে তাদের মধ্যে সেবার আদান প্রদান শুরু হয়। তাই সেবা যখন অর্থের মাধ্যমে আদান প্রদান হতে থাকে তখন এই হিসাব নিকাশের প্রয়োজন হয়। এজন্য বলা হয়, হিসাববিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই পুরাতন।
মানুষের জীবন যত বৈচিত্রময় হয়ে উঠেছে, তেমনি হিসাববিজ্ঞানের প্রয়োজনও অপরিহার্য হয়ে উঠেছে। মানুষের জীবনে বিভিন্ন ধরনের আর্থিক ঘটনা ঘটতে পারে, সেগুলোকে নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ না করা হলে, সঠিক ফলাফল বুঝতে পারা যায় না। এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এর মধ্যে কিছু আর্থিক ঘটনা এবং কিছু অনার্থিক ঘটনা। যে সকল আর্থিক ঘটনাগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয় বেশী। কারণ, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে এমন ঘটনাকে লেনদেন বলা হয়।
হিসাববিজ্ঞানের প্রধান কাজ হলো এই লেনদেনগুলো লিপিবদ্ধ করা এবং নির্দিষ্ট সময় শেষে ফলাফল নির্ণয় করা। সুতরাং হিসাববিজ্ঞান হচ্ছে, এমন একটি বাস্তব বিষয়, যার মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিধিবদ্ধ ও নিয়ম অনুসারে আর্থিক ফলাফল নির্ণয় করে এর স্বার্থ সংশ্লিষ্ট এবং আগ্রহী পক্ষসমূহের নিকট তথ্য প্রকাশ করে। তাই আমরা বলি, বর্তমানে হিসাববিজ্ঞানের কার্যক্রম ও এর পরিধি দিনে দিনে বাস্তবভিত্তিক, আধুনিকভাবে প্রয়োগ এবং উন্নতি উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে।
হিসাববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় mcq
১. অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব?
ক. অব্যক্তিবাচক হিসাব
খ. স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব
গ. কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব
● প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব
২. সুকা প্যাসিওলি ছিলেন
ক. ব্যবসায়ী
খ. অর্থনীতিবিদ
গ. হিসাবশাস্ত্রবিদ
● গণিতশাস্ত্রবিদ
৩. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?
ক. কর কর্তৃপক্ষ
● ব্যবস্থাপকগণ
গ. পাওনাদারগণ
ঘ. বিনিয়োগকারিগণ
৪. হিসাববিজ্ঞানের আদিভূমি বলা হয়-
● ভেনিসকে
খ. রোমকে
গ. নিউইয়র্ক
ঘ. প্যারিস
৫. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
ক. বিনিয়োগকারী
খ. শ্রমিক সংঘ
● ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
ঘ. ভোক্তা সংঘ
৬. হিসাববিজ্ঞানের কাঁচামাল কোনটি?
● লেনদেন
খ. খতিয়ান
গ. জাবেদা
ঘ. নগদান বই
৭. নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে কী বলে?
ক. মূল্যবোধ
খ. নৈতিকতা
● জবাবদিহিতা
ঘ. ভাবমূর্তি
৮. নিট লাভ দ্বারা কী বৃদ্ধি পায়?
ক. আয়
খ. সম্পত্তি
● স্বত্বাধিকার
ঘ. দায়
৯. উত্তােলন হিসাব কোন ধরনের হিসাব?
ক. স্থায়ী হিসাব
● সাময়িক হিসাব
গ. ব্যয় হিসাব
ঘ. নামিক হিসাব
১০. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো-
ক. মালিক পক্ষ
খ. অভ্যন্তরীণ নিরীক্ষক
● বিনিয়োগকারী
ঘ. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
১১. ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি?
ক. বকেয়া ঋণের সুদ
খ. প্রদেয় হিসাব
গ. ব্যাংক ঋণ
● মূলধন
১২. বাকিতে পণ্য বিক্রয় হলো কোন ধরনের লেনদেন?
ক. নগদ লেনদেন
খ. অদৃশ্য লেনদেন
গ. আন্তঃলেনদেন
● বহিঃলেনদেন
১৩. অনাদায়ি পাওনা কোন জাতীয় হিসাব?
ক. আয়
খ. সম্পদ
● ব্যয়
ঘ. দায়
১৪. প্রতিটি লেনদেনের কয়টি হিসাব খাত থাকে?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
● দুই বা ততােধিক
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাহি ২০১৮ সালের ১লা জানুয়ারি নগদ ১,০০,০০০ টাকা এবং নগদের ২০% এর সমমূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে অফিসের জন্য একটি ক্যালকুলেটর ক্রয় করেন ৫,০০০ টাকা। এবং ১০% সুদে ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করে।
১৫. জনাব রাহির প্রারম্ভিক মূলধন কত টাকা?
ক. ৮০,০০০
খ. ৯০,০০০
গ. ১,০০,০০০
● ১,২০,০০০
১৬. লেনদেনের ফলে জনাব রাহির ব্যবসায় কী বৃদ্ধি পাবে?
ক. স্বত্বাধিকার
● দীর্ঘমেয়াদি দায়
গ. চলতি দায়
ঘ. মূলধন
১৭. লেনদেনের মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে, কারণ-
● মোট সম্পত্তি = মোট দায়
খ. মোট সম্পত্তি = মোট লাভ
গ. মোট দায় = মোট ক্ষতি
ঘ. মোট লাভ = মোট ক্ষতি
১৮. বাকিতে পণ্য ক্রয় ৫,০০০ টাকা, এ পণ্য ক্রয়ের মাধ্যমে-
ক. খরচ বৃদ্ধি পাবে এবং দায় হ্রাস পাবে
● খরচ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে
গ. খরচ হ্রাস পাবে এবং দায় হ্রাস পাবে
ঘ. ব্যয় বৃদ্ধি পাবে এবং আয় হ্রাস পাবে
১৯. ব্যবসায়ের সম্পত্তির ওপর মালিক বা মালিকদের দাবিকে কী বলে?
ক. সম্পত্তি
খ. দায়
● মালিকানাস্বত্ব
ঘ. ব্যবসায়িক স্বত্বা
২০. হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের প্রাক-বিশ্লেষণ কাল কোনটি?
ক. শুরু থেকে ১৪৯৪
● ১৪৯৫ – ১৭৯৯
গ. ১৮০০ – ১৯৫০
ঘ. ১৯৫১ থেকে বর্তমান পর্যন্ত
২১. বর্তমান পর্যন্ত হিসাববিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি?
● মানবসম্পদ হিসাববিজ্ঞান
খ. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান
গ. মুদ্রাস্ফীতি হিসাববিজ্ঞান
ঘ. আর্থিক হিসাববিজ্ঞান
২২. ১০,০০০ টাকা মুনাফার্জন মানে কারবারে ১০,০০০ টাকা নগদ থাকা নয় – এ বাক্যটির সাথে নিচের কোন যুক্তিটি সম্পর্কযুক্ত?
ক. পূর্ণ প্রকাশকরণ নীতিমালার মূল ভিত্তি
খ. নগদে পণ্য বিক্রয় করলে লাভ বেশি হয়
● নগদ টাকা ও মুনাফা দুটি ভিন্নার্থক
ঘ. নগদে লেনদেন করলে মুনাফা বৃদ্ধি পায়
২৩. প্রদেয় হিসাবের টাকা পরিশোধ করলে, হিসাব সমীকরণে এর প্রভাব কী?
ক. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস
● সম্পদ হ্রাস ও দায় হ্রাস
গ. সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি
ঘ. সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি
২৪. হিসাববিজ্ঞানের উদ্দেশ্য নয় কোনটি?
ক. লেনদেন স্থায়িভাবে লিপিবদ্ধ করা
● জাল ও জুয়াচুরি বের করা
গ. আর্থিক ফলাফল নির্ণয়
ঘ. আর্থিক অবস্থা নির্ণয়
২৫. লেনদেনের উৎস কী?
ক. ক্রয়
খ. বিক্রয়
গ. অর্থ
● ঘটনা
২৬. একটি সম্পদ বৃদ্ধি ও অন্য একটি সম্পদ হ্রাস পায়-
র. নগদে আসবাবপত্র ক্রয়
রর. নগদে মাল বিক্রয়
ররর. ব্যাংকে অর্থ জমা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
হিসাববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭. অব্যক্তিবাচক হিসাব হলো-
র. নামিক হিসাব
রর. প্রদেয় হিসাব
ররর. সম্পত্তিবাচক হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৮. কোন শাস্ত্র থেকে হিসাববিজ্ঞানের উৎপত্তি হয়েছে?
● গণিত শাস্ত্র
খ. রসায়ন শাস্ত্র
গ. পদার্থ শাস্ত্র
ঘ. দর্শন শাস্ত্র
২৯. মালিক কর্তৃক ব্যবসায়ে বিনিয়োগের ফলে-
ক. মালিকানাস্বত্ব ও দায় বৃদ্ধি পায়
খ. মালিকানাস্বত্ব হ্রাস ও দায় বৃদ্ধি পায়
● তরিত্ব সম্পদ ও মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়
ঘ. স্থায়ী সম্পদ ও দায় বৃদ্ধি পায়
৩০. অনুপার্জিত রাজস্ব হিসাব কী?
ক. সম্পদ
● দায়
গ. আয়
ঘ. ব্যয়
৩১. মি. মিম নিজ প্রয়োজনে ২,০০০ টাকার পণ্য উত্তোলন করলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?
ক. সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
খ. সম্পত্তি হ্রাস ও দায় বৃদ্ধি
● মালিকানাস্বত্ব হ্রাস
ঘ. মালিকানাস্বত্ব বৃদ্ধি
৩২. হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ কোনটি?
ক. সম্পদ = দায় – মূলধন + আয় + খরচ – উত্তোলন
খ. সম্পদ = দায় + মূলধন + আয় – খরচ + উত্তোলন
গ. সম্পদ = দায় – মূলধন – আয় + খরচ – উত্তোলন
● সম্পদ = দায় + মূলধন + আয় – খরচ – উত্তোলন
৩৩. অনগদ ব্যয় হলো-
র. সম্পত্তির অবচয় খরচ
রর. সুনামের অবলোপন খরচ
ররর. সুদ খরচ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
মি. আকাশ ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৩৫,০০০ টাকা এবং ১০% ব্যাংক ঋণ ২৫,০০০ টাকা নিয়ে কারবার শুরু করলেন। উক্ত মাসে নি¤œলিখিত লেনদেনগুলো সংঘটিত হয় : (১) মি. হেলালের নিকট থেকে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা। (২) কর্মচারীদের বেতন প্রদান ৫,০০০ টাকা। (৩) ধারে বিক্রয় ৬০,০০০ টাকা।
৩৪. মি. আকাশের ব্যবসায়ের সমাপনী মূলধনের পরিমাণ মাসের শেষে কত?
ক. ৫০,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৮৫,০০০ টাকা
● ৯০,০০০ টাকা
৩৫. ব্যাংক ঋণ দিয়ে ব্যবসায় শুরু করায় হিসাব সমীকরণে কোন পরিবর্তনটি ঘটবে?
ক. মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে
খ. মালিকানাস্বত্ব হ্রাস পাবে।
● দায় বৃদ্ধি পাবে
ঘ. দায় হ্রাস পাবে
৩৬. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে-
র. সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে
রর. নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে
ররর. মালিককে অধিক মুনাফা অর্জনে সহায়তার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩৭. কোন শব্দ থেকে ”Accounting” শব্দটি উৎপত্তি হয়েছে?
ক. ফরাসি
খ. ইতালি
গ. জার্মান
● ল্যাটিন
৩৮. লেনদেনের পক্ষ দুটি হলো-
ক. পাওনাদার ও দেনাদার
● দাতা ও গ্রহীতা
গ. ক্রেতা ও বিক্রেতা
ঘ. মূল্য গ্রহণকারী ও প্রদানকারী
৩৯. করিমের স্বত্বাধিকার ১২,০০০ টাকা। সম্পত্তি ২০,০০০ টাকা হলে দায় কত?
ক. ১২,০০০ টাকা
● ৮,০০০ টাকা
গ. ৩২,০০০ টাকা
ঘ. ২০,০০০ টাকা
৪০. মালিকের আয়কর প্রদান ২,০০০ টাকা। এতে হিসাব সমীকরণের-
র. A হ্রাস পায়
রর. OE বৃদ্ধি পায়
ররর. OE হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২নং প্রশ্নের উত্তর দাও :
সাদী ট্রেডার্সের নিকট থেকে নি ট্রেডার্স ৫০,০০০ টাকার ও আসবাবপত্র কিনলেন। আসবাবপত্র আনতে গাড়িভাড়া দিলেন ১,০০০ টাকা। তিনি নগদে জীবন বিমার প্রিমিয়াম প্রদান করলেন ৫,০০০ টাকা।
৪১. আসবাবপত্রের প্রকৃত মূল্য কত হবে?
ক. ৫০,০০০ টাকা
খ. ৫৫,০০০ টাকা
● ৫১,০০০ টাকা
ঘ. ৫৬,০০০ টাকা
৪২. রনি ট্রেডার্সের শেষের লেনদেনটির জন্য কোন হিসাব ডেবিট হবে?
ক. নগদান হিসা
খ. জীবন বিমা প্রিমিয়াম হিসাব
● উত্তোলন হিসাব
ঘ. মূলধন হিসাব
৪৩. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি?
● লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
খ. ফলাফল নির্ণয়
গ. অর্থনৈতিক ও পরিবেশ
ঘ. অর্থ আত্মসাৎ প্রতিরোধ ও ব্যয় নিয়ন্ত্রণ
৪৪. ঘটনা কত প্রকার?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ফাহিম ২০,০০০ টাকার পণ্য জনাব তামিমের নিকট বিক্রয়। করেন এবং নগদে ১০,০০০ টাকা গ্রহণ করেন।
৪৫. জনাব ফাহিমের লেনদেনের উৎস দলিল কোনটি?
● চালান
খ. ভাউচার
গ. ডেবিট নোট
ঘ. ক্রেডিট নোট
৪৬. জনাব ফাহিমের হিসাবরক্ষককে সংরক্ষণ করা উচিত
র. ক্রেডিট ভাউচার
রর. ক্যাশমেমো
ররর. প্রাপ্ত রসিদ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪৭. হিসাব তথ্যের ব্যবহারকারী কারা?
র. পাওনাদার
রর. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
ররর. বিনিয়োগকারী
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৮. কোনটি হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী?
ক. মালিক পক্ষ
খ. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
গ. কর্মচারী
● প্রদেয় হিসাব
৪৯. কোন লেনদেনের ফলে মালিকানাস্বত্বের পরিবর্তন ঘটবে না?
● বাকিতে যন্ত্রপাতি ক্রয়
খ. বেতন প্রদান
গ. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন
ঘ. অবচয় ধার্য
৫০. হিসাববিজ্ঞানকে বলা হয়-
র. ব্যবসায়ের দর্পণ
রর. ব্যবসায়ের ভাষা
ররর. তথ্য ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post