হিসাববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : আমরা জানি, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ প্রয়োজন। অর্থ হলো ব্যবসা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। এ অর্থের বিভিন্ন উৎসের মধ্যে একটি উৎস হলো প্রাপ্য টাকা। এটি সাধারণত প্রতিষ্ঠান কর্তৃক ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। একটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহ ঠিক রেখে নগদ টাকা আদায় ও নতুন প্রাপ্য হিসাব সৃষ্টির জন্য একটি কার্যকর ক্রেডিট পলিসি আবশ্যক।
হিসাববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. কোনটি কন্ট্রা সম্পত্তি?
ক. বকেয়া ব্যয়
● অনাদায়ি পাওনা সঞ্চিতি
গ. অগ্রিম আয়
ঘ. উত্তোলন
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আজাদের ব্যবসায়ের অনাদায়ি পাওনা সঞ্চিতি ২,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। তার ব্যবসায়ে অনাদায়ি পাওনার পরিমাণ ৫,০০০ টাকা এবং বছরের শুরুতে পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল ৪,০০০ টাকা।
২. নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
ক. ২,০০০ টাকা
খ. ৩,০০০ টাকা
● ৬,০০০ টাকা
ঘ. ৭,০০০ টাকা
৩. আয়-ব্যয় হিসাবে অনাদায়ি পাওনা খরচ কত টাকা দেখানো হবে?
ক. ৫,০০০ টাকা
খ. ৬,০০০ টাকা
● ৭,০০০ টাকা
ঘ. ১১,০০০ টাকা
৪. অনাদায়ি পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকার দ্বারা বৃদ্ধি করতে হবে। রেওয়ামিলে অনাদায়ি পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ৮,০০০ টাকা হলে নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি কত টাকা?
ক. ৩,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ. ৮,০০০ টাকা
● ১৩,০০০ টাকা
৫. সরাসরি অবলোপন পদ্ধতিতে প্রাপ্য হিসাব কোন মূল্যে প্রদর্শন করা হয়?
ক. মোট মূল্য
● আদায়যোগ্য মূল্য
গ. পাওনা মূল্য
ঘ. দেনা মূল্য
৬. ব্যবসায়িক প্রাপ্যসমূহ হচ্ছে-
র. প্রাপ্য হিসাব
রর. প্রাপ্য নোট
ররর. প্রাপ্য সুদ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও:
সফি ট্রেডার্সের প্রারম্ভিক প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ২,০০,০০০ টাকা, ২০১৮ সালের মোট বিক্রয় ১০,০০,০০০ টাকা, বিক্রয় ফেরত ধারে বিক্রয়ের ২০,০০০ টাকা। ধারে বিক্রয় মোট বিক্রয়ের ৮০% অনাদায়ি পাওনা সঞ্চিতি নিট ধারে বিক্রয়ের ২%।
৭. ২০১৮ সালে অনাদায়ি পাওনা খরচের পরিমাণ কত?
ক. ১১,৬০০ টাকা
● ১৫,৬০০ টাকা
গ. ১৯,৬০০ টাকা
ঘ. ২০,০০০ টাকা
৮. সফি ট্রেডার্স প্রাপ্য হিসাবের ওপর ২% অনাদায়ি পাওনা ধার্য না করার সিদ্ধান্ত নিলে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে?
● মালিকানাস্বত্ব ও সম্পদ বৃদ্ধি পাবে
খ. মালিকানাস্বত্ব ও সম্পদ হ্রাস পাবে
গ. মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে ও সম্পদ হ্রাস পাবে
ঘ. মালিকানা স্বত্ব হ্রাস পাবে ও সম্পদ বৃদ্ধি পাবে
৯. অনাদায়ি পাওনা কেন সৃষ্টি হয়?
ক. দুর্বল মানসিকতার কারণে
● আর্থিক অনটন ও দেউলিয়াপনার কারণে
গ. মহাজন ও ব্যবসায়ীদের সুদ বৃদ্ধির কারণে
ঘ. জনসংখ্যা বৃদ্ধির কারণে
১০. অনাদায়ি দেনা সৃষ্টির ফলে-
র. সম্পদ হ্রাস পায়
রর. দায় বৃদ্ধি পায়
ররর. মালিকানা স্বত্ব হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
বছরের শুরুতে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ৫০,০০০ টাকা। উক্ত বছরে ধারে বিক্রয়ের পরিমাণ ৯০,০০০ টাকা এবং প্রাপ্য হিসাব হতে প্রাপ্তি ৬০,০০০ টাকা।
১১. অনাদায়ি পাওনা সঞ্চিতি ১০% রাখা হলে বছর শেষে নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
ক. ১৫,০০০ টাকা
খ. ১১,০০০ টাকা
● ৮,০০০ টাকা
ঘ. ৪,৪০০ টাকা
১২. আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত নিট প্রাপ্য হিসাবের পরিমাণ কত?
● ৭২,০০০ টাকা
খ. ৭৪,০০০ টাকা
গ. ৮০,০০০ টাকা
ঘ. ১,৫০,০০০ টাকা
১৩. সন্দেহজনক পাওনা সঞ্চিতির প্রকৃতি কী?
ক. মুনাফার বন্টন
খ. সাধারণ সঞ্চিতি
● বিপরীত সম্পত্তি
ঘ. নিট ক্ষতি
১৪. নোটিং চার্জ কী?
ক. পণ্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত খরচ
খ. পণ্যের আমদানি খরচ
● প্রাপ্য নোট প্রত্যাখ্যানজনিত খরচ
ঘ. করসংক্রান্ত খরচ
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
মেসার্স আসলাম ট্রেডার্সের অনাদায়ি পাওনা সঞ্চিতি আরো বৃদ্ধি করতে হবে ২,০০০ টাকা, হিসাবভুক্ত অনাদায়ি পাওনা ৫,০০০ টাকা এবং বছর শুরুতে অনাদায়ি পাওনা সঞ্চিতি ৪,০০০ টাকা।
১৫. হিসাব বছরে নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
ক. ২,০০০ টাকা
খ. ৩,০০০ টাকা
● ৬,০০০ টাকা
ঘ. ৭,০০০ টাকা
১৬. যদি বছরের শুরুতে অনাদায়ি পাওনা সঞ্চিতি ৭,০০০ টাকা হয়, তাহলে পূর্বের তুলনায় বর্তমান আর্থিক অবস্থার বিবরণীতে কী পরিবর্তন হবে?
ক. সম্পদ বৃদ্ধি পাবে ৭,০০০ টাকা
খ. দায় বৃদ্ধি পাবে ৭,০০০ টাকা
● সম্পদ ও দায় হাস পাবে ৩,০০০ টাকা
ঘ. সম্পদ ও দায় বৃদ্ধি পাবে ৩,০০০ টাকা
১৭. প্রাপ্য হিসাবের যে অর্থ আদায় হওয়ার সম্ভবনা নেই, তাকে কী বলে?
● অনাদায়ি পাওনা
খ. অনাদায়ি পাওনা সঞ্চিতি
গ. বাট্টা সঞ্চিতি
ঘ. বিক্রয় বাট্টা
১৮. অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ বৃদ্ধির ফলে আয় বিবরণীতে কী প্রভাব পড়ে?
ক. মোট আয় হ্রাস পায়
খ. নিট আয় বৃদ্ধি পায়
গ. মোট আয় বৃদ্ধি পায়
● নিট আয় হ্রাস পায়
১৯. অনাদায়ি পাওনা ধার্য করা না হলে-
র. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
রর. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
ররর. সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২০. অনাদায়ি পাওনা প্রভাবিত করে-
র. আয় বিবরণীকে
রর. আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির দিকে
ররর. প্রাপ্য হিসাবকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
প্রারম্ভিক প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা, সমাপনী প্রাপ্য হিসাব ৮০,০০০ টাকা, অলিখিত অনাদায়ি পাওনা ২,০০০ টাকা, প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ি ও সন্দেহজনক পাওনা সঞ্জুতি রাখতে হবে।
২১. নতুন অনাদায়ি ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
ক. ২,৪০০ টাকা
খ. ২,৫০০ টাকা
● ৩,৯০০ টাকা
ঘ. ৪,০০০ টাকা
২২. বছর শেষে নিট প্রাপ্য হিসাব কত?
● ৭৪,১০০ টাকা
খ. ৭৪,০০০ টাকা
গ. ৪৫,৬০০ টাকা
ঘ. ৪৫,৫০০ টাকা
২৩. প্রাপ্য হিসাব ব্যবসায়ের কোন ধরনের সম্পদ?
● তরল সম্পদ
খ. স্থায়ী সম্পদ
গ. ভুয়া সম্পদ
ঘ. মান সম্পদ
২৪. অবলােপনকৃত অনাদায়ি পাওনা আদায়-
র. প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করে
রর. প্রতিষ্ঠানের মালিকানাস্বত্ব বৃদ্ধি করে
ররর. প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ থেকে ২৭নং প্রশ্নের উত্তর দাও :
সমন্বয় : অলিখিত বিক্রয় ৮০,০০০ টাকা। বছর শেষে মোট অনাদায়ি পাওনার পরিমাণ হবে ১৭,০০০ টাকা।
২৫. যদি প্রাপ্য হিসাবের ওপর ১০% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখা হয় তাহলে চলতি বৎসরের অনাদায়ি পাওনা সঞ্চিতি কত হবে?
ক. ১৬,৮০০
খ. ১৮,০০০
গ. ১৮,৩০০
● ১৯,৮০০
২৬. যদি অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% বাট্টা সঞ্চিতি রাখা হয়, তাহলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত হবে?
● ৮,৯১০
খ. ৮,৩২৫
গ. ৮,২৩৫
ঘ. ৫,৩১০
২৭. চলতি বৎসর অনাদায়ি পাওনা খরচ বাবদ আয় বিবরণীতে কত টাকা দেখাতে হবে?
ক. ৩৯,০০০
খ. ৩৬,৮০০
গ. ৩২,০০০
● ২৪,৮০০
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
জানুয়ারি ১, ২০১৬ তারিখে অনাদার্য়ি পাওনা সঞ্চিতি এর ক্রেডিট উদ্বৃত্ত ছিল ৫,০০০ টাকা। চলতি বৎসর, অনাদায়ি পাওনা বাবদ ২,০০০ টাকা ও প্রাপ্য হিসাব বাবদ ৮২,০০০ টাকা হিসাবভুক্ত হয়েছে। প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা আদায়যোগ্য নয় ও ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে।
২৮. অনাদায়ি পাওনা প্রভিশন হিসাবভুক্ত করার পূর্ববর্তী প্রাপ্য হিসাবের পরিমাণ কত?
ক. ৭৫,৫২৫
● ৭৯,৫০০
গ. ৮০,০০০
ঘ. ৮২,০০০
২৯. নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
ক. ৪,১০০
খ. ৪,০০০
● ৩,৯৭৫
ঘ. ৩,৮৭৫
৩০. নোটিং চার্জ কী?
ক. পণ্য ক্রয় বিক্রয় জনিত খরচ
খ. পণ্যের আমদানি খরচ
● প্রাপ্য নোট প্রত্যাখ্যানজনিত খরচ
ঘ. করসংক্রান্ত খরচ
৩১. কোনটি বাট্টা করা যায়?
ক. চেক
খ. পে-অর্ডার
গ. ডেবিট কার্ড
● প্রতিশ্রুতি পত্র
হিসাববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩২. প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়
র. ধারে পণ্য বিক্রয়ের ফলে
রর. ধারে সেবা প্রদানের ফলে
ররর. অর্থ ধার দেওয়ার ফলে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও :
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাব ছিল ৪,০০,০০০ টাকা। অলিখিত অনাদায়ি পাওনা ৪০,০০০ টাকা।
৩৩. প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখা হলে, নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি কত হবে?
ক. ৬০,০০০
খ. ৫৮,০০০
গ. ৪০,০০০
● ১৮,০০০
৩৪. উদ্দীপকের ভিত্তিতে-
র. সম্পদ কমবে ৫৮,০০০ টাকা
রর. নিট মুনাফা বাড়বে ৫৮,০০০ টাকা
ররর. নিট মুনাফা কমবে ৫৮,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩৫. অনাদায়ি পাওনা সঞ্চিতি কোন প্রকৃতির হিসাব?
ক. দায় হিসাব
খ. সম্পত্তি হিসাব
● কন্ট্রা সম্পত্তি হিসাব
ঘ. আয় হিসাব
৩৬. একটি কারবারে নিট বিক্রয় ৮,০০,০০০ টাকা এবং ইহা অনুমান করা। হলো যে, নিট বিক্রয়ের ১.৫% অনাদায়ি হতে পারে। যদি সমন্বয় পূর্ববর্তী অনাদায়ি পাওনা সঞ্চিতির জের ১৫,০০০ টাকা হয়, সমন্বয় পরবর্তী জের কত?
ক. ৩,০০০ টাকা
খ. ১২,০০০ টাকা
গ. ১৫,০০০ টাকা
● ২৭,০০০ টাকা
৩৭. ০১ মার্চ, ২০১৬ তারিখে ৯০ দিন মেয়াদি প্রদেয় নোটে স্বীকৃতি দেওয়া হলো। নোটটির মেয়াদপূর্তির তারিখ কোনটি হবে?
ক. ২৯ মে
● ৩০ মে
গ. ৩১ মে
ঘ. ২ জুন
৩৮. অনাদায়ি পাওনা ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করার পদ্ধতিগুলো কী?
● প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি এবং সঞ্চিতি পদ্ধতি
খ. প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি
গ. প্রত্যক্ষ এবং অবিরত পদ্ধতি
ঘ. পরোক্ষ এবং কাল্পনিক পদ্ধতি
৩৯. নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ কত হবে?
ক ৪,০০০ টাকা
● ৬,০০০ টাকা
গ. ৯,৭৫০ টাকা
ঘ. ১০,০০০ টাকা
৪০. যদি প্রাপ্য হিসাবের ২০,০০০ টাকা আদায় হয় তখন অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ কত হবে?
● ৬,০০০ টাকা
খ. ৮,৭৫০ টাকা
গ. ৯,০০০ টাকা
ঘ. ১০,৭৫০ টাকা
৪১. প্রাপ্য হিসাব সৃষ্টি হয়-
র. ধারে পণ্য বিক্রয় হতে
রর. বাকিতে সেবা প্রদানের মাধ্যমে
ররর. প্রাপ্য সুদ হতে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪২. অনাদায়ি পাওনা আদায় হলে-
র. প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে
রর. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে
ররর. নগদান হিসাব ডেবিট করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৩. হিসাববিজ্ঞানের অনাদায়ি পাওনা হিসাবভুক্ত করার কয়টি পদ্ধতি আছে?
ক. ৮টি
খ. ৬টি
গ. ৪টি
● ২টি
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫নং প্রশ্নের উত্তর দাও :
মি. কবির মি. আসাদের নিকট হতে ২০১৫ সালের ১ মার্চ তারিখে ৩ মাসমেয়াদি ১৫,০০০ টাকার একটি বিলে স্বীকৃতি পেলেন। মি. কবির ঐ দিনই বিলটি ১২% সুদে ব্যাংক হতে বাট্টা করে নিলেন।
৪৪. উদ্দীপকে উল্লিখিত বিলের মেয়াদপূর্তি দিবস কোনটি?
ক. ১ জুন, ২০১৫
খ. ২ জুন, ২০১৫
গ. ৩ জুন, ২০১৫
● ৪ জুন, ২০১৫
৪৫. উপযুক্ত বিলের বাট্টার পরিমাণ কত?
ক. ১,৮০০ টাকা
খ. ৯০০ টাকা
গ. ৬০০ টাকা
● ৪৫০ টাকা
৪৬. অনাদায়ি পাওনা সঞ্চিতি হলো-
র. সম্ভাব্য ক্ষতি
রর. ভবিষ্যৎ ব্যবস্থা
ররর. প্রতি সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ থেকে ৪৮নং প্রশ্নের উত্তর দাও:
বাদল ট্রেডার্সের ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে অনাদায়ি পাওনা সঞ্চিতি ক্রেডিট উদ্বৃত্ত ছিল ২,০০০ টাকা। সারাবছরের ধারে বিক্রয় ১,০৫,০০০ টাকা, বিক্রয় ফেরত ৩,৫০০ টাকা ও বিক্রয় বাট্টা ১,৫০০ টাকা। অনাদায়ি পাওনা ২,৫০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি কর।
৪৭. নিট ধারে বিক্রয় কত হবে?
● ১,০০,০০০ টাকা
খ. ১,০৩,৫০০ টাকা
গ. ১,০৫,০০০ টাকা
ঘ. ১,১০,০০০ টাকা
৪৮. নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
ক. ৯,৫০০ টাকা
● ১০,০০০ টাকা
গ. ১০,৫০০ টাকা
ঘ. ১১,০০০ টাকা
৪৯. প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ি পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত? (রেওয়ামিলে অনাদায়ি পাওনা ৪,০০০ টাকা)
ক. ২,০০০ টাকা
খ. ২,৪০০ টাকা
● ২,৮০০ টাকা
ঘ. ৩,০০০ টাকা
৫০. আনামুল ট্রেডার্স-এর ২০১৪ সালের ধারে বিক্রয় ২০,০০০ টাকা। অনুমান করা যাচ্ছে যে অনাদায়ি পাওনার পরিমাণ বছরে ১০% হবে। এই পরিস্থিতিতে আনামুল ট্রেডার্স কী ব্যবস্থা নেবে?
ক. বাকিতে বিক্রয় না করা
খ. দেনাদারের সাথে খারাপ ব্যবহার করা
গ. নগদ বাট্টার পরিমাণ বাড়িয়ে দেওয়া
● অনাদায়ি পাওনার জন্য ভবিষ্যৎ
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র ২য় অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post