হিসাববিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় mcq : সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজন সম্পদ। সম্পদের প্রকৃতি বা ধরণ বিভিন্ন প্রকার হয়ে থাকে। আচরণের ভিত্তিতে সম্পদকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়। চলতি সম্পদ ও স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ হল সেই সম্পদ যে সম্পদ থেকে একাধিক বছর ধরে সুবিধা পাওয়া যায়। যেমন ভূমি, দালানকোঠা, কলকব্জা, আসবাবপত্র, প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম ইত্যাদি।
স্থায়ী সম্পদ দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে। দৃশ্যমান স্থায়ী সম্পদের মধ্যে ভূমি, দালানকোঠা, কলকব্জা আসবাবপত্র অন্যতম। আর সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক অদৃশ্যমান স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে যে ক্ষয়প্রাপ্ত হয় এবং এর মূল্য হ্রাস পায়। সম্পদের এই হ্রাসকৃত মূল্যকেই অবচয় বলে। আলোচ্য অধ্যায়ে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
হিসাববিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় mcq
১. অবচয় ধার্যের কারণে হিসাববিজ্ঞানের কোন নীতির প্রয়োগ ঘটে?
ক. হিসাবকাল ধারণার
খ. মিলকরণ নীতির
গ. ক্রয়মূল্য নীতির
● সামঞ্জস্য নীতির
২. হাবিব কোম্পানি ১,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্র ক্রয় করেন। যার সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০, টাকা ও আয়ুষ্কাল ১০ বছর। অবচয়ের হার সরলরৈখিক পদ্ধতিতে ১০% হলে অবচয়ের পরিমাণ কত?
ক. ১২,০০০ টাকা
● ১১,০০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ৯,০০০ টাকা
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
আলম ব্রাদার্স ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখ ১,০০,০০০ টাকা মূল্যের একটি নতুন মেশিন ক্রয় করলেন। এর সংস্থাপন ব্যয় বাবদ ১০,০০০ টাকা, পরিবহন খরচ বাবদ ১০,০০০ টাকা এবং ভ্যাট বাবদ ২০,০০০ টাকা ব্যয় করলেন। প্রতিষ্ঠানটি বার্ষিক ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরার সিদ্ধান্ত গ্রহণ করেন।
৩. মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত?
ক. ১০,০০০ টাকা
খ. ১২,০০০ টাকা
গ. ১৩,০০০ টাকা
● ১৪,০০০ টাকা
৪. উপর্যুক্ত মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা অনুমান করা হলে —
র. বার্ষিক অবচয়ের পরিমাণ ২,০০০ টাকা কমবে
রর. অবচয়যোগ্য মূল্যের পরিমাণ ২০,০০০ টাকা কমবে
ররর. মেশিনটির মোট ক্রয়মূল্য ২০,০০০ টাকা কমবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫. চেকে ২০,০০০ টাকার কলকব্জা ক্রয় করে এর পরিবহন বাবদ ৫০০ টাকা এবং সংস্থাপন বাবদ ২,০০০ টাকা প্রদান করা হলো। লেনদেনটির জাবেদায় মেশিন হিসাব ডেবিট হবে।
● ২২,৫০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ. ২০,৫০০ টাকা
ঘ. ২০,০০০ টাকা
৬. ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে আসবাবপত্র ১৫,০০০ টাকায় বিক্রয় করা হলো, যার পুস্তকমূল্য ১২,০০০ টাকা হলে —
র. নগদান হিসাব ডেবিট ১৫,০০০ টাকা
রর. বিক্রয়জনিত লাভ ডেবিট ৩,০০০ টাকা
ররর. আসবাবপত্র হিসাব ক্রেডিট ১২,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৭. অবচয় —
র. অনগদ লেনদেন
রর. অদৃশ্যমান লেনদেন
ররর. সম্পত্তির ব্যয় বণ্টন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৮. কোনো সম্পদের ক্রয়মূল্য ও পুঞ্জীভূত অবচয়ের পার্থক্যকে কী বলা হয়?
ক. বাজার মূল্য
● বই মূল্য
গ. প্রকৃত মূল্য
ঘ. অবচয়যোগ্য মূল্য
৯. অস্পর্শনীয় সম্পদ হলো —
র. সুনাম
রর. প্রাথমিক খরচাবলি
ররর. পেটেন্ট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে হোসেন এন্টারপ্রাইজ ৮০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির স্থাপন বাবদ ১২,০০০ টাকা ও বহন খরচ বাবদ ৩,০০০ টাকা নগদে পরিশোধ করে। মেশিনটির সম্ভাব্য আয়ুষ্কাল ৫ বছর ও ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা বলে অনুমান করা হয়।
১০. সরলরৈখিক পদ্ধতিতে ২০২০ সালে মেশিনটির অবচয় খরচ কত?
ক. ৩,৭৫০ টাকা
খ. ৪,০০০ টাকা
● ৪,৫০০ টাকা
ঘ. ৪,৭৫০ টাকা
১১. প্রতিষ্ঠানটি যদি পরবর্তী বছরগুলোতে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত নেয়, তবে অবচয়ের হার হবে —
ক. ২০%
খ. ২৫%
গ. ৩০%
● ৪০ %
১২. অবচয় হলো —
র. একটি আন্তঃলেনদেন
রর. স্থায়ী সম্পত্তির মূল্যের ওপর ধার্য করা হয়
ররর. একটি অনগদ খরচ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৩. কোন প্রতিষ্ঠান তার সম্পদ বছর শেষে ১০% অবমূল্যায়নের সিদ্ধান্ত নিল। এতে প্রতিষ্ঠানটির
র. স্বত্বাধিকার হ্রাস পাবে
রর. ব্যয় বৃদ্ধি পাবে
ররর. মুনাফা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৪. নিচের কোনটি অদৃশ্যমান সম্পদ?
● সুনাম
খ. দালান-কোঠা
গ. কলকব্জা
ঘ. প্রাপ্য হিসাব
১৫. অবচয় ধার্যের বিবেচ্য বিষয় হলো —
র. সম্পদের ক্রয়মূল্য
রর. সম্পদের ভগ্নাবশেষ মূল্য
ররর. সম্পদের আনুমানিক আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব কায়সার ৫,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির পরিবহন খরচ ৫,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ১৫,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১,০০,০০০ টাকা অনুমান করা হয়।
১৬. মেশিনটির মূল্য হিসাবের বইতে কত লেখা হবে ?
ক. ৫,০০,০০০ টাকা
● ৫,২০,০০০ টাকা
গ. ৬,০০,০০০ টাকা
ঘ. ৬,২০,০০০ টাকা
১৭. উদ্দীপকে বর্ণিত পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়?
● মূলধনজাতীয়
খ. মুনাফাজাতীয়
গ. বিলম্বিত মুনাফাজাতীয়
ঘ. বিলম্বিত মূলধনজাতীয়
১৮. ইজারা সম্পত্তি, মেধাস্বত্ব, ট্রেডমার্ক প্রভৃতির ক্ষেত্রে অবচয়ের কোন পদ্ধতিটি উপযোগী?
ক. যন্ত্রঘণ্টা হার পদ্ধতি
● স্থির কিস্তি পদ্ধতি
গ. ক্রমহ্রাসমান জের পদ্ধতি
ঘ. অবচয় তহবিল পদ্ধতি
১৯. অবচয় একটি —
র. নগদ খরচ
রর. অনগদ খরচ
ররর. মুনাফাজাতীয় খরচ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
২০. সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সময় আমরা বিবেচনা করি —
র. সম্পত্তির ক্রয়মূল্য
রর. সম্পত্তির প্রত্যাশিত আয়ুষ্কাল
ররর. সম্পত্তির পুস্তক মূল্য
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২১. নিচের কোনটি দৃশ্যমান স্থায়ী সম্পত্তি?
ক. সুনাম
খ. গ্রন্থস্বত্ব
● দালান-কোঠা
ঘ. পেটেন্ট
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
সুমা ট্রেডার্স ব্যবসায়ের জন্য ৫০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করে এবং আমদানি শুল্ক বাবদ ৫,০০০ টাকা প্রদান করে। এছাড়াও বহন খরচ বাবদ ৩,০০০ টাকা ও মেশিন অপারেটরের বেতন বাবদ ১,০০০ টাকা খরচ করে।
২২. যন্ত্রপাতি হিসাবে কত টাকা ডেবিট হবে?
ক. ৫০,০০০ টাকা
খ. ৫৫,০০০ টাকা
● ৫৮,০০০ টাকা
ঘ. ৫৯,০০০ টাকা
২৩. যদি বহন খরচকে আয় বিবরণীতে ডেবিট করা হয় —
র. সম্পত্তির মূল্য ৩,০০০ টাকা হ্রাস পাবে
রর. নিট মুনাফা ৩,০০০ টাকা হ্রাস পাবে
ররর. আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির মূল্য অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ডেল্টা ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে একটি মেশিনের ক্রয় ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ৫,০০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর ও ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি স্থিরকিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে।
২৪. মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত টাকা?
ক. ৪৮,০০০ টাকা
● ৫০,০০০ টাকা
গ. ৫২,০০০ টাকা
ঘ. ৫৪,০০০ টাকা
২৫. যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয় ধার্য করা হয় তবে প্রথম বছরে স্থিরকিস্তি পদ্ধতির তুলনায় আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের পরিমাণ কত টাকা হ্রাস পাবে?
ক. ৪২,০০০ টাকা
খ. ৪৬,০০০ টাকা
গ ৫০,০০০ টাকা
● ৫৪,০০০ টাকা
২৬. অবচয় একটি-
র. ব্যয় বণ্টন প্রক্রিয়া
রর. মূলধনজাতীয় ব্যয়
ররর. অনগদ ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
আলম এন্টারপ্রাইজ ১ জুলাই, ২০১৮ তারিখে ৬০,০০০ টাকায় একটি ফটোকপি মেশিন ক্রয় করে যার আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা।
২৭. সরলরৈখিক পদ্ধতিতে ২০১৮ সালে ৩১ ডিসেম্বর তারিখে কত টাকা অবচয় ধার্য হবে?
ক. ৭,০০০ টাকা
খ. ৬,০০০ টাকা
গ. ৫,০০০ টাকা
● ২,৫০০ টাকা
২৮. ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে কত টাকা অবচয় ধার্য হবে?
ক. ১৪,০০০ টাকা
● ১০,৮০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ৬,০০০ টাকা
২৯. স্থায়ী সম্পত্তির অর্জন মূল্যকে বলা হয় —
● মূলধনজাতীয় ব্যয়
খ. মুনাফাজাতীয় ব্যয়
গ. মূলধনজাতীয় প্রাপ্তি
ঘ. মুনাফাজাতীয় আয়
৩০. অতিরিক্ত অবচয় ধার্য করা হলে —
র. নিট মুনাফা কম দেখানো হয়
রর. মালিকানাস্বত্ব কম দেখানো হয়
ররর. নিট মুনাফা বেশি দেখানো হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩১. সুনাম ও ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ?
ক. চলতি
খ. দৃশ্যমান
● অদৃশ্যমান
ঘ. কাল্পনিক
৩২. পুঞ্জীভূত অবচয় —
ক. একটি খরচ হিসাব
খ. একটি সম্পদ হিসাব
গ. একটি মালিকানাস্বত্ব হিসাব
● একটি বিপরীত সম্পদ হিসাব
৩৩. একটি মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। আনুমানিক আয়ুষ্কাল ৪ বছর। ৪ বছর পর ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে?
ক. ২৫%
খ. ৪৫%
● ৫০%
ঘ. ৫৫%
৩৪. অবচয় হলো —
র. সম্পত্তির মূল্যের বণ্টন প্রক্রিয়া
রর. সম্পত্তির মূল্যায়ন প্রক্রিয়া
ররর. অনগদ লেনদেন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও:
রারী লি. ১,০০,০০০ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করে। পরিবহন খরচ ৫,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ১৫,০০০ টাকা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হিসাব সংরক্ষণ করে। অবচয়ের হার ১০%।
৩৫. সম্পদের অর্জন মূল্য কত টাকা?
ক. ১,০০,০০০ টাকা
খ. ১,০৫,০০০ টাকা
গ. ১,১৫,০০০ টাকা
● ১,২০,০০০ টাকা
৩৬. দ্বিতীয় বছর অবচয়ের পরিমাণ কত টাকা?
ক. ১০,০০০ টাকা
খ. ১০,৫০০ টাকা
গ. ১১,৫০০ টাকা
● ১২,০০০ টাকা
৩৭. একটি মেশিনের ক্রয়মূল্য ৭০,০০০ টাকা, আনুমানিক আয়ুষ্কাল ৮ বৎসর। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় ৮,০০০ টাকা হলে ভগ্নাবশেষ মূল্য কত ?
● ৬,০০০ টাকা
খ. ৮,০০০ টাকা
গ. ৬২,০০০ টাকা
ঘ. ৭০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও :
হাশেম ব্রাদার্স ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে ৯০,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতিটির সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
৩৮. ২০১৭ সালের অবচয়ের পরিমাণ কত?
ক. ৯,০০০ টাকা
● ১০,০০০ টাকা
গ. ৮০,০০০ টাকা
ঘ. ১,০০,০০০ টাকা
৩৯. তিন বৎসর পর যন্ত্রপাতিটির পুস্তক মূল্য কত হবে?
ক. ৬০,০০০ টাকা
খ. ৬৩,০০০ টাকা
● ৭২,৯০০ টাকা
ঘ. ৭৩,০০০ টাকা
৪০. পুঞ্জীভূত অবচয় কোন জাতীয় হিসাব ?
ক. খরচ
খ. দায়
গ. মালিকানাস্বত্ব
● বিপরীত সম্পত্তি
৪১. অতিরিক্ত অবচয় ধার্যের ফলে —
র. সম্পত্তির মূল্য কম দেখানো হয়
রর. মালিকানাস্বত্ব কম দেখানো হয়
ররর. আয় কম দেখানো হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪২. অবচয় কোন ধরনের হিসাব?
ক. দায়
● ব্যয়
গ. সম্পদ
ঘ. আয়
৪৩. একটি সম্পদের ক্রয়মূল্য ২০,০০০ টাকা এবং কার্যকরী জীবন ৫ বছর হলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত?
ক. ২০%
খ. ২৫%
গ. ৩০%
● ৪০%
৪৪. কোনটি অস্পর্শনীয় সম্পদ?
ক. খনিজ সম্পদ
খ. অগ্রিম বিমা
গ. ভূমি ও দালানকোঠা
● ট্রেড মার্ক ও পেটেন্ট
উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬নং প্রশ্নের উত্তর দাও:
কর্ণফুলী লি. এর প্রতিষ্ঠানের যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করে। ৩০,০০০ টাকা পুস্তক মূল্যের একটি যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয় ২০,০০০ টাকা।
৪৫. যন্ত্রপাতির ক্রয়মূল্য কত?
ক. ১০,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
● ৫০,০০০ টাকা
৪৬. যন্ত্রটির বর্তমান বিক্রয়মূল্য ৩৫,০০০ টাকা হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
● ৫,০০০ টাকা লাভ হবে
খ. ৫,০০০ টাকা ক্ষতি হবে
গ. ১৫,০০০ টাকা লাভ হবে
ঘ. ১৫,০০০ টাকা ক্ষতি হবে
৪৭. কোন ধরনের সম্পদের অবলোপন করতে হয়?
ক. চলতি সম্পদ
খ. অলীক সম্পদ
● স্থায়ী সম্পদ
ঘ. তরল সম্পদ
৪৮. পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে অবচয়ের পরিমাণ হ্রাস পায়, কোন পদ্ধতিতে?
ক. সরলরৈখিক পদ্ধতি
খ. উৎপাদনের একক পদ্ধতি
● ক্রমহ্রাসমান জের পদ্ধতি
ঘ. বিমাপত্র পদ্ধতি
৪৯. কোন পদ্ধতিতে প্রতিবছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসাবে ধার্য করা হয়?
ক. বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি
খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতি
● সরলরৈখিক পদ্ধতি
ঘ. উৎপাদন একক পদ্ধতি
৫০. ‘পুঞ্জীভূত অবচয়’ কোন ধরনের হিসাব?
ক. সম্পত্তি
খ. দায়
● বিপরীত সম্পত্তি
ঘ. মালিকানাস্বত্ব
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ৮ম পত্র ২য় অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post