৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন : বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি। সৃষ্টিশীল কাজ ও ঐতিহ্য আমাদের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাতে ভূমিকা রাখে। এ সমস্ত শিল্পকলার চর্চা হয়ে আসছে প্রাচীণ কাল থেকে। দৃশ্যশিল্প, সাহিত্যশিল্প ও সংগীত শিল্প এই তিন শাখায় আমাদের অবদান ও কীর্তি চিরস্মরণীয়।
পোড়ামাটির শিল্প, তাঁতশিল্প, স্থাপত্য নির্দশণ ইত্যাদি দৃশ্যশিল্পের অন্তর্ভুক্ত। সাহিত্যশিল্প সমৃদ্ধ হয়েছে বাঙালির প্রথম সাহিত্যকর্ম চর্যাপদের পর বৈষ্ণব পদাবলী, বিভিন্ন মঙ্গলকাব্য ও পুঁথিসাহিত্যের পথ ধরে। ইংরেজ আমলে বাংলা গদ্যের সূচনা হয়। তখন থেকে আধুনিক বাংলা সাহিত্যের বিকাশ শুরু। কীর্তনগান, আঞ্চলিক লোকগান, শহরাঞ্চলের ঐতিহ্যবাহী গান ও নাগরিক সংগীতের বিকাশের মধ্য দিয়ে আধুনিক বাংলা গান সমৃদ্ধি লাভ করেছে।
আধুনিক কালের মননচর্চা ও সৃজনশীলতা চর্চার জন্য গড়ে উঠেছে নানান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা, সাহিত্য, শিল্পে অর্থাৎ সকল ক্ষেত্রে অসংখ্য গুণীজন ও প্রতিভাধর ব্যক্তি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব ব্যক্তিত্বের অবদানে বিভিন্ন ক্ষেত্রে তাদের কৃতিত্ব বিশ্ব পরিসরে আমাদের পরিচিতি দিয়েছে।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. প্রাচীনকালে বাংলার কোন কাপড়ের বেশ সুনাম ছিল?
ক কার্পাস
খ পত্রোর্ণ
গ ক্ষৌম
● দুকূল
২. সুলতানি আমলে বাংলার কোন ক্ষেত্রে ইরানি তুরানি প্রভাব বেশি লক্ষ করা যায়?
ক সাহিত্যকর্মে
● স্থাপত্যশিল্পে
গ উচ্চাঙ্গ সংগীতে
ঘ তাঁতশিল্পে
৩. কীর্তনগান রচনায় মুসলমান কবিগণও অংশগ্রহণ করেছিলেন। কেননা সুলতানি আমলে-
র. হিন্দু-মুসলমানদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ
রর. শ্রীচৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাব ছিল ব্যাপক
ররর. এটিই বাঙালির প্রথম সাহিত্যকর্ম ছিল
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
● র ও রর
ঘ র ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মনু মাঝি নৌকা বাইছে। নতুন ধানে ভরা তার নৌকা। মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চির পরিচিত একটি গান।
‘মন মাঝি তোর বৈঠা নেরে
আমি আর বাইতে পারলাম না।’
৪. মনু মাঝি কোন ধরনের গান গাইছেন?
● মুর্শিদি
খ বারমাস্যা
গ ভাওয়াইয়া
ঘ বাউল
৫. মনু মাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে?
● আধ্যাত্মিক সাধনা
খ নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য
গ নৈসর্গিক অবস্থা
ঘ সাহিত্য শিল্পের চর্চা
৬. হিন্দু ও বৌদ্ধরা দেবদেবী ও ঈশ্বরের মূর্তি বানানোর জন্য এটেলমাটির সাথে আর কী ব্যবহার করত?
ক সাদা পাথর
খ ইট
গ বাঁশ
● কালো কাষ্ট পাথর
৭. বাংলার প্রথম সাহিত্য কনার নাম কী?
ক মহাভারত
খ চণ্ডিদাস
● চর্যাপদ
ঘ সীতার বনবাস
৮. মুর্শিদি, পালাগান, গাম্ভীরা ইত্যাদি কী ধরনের গান?
ক উচ্চাঙ্গসংগীত
খ আধুনিক গান
● আঞ্চলিক লোকগান
ঘ রবীন্দ্রসংগীত
৯. প্রায় কত বছর আগে চর্যাপদ রচিত হয়েছিল?
ক এক হাজার বছর
● দেড় হাজার বছর
গ দুই হাজার বছর
ঘ তিন হাজার বছর
১০. কোন আমলে শ্রীচৈতন্যের ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গান রচনার জোয়ার আসে?
ক পাল
খ সেন
গ মোঘল
● সুলতানি
১১. কাজী নজরুল ইসলাম কত হাজার গান লিখেছেন?
ক প্রায় তিন হাজার
খ প্রায় চার হাজার
গ প্রায় পাঁচ হাজার
● প্রায় ছয় হাজার
১২. ছোট সোনা মসজিদ, নবাব কাটারা কোন আমলের স্থাপত্য নিদর্শন?
ক মোঘল
● সুলতানি
গ ব্রিটিশ
ঘ পাকিস্তানি
১৩. কাকে চিত্রকলার পথিকৃৎ বলা হয়?
ক কামরুল হাসান
● জয়নুল আবেদিন
গ এস, এম সুলতান
ঘ সফিউদ্দিন আহমেদ
১৪. লোকগানে আবদুল আলীম কী হিসেবে পরিচিত ছিলেন?
ক সম্রাট খ রাজা
● যুবরাজ ঘ ওস্তাদ
১৫. দেশীয় দেবদেবীকে নিয় রচিত কাব্যকাহিনী কী নামে পরিচিত?
● মঙ্গলকাব্য
খ রোমান্টিক কাব্য
গ গদ্যকাব্য
ঘ ছন্দকাব্য
১৬. দিনাজপুর কান্তজি মন্দিরের টেরাকোটা শিল্পকর্মে ফুটে উঠেছে-
● সামাজিক জীবনের প্রতিচ্ছবি
খ অর্থনৈতিক জীবনের প্রতিচ্ছবি
গ সাংস্কৃতিক জীবনের প্রতিচ্ছবি
ঘ যুদ্ধের কলাকৌশলের প্রতিচ্ছবি
১৭. সুলতানি আমলে বাংলার কোন ক্ষেত্রে ইরানি সংস্কৃতির প্রভাব বেশি লক্ষ করা যায়?
ক সাহিত্য কর্মে
● স্থাপত্য শিল্পে
গ তাঁত শিল্পে
ঘ উচ্চাঙ্গ সংগীতে
১৮. প্রাচীনকালে বাংলায় কোন কাপড়ের বেশ সুনাম ছিল?
ক কার্পাস
● দুকূল
গ ক্ষৌম
ঘ পত্রোর্ণ
১৯. পুঁথিশিল্প সমৃদ্ধ ছিল কোন যুগে?
ক সেন
খ পাল
গ মোঘল
● সুলতানি
২০. নকশি কাঁথা শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন কারা?
ক স্বেচ্ছাসেবী সংগঠন
● দরিদ্র নারীরা
গ সরকারি পৃষ্ঠপোষকতা
ঘ শিল্প প্রতিষ্ঠান
২১. রাইসা শিক্ষা সফরে পাহাড়পুরের সোমপুর বিহার হতে ঘুরে এসেছে। রাইসা বাংলাদেশের শিল্পকলার কোন শাখার সাথে পরিচিত হয়েছে?
ক চিত্রশিল্প
খ লোকশিল্প
● দৃশ্যশিল্প
ঘ সাহিত্যশিল্প
২২. খাসা, এলাচি, মলমল, সুসিজ এগুলো কিসের নাম?
ক মসলার নাম
● কাপড়ের নাম
গ মজাদার খাবারের নাম
ঘ তাঁত শিল্পের নাম
২৩. আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন কে?
● ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর
খ বঙ্কিমচন্দ্র চট্টোধ্যায়
গ মাইকেল মধুসূদন দত্ত
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
২৪. বৈষ্ণব পদাবলীর বিখ্যাত পদকর্তা কে?
ক বিদ্যাসাগর
খ কাহ্ন পা
● জ্ঞান দাস
ঘ ঘনরাম
২৫. অন্নদামঙ্গল কে রচনা করেন?
ক বিজয় গুপ্ত
খ ঘনরাম
গ মুকুন্দরাম
● ভারত চন্দ্র
২৬. “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”- এ গানের সুর কোন গানের সুর থেকে নেওয়া হয়েছে?
● বাউল
খ ভাওয়াইয়া
গ মুর্শিদি
ঘ গম্ভীরা
২৭. বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
● ললিতকলা চর্চা করা
খ সাহিত্য চর্চায় উৎসাহিত করা
গ সাংস্কৃতিক নিদর্শন
ঘ জাতীয়তাবাদ চর্চা
২৮. যুক্তিবাদী মননশীল প্রবন্ধ সাহিত্যের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন কারা?
ক আহসান হাবিব ও আব্দুল হক
খ মোতাহার হোসেন চৌধুরী ও আবু ইসহাক
গ সৈয়দ শামসুল হক ও সৈয়দ ওয়ালীউল্লাহ
● কাজী মোতাহের হোসেন ও ড. আহমদ শরীফ
২৯. সংস্কৃতি মানুষের-
র. চিন্তাশক্তি বিকশিত করে রর. সম্পদ বৃদ্ধি করে
ররর. সৃজনশীলতার পরিচয় বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর
● র ও ররর
ঘ রর ও ররর
৩০. বঙ্গভঙ্গের ফলে-
র. মুসলিম লীগের জন্ম ত্বরান্বিত হয়
রর. সাম্প্রতিক দ্বন্দ্ব স্পষ্ট হয়
ররর. দ্বিজাতিতত্ত্বের উদ্ভব হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩১. ড. মুহাম্মদ শহীদুল্লাহ কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছেন?
র. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা করেছেন
রর. চর্যাপদের কাল নির্ণয় করেছেন
ররর. আঞ্চলিক ভাষায় অভিধান সংকলন করেছেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩২. যে সব বাঙালি নাগরিক গানকে সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম বিশেষ স্থান অধিকার করে আছেন আপন-
র. স্বাতন্ত্র্যে রর. উৎকর্ষে
ররর. বৈচিত্র্যে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও রর
র ঘ র, রর ও ররর
৩৩. বাংলা একাডেমির কাজ হলো
র. বাংলাভাষা ও সাহিত্যের উন্নতি সাধন
রর. বাংলাভাষা, সাহিত্য, নাটক ও নৃত্যকলার গবেষণা ও প্রসার ঘটানো
ররর. শিল্পকলা ও সাহিত্য চর্চায় শিশুদের উৎসাহিত করা
নিচের কোনটি সঠিক?
● র খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৪. প্রত্যেক জেলা শহরে শাখা রয়েছে-
র. বাংলাদেশ শিল্পকলা একাডেমির
রর. বাংলাদেশ শিশু একাডেমির
ররর. বাংলা একাডেমির
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫নং প্রশ্নের উত্তর দাও :
কিছু ব্যক্তিত্বের অবদানে আমাদের শিক্ষা, সাহিত্য ও শিল্পের পরিচয় বিশ্বজুড়ে। তাছাড়া বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কাজ করে এমন একটি প্রতিষ্ঠান যা ভাষা আন্দোলনের পটভূমিতে গড়ে উঠে।
৩৫. উক্ত প্রতিষ্ঠানটির সম্পর্কে তথ্য হলো-
র. এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান
রর. এটিকে জাতির মননের প্রতীক বলা হয়
ররর. এটি যুক্তফ্রন্টের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রতিষ্ঠিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
৮ম শ্রেণির ছাত্র সানি দিনাজপুরের কান্তজির মন্দিরে বেড়াতে গেলে তার বইয়ে পঠিত এক ধরনের শিল্প দেখতে পায়।
৩৬. সানির দেখা শিল্পটি হলো-
● পোড়ামাটির শিল্প
খ সাহিত্য শিল্প
গ সঙ্গীত শিল্প
ঘ চিত্রশিল্প
৩৭. এ শিল্প সম্পর্কে সঠিক তথ্য হলো-
র. এটিকে টেরাকোটাও বলা হয়
রর. ছোট সোনা মসজিদেও এ শিল্প দেখা যায়
ররর. এতে সেকালের সমাজজীবনের ছবি পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৮. কোন মাটিতে গড়া আমাদের এই দেশ? (জ্ঞান)
ক বেলে
● পলি
গ এঁটেল
ঘ দোআঁশ
৩৯. গ্রামগঞ্জের বেশির ভাগ ঘরের চাল কী দিয়ে ছাওয়া? (অনুধাবন)
ক টিন
খ ইট
গ কাঠ
● শন
৪০. দৃশ্যশিল্পের বেশির ভাগই কী ধরনের সংস্কৃতি হিসেবে পরিচিত? (জ্ঞান)
ক অবস্তুগত
● বস্তুগত
গ সাহিত্য
ঘ সংগীত
৪১. কান্তজির মন্দির কোথায় অবস্থিত?
ক বগুড়া
খ রাজশাহী
গ রংপুর
● দিনাজপুর
৪২. পোড়ামাটির কাজ দিয়ে রামায়ণের কাহিনী উৎকীর্ণ আছে কোথায়?
ক সোমপুর বিহার
● কান্তজির মন্দির
গ পাহাড়পুর বৌদ্ধবিহার
ঘ কুমিল্লার ময়নামতিতে
৪৩. কোন যুুগে তালপাতার পুঁথিতে দেশীয় রঙের সাহায্যে ছবি আঁকা হতো? (জ্ঞান)
ক সেন
খ মৌর্য
গ সুলতানি
● পাল
৪৪. কোন যুগের ছবি আধুনিক যুগের শিল্প রসিকদের কাছে প্রশংসার পাত্র? (জ্ঞান)
ক মুঘল
● পাল
গ সেন
ঘ আধুনিক
৪৫. পত্রোর্ণ নামে এন্ডি বা মুগা জাতীয় সিল্ক তৈরি হতো কোথায়? (জ্ঞান)
● পুণ্ড্রে
খ সমতটে
গ বরেন্দ্রে
ঘ বঙ্গে
৪৬. বাংলার বিখ্যাত কোন কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল? (জ্ঞান)
ক এলাচি
● মসলিন
গ উতানি
ঘ জামদানি
৪৭. ঢাকার লালবাগ কুঠি কোন আমলের স্থাপত্য নিদর্শন? (জ্ঞান)
ক মুঘল
খ পাল
গ সেন
● সুলতানি
৪৮. দৃশ্যশিল্পের মাধ্যমে কোনটি ফুটে ওঠে? (অনুধাবন)
● সমাজ জীবনের ছবি
খ পুরাতন জাতির ছবি
গ রাজনীতির ছবি
ঘ অর্থনৈতিক জীবনের ছবি
৪৯. একসময় ছাঁচ অনুযায়ী মন্দির বানানো হতো কী দিয়ে? (জ্ঞান)
ক টিন দিয়ে
● ইট দিয়ে
গ শণ দিয়ে
ঘ বাঁশ দিয়ে
৫০. সোহাগ বাঙালির পুরনো ঐতিহ্যে ঘর নির্মাণ করতে চায়। তার ঘর বানানোর উপকরণ কোনটি হবে? (প্রয়োগ)
● মাটি, বাঁশ
খ সিমেন্ট, বালি
গ টিন, ইট
ঘ ইট, কাঠ
৫১. এখনও আমাদের গ্রামাঞ্চলের অধিকাংশ ঘর কিরূপ? (অনুধাবন)
ক টিনের বেড়ার শণ দিয়ে চাল ছাওয়া
খ বাঁশের দেয়ালের উপর টিন দিয়ে ছাওয়া
● বাঁশের কাঠামোর উপর শণ দিয়ে চাল ছাওয়া
ঘ পাথরের দেয়ালের উপর টিন দিয়ে চাল ছাওয়া
৫২. মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়াকে কোন শিল্প বলা হয়? (জ্ঞান)
ক বেতের শিল্প
খ বাঁশের শিল্প
● টেরাকোটা
ঘ কাঠের শিল্প
৫৩. পালযুগের পুঁথিগুলো কোন পাতার ছিল? (জ্ঞান)
ক নারকেল পাতার
● তালপাতার
গ কাঁঠাল পাতার
ঘ কলাপাতার
৫৪. পালযুগের তালপাতার পুঁথিগুলো কোন ধর্ম শাস্ত্রের ছিল?
[মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়]
ক হিন্দু ধর্মশাস্ত্রের
খ মুসলমান ধর্মশাস্ত্রের
● বৌদ্ধ ধর্মশাস্ত্রের
ঘ খ্রিষ্টান ধর্মশাস্ত্রের
৫৫. পুণ্ড্রদেশের দুকূল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ একথা কে বলেছেন? (জ্ঞান)
ক ইবনে বতুতা
● কৌটিল্য
গ ফা-হিয়েন
ঘ চন্ডীদাস
৫৬. বাংলার কোন শিল্পের সুনাম বহুকালের? [বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়]
● তাঁত
খ পোশাক
গ চট
ঘ কুটির
৫৭. কী দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীদের মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরনো? (জ্ঞান)
ক সাদা পাথর
খ চীনামাটি
গ সেগুন কাঠ
● কালো রঙের কষ্টিপাথর
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৮. সংস্কৃতির অংশ হলো- (অনুধাবন)
র. খাদ্য
রর. বাসস্থান
ররর. যানবাহন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫৯. টুটুল পুরনো ঐতিহ্যের মাধ্যমে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানাতে চায়। এগুলো তৈরি করতে টুটুল ব্যবহার করবে- (প্রয়োগ)
র. কালো রঙের কষ্টিপাথর
রর. মূল্যবান টাইল্স
ররর. নানারকম মাটি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৬০. গ্রামীণ মহিলাদের নকশি কাঁথার মাধ্যমে প্রকাশ পায়- (অনুধাবন)
র. নিপুণতার গল্পকাহিনী
রর. নিপুণতার ছবি
ররর. স্বাধীন বাংলার প্রতিচ্ছবি
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
খ রর ও ররর
ঘ র, রর ও ররর
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post