হিসাববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় mcq : ব্যবসায় প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনসমূহ লিপিবদ্ধ করার জন্য বিভিন্ন প্রকার হিসাবের বইসমূহ ব্যবহার করা হয়। সংঘটিত লেনদেনসমূহ দু’তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা বহিতে লিপিবদ্ধ করা হয় এবং জাবেদা বহি হতে সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করা হয়। কিন্তু বড় বড় প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন প্রকার হিসাবের বই সংরক্ষণ করে। যেমনঃ ক্রয় বহি, বিক্রয় বহি, ক্রয় ফেরত বহি, বিক্রয় ফেরত বহি, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান সংক্রান্ত বহি প্রভৃতি।
হিসাববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় mcq
১. আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে কোনটি করা হয়?
ক. খতিয়ান প্রস্তুত
● কার্যপত্র প্রস্তুত
গ. সমন্বয় দাখিলা প্রস্তুত
ঘ. রেওয়ামিল প্রস্তুত
২. নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?
ক. মেরামত
খ. মজুরি
● আসবাবপত্র
ঘ. বিবিধ খরচ
৩. বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো, সঠিক জাবেদা দাখিলা কোনটি?
ক ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট
খ. যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
● ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
ঘ. যন্ত্রপাতি হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট
৪. জাবেদাকে কী বলা হয়?
ক. পাকা বই
খ. চূড়ান্ত বই
● প্রাথমিক বই
ঘ. প্রধান বই
৫. তালিকা মূল্যের ওপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয় তাকে কী বলে?
● কারবারি বাট্টা
খ. নগদ বাট্টা
গ. মঞ্জুরিকৃত বাট্টা
ঘ. প্রদত্ত বাট্টা
৬. নিচের কোনটি নগদ টাকায় পাওয়া যায় না?
ক. প্রাপ্ত সুদ
খ. প্রাপ্ত কমিশন
● প্রাপ্ত বাট্টা
ঘ. প্রাপ্ত ভাড়া
৭. ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত আসলে দু’ঘরা নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ হবে?
র. ডেবিট পাশে নগদের ঘরে
রর. ক্রেডিট পাশে নগদের ঘরে
ররর. ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. রর
● ররর
ঘ. র, রর ও ররর
৮. বাট্টা প্রাপ্তির সঠিক জাবেদা কোনটি?
ক. বাট্টা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
খ. বাট্টা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
গ. নগদান হিসাব ডেবিট বাট্টা হিসাব ক্রেডিট
● পাওনাদার হিসাব ডেবিট বাট্টা হিসাব ক্রেডিট
৯. জনাব সাহেদের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ২৫,০০০ টাকা। ১০ জানুয়ারি তারিখে পণ্য বিক্রয় করে। ১০,০০০ টাকার ১টি চেক পেয়ে ব্যাংকে জমা করেন। ২০ জানুয়ারি তারিখে চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলে কোনটি বৃদ্ধি পাবে?
র. নগদ টাকা
রর. ব্যাংকে জমা
ররর. প্রাপ্য হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. রর
● ররর
ঘ. র, রর ও ররর
১০. দুতরফা দাখিলার উৎপত্তি কাল কোনটি?
ক. ১৪৪৯ খ্রিষ্টাব্দে
● ১৪৯৪ খ্রিস্টাব্দে
গ. ১৯৩২ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯৯৪ খ্রিষ্টাব্দে
১১. হিসাববিজ্ঞান কাজের ধারাবাহিক আবর্তনকে কী বলা হয়?
ক. হিসাবকাল
● হিসাব চক্র
গ. হিসাব সমীকরণ
ঘ. হিসাব প্রক্রিয়া
উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
চৈতি ট্রেডার্স ১ জানুয়ারি ২০২০ তারিখে ২০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় বাকিতে ক্রয় করে। ৮ জানুয়ারি উক্ত প্রদেয় হিসাবের অর্ধেক ২% বাট্টার পরিশোধ করে।
১২. চৈতি ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত?
ক. ৪০০ টাকা
খ. ৩৬০ টাকা
গ. ২০০ টাকা
● ১৮০ টাকা
১৩. ৮ জানুয়ারি তারিখে প্রদেয় হিসাবটি বাট্টায় পরিশোধের ফলে, চৈতি ট্রেডার্সের-
র. মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে
রর. সম্পদ বৃদ্ধি পাবে
ররর. দায় হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৪. সমজাতীয় লেনদেনসমূহ পৃথক শিরোনামে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক. জাবেদা
● খতিয়ান
গ. রেওয়ামিল
ঘ. স্থিতিপত্র
১৫. সেতু এন্ড সন্স এর অগ্রদত্ত অর্থের পরিমাণ ১২০০ টাকা, জানুয়ারি মাসে খরচের পরিমাণ ১,০০০ টাকা, ফেব্রুয়ারি মাসে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে কত টাকা পাবেন?
ক. ২,২০০ টাকা
খ. ১,২০০ টাকা
● ১,০০০ টাকা
ঘ. ২০০ টাকা
১৬. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে, জাবেদা দাখিলা হবে-
র. নগদান হিসাব ডেবিট
রর. উত্তোলন হিসাব ডেবিট
ররর. ব্যাংক হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৭. বিক্রয় ফেরতসংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক. ডেবিট নোট
● ক্রেডিট নোট
গ. ডেবিট ভাউচার
ঘ. ক্রেডিট ভাউচার
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মিজান একজন ব্যবসায়ী। তিনি ৫% কারবারি বাট্টায় ১০,০০০ টাকার পণ্য ধারে ক্রয় করেন। পরবর্তীতে উক্ত পণ্যের মূল্য ১০% নগদ বাট্টায় পরিশোধ করেন।
১৮. জনাব মিজানের ক্রয় হিসাবে কত টাকা লেখা হবে?
ক. ১০,০০০ টাকা
● ৯,৫০০ টাকা
গ. ৯,০০০ টাকা
ঘ. ৮,৫০০ টাকা
১৯. জনাব মিজান নগদ কত টাকা পরিশোধ করেন?
ক. ৯,৫০০ টাকা
খ. ৯,০২৫ টাকা
গ. ৯,০০০ টাকা
● ৮,৫৫০ টাকা
২০. অনুপার্জিত সেবা আয় কারবারের একটি
ক. সম্পাদ
● দায়
গ. আয়
ঘ. ব্যয়
২১. নিচের কোন হিসাবটি ডেবিট জের প্রদর্শন করে?
● অবচয়
খ. শেয়ার অধিহার
গ. ঋণপত্র
ঘ. প্রাপ্ত সুদ
২২. ব্যবসায়ের অ-নগদ লেনদেন কোনটি?
ক. মজুরি
খ. বেতন
● অবচয়
ঘ. কমিশন
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মুশফিক ২০২০ সালের ১ জানুয়ারি ব্যাংক উদ্বৃত্ত ২,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকার আসবাবপত্র ও ৩০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন এবং উক্ত মাসে ১,০০,০০০ টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন।
২৩. জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা?
ক. ১,৮০,০০০ টাকা
● ২,৮০,০০০ টাকা
গ. ৩,৫০,০০০ টাকা
ঘ. ৩,৮০,০০০ টাকা
২৪. ১,০০,০০০ টাকার লেনদেনের দ্বারা জনাব মুশফিকের কী বৃদ্ধি পেয়েছে?
● দীর্ঘমেয়াদি দায়
খ. চলতি দায়
গ. মূলধন হিসাব
ঘ. মালিকানাস্বত্ব
২৫. মালিক কর্তৃক বিক্রয়মূল্যে পণ্য উত্তোলন করলে কী জাবেদা হবে?
ক. উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট
খ. উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট
গ. বিক্রয় ডেবিট, উত্তোলন ক্রেডিট
● উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট
২৬. সহকারী খতিয়ানের ডেবিট জের দ্বারা কী বোঝায়?
ক. দেনা
● পাওনা
গ. মূলধন
ঘ. উত্তোলন
২৭. সম্পদের অবচয়-
ক. ব্যয় হ্রাস ও সম্পদ বৃদ্ধি করে
● ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস করে
গ. ব্যয় বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি করে
ঘ. ব্যয় হ্রাস ও সম্পদ হ্রাস করে
হিসাববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৮. ব্যবসায়ের মূলধন হ্রাস পাওয়ার কারণ হচ্ছে-
ক. বিক্রয় বৃদ্ধি পাওয়া
খ. নিট লাভ বৃদ্ধি পাওয়া
● পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়া
ঘ. মোট লাভ বৃদ্ধি পাওয়া
২৯. কোন দলিলের ওপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়?
ক. ডেবিট নোট
খ. ক্রেডিট নোট
গ. ভাউচার
● চালান
৩০. দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে হিসাব রাখা শুরু হয় কোথায়?
ক. ইতালির রােম শহরে
● ইতালির ভেনিস শহরে
গ. ইতালির মিলান শহরে
ঘ. জার্মানির ফ্রাঙ্কফুট শহরে
৩১. মি, জীবনের দায় ছিল ৩০,০০০ টাকা এবং মূলধন ছিল ৪০,০০০ টাকা। যদি দায় ১০,০০০ টাকা হ্রাস পায় এবং সম্পত্তি ১০,০০০ টাকা, বৃদ্ধি পায়, তবে মূলধন কত হবে?
● ৬০,০০০ টাকা
খ. ৭০,০০০ টাকা
গ. ৮০,০০০ টাকা
ঘ. ৯০,০০০ টাকা
৩২. কোনটিকে লেনদেনের তথ্যভা-ার বলা হয়?
● জাবেদা
খ. খতিয়ান
গ. রেওয়ামিল
ঘ. নগদান বই
৩৩. নিচের কোন হিসাবগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে?
ক. সম্পদ ও দায়
খ. দায় ও আয়
গ. সম্পদ ও আয়
● ব্যয় ও সম্পদ
৩৪. ‘মালিকের ব্যক্তিগত তহবিল হতে কর্মচারীদের বেতন প্রদান’। লেনদেনটির জাবেদা হবে-
ক. বেতন হিসাব – ডেবিট ও নগদান হিসাব – ক্রেডিট
● বেতন হিসাব – ডেবিট ও মূলধন হিসাব – ক্রেডিট
গ. বেতন হিসাব – ডেবিট ও উত্তোলন হিসাব – ক্রেডিট
ঘ. উত্তোলন হিসাব – ডেবিট ও বেতন হিসাব – ক্রেডিট
৩৫. মূলধনের সুদ কারবারের জন্য কী?
ক. আয়
খ. দায়
● খরচ
ঘ. সম্পদ
উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আরমান ২০২১ সালের ১ জানুয়ারি নগদ ৫০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা, বেতন প্রদান ৫,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা।
৩৬. জনাব আরমানের প্রারম্ভিক মূলধন কত?
ক. ৫০,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
● ১,০০,০০০ টাকা
ঘ. ১,১০,০০০ টাকা
৩৭. জনাব আরমানের নগদান হিসাবের জের কত?
ক. ৩০,০০০ টাকা
● ৪০,০০০ টাকা
গ. ৫০,০০০ টাকা
ঘ. ৬০,০০০ টাকা
৩৮. নিচের কোনটি কন্ট্রা এন্ট্রি?
ক. নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন
● নগদ টাকা ব্যাংকে জমা
গ. দেনাদার কর্তৃক ব্যাংকে জমা
ঘ. বিক্রীত পণ্যের চেক সরাসরি ব্যাংকে জমা
৩৯. হিসাব সমীকরণে (A = L + OE) OE এর বর্ধিত অংশের সঠিক রূপ কোনটি?
ক. C + D + R – E
খ. C – D – R + E
গ. C – D – R – E
● C – D + R – E
৪০. বাংলাদেশে ভ্যাট আইন চালু হয় কোন সালে?
ক. ১৯৩২ সালে
খ. ১৯৮৪ সালে
● ১৯৯১ সালে
ঘ. ১৯৯৪ সালে
৪১. জার (Jour) শব্দের অর্থ কী?
● দিবস
খ. তাক
গ. সংরক্ষণ
ঘ. পাত্র
৪২. জনাব হাফিজ ৬০,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণের ফলে লেনদেনটিতে লিপিবদ্ধ হবে-
র. ক্রয় হিসাব ডেবিট
রর. ক্রয় হিসাব ক্রেডিট
ররর. বিজ্ঞাপন হিসাব ডেবিট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও :
পদ্ম এন্টারপ্রাইজের মার্চ ২০১৮ তারিখের ব্যাংক হিসাবটির আংশিক নিচে দেওয়া হলো :
৪৩. ২০ মার্চ ব্যাংক হিসাবের জের কত?
● ১০,০০০ টাকা ক্রেডিট
খ. ১০,০০০ টাকা ডেবিট
গ. ১৫,০০০ টাকা ডেবিট
ঘ. ১৫,০০০ টাকা ক্রেডিট
৪৪. ৩১ মার্চ তারিখে ব্যাংক হিসাবের জের কত?
ক. ৭,০০০ টাকা ক্রেডিট
খ. ১৩,০০০ টাকা ডেবিট
গ. ৭,০০০ টাকা ডেবিট
● ১৩,০০০ টাকা ক্রেডিট
৪৫. চেকের মাধ্যমে পরিশোধ করা হলে একঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?
ক. ক্রেডিট দিকে
খ. ডেবিট দিকে
● ডেবিট ও ক্রেডিট দিকে
ঘ. কোনো দিকে নয়
৪৬. কারবারি বাট্টা কোথায় দেখানো যৌক্তিক?
ক. নগদান বই
খ. জাবেদা
● চালান
ঘ. রেওয়ামিল
৪৭. প্রাপ্য হিসাব ডেবিট ৯০০ টাকা, নগদান হিসাব ডেবিট ১০০ টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট ১,০০০ টাকা।
উক্ত জাবেদার জন্য নিচের কোন লেনদেনটি প্রযোজ্য?
ক. গ্রাহকের নিকট ১,০০০ টাকার পণ্য বিক্রয় করা হলো
● গ্রাহকের নিকট ১,০০০ টাকার পণ্য বিক্রয় করে ১০০ টাকা নগদ গ্রহণ
গ. গ্রাহকের নিকট নগদে পণ্য বিক্রয় ১,০০০ টাকা
ঘ. গ্রাহকের নিকট বাকিতে ১,০০০ টাকার আসবাবপত্র বিক্রয়
৪৮. প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি?
ক. ধারে পণ্য ক্রয়
খ. ধারে পণ্য বিক্রয়
গ. নগদে যন্ত্রপাতি ক্রয়
● ধারে আসবাবপত্র ক্রয়
৪৯. অগ্রদত্ত খুচরা নগদান বহির ক্যাশিয়ারকে মাসের শেষে যে অর্থ দেয়া হয় তা হলো-
ক. মাসের প্রথমে তাকে যা দেয়া হয়েছিল
খ. মাসের শেষে যে পরিমাণ আয় হলো
গ. যে অর্থ প্রধান ক্যাশিয়ার অনুমোদন করে
● মাসের শেষে মোট যা ব্যয় হলো
৫০. নিচের কোনটি হিসাবচক্রের ধাপ নয়?
ক. জাবেদা
খ. খতিয়ান
● নগদান বই
ঘ. রেওয়ামিল
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post