৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৬ষ্ঠ অধ্যায় mcq : সড়ক ও বাঁধে সামাজিক বনায়ন : বাংলাদেশে সচরাচর সড়ক ও বাঁধে গাছ রোপণের জন্য একসারি ও দ্বি-সারি পদ্ধতি অবলম্বন করা হয়। সড়ক বা বাঁধের ঢাল অনুযায়ী সারির সংখ্যা কম বা বেশি হতে পারে।
প্রজাতি নির্বাচন : প্রথম সারিতে শোভাবর্ধনকারী ছায়া ও কাঠ উৎপাদনকারী গাছ লাগানো হয়। যেমন : মেহগনি, রেইনট্রি, শিশু, সেগুন, আম, কাঁঠাল, খেজুর, তাল ইত্যাদি। দ্বিতীয় সারিতে জ্বালানি ও খুঁটি প্রদানকারী দ্রুত বর্ধনশীল গাছ লাগানো হয়। যেমন : আকাশমনি, অর্জুন, বাবলা, শিশু, ইপিল ইপিল, রেনট্রি ইত্যাদি।
৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৬ষ্ঠ অধ্যায় mcq
১. বাঁধের কিনারা থেকে ৩০ সে.মি. দূরে সারি আকারে কোনটি লাগানো হয়?
● অড়হর
খ বৃক্ষ
গ শস্য
ঘ ধৈঞ্চা
২. কৃষি বনায়নের সমস্যাগুলো হচ্ছে-
র. জনগণের অংশীদারিত্বে অনীহা
রর. প্রয়োজনীয় জমির অভাব
ররর. প্রয়োজনীয় জ্ঞানের
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সুপ্তি রানী একটি এনজিওতে চাকরি করেন। তিনি গ্রামের পাকা রাস্তার ধারে দুই কিলোমিটারে বৃক্ষরোপণের দায়িত্ব পান। তিনি সেগুন বৃক্ষের পাশাপাশি অন্যান্য গাছ রোপণের পরিকল্পনা করলেন।
৩. সুপ্তি রানীর কতটি সেগুন চারা প্রয়োজন?
ক ৮০০
খ ১৬০০
গ ২৪০০
● ৩২০০
৪. সুপ্তি রানীর পরিকল্পনা অন্যান্য উদ্ভিদের উপর কী প্রভাব ফেলবে?
● অন্যান্য উদ্ভিদের সালোকসংশ্লেষণ বেশি হবে
খ ছোট ছোট উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে
গ জমিতে ফসলের উৎপাদন কম হবে
ঘ মাটিস্থ অণুজীবের বৃদ্ধি ব্যাহত হবে
৫. গর্জন গাছের বীজ গাছ থেকে পড়ার কতক্ষণের মধ্যে রোপণ করতে হয়?
ক ১২ ঘণ্টা
● ২৪ ঘণ্টা
গ ৪৮ ঘণ্টা
ঘ ৭২ ঘণ্টা
৬. বাঁধের ধারে বনায়নে সবচেয়ে নিচের সারিতে কী লাগানো হয়?
ক অড়হর
● ধৈঞ্চা
গ মেহগনি
ঘ আকাশমণি
৭. বাঁধের পাশে নিচের কোন গাছটি লাগানো ভালো?
ক বরই
● ইপিল ইপিল
গ পেয়ারা
ঘ নিম
৮. নিচের কোন গাছটি জলাবদ্ধতা সহ্য করতে পারে?
ক পেঁপে
খ আম
● জারুল
ঘ কাঁঠাল
৯. সড়ক/বাঁধের ঢালের একেবারে নিচের প্রান্তের সারিতে থাকবে-
ক অড়হর সারি
খ নারিকেল সারি
গ ফল গাছের সারি
● ধৈঞ্চার সারি
১০. নিচের কোন গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে?
ক শাল
● মান্দার
গ গর্জন
ঘ মেহগনি
১১. নার্সারি পলিব্যাগের ছিদ্র রাখার সুবিধা কী?
ক বায়ু চলাচল করার জন্য
খ শিকড় বের হওয়ার জন্য
গ সার প্রয়োগের জন্য
● অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য
১২. মাঝারি উঁচু এলাকার গাছ হলো
র. হিজল, জারুল, মান্দার
রর. শাল, সেগুন, মেহগনি
ররর. আমলকী, হরীতকী, বহেরা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
মাসুদ সাহেব তার বসতবাড়ির পতিত জায়গার সর্বাধিক ব্যবহারের জন্য কৃষি কর্মকর্তার পরামর্শে বসতবাড়িতে কৃষি বনায়ন কর্মসূচি গ্রহণ করেন।
১৩. মাসুদ সাহেব কর্মসূচি গ্রহণের কারণে
র. জমি থেকে সর্বোচ্চ উৎপাদন পাবেন
রর. পরিবারের আমিষের চাহিদা মিটবে
ররর. বাড়ির পরিবেশ নষ্ট হবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৪. বসতবাড়িতে কৃষি বনায়নের কারণে মাসুদ সাহেব উৎপাদন করতে পারবেন-
● ডিম, দুধ, শাকসবজি, ফল
খ মাছ, শাকসবজি, ফল, গম
গ কাঠ, মাছ, আমন ধান, দুধ
ঘ ডাল, ডিম, দুধ, মাছ
পাঠ ১ : নার্সারি এবং কৃষিক্ষেত্রে নার্সারি
১৫. চারা উৎপাদন করে রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় কোথায়? (জ্ঞান)
● নার্সারিতে
খ বাগানে
গ রাস্তায়
ঘ বাঁধে
১৬. নার্সারিতে কোন মাধ্যমে ছোট চারা গাছে পানি দেয়া উত্তম? (অনুধাবন)
ক নালা সেচ
খ মগ
● ঝাঁঝরি
ঘ প্লাবন সেচ
১৭. যেকোনো বনায়নের জন্য নিচের কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক চারা
খ বীজ
● সবল চারা
ঘ গাছ
১৮. চারা তৈরির জন্য নিচের কোনটি প্রয়োজন? (অনুধাবন)
ক জায়গা
● বেড
গ নার্সারি
ঘ বীজ
১৯. সহজে বহন করা যায় কোন চারা? (অনুধাবন)
ক বেডের চারা
● পলিব্যাগের চারা
গ জমির চারা
ঘ ড্রামের চারা
২০. স্থায়ীত্বের ওপর ভিত্তি করে নার্সারি কত ধরনের হয়? (জ্ঞান)
● দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
২১. বছরের পর বছর সবসময় চারা উত্তোলন করা যায় কোন ধরনের নার্সারি থেকে? (জ্ঞান)
● স্থায়ী
খ অস্থায়ী
গ গার্হস্থ্য
ঘ ব্যবহারভিত্তিক
২২. সড়ক ও জনপথ বিভাগ নতুন রাস্তার পাশে গাছ লাগানোর জন্য কোন ধরনের নার্সারি তৈরি করে? (জ্ঞান)
● স্থায়ী
খ অস্থায়ী
গ গার্হস্থ্য
ঘ প্রজাভিত্তিক
২৩. গাছ লাগানোর জন্য উন্নতমানের চারা কোথা থেকে সংগ্রহ করতে হবে? (প্রয়োগ)
ক বাগান
খ বন্ধুর কাছ
● নার্সারি
ঘ কৃষক
২৪. বীজ গাছ থেকে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে রোপণ করতে হয়- (উচ্চতর দক্ষতা)
● গর্জন, শাল
খ আম, কাঁঠাল
গ রসুন, পেঁয়াজ
ঘ নারিকেল, কলা
২৫. কোথায় চারার যত্ন নেয়া সহজ? (উচ্চতর দক্ষতা)
ক বাড়িতে
খ জমিতে
● নার্সারিতে
ঘ বাগানে
২৬. কোন গাছটির বীজ গাছ থেকে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে রোপণ করতে হয়? (জ্ঞান)
ক গন্ধরাজ
● তেলসুর
গ আম
ঘ জমি
২৭. নিচের কোন গাছের বীজ ফল থেকে বের করার পরই রোপণ না করলে অঙ্কুরোদগম কমে যায়? (জ্ঞান)
ক আম
খ জাম
● কাঁঠাল
ঘ লিচু
২৮. বীজ সংগ্রহের পর পরই নিচের কোন ফসল বপন করতে হয়? (জ্ঞান)
ক ধান
খ সরিষা
● কাঁঠাল
ঘ মেহগনি
২৯. মাধ্যমের ওপর ভিত্তি করে নার্সারি কত প্রকার?
● ২
খ ৩
গ ৪
ঘ ৫
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩০. নার্সারির চারার বড় বৈশিষ্ট্য- (উচ্চতর দক্ষতা)
র. চারা সুস্থ
রর. চারা সবল ও উন্নত
ররর. সব বয়সের চারা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক র
খ রর
গ ররর
● র, রর ও ররর
৩১. স্থায়ীত্বের ভিত্তিতে নার্সারির প্রকারভেদ হলো-
র. স্থায়ী নার্সারি
রর. অস্থায়ী নার্সারি
ররর. সাময়িক স্থায়ী নার্সারি
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩২. কৃষি ক্ষেত্রে নার্সারির সুবিধা হলো-
র. সহজে চারার যত্ন নেয়া যায়
রর. চারা বিতরণ ও বিপণন করতে সুবিধা হয়
ররর. চারা তৈরির জন্য অল্প স্থান ও কম শ্রম লাগে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :
রহিম বাড়ির উঠানের এক কোণে বীজ বপন করে। কিছু দিন পর একটি গাছ বের হলো। সে তখন চারা গাছটি বাড়ির বাগানে লাগাল। কিন্তু দেখা গেল গাছটি আর বাড়ছে না এবং লিকলিকে হয়ে আছে।
৩৩. রহিমের গাছটি লিকলিকে হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
র. সঠিক পরিচর্যার অভাব
রর. সবল চারা না হওয়া
ররর. নার্সারি চারা না হওয়া
৩৪. রহিমের কর্তব্য কী ছিল? (উচ্চতর দক্ষতা)
ক নার্সারি প্রতিষ্ঠা করা
● নার্সারি থেকে চারা সংগ্রহ করা
গ গাছে প্রচুর পানি দেওয়া
ঘ গাছটি রশি দিয়ে বেঁধে দেওয়া
পাঠ ২ : নার্সারি তৈরির কৌশল
৩৫. নার্সারি তৈরির জন্য নিচের কোনটি দরকার? (অনুধাবন)
ক ভালো পরিচর্যা
● সুষ্ঠু পরিকল্পনা
গ ভালো বীজ
ঘ ভালো চারা
৩৬. ১০ সেমি হলে প্রতি বর্গমিটারে কতটি চারা লাগানো যাবে?পলিব্যাগের সাইজ ১৫ সেমি (জ্ঞান)
ক ৪৫
খ ৫৫
● ৬৫
ঘ ৭৫
৩৭. ১৫ সেমি সাইজের কতটি পলিব্যাগ রাখা যায়?চারা তৈরিতে প্রতি বর্গমিটারে ২৫ সেমি (জ্ঞান)
● ২৬
খ ৪৫
গ ৬৫
ঘ ৯০
৩৮. এক বর্গমিটারে কত বর্গফুট? (জ্ঞান)
ক ৯.২৫
● ১০.৭৫
গ ১২.২৫
ঘ ১৩.৭৫
৩৯. ১০ সেমি হলে প্রতি ১০.৭৫ বর্গফুটে কতটি চারা লাগানো যায়?শিট বেডে চারা থেকে চারার দুরত্ব ১০ (জ্ঞান)
● ১০০
খ ২০০
গ ৩০০
ঘ ৪০০
৪০. প্রত্যেক নার্সারি ব্লকে সর্বোচ্চ কতটি বেড থাকা বাঞ্ছনীয়? (অনুধাবন)
ক ৮
● ১২
গ ১৪
ঘ ১৬
৪১. নার্সারিতে দুটি পাশাপাশি বেডের মধ্যে কতটুকু দুরত্ব রাখা উচিৎ? (জ্ঞান)
ক ২০ সেমি
● ২৫ সেমি
গ ৩০ সেমি
ঘ ৩৫ সেমি
৪২. ২-৩ মিটার প্রস্থ করা হয় কোন ক্ষেত্রে? (জ্ঞান)
ক বেডের জন্য
খ পার্শ্ব পরিদর্শন পথের জন্য
● প্রধান পরিদর্শন পথের জন্য
ঘ ব্লক বেডের নালার জন্য
৪৩. নার্সারিতে পার্শ্ব পরিদর্শন পথ কতটুকু প্রশস্ত হতে হয়? (জ্ঞান)
● ১-২ মি.
খ ২-৩ মি.
গ ৩-৪ মি.
ঘ ৪-৫ মি.
৪৪. সবুজ নার্সারির প্রধান ও পার্শ্ব পরিদর্শন পথ যথাক্রমে কত মিটার করবে? (প্রয়োগ)
● ২-৩ ও ১-২ মিটার
খ ৩-৪ ও ২-২ মিটার
গ ১-২ ও ১-২ মিটার
ঘ ৩-২ ও ৩-৪ মিটার
৪৫. নার্সারির পরিকল্পনা কিসের ওপর ভিত্তি করে তৈরি করতে হয়? (উচ্চতর দক্ষতা)
● নীতি ও বৈশিষ্ট্যর
খ নীতি ও কাজের
গ নীতি ও সুবিধার
ঘ সৌন্দর্য ও সুবিধার
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৬. নার্সারি তৈরির জমি হবে- (অনুধাবন)
র. অপেক্ষাকৃত উঁচু
রর. সমতল
ররর. আলো বাতাসপূর্ণ
৪৭. মিশ্র বৃক্ষ চাষের প্রয়োজনীয়তা হলো- (অনুধাবন)
র. পরিবেশের ভারসাম্য বজায় থাকে
রর. অর্থনৈতিক সমৃদ্ধি আসে
ররর. ভূমিক্ষয় ও ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৮. পানির সুষ্ঠ ব্যবস্থাপনা বলতে বোঝায়- (অনুধাবন)
র. পানির উৎস
রর. সেচ
ররর. নিকাশ
নিচের কোনটি সঠিক?
ক রও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৯. নার্সারি স্থাপনকালে বিবেচনায় রাখতে হয়-
র. সেচ ব্যবস্থা
রর. বিদ্যুতায়ন
ররর. রাস্তা ও পথ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও :
গফুর মিয়া বাড়ির উঠানে ১ মিটার প্রস্থ ও ৪ মিটার দৈর্ঘ্যরে একটি নার্সারি বেডে ১০ সেমি আকারের পলিব্যাগ ক্রয় করে। সে চারা তৈরির জন্য কিছু ১৫ সেমি পলিব্যাগ ব্যবহার করে কী চারা তৈরি করবে তা নিয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করতে যায়।
৫০. গফুর মিয়ার তৈরিকৃত বেডটিতে সর্বোচ্চ কতটি পলিব্যাগ চারা তৈরি করা যাবে? (প্রয়োগ)
● ২৬০
খ ৩২০
গ ৩৮০
ঘ ৪২০
►► আরো দেখো: ৮ম শ্রেণির কৃষিশিক্ষা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ১০০+ ৮ম শ্রেণির কৃষি শিক্ষা ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post