হিসাববিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় mcq : বর্তমান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক অনন্য ভূমিকা পালন করে আসছে। ব্যবসা বাণিজ্যের সকল প্রকার লেনদেনসমূহ ব্যাংকের মাধ্যমে নিস্পত্তি হয়ে থাকে। সুতরাং কারবারে রক্ষিত নগদান বহি এবং ব্যাংকে রক্ষিত হিসাব বিবরণী একটি নির্দিষ্ট সময়ে সমান হওয়ার কথা। কিন্তু গড়মিলের কারণে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা আবশ্যক।
হিসাববিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় mcq
১. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে-
র. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকে
রর. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত কম থাকে
ররর. ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
২. ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়?
ক. হিসাবকালের যে কোনো সময়
● হিসাবকালের নির্দিষ্ট তারিখে
গ. হিসাবকালের প্রথম তারিখে
ঘ. হিসাবকালের শেষ তারিখে
৩. ব্যাংক সমন্বয় বিবরণীকে কী বলা হয়?
ক. হিসাব বিবরণী
খ. আয়-ব্যয় বিবরণী
গ. খরচ বিবরণী
● মিলকরণ বিবরণী
৪. ঘঝঋ চেক অর্থ কী?
● জমাকৃত চেক প্রত্যাখ্যান
খ. জমাকৃত চেক আদায়
গ. ইস্যুকৃত চেক উপস্থাপন হয়েছে
ঘ. ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি
৫. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা ভুলে নগদান বহিতে দুবার লেখার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীতে গরমিলের পরিমাণ কত হবে?
ক. ১,৫০০ টাকা
খ. ১,০০০ টাকা
● ৫০০ টাকা
ঘ. ২৫০ টাকা
৬. ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য কী?
ক. ব্যাংকের মাধ্যমে প্রাপ্তির পরিমাণ জানা
খ. নগদ উদ্বৃত্তের পরিমাণ নিরূপণ
● গরমিলের কারণ নিরূপণ
ঘ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ নির্ণয়
৭. NSF চেক কোনটি?
● জমাকৃত চেক প্রত্যাখ্যান
খ. জমাকৃত চেক আদায়
গ. ইস্যুকৃত চেক পরিশোধ
ঘ. ইস্যুকৃত চেক উপস্থাপন
৮. ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ
র. নগদান বইতে ক্রেডিট করা হয়
রর. ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়
ররর. ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৯. ডেবিট মেমোরেন্ডাম কে প্রস্তুত করেন?
ক. আমানতকারী
● ব্যাংক
গ. কর কর্তৃপক্ষ
ঘ. পাওনাদার
১০. ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
● ব্যাংক জমাতিরিক্ত
খ. ব্যাংক জমার উদ্বৃত্ত
গ. ব্যাংকে স্থায়ী জমা
ঘ. ব্যাংক ঋণ
১১. নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করা হয়-
র. ব্যাংকে চেক বা নগদ জমা করলে
রর. দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দিলে
ররর. ব্যাংক সুদ মঞ্জুর করলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১২. নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,৫০০ টাকা। আদায়ের জন্য জমাকৃত ১০,৫০০ টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে- যা হিসাবভুক্ত হয়নি। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কত হবে?
ক. ৩১,০০০ টাকা
খ. ২০,৫০০ টাকা
গ. ১০,৫০০ টাকা
● ১০,০০০ টাকা
১৩. নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী সমন্বয় করে?
ক. চলতি সম্পদ ও চলতি দায় এর উদ্বৃত্ত
● নগদান বই ও পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্ত
গ. মোট সম্পদের উদ্বৃত্ত
ঘ. প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাবের উদ্বৃত্ত
১৪. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বোঝায়-
র. নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স
রর. ব্যাংক বিবরণীর ডেবিট ব্যালেন্স
ররর. ব্যাংক বিবরণীর ক্রেডিট ব্যালেন্স
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৫. NSF চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কী করতে হয়?
ক. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তের সাথে যোগ
● নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত হতে বিয়োগ
গ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ
ঘ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হতে বিয়োগ
১৬. ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কী?
ক. নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা
● গরমিলের কারণ জানা
গ. নগদ প্রাপ্তির পরিমাণ জানা
ঘ. ব্যাংক উদ্বৃত্তের কারণ জানা
১৭. ব্যাংক কখন ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করে?
র. ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ আদায়
রর. ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়
ররর. ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৮. বকেয়া চেক বলতে কী বোঝায়?
● ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হওয়া
খ. জমাকৃত চেক প্রত্যাখ্যান হওয়া
গ. ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান
ঘ. জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় না হওয়া
১৯. ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কী?
ক. ব্যাংক উদ্বৃত্তের কারণ জানা
খ. নগদ প্রাপ্তির পরিমাণ জানা
● গরমিলের কারণ জানা
ঘ. নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা
২০. ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার?
ক. ২ প্রকার
● ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
২১. ব্যাংক চার্জ ২৬০ টাকা নগদান বইতে ভুলক্রমে ৬২০ টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গড়মিলের পরিমাণ কত হবে?
ক. ২৬০ টাকা
খ. ৩৬০ টাকা
গ. ৬২০ টাকা
● ৮৮০ টাকা
২২. ব্যাংকে আয়ের প্রধান উৎস কী?
ক. আমানতের সুদ
খ. মূলধনের সুদ
● প্রদত্ত ঋণের সুদ
ঘ. জমাতিরিক্তের সুদ
২৩. আমানতকারীর ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করে-
● ডেবিট মেমােরেন্ডাম
খ. ক্রেডিট মেমােরেন্ডাম
গ. এনএসএফ চেক
ঘ. পরিবহনাধীন চেক
২৪. ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ১,০০০ টাকা। আমানতকারীর বইতে ডেবিট হবে-
ক. নগদান হিসাব
● ব্যাংক হিসাব
গ. সুদ খরচ হিসাব
ঘ. সুদ আয় হিসাব
২৫. ব্যাংক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারীর হিসাব বইতে জাবেদা দিতে হবে?
ক. ডেপোজিট ইন ট্রানজিট বা প্রক্রিয়াধীন জমার চেক
খ. বকেয়া চেক
● NSF বা প্রত্যাখ্যাত চেক
ঘ. ব্যাংকের ভুল
২৬. ডেবিট মেমো ইস্যু করা হয়-
র. ব্যাংক চার্জ ধার্য করলে
রর. ব্যাংক সরাসরি পরিশােধ করলে
ররর. চেক প্রত্যাখ্যান হলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
জনাব বোরহানের হিসাব বই অনুযায়ী ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ২৮,০০০ টাকা। অনুসন্ধানে দেখা যায়, ২,৭৫০ টাকার একটি চেক ইস্যু করা। হয়েছিল কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ৭৫০ টাকার লভ্যাংশ ব্যাংক হিসাবে জমা হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি।
২৭. নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গরমিলের পরিমাণ কত?
ক. ৭৫০ টাকা
খ. ২,০০০ টাকা
গ. ২,৭৫০ টাকা
● ৩,৫০০ টাকা
২৮. ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত?
● ৩১,৫০০ টাকা
খ. ৩০,৭৫০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ২৬,০০০ টাকা
২৯. ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ ৪,০০০ টাকার জন্য আমানতকারীর বহিতে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?
ক. নগদান হিসাব
খ. প্রাপ্য হিসাব
● ব্যাংক হিসাব
ঘ. লভ্যাংশ হিসাব
৩০. ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে যা নগদান বহিতে ক্রেডিট করা। হয়নি তাকে কী বলে?
● Debit Memorandum
খ. Credit Memorandum
গ. Debit note
ঘ. Credit note
৩১. ব্যাংক বিবরণীর ক্রেডিট জের বলতে বোঝায়-
● ব্যাংক জমার উদ্বৃত্ত
খ. ব্যাংক জমাতিরিক্ত
গ. হাতে নগদ
ঘ. নগদান বহির ক্রেডিট জের
৩২. ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন?
ক. ব্যাংক
● আমানতকারী
গ. দেনাদার
ঘ. পাওনাদার
৩৩. নগদান বহি ও ব্যাংক বিবরণীর জেরের মধ্যে গরমিলের কারণ নয় কোনটি?
● ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো
খ. ব্যাংক চার্জ নগদান বহিতে লেখা হয়নি
গ. পরিবহনাধীন জমা
ঘ. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি
৩৪. নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের গড়মিলের কারণ-
র. ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি
রর. জমাকৃত চেক আদায় হয়নি
ররর. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
হিসাববিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৫. NSF শব্দের পূর্ণরূপ কী?
ক. Not Suitable Fund
খ. Non Significant Fund
● Not Sufficient Fund
ঘ. Net Saving Fund
৩৬. NSF চেক কোনটি?
● জমাকৃত চেক প্রত্যাখ্যান
খ. জমাকৃত চেক আদায়
গ. ইস্যুকৃত চেক উপস্থাপন
ঘ. ইস্যুকৃত চেক পরিশোধ
৩৭. ব্যাংক চার্জ ২৬০ টাকা নগদান বইয়ে ভুলক্রমে ৬২০ টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত?
ক. ২৬০ টাকা
খ. ৩৬০ টাকা
গ. ৬২০ টাকা
● ৮৮০ টাকা
৩৮. ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন?
● আমানতকারী
খ. নিরীক্ষক
গ. ব্যাংক
ঘ. পাওনাদার
৩৯. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক. ব্যাংক জমা
খ. নগদ জমা
● ব্যাংক জমাতিরিক্ত
ঘ. নগদ উদ্বৃত্ত
৪০. ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২,০০০ টাকা নগদান বইতে কী প্রভাব পড়ে?
● ব্যাংক কলামে ডেবিট হবে ২,০০০ টাকা
খ. ব্যাংক কলামে ক্রেডিট হবে ২,০০০ টাকা
গ. নগদ কলামে ডেবিট হবে ২,০০০ টাকা
ঘ. নগদ কলামে ক্রেডিট হবে ২,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২নং প্রশ্নের উত্তর দাও:
নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা। ব্যাংক বিবরণী সংশোধনের নিমিত্তে দেখা যায় ব্যাংকে জমাকৃত চেক ১০,০০০ টাকার স্থলে হিসাবরক্ষক ১,০০০ টাকা লিখেন।
৪১. ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে জমাকৃত চেক বাবদ নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ বিয়োগ করবে?
ক. ১,০০০ টাকা
● ৯,০০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ১১,০০০ টাকা
৪২. উক্ত গরমিলের কারণে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে?
র. চলতি সম্পদ বৃদ্ধি পাবে
রর. চলতি দায় বৃদ্ধি পাবে
ররর. ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪৩. চেকে সাধারণত কয়টি পক্ষ থাকে?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫
৪৪. জনাব জব্বারের নগদান বহি অনুযায়ী ব্যাংক ব্যালেন্স ৩৮,০০০ টাকা। গৃহনির্মাণ ঋণের কিস্তি বাবদ ব্যাংক সরাসরি ১৮,০০০ টাকা পরিশোধ করেছে। ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত হবে?
ক. ১৮,০০০ টাকা
● ২০,০০০ টাকা
গ. ৩৮,০০০ টাকা
ঘ. ৫৬,০০০ টাকা
৪৫. নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্স এর গরমিলের কারণÑ
র. ব্যাংক কর্তৃক সরাসরি টাকা পরিশোধ
রর. ব্যাংক কর্তৃক সরাসরি টাকা আদায
ররর. ব্যাংকে জমাকৃত চেকের প্রত্যাখ্যান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৬. ব্যাংক বিবরণীতে Credit Memorandum কি?
● আয় বৃদ্ধি
খ. আয় হ্রাস
গ. ব্যয় বৃদ্ধি
ঘ. ব্যয় হ্রাস
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮নং প্রশ্নের উত্তর দাও:
সাকিব কোং লি.-এর পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,৪০০ টাকা। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি ৭,৪০০ টাকা ও ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০ টাকা, যা হিসাবভুক্ত হয় নি। ব্যাংক কর্তৃক ব্যাংক চার্জ পরিশোধ ২,০০০ টাকা।
৪৭. সাকিব কোং লি.-এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত?
ক. ১৪,৪০০ টাকা
খ. ১৬,৪০০ টাকা
● ১৮,৪০০ টাকা
ঘ. ২৭,৬০০ টাকা
৪৮. সাকিব কোং লি.-এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২৫,০০০ টাকা হলে, পাস বই অনুযায়ী উদ্বৃত্ত কত হবে?
ক. ২৯,৬০০ টাকা
খ. ৩০,৪০০ টাকা
● ৩৭,০০০ টাকা
ঘ. ৩৯,০০০ টাকা
৪৯. NSF এর পূর্ণরূপ কী?
● Not Sufficient Fund
খ. Not So Fund
গ. Not significient Fund
ঘ. National Statement of Fund
৫০. পর্যাপ্ত ফান্ডের অভাবে অমর্যাদাকৃত চেককে কী বলে?
ক. বাহকের চেক
খ. দাগকাটা চেক
গ. অ্যাকাউন্ট পেয়ি চেক
● এন এস এফ চেক
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ৩য় পত্র ২য় অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post