৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৫ম অধ্যায় mcq : পশুর রোগসমূহকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। যথা- ক. সংক্রামক রোগ, খ. পরজীবীজনিত রোগ, গ. অপুষ্টিজনিত রোগ ও ঘ. অন্যান্য সাধারণ রোগ। বীজ ডিম দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণে ৫০-৫০ ডিগ্রি ফারেনহাইট (১০-১২ডিগ্রি সে.) তাপমাত্রায় অর্থাৎ ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করতে হয়। খাবার ডিম মাটির হাঁড়িতে বা ডিমে তেল মাখিয়ে অনেক দিন রাখা যায়। কিন্তু বীজ ডিম গরমকালে ৩-৫ দিন ও শীতকালে ৭ দিন পর্যন্ত সংরক্ষণ করা হয়।
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৫ম অধ্যায় mcq
১. গাভীর প্রধান খাদ্য কোনটি?
ক খড়
● কাঁচাঘাস
গ দানাদার খাদ্য
ঘ লতাপাতা
২. মাশরুমের চাষঘরে পানি স্প্রে করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়-
র. আর্দ্রতা
রর. তাপমাত্রা
ররর. কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
● র ও রর
ঘ রর ও ররর
৩. ফল সংগ্রহ করার পরই শর্করা থেকে চিনি তৈরি বন্ধ হয়ে যায় কোন ফলগুচ্ছে?
ক কলা, লেবু, লিচু
খ বেল, কলা, আঙুর
গ পেঁপে, আঙুর, জাম্বুরা
● আঙুর, লিচু, লেবু
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
হাফিজ সাহেব বাড়ির সামনের ৪০ শতক আয়তনের ১ মিটার গভীরতার ১টি পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করেন। কিন্তু তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরও পুকুর থেকে কাক্সিক্ষত উৎপাদন পাননি।
৪. হাফিজ সাহেব তাঁর পুকুরে কমপক্ষে ৭-১০ সেমি আকারের কতটি পোনা ছাড়তে পারবেন?
ক ২০০০
খ ২১০০
● ২২০০
ঘ ২৩০০
৫. হাফিজ সাহেবের পুকুর থেকে কাক্সিক্ষত উৎপাদন না পাওয়ার কারণ-
র. প্রাকৃতিক খাদ্য উৎপাদন কম হওয়া
রর. পানির গুণাগুণ যথাযথ না থাকা
ররর. পুকুরের আয়তন বেশি হওয়া
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৬. মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজকে কী বলা হয়?
● স্পন
খ স্পট
গ মিল্কি
ঘ বাটন
৭. গমের শীষ বের হওয়ার সময় কোন রোগ হয়?
ক পাতার মরিচা রোগ
খ পাতার দাগ রোগ
গ কালো দাগ রোগ
● আলগা ঝুল রোগ
৮. বারো মাসি মাশরুম হলো
ক মিল্কি
খ বাটন
● ওয়েস্টার
ঘ শিমাজী
৯. একটি প্যাকেট হতে কত গ্রাম মাশরুম পাওয়া যায়?
ক ১০০-১৫০ গ্রাম
খ ১৫০-২০০ গ্রাম
● ২০০-২৫০ গ্রাম
ঘ ২৫০-৩০০ গ্রাম
১১. একজন মানুষের দৈনিক কত গ্রাম সব্জী খাওয়া উচিত?
ক ১০০-১৫০ গ্রাম
খ ১৫০-২০০ গ্রাম
● ২০০-২৫০ গ্রাম
ঘ ২৫০-৩০০ গ্রাম
১২. ক্ষতস্থান ও মলের মাধ্যমে কোন রোগ ছড়ায়?
ক ক্ষুরা রোগ
● বাদলা রোগ
গ তড়কা রোগ
ঘ গলাফুলা রোগ
১৩. ধান ও গম বীজ সংরক্ষণের আর্দ্রতা কত?
ক ৪-৬%
খ ৬-৮%
গ ৮-১০%
● ১০-১২%
১৪. প্রতি ১০ শতকে ৩০ সে. মি. গভীরতার জন্য রোটেনন ব্যবহার করতে হবে
ক ২০০-২৫০ গ্রাম
খ ২৫০-৩০০ গ্রাম
● ৩০০-৩৫০ গ্রাম
ঘ ৩৫০-৪০০ গ্রাম
১৫. শর্করার প্রধান উৎস কী?
ক ডাল ফসল
খ তেল ফসল
● দানা ফসল
ঘ সবজি ফসল
১৬. আলগা ঝুল রোগ কোন ফসলে দেখা যায়?
ক ধান
● গম
গ আখ
ঘ বেগুন
১৭. সবচেয়ে কম সময়ের মধ্যে কোন খাদ্যটি উৎপাদন করা যায়?
ক শাক
● মাশরুম
গ সবজি
ঘ মটরশুঁটি
১৮. কখন চিংড়ি দুর্বল থাকে?
ক পোনা মজুদের সময়
খ ডিম পাড়ার সময়
● দৈহিক বৃদ্ধির সময়
ঘ খাবার গ্রহণের সময়
১৯. গরু মোটাতাজাকরণে ৩টি গরুকে দৈনিক কী পরিমাণ ঝোলাগুড় খড়ের সাথে মিশিয়ে খাওয়াতে হবে?
ক ২০০-৩০০ গ্রাম
খ ৩০০-৪০০ গ্রাম
● ৬০০-৯০০ গ্রাম
ঘ ৯০০-১২০০ গ্রাম
২০. গমের প্রধান শত্র“ কোনটি?
ক পাখি
খ বিড়াল
● ইঁদুর
ঘ মাজরা পোকা
২১. পুকুরে নিচের স্তরের খাবার খায় কোন মাছ?
ক কাতলা
খ রুই
গ সিলভার কার্প
● মৃগেল
২২. চিংড়ির জন্য তৈরিকৃত ৪ কেজি সম্পূরক খাদ্যে ঝিনুকের গুঁড়া কতখানি লাগবে?
ক ৩০০ গ্রাম
খ ৩৪০ গ্রাম
● ৩৮০ গ্রাম
ঘ ৪২০ গ্রাম
২৩. গবাদিপশুর ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ কোনটি?
ক খুরারোগ
খ জলাতঙ্ক
গ গোবসন্ত
● তড়কা
২৪. বাছুরের পায়ের হাড় বাঁকা হয়ে যাওয়ার কারণ কোনটি?
ক ভাইরাস
খ ব্যাকটেরিয়া
● গ ছত্রা
ক পুষ্টিহীনতা
২৫. গবাদিপশুর অপুষ্টিজনিত রোগ হলো-
র. ত্বক অমসৃণ হওয়া
রর. মিল্ক ফিভার
ররর. খুরা রোগ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :
হাসান তার পুকুরে চাষকৃত মাছ ধরে ১০ লিটার পানিতে ব্লিচিং পাউডার মিশিয়ে মাছগুলো ধুয়ে নেন। অতঃপর সকল প্রজাতির ফুলকাযুক্ত মাছকে উত্তম মানে ফেলে বাকী সব মাছকে নিম্নমানে গ্রেডিং করেন।
২৬. হাসান ১০ লিটার পানিতে কি পরিমাণ ব্লিচিং পাউডার ব্যবহার করছে?
ক ১০০-১৫০ মিলিগ্রাম
খ ১৫০-২০০ মিলিগ্রাম
গ ২০০-২৫০ মিলিগ্রাম
● ২৫০-৩০০ মিলিগ্রাম
২৭. হাসান গ্রেডিং এর ভুলগুলো হলো
র. গ্রেডিং সম্পর্কে ধারণা না থাকা
রর. প্রজাতি অনুসারে মাছকে পৃথক না করা
ররর. মাছের গুণাগুণের উপর ভিত্তি করে গ্রেডিং না করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
লায়লা বেগম একদিন তার মাছ চাষের পুকুরটিতে গিয়ে দেখেন যে, পানির উপরের অংশে একটা গাঢ় সবুজ আবরণ পড়ে আছে। তা দেখে তিনি মৎস্য কর্মকর্তার শরণাপন্ন হলে কর্মকর্তা তার সমস্যার সমাধান বলে দেন।
২৮. লায়লা বেগমের পুকুরে এ ধরনের সমস্যা হওয়ার কারণ কী?
ক অতিরিক্ত আয়রন
খ অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড
গ অতিরিক্ত ফসফরাস
● অতিরিক্ত শেওলা
২৯. মৎস্য কর্মকর্তা সমস্যা সমাধানে কী পরামর্শ দিয়ে থাকতে পারেন?
● তুঁতে ব্যবহার
খ সার প্রয়োগ
গ ফিটকিরি ব্যবহার
ঘ পটাশ ব্যবহারে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০-৩২ নং প্রশ্নের উত্তর দাও :
সাকিব পুকুরে কয়েকটি মাছের মধ্যে ক্ষত ও লাল দাগ দেখতে পেয়ে মৎস্য কর্মকর্তার পরামর্শ চাইলেন। মৎস্য কর্মকর্তা সাকিবকে পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ দিলেন।
৩০. সাকিবের পুকুরে কী রোগ হয়েছিল?
● ক্ষতরোগ
খ ফুলকা পচা রোগ
গ পাখনা পচা রোগ
ঘ লেজ পচা রোগ
৩১. সাকিবকে মৎস্য কর্মকর্তা পরামর্শ দিতে পারেন
র. আক্রান্ত মাছ ধরে পুঁতে ফেলা
রর. পুকুর শুকিয়ে সকল মাছ ধরে ফেলা
ররর. পুকুরে চুন ও লবণ প্রয়োগ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩২. সাকিবের পুকুরে মাছের রোগটি হওয়ার কারণ কী?
ক পুকুরে পানির স্বল্পতা
খ অধিক শীতের প্রকোপ
● পুকুরের পরিবেশ সম্পর্কে সাকিবের অসচেতনতা
ঘ পুকুরে অপর্যাপ্ত খাদ্য সরবরাহ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩-৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
রহিম সাহেব ৩০ শতক পুকুর সঠিকভাবে প্রস্তুত করে মাছের মিশ্র চাষের সিদ্ধান্ত নেন। দূরবর্তী হ্যাচারী থেকে বিভিন্ন প্রজাতির শতক প্রতি ৫৫-৬০টি মাছের পোনা সংগ্রহ করে পুকুরে মজুদ করেন। পরবর্তীতে তিনি মরা মাছের পোনা দেখতে পান।
৩৩. রহিম সাহেব পুকুরে কি পরিমাণ পোনা মাছ মজুদ করেন?
ক ১২০০-১৫০০টি
খ ১৫০০-১৬৫০টি
● ১৬৫০-১৮০০টি
ঘ ১৮০০-২০০০টি
৩৪. রহিম সাহেব তার পুকুরে শতক প্রতি কী পরিমাণ ইউরিয়া ব্যবহার করেছিলেন?
ক ২০-৩০ গ্রাম
খ ৫০-৮০ গ্রাম
গ ৫০-১০০ গ্রাম
● ১০০-১৫০ গ্রাম
৩৫. রহিম সাহেবের পুকুরের পোনা মাছ মরার কারণ হলো
র. ঠাণ্ডা আবহাওয়া ও অতিরিক্ত সার প্রয়োগ
রর. পলি ব্যাগে অক্সিজেন এর ব্যবস্থা না করা
ররর. পলি ব্যাগের এবং পুকুরের পানির তাপমাত্রার তারতম্য থাকা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
রতন তার ২০ শতাংশ পুকুরটি রোটেনন প্রয়োগের মাধ্যমে রাক্ষুসে মাছ নিধন করে। অতঃপর সে প্রয়োজনীয় পরিমাণে চুন দিয়ে পুকুরটি পোনা ছাড়ার জন্য প্রস্তুত করে।
৩৬. রতন তার পুকুরে প্রতি ১ ফুট গভীরতার জন্য মোট কত পরিমাণে রোটেনন প্রয়োগ করবে?
● ৬০০-৭০০ গ্রাম
খ ৫০০-৫৫০ গ্রাম
গ ৪৫০-৫০০ গ্রাম
ঘ ৩৫০-৪৫০ গ্রাম
৩৭. রাক্ষুসে মাছ নিধনের পরবর্তী পদক্ষেপটি গ্রহণ করায় পুকুরে কোনটি ঘটে?
ক আগাছা দূর হয়
খ পোকা-মাকড় দূর হয়
গ সম্পূরক খাদ্যের অভাব দূর হয়
● পুকুরের পানি পরিষ্কার হয়
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
মজিদ মাছ চাষের জন্য তার ৪০ শতক আয়তনের সংস্কারবিহীন পুকুরে মিশ্র চাষের জন্য পোনা মজুদ করার উদ্যোগ নিল।
৩৮. মজিদের পুকুরে কতটি রুই মাছের পোনা মজুদ করা যাবে?
ক ১৬০০-১৮৮০
খ ১৪৬০-১৬০০
গ ১০০০-১৪৬০
● ৬০০-৮০০
৩৯. মজিদের পুকুরে ঐ অবস্থায় মাছ চাষ করলে-
র. মাছের সংখ্যা কমবে
রর. উৎপাদন খরচ কমবে
ররর. রোগের প্রাদুর্ভাব বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
পাঠ ১ : গম চাষ পদ্ধতি
৪০. বীজ গজানোর হার শতকরা কত ভাগের বেশি হলে ভালো? (জ্ঞান)
● ৮৫
খ ৯০
গ ৯৫
ঘ ১০০
৪১. গম চাষে সাধারণত কয়টি সেচের প্রয়োজন হয়? (জ্ঞান)
● ২-৩টি
খ ৩-৪টি
গ ৪-৫টি
ঘ ৪-৬টি
৪২. এক হেক্টর জমিতে কত কেজি গম বীজ বপন করতে হয়? (জ্ঞান)
ক ১০০
● খ ১১০
গ ১১৫
● ১২০
৪৩. গম খেতে আগাছা মুক্ত রাখার জন্য কমপক্ষে কতবার নিড়ানি দিতে হয়? (জ্ঞান)
ক ১
● ২
গ ৩
ঘ ৪
৪৪. দানা ফসল কোন খাদ্য উপাদানের প্রধান উৎস? (জ্ঞান)
ক আমিষ
খ খনিজ
● শর্করা
ঘ ভিটামিন
৪৫. বাংলাদেশে খাদ্যশস্য হিসেবে গমের অবস্থান কততম?
ক ১ম
● ২য়
গ ৩য়
ঘ ৪র্থ
৪৬. গম বীজ বপনের উপযুক্ত সময় কোনটি? (জ্ঞান)
● নভেম্বর-মধ্য ডিসেম্বর
খ মধ্য নভেম্বর-ডিসেম্বর
গ ডিসেম্বর-মধ্য জানুয়ারি
ঘ মধ্য ডিসেম্বর-জানুয়ারি
৪৭. জমি তৈরিতে দেরি হলে কোন জাতের গম চাষে ভালো ফসল পাওয়া যায়? (জ্ঞান)
ক প্রদীপ
● প্রতিভা
গ সৌরভ
ঘ বিজয়
৪৮. সেচসহ গম চাষে প্রতি হেক্টর জমিতে কত কেজি ইউরিয়া প্রয়োজন? (জ্ঞান)
ক ১৮০
● ২০০
গ ২২০
ঘ ২৪০
৪৯. সেচ ছাড়া গম চাষে হেক্টর প্রতি কত কেজি এমপি প্রয়োগ করতে হয়? [কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নাটোর]
ক ৩০
● ৩৫
গ ৪০
ঘ ৪৫
৫০. সেচসহ গম চাষে হেক্টর প্রতি কত কেজি জিপসাম প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
ক ১০৫
খ ১১০
● ১১৫
ঘ ১২০
►► আরো দেখো: ৮ম শ্রেণির কৃষিশিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৫ম অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post