হিসাববিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় mcq : ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। লাভ বা ক্ষতি যাই হোক না কেন তার পরিমাণ অবশ্যই জানা দরকার। কিন্তু নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত মুনাফা বা ক্ষতির পরিমাণ জানা যায় না। তাই বছরের শেষে একটি আর্থিক বিবরণী প্রণয়ন করা হয়। এই আর্থিক বিবরণীর মাধ্যমে আপনি ব্যবসায়ে অর্জিত মুনাফা বা ক্ষতির পরিমাণ জানতে পারবেন। সেই সাথে ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থাও জানতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন ব্যবসায় জগতে আর্থিক বিবরণী প্রনয়ণের গুরুত্ব কত বেশি।
হিসাববিজ্ঞান ১ম পত্র ৯ম অধ্যায় mcq
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও:
জনাব তনয়ের ব্যবসায়ে ২০২০ সালে মোট লাভ ৫০,০০০ টাকা, প্রশাসনিক খরচ ১৫,০০০ টাকা এবং বিক্রয় ও বণ্টন খরচ ৫,০০০ টাকা। এছাড়া সুদ বাবদ প্রাপ্ত আয় ২,০০০ টাকা।
১. ২০২০ সালে ব্যবসায়ে নিট লাভ কত?
ক. ৩০,০০০ টাকা
● ৩২,০০০ টাকা
গ. ৩৫,০০০ টাকা
ঘ. ৩৭,০০০ টাকা
২. প্রাপ্য হিসাবের ওপর সন্দেহজনিত সঞ্চিতি ২,০০০ টাকা চার্জ করার ফলে —
র. নিট লাভ হবে ৩০,০০০ টাকা
রর. চলতি সম্পদের পরিমাণ হ্রাস পাবে ২,০০০ টাকা
ররর. মোট সম্পদের পরিমাণ হ্রাস পাবে ২,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
উজয়ন ট্রেডার্স-এর ৩১-১২-২০২০ তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিলে বিমা সেলামি ৩০,০০০ টাকা যা ০১-০৭-২০২০ তারিখে চার বছরের জন্য নেওয়া হয়েছিল।
৩. ২০২০ সালের বিমা খরচের পরিমাণ কত?
● ৩,৭৫০ টাকা
খ. ৬,০০০ টাকা
গ. ৭,৫০০ টাকা
ঘ. ৩,০০০ টাকা
৪. যদি বিমা সেলামি ৩০,০০০ টাকা ২০২০ সালের খরচ হিসেবে দেখানো হয়, তবে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে—
র. নিট আয় ২২,৫০০ টাকা হ্রাস পাবে
রর. মোট সম্পদ ২৬,২৫০ টাকা হ্রাস পাবে
ররর. মালিকানাস্বত্ব ২৬,২৫০ টাকা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য —
র. আয়-ব্যয়ের পরিমাণ জানা
রর. সম্পদের পরিমাণ জানা
ররর. দায়-দেনার পরিমাণ জানা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
জেরিন এন্টারপ্রাইজ-এর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিশদ আয় বিবরণীর তথ্য ছিল: প্রারম্ভিক মজুদ পণ্য ১,০০,০০০ টাকা, পণ্য ক্রয় ১,৫০,০০০ টাকা, মজুরি ২,০০০ টাকা, বেতন ৩,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৯৭,০০০ টাকা, বিক্রয় ২,০৫,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা।
৬. জেরিন এন্টারপ্রাইজ-এর বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা?
ক. ১,৫৮,০০০ টাকা
● ১,৫৫,০০০ টাকা
গ. ১,৫৩,০০০ টাকা
ঘ. ৪৫,০০০ টাকা
৭. জেরিন এন্টারপ্রাইজ-এর হিসাব বছর শেষে বকেয়া বেতনের পরিমাণ ছিল ২,০০০ টাকা, যা সমন্বয় করা হলে—
র. মোট মুনাফার পরিমাণ কমবে
রর. নিট মুনাফার পরিমাণ কমবে
ররর. মোট বেতন ৫,০০০ টাকা হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
৮. নিচের কোনটি কাল্পনিক সম্পত্তি?
ক. গ্রন্থস্বত্ব
খ. সুনাম
গ. ইজারা সম্পত্তি
● শেয়ার অবহার
৯. সুনাম কী?
ক. বিনিয়োগ
খ. চলতি সম্পদ
গ. অলীক সম্পদ
● অস্পর্শনীয় সম্পদ
১০. নিচের কোনটি অলীক সম্পত্তি?
ক. পেটেন্ট
খ. সুনাম
গ. ট্রেডমার্ক
● শেয়ার বাট্টা
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
জাহান ট্রেডার্সের ২০২০ সালে নিট বিক্রয়ের পরিমাণ ছিল ৩,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২০% মুনাফায় পণ্য বিক্রি করে থাকে। মোট মুনাফার ৩০% দিয়ে যাবতীয় পরোক্ষ খরচ মিটিয়ে থাকে। অবশিষ্ট নিট মুনাফা হিসেবে হিসাবভুক্ত করে থাকে।
১১. প্রতিষ্ঠানটির বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক. ২,৪০,০০০ টাকা
● ২,৫০,০০০ টাকা
গ. ৩,০০,০০০ টাকা
ঘ. ৩,৬০,০০০ টাকা
১২. প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ কত?
ক. ৬০,০০০ টাকা
খ. ৫০,০০০ টাকা
● ৩৫,০০০ টাকা
ঘ. ১৫,০০০ টাকা
১৩. অপরিচালন আয় হলো —
র. বাট্টা প্রাপ্তি
রর. শিক্ষানবিশ সেলামি
ররর. উপভাড়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৪. নিচের কোনটি অ-পরিচালন আয়?
র. কমিশন প্রাপ্তি
রর. বাট্টা প্রাপ্তি
ররর. বিনিয়োগের সুদ প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৫. বিক্রীত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কী পাওয়া যায়?
ক. ক্রয়
● বিক্রয়
গ. পরিচালন ব্যয়
ঘ. পরিচালন আয়
১৬. ‘পাওনাদার’ আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে থাকে?
ক. চলতি সম্পদ
● চলতি দায়
গ. স্থায়ী সম্পদ
ঘ. দীর্ঘমেয়াদি দায়
১৭. নিচের কোনটি পরোক্ষ খরচ?
● নিরীক্ষা খরচ
খ. ডক চার্জ
গ. আমদানি শুল্ক
ঘ. আন্তঃপরিবহন
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
দিগন্ত ট্রেডার্সের প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, পণ্য ক্রয় ১,০০,০০০ টাকা, ক্রয় ফেরত ৭,৫০০ টাকা, ক্রয়ের ওপর বাট্টা ২,৫০০ টাকা, মজুরি ৩,০০০ টাকা, আবগারী শুল্ক ১২,০০০ টাকা। সমাপনী পণ্যের মজুদ ২৫,০০০ টাকা প্রতিষ্ঠানটি বিক্রয়মূল্যের ওপর ২০% লাভ করে।
১৮. দিগন্ত ট্রেডার্সের বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত?
ক. ৭৫,০০০ টাকা
খ. ৮৭,০০০ টাকা
● ৯০,০০০ টাকা
ঘ. ১,২৫,০০০ টাকা
১৯. দিগন্ত ট্রেডার্সের মোট লাভের পরিমাণ কত?
ক. ১৫,০০০ টাকা
খ. ১৮,০০০ টাকা
গ. ১৮,৭৫০ টাকা
● ২২,৫০০ টাকা
২০. নিট ক্রয় নির্ণয়ের ক্ষেত্রে ক্রয় থেকে বাদ দিতে হয় —
র. ক্রয় বাট্টা
রর. ক্রয় পরিবহন
ররর. ক্রয় ফেরত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২১. রেওয়ামিলে অগ্রিম বেতনের পরিমাণ ১৫,০০০ টাকা আছে। বছর শেষে সমন্বয়ে অগ্রিম বেতন ৫,০০০ টাকা রয়ে গেছে। আয় বিবরণীতে বেতন খরচ কত টাকা দেখাতে হবে?
ক. ৫,০০০ টাকা
● ১০,০০০ টাকা
গ. ১৫,০০০ টাকা
ঘ. ২০,০০০ টাকা
২২. আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কোন মূল্যে দেখানো হয়?
ক. মোট আদায়যোগ্য মূল্য
● নিট আদায়যোগ্য মূল্য
গ. লিখিত মূল্য
ঘ. বিক্রয় মূল্য
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও:
২০২০ সালের ৩১ ডিসেম্বর রেওয়ামিলে উল্লেখ আছে অগ্রিম বিমা সেলামি ৬,০০০ টাকা। বিমা পলিসিটি ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে চার বছরের জন্য নেওয়া হয়েছিল।
২৩. ২০২০ সালের বিমা খরচ কত টাকা?
ক. ১,৫০০ টাকা
● ২,০০০ টাকা
গ. ৩,০০০ টাকা
ঘ. ৬,০০০ টাকা
২৪. যদি ২০২০ সালের বিমা খরচ ৬,০০০ টাকা দেখানো হয় তবে আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তিতে কী প্রভাব পড়বে?
ক. ২,০০০ টাকা সম্পদ হ্রাস পাবে
● ৪,০০০ টাকা সম্পদ হ্রাস পাবে
গ. ৪,৫০০ টাকা সম্পদ হ্রাস পাবে
ঘ. ৬,০০০ টাকা সম্পদ হ্রাস পাবে
২৫. নিট লাভের অর্থ কে দাবি করতে পারে?
● মালিক
খ. সরকার
গ. বিনিয়োগকারী
ঘ. ঋণদানকারী
২৬. হিসাববিজ্ঞানের কোন ধারণার ওপর ভিত্তি করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়?
ক. আর্থিক মূল্যের একক ধারণা
খ. ব্যবসায় সত্তা ধারণা
● চলমান প্রতিষ্ঠান ধারণা
ঘ. হিসাবকাল ধারণা
২৭. একটি ফার্মের বিক্রীত পণ্যের ব্যয় ৫,৪০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৩৫,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য ২৫,০০০ টাকা হলে, চলতি বছরের ক্রয়ের পরিমাণ কত?
ক. ৬,০০,০০০ টাকা
● ৫,৫০,০০০ টাকা
গ. ৫,৩০,০০০ টাকা
ঘ. ৪,৮০,০০০ টাকা
২৮. সম্ভাব্য দায় আর্থিক অবস্থার বিবরণীতে বসানো হয় —
ক সম্পদ পার্শ্বে
খ. সম্পদ পার্শ্বে ফুটনোটে
গ. দায় পার্শ্বে
● দায় পার্শ্বে ফুটনোটে
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও: জামাল ট্রেডার্সের সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৬৫,০০০ টাকা, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য ৭,০০০ টাকা (৮০% বিমা স্বীকৃতি) এবং ৪,০০০ টাকার মনিহারি উক্ত সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে।
২৯. জামাল ট্রেডার্সের সমাপনী মজুদের প্রকৃত মূল্য কত?
● ৫৪,০০০ টাকা
খ. ৫৫,৪০০ টাকা
গ. ৬৮,০০০ টাকা
ঘ. ৭৬,০০০ টাকা
৩০. জামাল ট্রেডার্সের আয় বিবরণীতে কী প্রভাব পড়বে?
ক. আয় কমবে ১,৪০০ টাকা
খ. আয় বাড়বে ২,৬০০ টাকা
● ব্যয় কমবে ২,৬০০ টাকা
ঘ. ব্যয় বাড়বে ১,৪০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ও ৩২নং প্রশ্নের উত্তর দাও:
শামীম ট্রেডার্স এর ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে প্রস্তুতকৃত হিসাব বই হতে নি¤েœাক্ত তথ্যগুলো পাওয়া যায় : কয় ৫০,০০০ টাকা, জাহাজ ভাড়া ৬,০০০ টাকা, আমদানি শুল্ক ১০,০০০ টাকা, বিক্রয় ১,০০,০০০ টাকা, বহিঃফেরত ৩,০০০ টাকা, এবং সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা।
৩১. নিট ক্রয়ের পরিমাণ কত?
● ৪৭,০০০ টাকা
খ. ৫৬,০০০ টাকা
গ. ৬০,০০০ টাকা
ঘ. ৬৩,০০০ টাকা
৩২. মোট মুনাফার পরিমাণ কত?
ক. ৫০,০০০ টাকা
● ৫২,০০০ টাকা
গ. ৭০,০০০ টাকা
ঘ. ৬৭,০০০ টাকা
৩৩. বিক্রীত পণ্যের ব্যয় ৪০,০০০ টাকা। মুনাফার হার ব্যয়ের ২৫% হলে বিক্রয়মূল্য কত?
ক. ৩০,০০০ টাকা
খ. ৪৩,৩৩৩ টাকা
গ.৪০,০০০ টাকা
● ৫০,০০০ টাকা
৩৪. নিচের কোনটি চলতি দায়?
ক. অগ্রিম আয়
খ. মূলধন
গ. বন্ধকি ঋণ
ঘ. অগ্রিম খরচ
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও:
কল্যাণি বুটিকস এর ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে অনাদায়ি ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির পরিমাণ ৩,৫০০ টাকা। সারা বছরে প্রাপ্য হিসাব ১,৭৫,০০০ টাকা এবং অলিখিত অনাদায়ি পাওনা ১৫,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ১২% অনাদায়ি ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে।
৩৫. অনাদায়ি পাওনা বাবদ বিশদ আয় বিবরণীতে কত টাকা প্রদর্শিত হবে?
ক. ১৫,০০০ টাকা
খ. ২০,৫৮০ টাকা
● ৩০,৭০০ টাকা
ঘ. ৩৯,৪২০ টাকা
৩৬. উপযুক্ত অনাদায়ি পাওনা ধার্যের ফলে আর্থিক বিবরণীতে যে প্রভাব পড়বে তা হলো —
র. নিট লাভের পরিমাণ কমবে
রর. প্রাপ্য হিসাবের পরিমাণ কমবে
ররর. মালিকানাস্বত্বের পরিমাণ কমবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও:
শামীম ট্রেডার্স এর ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে প্রস্তুতকৃত হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যগুলো পাওয়া যায়: ক্রয় ৫০,০০০ টাকা, জাহাজ ভাড়া ৬,০০০ টাকা, আমদানি শুল্ক ১০,০০০ টাকা, বিক্রয় ১,০০,০০০ টাকা, বহিঃফেরত ৩,০০০ টাকা, এবং সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা।
৩৭. নিট ক্রয়ের পরিমাণ কত?
● ৪৭,০০০ টাকা
খ. ৫৬,০০০ টাকা
গ. ৬০,০০০ টাকা
ঘ. ৬৩,০০০ টাকা
৩৮. মোট মুনাফার পরিমাণ কত?
ক. ৫০,০০০ টাকা
● ৫২,০০০ টাকা
গ. ৬৭,০০০ টাকা
ঘ. ৭০,০০০ টাকা
৩৯. বিক্রীত পণ্যের ব্যয় ৪০,০০০ টাকা। মুনাফার হার ব্যয়ের ২৫% হলে বিক্রয়মূল্য কত?
ক. ৩০,০০০ টাকা
খ. ৪০,০০০ টাকা
গ. ৪৩,৩৩৩ টাকা
● ৫০,০০০ টাকা
৪০. নিচের কোনটি চলতি দায়?
● অগ্রিম আয়
খ. বন্ধকি ঋণ
গ. মূলধন
ঘ. অগ্রিম খরচ
৪১. বিনামূল্যে পণ্য বিতরণের ফলে —
র. ক্রয় বৃদ্ধি পায়
রর. ক্রয় হ্রাস পায়
ররর. বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪২. শাফাত লি. এর ২০২০ সালের আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা দেখাতে হবে?
ক. ১,০০,০০০ টাকা
খ. ৯০,০০০ টাকা
● ৭৫,০০০ টাকা
ঘ. ২৫,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও:
প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ টাকা। নিট ক্রয়ের পরিমাণ ১,৫০,০০০ টাকা। সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৩০,০০০ টাকা।
৪৩. বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত হবে?
ক. ১,০০,০০০ টাকা
খ. ১,২০,০০০ টাকা
● ১,৭০,০০০ টাকা
ঘ. ২,০০,০০০ টাকা
৪৪. সমাপনী মজুদ পণ্যের বাজারমূল্য ২০,০০০ টাকা হলে মোট লাভের ওপর কী প্রভাব পড়বে?
ক. ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে
● ১০,০০০ টাকা হ্রাস পাবে
গ. ২০,০০০ টাকা বৃদ্ধি পাবে
ঘ. ২০,০০০ টাকা হ্রাস পাবে
৪৫. বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ২০% হলে বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর মুনাফার শতকরা হার কত হবে?
ক. ১৬.৬৭%
খ. ২০%
● ২৫%
ঘ. ৩৩.৩৩%
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও:
বিক্রীত পণ্যের ব্যয় ২,৫০,০০০ টাকা, পরিচালন ব্যয় ১,০০,০০০ টাকা, শিক্ষানবিশ সেলামি ৩০,০০০ টাকা, মূলধনের সুদ ২০,০০০ টাকা।
৪৬. মোট মুনাফা ১,৫০,০০০ টাকা হলে বিক্রয়ের পরিমাণ কত টাকা?
ক. ২,৫০,০০০ টাকা
খ. ৩,০০,০০০ টাকা
● ৪,০০,০০০ টাকা
ঘ. ৫,০০,০০০ টাকা
৪৭. মোট মুনাফা ২,০০,০০০ টাকা হলে নিট মুনাফার পরিমান কত?
ক. ৫০,০০০ টাকা
খ. ১,০০,০০০ টাকা
● ১,১০,০০০ টাকা
ঘ. ১,৫০,০০০ টাকা
৪৮. নিচের কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?
ক. ভূমি
● ট্রেডমার্ক
গ. প্রাপ্য হিসাব
ঘ. অগ্রিম প্রদত্ত বিমা
৪৯. বিক্রীত পণ্যের ব্যয়ে কোনটি অন্তর্ভুক্ত হয়?
ক. বেতন
● জাহাজ ভাড়া
গ. বহিঃপরিবহন
ঘ. মনিহারি খরচ
৫০. প্রদেয় হিসাব কোন ধরনের দায়?
● চলতি দায়
খ. দীর্ঘমেয়াদি দায়
গ. অন্তর্দায়
ঘ. সম্ভাব্য দায়
আরো দেখো: হিসাববিজ্ঞান সকল অধ্যায়ের MCQ
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। তবে তোমরা পিডিএফ ফাইলে হিসাববিজ্ঞান ৯ম পত্র ২য় অধ্যায় mcq থেকে ১০০টি উত্তরসহ বহুনির্বাচনী প্রশ্ন সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post