হিসাববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় mcq : কার্যপত্র হল বহুঘর বিশিষ্ট একটি ছক। কার্যপত্রের ছকের বিভিন্ন ঘরগুলো সমন্বয় প্রক্রিয়া ও আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি সাধারণত বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানে তৈরি করা হয়। হিসাবরক্ষক কর্তৃক সমন্বয় ও সমাপনী দাখিলাসমূহ এবং আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংক্ষিপ্ত আকারে উল্লেখ করে থাকেন। কার্যপত্র প্রস্তুতের পর আর্থিক বিবরণী প্রস্তুত করলে ভুলত্রুটি অনেকাংশে কমে যায় এবং সমন্বয় সাধন প্রক্রিয়া সহজ হয়। কার্যপত্র একটি ঐচ্ছিক বিষয়। এটি হিসাববিজ্ঞানের কোন অপরিহার্য অংশ নয়।
হিসাববিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায় mcq
১. সমাপনী দাখিলা দিতে হয় —
র. নামিক হিসাব বন্ধ করার জন্য
রর. স্থায়ী সম্পদ বন্ধ করার জন্য
ররর. উত্তোলন হিসাব বন্ধ করার জন্য
নিচের কোনটি সংঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২. যন্ত্রপাতির আধুনিকীকরণ খরচ কী জাতীয় লেনদেন?
● মূলদনজাতীয় ব্যয়
খ. মুনাফাজাতীয় ব্যয়
গ. পৌনঃপুনিক ব্যয়
ঘ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সাইফুল্লাহ একজন ব্যবসায়ী। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করার সময়। দেখতে পান যে, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বাবদ মোট ১০,০০০ টাকা পরিশোধ করা হয়নি এবং অব্যবহৃত অফিস সাপ্লাইজের পরিমাণ ১,৪০০ টাকা।
৩. হিসাববিজ্ঞানের কোন ধারণার জন্য উপরোক্ত দুটি বিষয়ের সমন্বয় দাখিলা প্রদান করা প্রয়োজন?
● মিলকরণ
খ. রক্ষণশীলতা
গ. রাজস্ব স্বীকৃতি
ঘ. ঐতিহাসিক ব্যয়
৪. উপরিউক্ত সমম্বয় দুটি সাধন করা না হলে ব্যবসায়ের লাভ কত টাকা?
ক. ১,৪০০ টাকা বেশি
● ৮,৬০০ টাকা
গ. ১০,০০০ টাকা কম
ঘ. ১১,৪০০ টাকা
৫. ৮ কক্ষবিশিষ্ট কার্যপত্রে নিচের কোন শিরোনামটির প্রয়োজন নাই?
ক. সমম্বয় জাবেদা
● সমম্বতি রেওয়ামিল
গ. আয় বিবরণী
ঘ. আর্থিক অবস্থার বিবরণী
৬. অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ ৫০,০০০ টাকা। উহার ২/৫ অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণ কত হবে?
ক. ২০,০০০ টাকা
● ৩০,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা
ঘ. ৫০,০০০ টাকা
৭. বিপরীত জাবেদা কখন প্রস্তুত করতে হয়?
ক. বিগত হিসাবকাল শেষে
খ. চলতি হিসাবকালের শুরূতে
গ. চলতি হিসাবকালেরশেষে
● পরবর্তী হিসাবকালের শুরূতে
৮. দালানকোঠার সম্প্রসারণ কোন জাতীয় ব্যয়?
ক. পরিবর্তনশীল ব্যয়
খ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
● মূলধনজাতীয় ব্যয়
ঘ. মুনাফাজাতীয় ব্যয়
৯. আর্থিক বিবরণীর চূড়ান্ত রূপ দেওয়ার পূর্বে কোনটি তৈরি করা হয়?
ক. খতিয়ান
খ. নগদান বই
গ. আয় বিবরণী
● কার্যপত্র
১০. কার্যপত্রের উপাদান হচ্ছে —
র. সমন্বিত রেওয়ামিল
রর. আয় বিবরণী
ররর. উদ্বৃত্তপত্র
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১১. আয়-ব্যয় হিসাবের উদ্বৃত্ত কোন দাখিলার মাধ্যমে শূন্য হয়।
● সমাপনী জাবেদা
খ. বিপরীত জাবেদা
গ. সংশোধনী জাবেদা
ঘ. প্রারম্ভিক জাবেদা
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
কার্যপত্রে রেওয়ামিলে বেতন ২৫,০০০ টাকা। বকেয়া বেতন ৫,০০০ টাকা।
১২. ১০ ঘরা কার্যপত্রে সমন্বিত রেওয়ামিলে বেতন কত টাকা দেখাতে হবে?
ক. ৫,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ. ২৫,০০০ টাকা
● ৩০,০০০ টাকা
১৩. ১০ ঘরা কার্যপত্রে বকেয়া বেতন কোথায় দেখাতে হবে?
ক. সমন্বয়, আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে
খ. সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে
গ. সমন্বয়, সমন্বিত রেওয়ামিল ও আয় বিবরণীতে
● সমন্বয়, সমন্বিত রেওয়ামিল ও আর্থিক অবস্থার বিবরণীতে
১৪. কার্যপত্র হতে পারে —
র. ৮ কলামবিশিষ্ট
রর. ১০ কলামবিশিষ্ট
ররর. ১২ কলামবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৫. অনুপার্জিত রাজস্ব হিসাব কী?
ক. সম্পদ
● দায়
গ. আয়
ঘ. ব্যয়
১৬. বকেয়াভিত্তিক হিসাব ব্যবস্থায় যে লেনদেন অন্তর্ভুক্ত করা হয় তা হলো-
র. নগদ লেনদেন
রর. অগ্রিম লেনদেন
ররর. বকেয়া লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
মি. শাহীনের ৩১-১২-১৮ তারিখে খতিয়ানগুলো হলো ভাড়া খরচ ২২,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ১২,০০০ টাকা, বিমা সেলামি ২,৪০০ টাকা। এ ছাড়া বছর শেষে তার সমন্বয়গুলো হলো ভাড়া ১১ মাসের জন্য প্রদান করা হয়েছে, বিজ্ঞাপন ৪ বছরের জন্য প্রদান করা হয়েছে এবং বিমা ৩১-০৩-১৯ তারিখ পর্যন্ত ১ বছরের জন্য প্রদান করা হয়েছে।
১৭. ভাড়ার জন্য সঠিক সমন্বয় জাবেদা হবে কোনটি?
ক. ভাড়া খরচ ডেবিট ১১,০০০ টাকা এবং অগ্রিম ভাড়া ক্রেডিট ১১,০০০ টাকা
খ. অগ্রিম ভাড়া ডেবিট ২,০০০ টাকা এবং ভাড়া খরচ ক্রেডিট ২,০০০ টাকা
● ভাড়া খরচ ডেবিট ২,০০০ টাকা এবং প্রদেয় ভাড়া ক্রেডিট ২,০০০ টাকা
ঘ. প্রদেয় ভাড়া ডেবিট ২,০০০ টাকা এবং ভাড়া খরচ ক্রেডিট ২,০০০ টাকা
১৮. বিজ্ঞাপন সমন্বয় না করা হলে ব্যবসায়ের কী পরিবর্তন হবে?
ক. নিট মুনাফা ৩,০০০ টাকা বৃদ্ধি পাবে
● নিট মুনাফা ৯,০০০ টাকা হ্রাস পাবে
গ. চলতি সম্পদ ৩,০০০ টাকা বৃদ্ধি পাবে
ঘ. স্থায়ী সম্পদ ৯,০০০ টাকা বৃদ্ধি পাবে
১৯. অনুপার্জিত আয়ের সাথে আয়ের সম্পর্ক —
ক. অসীম
খ. সসীম
● বিপরীতমুখী
ঘ. সমমুখী
২০. নিচের কোন সমন্বয় দফাটির বিপরীত দাখিলা প্রদান করা যায় না?
ক. অনুপার্জিত আয়
খ. অপ্রদত্ত খরচ
গ. বকেয়া আয়
● সন্দেহজনক পাওনা সঞ্চিতি
২১. মুনাফাজাতীয় হিসাব বন্ধ করার জন্য যে দাখিলার প্রয়োজন হয়—
ক. সংশোধনী জাবেদা
খ. প্রারম্ভিক জাবেদা
● সমাপনী জাবেদা
ঘ. সমন্বয় জাবেদা
২২. রেওয়ামিলে বিমার প্রিমিয়াম দেওয়া আছে ২,৪০০ টাকা এবং সমন্বয়ে ইহা বলা ছিল যে, প্রত্যেক বছর ৩১ মার্চ তারিখে বাৎসরিক ভিত্তিতে প্রদান করা হয়। আয় বিবরণীতে কি পরিমাণ বিমার প্রিমিয়াম দেখাতে হবে?
ক. ১,৬০০ টাকা
খ. ১,৮০০ টাকা
● ২,৪০০ টাকা
ঘ. ৩,০০০ টাকা
২৩. মূলধনী খরচ হলো—
র. যন্ত্রপাতি ক্রয়
রর. যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়
ররর. যন্ত্রপাতির মেরামত ব্যয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৪. হিসাবচক্রের কোন ধাপটি ঐচ্ছিক?
ক. জাবেদা
খ. খতিয়ান
● কার্যপত্র
ঘ. আর্থিক বিবরণী
২৫. ১লা নভেম্বর, ২০১৬ তারিখে ৬ মাসের জন্য অগ্রিম ভাড়া প্রদান করা হয় ৯,০০০ টাকা, এর জন্য ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সঠিক জাবেদা কোনটি?
ক. অগ্রিম ভাড়া হিসাব ডে. ৩,০০০
ভাড়া খরচ হিসাব ক্রে. ৩,০০০
● ভাড়া খরচ হিসাব ডে. ৩,০০০
অগ্রিম ভাড়া হিসাব কে. ৩,০০০
গ. অগ্রিম ভাড়া হিসাব ডে. ৬,০০০
ভাড়া খরচ হিসাব কে. ৬,০০০
ঘ. ভাড়া খরচ হিসাব ডে. ৬,০০০
অগ্রিম ভাড়া হিসাব কে. ৬,০০০
২৬. স্টেশনারি প্রারম্ভিক মজুদ ১,৫০০ টাকা ক্রয় ৪,৫০০ টাকা। সমাপনী মজুদ ৫০০ টাকা হলে স্টেশনারি ব্যয়ের পরিমাণ কত?
ক. ১,০০০
● ৫,৫০০
গ. ৬,০০০
ঘ. ৬,৫০০
২৭. বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় একটি —
র. বিলম্বিত মুনাফাজাতীয় আয়
রর. মুনাফাজাতীয় ব্যয়
ররর. মূলধনজাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. রর
● ররর
ঘ. র, রর ও ররর
২৮. সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূন্য হবে?
ক. বকেয়া বেতন
খ. অগ্রিম ভাড়া
● বিমা প্রিমিয়াম
ঘ. পুঞ্জীভূত অবচয়
২৯. অগ্রিম বিমা উত্তীর্ণ হয়েছে এর জন্য সমন্বয় দাখিলায় ক্রেডিট হবে কোনটি?
ক. অগ্রিম বিমা হিসাব
খ. জীবন বিমা হিসাব
গ. অগ্নি বিমা হিসাব
● বিমা হিসাব
৩০. সমাপনী দাখিলার উদ্দেশ্য কী?
ক. সকল হিসাব বন্ধ করা
খ. সকল সম্পদ হিসাব বন্ধ করা
গ. সকল দায় হিসাব বন্ধ করা
● সকল আয়-ব্যয় হিসাব বন্ধ করা
৩১. মূলধনজাতীয় ব্যয় কোনটি?
ক. বেতন খরচ
খ. প্রারম্ভিক মজুদ
● সম্পত্তি ক্রয়
ঘ. পণ্য ক্রয়
৩২. বিলম্বিত খরচের উদাহরণ হলো —
র. বিলম্বিত বিজ্ঞাপন খরচ
রর. নতুন পণ্যের গবেষণা ও উন্নয়ন খরচ
ররর. প্রাথমিক খরচ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ থেকে ৩৫নং প্রশ্নের উত্তর দাও:
৩৩. ২০১৬ সালের ৩১ জুলাই তারিখে নগদান হিসাবের জের কত?
● ৪,৫০০ টাকা
খ. ৫,৫০০ টাকা
গ. ৬,০০০ টাকা
ঘ. ৬,৫০০ টাকা
৩৪. নগদান হিসাবটি হতে সংশ্লিষ্ট লেনদেনগুলো হবে
র. মালিক কর্তৃক নগদে মূলধন আনয়ন ৫,০০০ টাকা
রর. ভাড়া প্রদান করা হলো ৫০০ টাকা
ররর. ব্যাংক হতে উত্তোলন হলো ১,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩৫. নগদান হিসাবটি হতে সংশ্লিষ্ট জাবেদা দাখিলা হবে —
র. নগদান হিসাব ডেবিট
ব্যাংক হিসাব ডেবিট
ভাড়া হিসাব ডেবিট
মূলধন হিসাব ক্রেডিট
রর. নগদান হিসাব ডেবিট
মূলধন হিসাব ক্রেডিট
ভাড়া হিসাব ক্রেডিট
ররর. ব্যাংক হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩৬. সমাপনী দাখিলা দেওয়ার পর কোন হিসাব শূন্য জের দেখাবে?
ক. অনুপার্জিত আয়
● সেবা আয়
গ. বিলম্বিত বিজ্ঞাপন
ঘ. অগ্রিম ব্যয়
৩৭. যে দাখিলা দ্বারা নামিক হিসাবসমূহ বন্ধ করা হয় তাকে কী বলে?
ক. সমন্বয় দাখিলা
● সমাপনী দাখিলা
গ. বিপরীত দাখিলা
ঘ. স্থানান্তর দাখিলা
৩৮. কোনটিকে সহকারী বিবরণী বলা হয়?
ক. রেওয়ামিল
খ. খতিয়ান
● কার্যপত্র
ঘ. নগদান বই
৩৯. মেয়াদ অনুত্তীর্ণ বিজ্ঞাপন কোন ধরনের ব্যয়?
ক. মূলধনজাতীয় ব্যয়
খ. মুনাফাজাতীয় ব্যয়
গ. চলতি ব্যয়
● বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
৪০. কোন ধরনের হিসাবের জন্য সমাপনী দাখিলা দেওয়া হয়?
ক. ব্যক্তিবাচক হিসাব
● নামিক হিসাব
গ. সম্পত্তি হিসাব
ঘ. দায় হিসাব
৪১. মূলধনজাতীয় ব্যয়ের উদাহরণ হলো —
র. যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়
রর. যন্ত্রপাতি মেরামত ব্যয়
ররর. যন্ত্রপাতি ক্রয়ের জাহাজ ভাড়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪২. রেওয়ামিলে সাপ্লাইজ ১,৩৫০ টাকা এবং সাপ্লাইজ খরচ ‘০’ টাকা। যদি নির্দিষ্ট সময় শেষে ৮০০ টাকার সাপ্লাইজ মজুদ থাকে, তবে সমন্বয় জাবেদা কোনটি?
ক. সাপ্লাইজ ডে. ৫৫০ সাপ্লাইজ খরচ ক্রে. ৫৫০
● সাপ্লাইজ খরচ ডে, ৫৫০ সাপ্লাইজ ক্রে. ৫৫০
গ. সাপ্লাইজ খরচ ডে ৮০০ সাপ্লাইজ ক্রে. ৮০০
ঘ. সাপ্লাইজ ডে. ১,৩৫০ সাপ্লাইজ খরচ ক্রে. ১,৩৫০
৪৩. সমাপনী দাখিলা প্রস্তুতের প্রধান উদ্দেশ্য কী?
ক. সম্পত্তি হিসাব বন্ধ করা
খ. দায় হিসাব বন্ধ করা
গ. মূলধন হিসাব বন্ধ করা
● আয়-ব্যয় হিসাব বন্ধ করা
৪৪. মুনাফাজাতীয় আয় কোনটি?
ক. মাল ক্রয়
● মাল বিক্রয়
গ. মজুরি
ঘ. যন্ত্রপাতি বিক্রয়
৪৫. মির্জা ট্রেডার্স-এর হিসাবরক্ষক কার্যপত্র তৈরির সময় ঋণের বকেয়া সুদ সমন্বয়করণ ভুলে গেলে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে?
র. মুনাফা বেশি হবে
রর. মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে
ররর. দায় হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৬. অগ্রিম ও বকেয়াসমূহ লিপিবদ্ধ করতে নিচের কোন দাখিলা দেওয়া হয়?
ক. বিপরীত দাখিলা
খ. সমাপনী দাখিলা
● সমন্বয় দাখিলা
ঘ. প্রারম্ভিক দাখিলা
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ প্রশ্নের উত্তর দাও :
রাকিব ট্রেডার্সের মালিক ভবন নির্মাণের জন্য ২,৩০,০০০ টাকা দিয়ে একখন্ড জমি কিনলেন। জমি রেজিস্ট্রি বাবদ ২৫,০০০ টাকা এবং নামজারি বাবদ ২,০০০ টাকা ব্যয় করে বছর শেষে উক্ত জমির খাজনা বাবদ ৪০০ টাকা ব্যয় করেন।
৪৭. রাকিব ট্রেডার্সের জমি ক্রয়সংক্রান্ত মূলধনজাতীয় ব্যয়ের পরিমাণ কত?
ক. ২,৩০,০০০ টাকা
খ. ২,৫৫,০০০ টাকা
● ২,৫৭,০০০ টাকা
ঘ. ২,৫৭,৪০০ টাকা
৪৮. সম্পতি ক্রয়ের ফলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে?
ক. একটি সম্পদ বাড়বে আর একটি সম্পদ কমবে
খ. জমি ২,৫৭,০০০ টাকা বাড়বে এবং মালিকানাস্বত্ব ২,৫৭,০০০ টাকা কমবে
● জমি বাড়বে ২,৫৭,০০০ টাকা এবং নগৃদ কমবে ২,৫৭,০০০ টাকা
ঘ. উদ্বৃত্তপত্রে কোন প্রভাব পড়বে না
৪৯. অনুপার্জিত আয় সমন্বয় করা হলে —
ক. সম্পদ হ্রাস ও আয় বৃদ্ধি
● দায় হ্রাস ও আয় বৃদ্ধি
গ. সম্পদ বৃদ্ধি পায় ও আয় হ্রাস পায়
ঘ. সম্পদ হ্রাস পায় ও আয় হ্রাস পায়
৫০. বিপরীত দাখিলার জন্য প্রযোজ্য —
র. প্রাপ্য সেবা আয়
রর. প্রদেয় মজুরি
ররর. সরঞ্জামের অবচয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ৭ম পত্র ২য় অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post