হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq : রেওয়ামিল হল হিসাব চক্রের তৃতীয় ধাপ। আমরা জানি জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করা হয়। এই খতিয়ানে লিপিবদ্ধ হিসাবসমূহের উদ্বৃত্ত সঠিকভাবে নির্ণয় করা হয়েছে কিনা তার গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য তৈরি করা হয় রেওয়ামিল। দু’তরফা দাখিলা পদ্ধতির পূর্ণাঙ্গ ব্যবহারের ফলে খতিয়ানের ডেবিট জেরগুলোর সাথে ক্রেডিট জেরগুলোর যোগফল পুরোপুরি মিলে যাবে।
রেওয়ামিল আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে তৈরী করা হয়। তাই অসাবধানতা বা হিসাববিজ্ঞানের পরিপূর্ণ জ্ঞানের অভাবে যাতে হিসাবরক্ষণ কাজে কোন ভুল না হয় সেদিকে সঠিক খেয়াল রাখতে হবে। তবে রেওয়ামিল প্রস্তুত করলে হিসাবের ভুল-ত্রুটি সহজেই ধরা পড়ে এবং তা সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যায়।
হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq
১. রেওয়ামিল কী?
● খতিয়ান উদ্বৃত্তসমূহের তালিকা
খ. একটি হিসাবখাত
গ. একটি পরিপূর্ণ হিসাব
ঘ. একটি আংশিক হিসাব
২. অনিশ্চিত হিসাব হলো একটি-
র. সাময়িক হিসাব
রর. অস্থায়ী হিসাব
ররর. নামিক হিসাব
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩. কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যাবে?
ক. করণিক ভুল
● নীতিগত ভুল
গ. যোগের ভুল
ঘ. উদ্বৃত্ত নিরূপণে ভুল
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
মেশিন সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪. এটি কোন ধরনের ভুল?
ক. লেখার ভুল
খ. পরিপূরক ভুল
গ. করণিক ভুল
● নীতিগত ভুল
৫. উপযুক্ত ভুলের কারণে-
র. রেওয়ামিল মিলে যাবে
রর. সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে
ররর. খরচের পরিমাণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
● র
খ. রর
গ. ররর
ঘ. র, রর ও ররর
৬. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা ভুলে আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। এর সংশোধনী জাবেদা কোনটি?
ক. বিয়ে হিসাব ডেবিট ১০,০০০
আসবাবপত্র হিসাব ক্রেডিট ১০,০০০
খ. আসবাবপত্র হিসাব ডেবিট ১০,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০
● ক্রয় হিসাব ডেবিট ১০,০০০
আসবাবপত্র হিসাব ক্রেডিট ১০,০০০
ঘ. ক্রয় হিসাব ডেবিট ১০,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০
৭. কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে?
ক. সাধারণ সঞ্চিতি
খ. অনাদায়ি পাওনা সঞ্চিতি
গ. প্রাপ্য হিসাব বাটা সঞ্চিতি
● প্রদেয় হিসাব বাট্টা সঞ্চিতি
৮. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না?
● প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত
খ. সমাপনী ব্যাংক জমাতিরিক্ত
গ. সমাপনী নগদ উদ্বৃত্ত
ঘ. প্রাথমিক খরচ
৯. সমন্বিত ক্রয়-
র. বিক্রয় সমাপনী মজুদ
রর. বিক্রয়যোগ্য পণ্য- সমাপনী মজুদ
ররর. প্রারম্ভিক মজুদ + ক্রয় – সমাপনী মজুদ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
একজন হিসাবরক্ষক ভুলবশত ক্রয় হিসাব ৫০,০০০ টাকার স্থলে। ৪০,০০০ টাকা লিখেন এবং বিক্রয় হিসাব ৯৪,০০০ টাকার স্থলে ৮৪,০০০ টাকা লিখেন এবং রেওয়ামিল মিলে যায়।
১০. উদ্দীপকের আলােকে রেওয়ামিলের প্রকৃত যোগফলের সাথে নির্ণয়কৃত যোগফলের পার্থক্য কত হবে?
● ১০,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ. ৭৪,০০০ টাকা
ঘ. ৮৪,০০০ টাকা
১১. হিসাবরক্ষক কোন ধরনের ভুল করেছেন?
ক. বাদ পড়ার ভুল
খ. লেখার ভুল
গ. নীতিগত ভুল
● পরিপূরষ্ক ভুল
১২. অনিশ্চিত হিসাব কোন ধরনের হিসাব?
ক. মূলধন
খ. স্থায়ী
গ. রাজস্ব
● সাময়িক
১৩. একটি হিসাবের জের ২,০০০ টাকা যা রেওয়ামিলে সঠিক কলামে ২০০ টাকায় লেখা হয়েছে। রেওয়ামিলে কত টাকার পার্থক্য হবে?
● ১,৮০০ টাকা
খ. ২,০০০ টাকা
গ. ২,২০০ টাকা
ঘ. ৪,০০০ টাকা
১৪. কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?
● শিক্ষানবিশ সেলামি
খ. শিক্ষানবিশ ভাতা
গ. বিমা সেলামি
ঘ. উপযোগ খরচ
১৫. দালানের মেরামত খরচ দালানকোঠা হিসাবে ডেবিট করা কোন জাতীয় ভুল?
ক. লেখার ভুল
খ. বাদ পড়ার ভুল
● নীতিগত ভুল
ঘ. পরিপূরক ভুল
১৬. অফিস সরঞ্জাম ক্রয় যদি পণ্য ক্রয় হিসাবে ডেবিট করা হয় তবে ইহা কোন ধরনের ভুল?
ক. লেখার ভুল
খ. পরিপূরক ভুল
● নীতিগত ভুল
ঘ. বাদ পড়ার ভুল
১৭. আন্তঃফেরত ভুলবশত ক্রয় হিসাবে লেখা হলে সংশোধনী জাবেদা-
ক. আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট
খ. ক্রয় হিসাব ডেবিট, আন্তঃফেরত ক্রেডিট
● আন্তঃফেরত ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
ঘ. ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট
১৮. আসবাবপত্র হিসাবকে ডেবিট করার পরিবর্তে যদি ভুলবশত ক্রেডিট করা হয় সংশোধনী জাবেদায় আসবাবপত্র হিসাবকে কী বলতে হবে?
● দ্বিগুণ টাকায় ডেবিট করতে হবে
খ. দ্বিগুণ টাকায় ক্রেডিট করতে হবে
গ. সমপরিমাণ টাকায় ডেবিট করতে হবে
ঘ. সমপরিমাণ টাকায় ক্রেডিট করতে হবে
১৯. ক্রয় ফেরত রেওয়ামিলের ক্রেডিট পার্শ্বে দেখানো হয় কেন?
ক. আয় হ্রাস করার জন্য
খ. আয় বৃদ্ধি করার জন্য
গ. ব্যয় বৃদ্ধি করার জন্য
● ব্যয় হ্রাস করার জন্য
২০. মিরাজ এন্ড সন্স-এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে পণ্য ক্রয় ৫০,০০০ টাকার পরিবর্তে ৬০,০০০ টাকা এবং পণ্য বিক্রয়। ৭০,০০০ টাকার পরিবর্তে ৮০,০০০ টাকা লিপিবদ্ধ করার ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল। মিরাজ এন্ড সন্স-এর ভুলটি কোন ধরনের?
● পরিপূরক ভুল
খ. বাদ পড়ার ভুল
গ. নীতিগত ভুল
ঘ. লেখার ভুল
২১. অনিশ্চিত হিসাব একটি-
ক. স্থায়ী হিসাব
খ. চলতি হিসাব
● সাময়িক হিসাব
ঘ. সঞ্চয়ী হিসাব
২২. মুনাফাজাতীয় ব্যয়কে মূলধনজাতীয় ব্যয় লেখাকে কী ধরনের ভুল বলে?
● নীতিগত ভুল
খ. বাদ পড়ার ভুল
গ. করণিক ভুল
ঘ. পরিপূরক ভুল
২৩. বিক্রয় খতিয়ানের জেরকে কী হিসাব বলে?
ক. প্রদেয় হিসাব
● প্রাপ্য হিসাব
গ. বিক্রয় হিসাব
ঘ. বিক্রয় ফেরত হিসাব
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সালামের হিসাব বইতে নি¤œলিখিত ভুলগুলো ধরা পড়ে-
(র) নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা ক্রয় হিসাবে লেখা হয়নি
(রর) ধারে বিক্রয় ৭,০০০ টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি
২৪. ভুলগুলো উদঘাটনের পূর্বে রেওয়ামিল প্রস্তুত করা হলে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত?
ক. ৭,০০০ টাকা
খ. ৮,০০০ টাকা
● ১৫,০০০ টাকা
ঘ. ২২,০০০ টাকা
২৫. ধারে বিক্রয়ের সংশোধনী জাবেদা কী হবে?
● প্রাপ্য হিসাব ডেবিট ও বিক্রয় হিসাব ক্রেডিট
খ. প্রাপ্য হিসাব ডেবিট ও অনিশ্চিত হিসাব ক্রেডিট
গ. অনিশ্চিত হিসাব ডেবিট ও বিক্রয় হিসাব ক্রেডিট
ঘ. বিক্রয় হিসাব ডেবিট ও অনিশ্চিত হিসাব ক্রেডিট
২৬. রেওয়ামিলের ক্রেডিট কলামে লিপিবদ্ধ হয়।
ক. বকেয়া খরচ ও বকেয়া আয়
খ. অগ্রিম খরচ ও অগ্রিম আয়
● বকেয়া খরচ ও অগ্রিম আয়
ঘ. অগ্রিম খরচ ও বকেয়া আয়
হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭. ৩২৮ এর জায়গায় ৩৮২ লেখাকে কী ধরনের ভুল বলে?
ক. পরিপূরক
খ. নাতিগত
গ. বাদপড়া
● লেখার
২৮. রেওয়ামিলে ধরা পড়ে না-
র. বাদপড়ার ভুল
রর. পরিপূরক ভুল
ররর. নীতিগত ভুল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
২৯. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যম-
ক. জাবেদা
● রেওয়ামিল
গ. ব্যাংক সমন্বয় বিবরণী
ঘ. -খতিয়ান
৩০. হিসাবরক্ষকের অসতর্কতার ফলে রেওয়ামিলে প্রাপ্য হিসাব ৩০,০০০ মকর পরিবর্তে ৩৩,০০০ টাকা ডেবিট করা হয়, অন্যদিকে ক্রয় হিসাব ৫৩,০০০ টাকার পরিবর্তে ৫০,০০০ টাকা ডেবিট করা হয়, রেওয়ামিলে কোন ধরনের ভুল হয়েছে?
ক. বাদ পড়ার ভুল
● পরিপূরক ভুল
গ. লেখার ভুল
ঘ. নীতিগত ভুল
৩১. সমাপনী মজুদ পণ্য কখন রেওয়ামিলে অন্তর্ভুক্ত করতে হয়?
ক. ধারে বিক্রয় থাকলে
খ. ধারে ক্রয় থাকলে
গ. প্রারম্ভিক মজুদ না থাকলে
● সমন্বিত ক্রয় থাকলে
৩২. বাটা প্রাপ্তি ১০০ টাকা রেওয়ামিলের ডেবিট পাশে বসানো হয়েছে। এক্ষেত্রে রেওয়ামিলের ডেবিট পাশের সমষ্টি অপেক্ষা ক্রেডিট পাশের সমষ্টির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য হবে?
● ডেবিট দিকে ২০০ টাকা বেশি হবে
খ. ডেবিট দিকে ২০০ টাকা কম হবে
গ. ক্রেডিট দিকে ১০০ টাকা বেশি হবে
ঘ. ক্রেডিট দিকে ১০০ টাকা কম হবে
৩৩. ৫,০০০ টাকার একটি লেনদেন ৫০০ টাকা লেখা হলে তা কোন ধরনের ভুল?
ক. পরিপূরক ভুল
খ. নীতিগত ভুল
গ. বাদপড়ার ভুল
● লেখার ভুল
৩৪. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না?
● অব্যবহৃত সাপ্লাইজ
খ. বকেয়া বেতন
গ. প্রারম্ভিক মজুদ পণ্য
ঘ. অনুপার্জিত আয়
৩৫. যে ভুল হিসাববিজ্ঞানের রীতিনীতি লংঘন করে সে ভুলকে বলা হয়-
ক. লেখার ভুল
● নীতিগত ভুল
গ. পরিপূরক ভুল
ঘ. বেদাখিলার ভুল
৩৬. বিশদ আয় বিবরণী সমন্বয় হিসাবের মাধ্যমে কোন পর্যায়ের ভুল সংশোধন করা হয়?
ক. রেওয়ামিল তৈরির পূর্বের উদ্ঘাটিত ভুল
খ. রেওয়ামিল তৈরির পরের উদঘাটিত ভুল
গ. আর্থিক বিবরণী তৈরির পূর্বের উদ্ঘাটিত ভুল
● আর্থিক বিবরণী তৈরির পরের উদঘাটিত ভুল
৩৭. কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে?
ক. মজুরি
খ. কর্মচারীর বেতন
গ. আসবাবপত্র
● সাধারণ সঞ্চিতি
৩৮. অফিস কক্ষের চুনকাম দালানকোঠা হিসাবে ডেবিট করা হয়েছে, ইহা কোন ধরনের ভুল?
ক. বাদ পড়ার ভুল
খ. লেখার ভুল
● নীতিগত ভুল
ঘ. পরিপূরক ভুল
৩৯. প্রাপ্য হিসাবের বিকল্প হিসাব হচ্ছে-
র. পুস্তক ঋণ হিসাব
রর. দেনাদার হিসাব
ররর. ক্রয় খতিয়ানের জের
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪০. কামাল সাহেব ৫০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন এবং সংস্থাপন ব্যয় বাবদ ১০,০০০ টাকা পরিশোধ করেন; কিন্তু সংস্থাপন ব্যয়কে মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে। এখানে কী ধরনের ভুল হয়েছে?
ক. করণিক ভুল
খ. পরিপূরক ভুল
গ. বাদ পড়ার ভুল
● নীতিগত ভুল
৪১. কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না?
● প্রারম্ভিক নগদ তহবিল
খ. সমাপনী আসবাবপত্র
গ. সমাপনী ব্যাংক জমাতিরিক্ত
ঘ. প্রারম্ভিক মজুদ পণ্য
৪২. সমন্বিত ক্রয় = ?
র. বিক্রয় – সমাপনী মজুদ পণ্য
রর. বিক্রয়যোগ্য পণ্য – সমাপনী মজুদ পণ্য
ররর. প্রারম্ভিক মজুদ পণ্য + ক্রয় – সমাপনী মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪৩. মেশিন সংস্থাপন ব্যয় ২,০০০ টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এটি কোন ধরনের ভুল?
ক. লেখার ভুল
খ. পরিপূরক ভুল
গ. বেদাখিলার ভুল
● নীতিগত ভুল
৪৪. অনিশ্চিত হিসাব মূলত কোন ধরনের হিসাব?
ক. স্থায়ী
● অস্থায়ী ও সাময়িক
গ. অধিকাংশ স্থায়ী
ঘ. চিরস্থায়ী
৪৫. নিচের কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে?
ক. প্রারম্ভিক নগদ তহবিল
খ. প্রারম্ভিক ব্যাংক তহবিল
● সমাপনী ব্যাংক জমাতিরিক্ত
ঘ. সমাপনী মজুদ পণ্য
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও :
একটি রেওয়ামিলে ক্রয় ৫৫,০০০ টাকার স্থলে ৫০,০০০ টাকা এবং বিক্রয় ৪৫,০০০ টাকার স্থলে ৪০,০০০ টাকা লেখা হওয়ায় ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।
৪৬. রেওয়ামিল তৈরিতে কোন ধরনের ভুল হয়েছে?
ক. লেখার
● পরিপূরক
গ. নীতিগত
ঘ. বাদ পড়ার
৪৭. রেওয়ামিলের যোগফল কত টাকা কম বা বেশি দেখানো হয়েছে,
ক. ১০,০০০ টাকা বেশিত
খ. ১০,০০০ টাকা কম
গ. ৫,০০০ টাকা বেশি
● ৫,০০০ টাকা কম
৪৮. সমাপনী প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত-
ক. আয়
খ. দায়
গ. ব্যয়
● সম্পদ
৪৯. কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়?
● যদি রেওয়ামিলে বিক্রীত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হয়
খ. যদি ক্রয় ও বিক্রয় রেওয়ামিলে প্রদর্শিত হয়
গ. যদি সমন্বিত ক্রয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত না হয়
ঘ. যদি রেওয়ামিলে পণ্য ক্রয় অন্তর্ভুক্ত হয়
৫০. যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে হিসাবভুক্ত করলে এটি কী ধরনের ভুল?
ক. বাদ পড়ার
খ. লেখার
গ. পরিপূরক
● নীতিগত
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ৪র্থ পত্র ২য় অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post