৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন : প্রত্নসম্পদের মধ্য দিয়ে সংশ্লিষ্ট কালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়।
ঔপনিবেশিক যুগের ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কিছু মসজিদ, মন্দির ও গির্জা। এছাড়াও ঢাকার পুরনো স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বাহাদুর শাহ পার্ক, রূপলাল হাউস, রোজ গার্ডেন, কার্জন হল, পুরনো হাইকোর্ট ভবন।
ব্রিটিশ আমলে মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসাকে কেন্দ্র করে সোনারগাঁওয়ে গড়ে ওঠে পানামনগর। এ নগরে এখনও ৫২টি ইমারত টিকে আছে। ঔপনিবেশিক আমলে জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর স্থাপত্য নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : ময়মনসিংহের শশীলজ, মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি, রংপুরের তাজহাট জমিদার বাড়ি, নাটোরের দিঘাপতিয়ার জমিদারের প্রাসাদ ইত্যাদি।
বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ননিদর্শন জাদুঘরে ও সংগ্রহশালায় সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর। আমাদের দেশে বড় কয়েকটি সংগ্রহশালা হলো ঢাকার আহসান মঞ্জিল, রংপুরের তাজহাট সংগ্রহশালা, কুষ্টিয়ার কুঠিবাড়ি ইত্যাদি। জাদুঘর ও সংগ্রহশালা থেকে একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সাধারণ ধারণা পাওয়া যায়।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি?
ক ১৭৫৭ – ১৮৫৭
● ১৭৫৭ – ১৯৪৭
গ ১৭৮১ – ১৮৫৭
ঘ ১৮৫৭ – ১৯৫৭
২. সোনারগাঁও-এর পানাম নগরটি ছিল-
র. সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল
রর. ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ
ররর. চওড়াপথের ধারে নিরাপত্তার জন্য রক্ষিত পরিখাসমৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক র
খ রর
● র ও রর
ঘ র ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ সাহেব শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন পরিদর্শনে যান। ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয়।
৩. আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান?
ক বাংলা একাডেমি
খ শিল্পকলা একাডেমি
গ জাতীয় গ্রন্থাগার
● জাতীয় জাদুঘর
৪. আজাদ সাহেব শিক্ষার্থীদেরকে এ ধরনের ভবন পরিদর্শনে নেয়ার কারণ হলো-
র. জমিদারদের নিত্যব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন
রর. ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো
ররর. বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক র
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৫. পানামনগরের চারপাশ দিয়ে পরিখা খনন করা হয়েছিল কেন?
ক যুদ্ধের জন্য
খ পানির জন্য
● নিরাপত্তার জন্য
ঘ সৌন্দর্য বৃদ্ধির জন্য
৬. আহসানমঞ্জিল নির্মিত হয় কোন নদীর তীরে?
ক শীতলক্ষ্যা
খ পদ্মা
গ মেঘনা
● বুড়িগঙ্গা
৭. সিফাত প্রত্ন সম্পদ সংরক্ষিত আছে এমন একটি স্থানে গিয়ে হরিণের মাথা দেখে বেশ অবাক হয়। তার দেখা স্থানটি হলো-
● ময়মনসিংহ জাদুঘর
খ জাতীয় জাদুঘর
গ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি
ঘ রংপুরের তাজহাট প্রাসাদ
৮. জাতীয় মন্দির কোনটি?
ক কালি মন্দির
● ঢাকেশ্বরী মন্দির
গ নিশ্চিতপুর মন্দির
ঘ রামকৃষ্ণ মন্দির
৯. ‘প্রত্ন’ শব্দের অর্থ কী?
ক নতুন
খ আধুনিক
● পুরনো
ঘ উন্নত
১০. সরদার বাড়িতে কতটি কক্ষ আছে?
ক ৬০
● ৭০
গ ৮০
ঘ ৯০
১১. ঢাকার পুরনো গির্জা কোনটি?
● আর্মেনিয়ান চার্চ
খ সেপ্ট টমাস এ্যাংলিকান চার্চ
গ যোসেফ চার্চ
ঘ হলিক্রস চার্চ
১২. কোন নগরের অধিবাসীরা ইমারতের চারপাশে পরিখা খনন করেছিল?
ক কাঞ্চন নগর
খ রূপনগর
গ জাহাঙ্গীরনগর
● পানামনগর
১৩. রীমা একটি সংগ্রহশালায় যায়, সেখানে সে সংস্কৃত ও আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি দেখতে পায়। রীমার দেখা সংগ্রহশালাটি কোথায় অবস্থিত?
● রংপুরে
খ দিনাজপুরে
গ শিলাইদহে
ঘ ময়মনসিংহ
১৪. দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ কোথায় অবস্থিত?
ক রাজশাহী
● নাটোর
গ ময়মনসিংহ
ঘ ঢাকা
১৫. ভারতের সর্বশেষ মোঘল সম্রাট কে ছিলেন?
ক আওরঙ্গজেব
খ ঈশা খাঁ
গ মীর কাশিম
● বাহাদুর শাহ জাফর
১৬. স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে তৈরি করেছিলেন-
● পানামনগর
খ জাহাঙ্গীরাবাদ
গ ঢাকা
ঘ পুণ্ড্রনগর
১৭. “আর্মেনিয়ান চার্চ” প্রতিষ্ঠিত হয় কত সালে?
● ১৭৮১
খ ১৭৯৩
গ ১৮৫৬
ঘ ১৯৬৯
১৮. পানামনগরের কোন বাড়িতে লোকশিল্প জাদুঘর স্থাপিত হয়েছে?
ক আনন্দমোহন পোদ্দারের বাড়ি
খ মুক্তাগাছার জমিদার বাড়ি
● বড় সরদার বাড়ি
ঘ হাসিময় সেনের বাড়ি
১৯. ‘ভিক্টোরিয়া’ পার্কের অপর নাম কী?
● আন্টাঘর ময়দান
খ সোহরাওয়ার্দী উদ্যান
গ রমনা পার্ক
ঘ পল্টন ময়দান
২০. ঔপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্য কর্ম কোনটি?
ক ঢাকেশ্বরী মন্দির
● চিনি টিকরি মসজিদ
গ শশী লজ
ঘ পানাম নগর
২১. সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল?
ক ১৭৫৭
খ ১৭৮১
● ১৮৫৭
ঘ ১৯৫৭
২২. সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোনটি?
ক ইসলামাবাদ
খ জাহাঙ্গীরনগর
● সোনারগাঁও
ঘ ঢাকা
২৩. পানাম নগরে কয়টি ইমারত টিকে আছে?
ক ২১
খ ৩১
গ ৪০
● ৫২
২৪. তাজহাট জমিদার প্রাসাদ কোন জেলায় অবস্থিত?
● রংপুর
খ কুমিল্লা
গ নাটোর
ঘ বগুড়া
২৫. কোনটিকে উত্তরা গণভবন বলে?
ক পানামনগর
খ মুক্তাগাছার জমিদার
গ ময়মনসিংহের শশীলজ
● নাটোরের দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ
২৬. প্রত্ন সম্পদ বলতে বোঝায়-
র. পুরানো অট্টালিকা ও শিল্পকর্ম
রর. ভাস্কর্য ও গহনা
ররর. আধুনিক মূল্যবান আসবাবপত্র
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
২৭. মুক্তাগাছার জমিদারদের প্রত্ন সম্পদগুলো হলো-
র. নানা ধরনের অলঙ্কার, পাথরের ফুলদানি, বাঘ ও হরিণের মাথা
রর. ঢাল-তলোয়ার, পালঙ্ক, হাতির দাঁতের নানা কারুকাজ
ররর. কম্পাস, ঘড়ি, হরিণের মাথা ও ইটালির মূর্তি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
আমেরিকা প্রবাসী নাটোরের শরীফ সাহেব সপরিবারে ঢাকায় এসেছেন। তিনি তাঁর সন্তানদের বললেন, ‘চল আমি তোমাদের আজ এমন স্থানে নিয়ে যাব যেখানে আমাদের এলাকার জমিদারদের ব্যবহার করা পোশাক, ঢাল-তলোয়ার ও সিংহাসন রয়েছে’।
২৮. শরীফ সাহেব সন্তানদের নিয়ে কোথায় যেতে চান?
ক আহসান মঞ্জিল
● জাতীয় জাদুঘর
গ ময়মনসিংহ জাদুঘর
ঘ উত্তরা গণববন
২৯. উক্ত স্থানে ভ্রমণের মাধ্যমে তাঁর সন্তানেরা-
র. দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করবে
রর. জমিদার নরেন্দ্র নারায়ণ সম্পর্কে জানতে পারবে
ররর. বিভিন্ন অঞ্চলের অভিজাত শ্রেণির মানুষের জীবনযাত্রার সাথে পরিচিত হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩০. ১৮৫৭ সালে ইংরেজদের হাতে বন্দি বিদ্রোহীদের ফাঁসি দেয়া হয় কোথায়? (অনুধাবন)
● আন্টাঘর ময়দানে
খ ঢাকা কেন্দ্রীয় কারাগারে
গ দিল্লির কারাগারে
ঘ ব্রিটিশ আদালতে
৩১. ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোন স্থাপত্যশিল্পটি ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়? (জ্ঞান)
ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
খ হলিক্রস চার্চ
গ জাতীয় জাদুঘর
● হোসেনি দালান
৩২. সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ কোন শতকে তৈরি হয়? (জ্ঞান)
ক সপ্তম
খ চতুর্দশ
গ অষ্টাদশ
● উনিশ
৩৩. আর্মেনিয়ান চার্চ নির্মিত হয় কত সালে? (জ্ঞান)
ক ১৭২০
খ ১৭২৮
গ ১৭৩২
● ১৭৮১
৩৪. সবচেয়ে পুরনো চার্চের নাম কী? (জ্ঞান)
ক টমাস চার্চ
খ হলিক্রস চার্চ
গ মেটাল চার্চ
● আর্মেনিয়ান চার্চ
৩৫. কার নামানুসারে ভিক্টোরিয়া পার্কের নামকরণ করা হয়? (জ্ঞান)
ক ফ্রান্সের রাণী
খ প্রতিভা পাতিল
● ব্রিটেনের রাণী
ঘ এ্যাঞ্জেলা মার্কেল
৩৬. ভিক্টোরিয়া পার্কের নামকরণের পূর্বে এ জায়গার নাম কী ছিল? (জ্ঞান)
● আন্টাঘর ময়দান
খ পানাম নগর
গ বাহাদুর শাহ পার্ক
ঘ রেসকোর্স ময়দান
৩৭. কোন নদীর তীরে প্রাচীন স্থাপত্য কীর্তির নিদর্শন আহসান মঞ্জিল অবস্থিত? (জ্ঞান)
ক পদ্মা
খ মেঘনা
● বুড়িগঙ্গা
ঘ যমুনা
৩৮. কোন শাসনামলে কার্জন হল নির্মিত হয়? (জ্ঞান)
● ইংরেজ খ মোগল গ পাল ঘ সুলতানি
৩৯. আহসান মঞ্জিল কোথায় অবস্থিত? (জ্ঞান)
ক নাটোরে
খ দিনাজপুরে
গ নওগাঁয়
● ঢাকায়
৪০. ঢাকেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? (জ্ঞান)
ক সাভার
● ঢাকায়
গ টাঙ্গাইল
ঘ ময়মনসিংহ
৪১. বাহাদুর শাহ পার্ক কে তৈরি করেন? (জ্ঞান)
ক নওয়াব আবদুল লতিফ
খ নবাব সলিমুল্লাহ
গ মওলানা ভাসানী
● নওয়াব আবদুল গণি
৪২. আন্টাঘর ময়দানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় কেন? (অনুধাবন)
ক নীল বিদ্রোহের নীল চাষিদের স্মৃতিতে
● জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে
গ প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার্থে
ঘ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের স্মৃতিতে
৪৩. বাহাদুর শাহ পার্কের নামকরণ করা হয় কার নামানুসারে? (জ্ঞান)
● সম্রাট বাহাদুর শাহ জাফরের
খ সম্রাট আকবরের
গ সম্রাট হুসনে মোবারকের
ঘ সম্রাট জাহাঙ্গীরের
৪৪. গির্জার অপর নাম কী? (অনুধাবন)
● চার্চ
খ প্যাগোডা
গ টম্ব
ঘ মন্দির
৪৫. রনি অতীত মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য জানতে চায়। অতীত সংস্কৃতি জানতে তার করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
ক মসজিদ পরিদর্শন
খ মাদরাসা পরিদর্শন
● প্রত্নতত্ত্ব পরিদর্শন
ঘ মন্দির পরিদর্শন
৪৬. ফরিদের ভাই মোগল যুগের স্থাপত্য দেখতে চায়। সে ভাইকে কোথায় নিয়ে যাবে? (প্রয়োগ)
ক নবাব কাটরায়
খ ছোট সোনা মসজিদে
● লক্ষ্মীবাজার মসজিদে
ঘ লালবাগের কুঠিতে
৪৭. শরীফ সাহেব নিয়মিত বেচারাম দেউড়ি মসজিদে নামাজ পড়েন। এ মসজিদের বিশেষত্ব কী? (প্রয়োগ)
ক জাতীয় মসজিদ
খ সবচেয়ে প্রাচীন মসজিদ
গ মুসল্লিতে ভরপুর
● প্রত্নতাত্ত্বিক নিদর্শন
৪৮. প্রত্নতত্ত্ব নিদর্শনের মাধ্যমে কোনটি জানা যায়? (জ্ঞান)
● সেকালের মানুষের সামাজিক অবস্থা
খ বর্তমান মানুষের সাংস্কৃতিক অবস্থা
গ ভবিষ্যৎ মানুষের জীবনযাত্রা
ঘ সামাজিক অনাচারের প্রতিচ্ছবি
৪৯. আন্টাঘর ময়দান সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
● সেখানে ইংরেজদের হাতে বন্দি বিদ্রোহীদের ফাঁসি দেয়া হয়
খ সেখানে একটি ঘূর্ণিস্তম্ভ তৈরি করা হয়
গ সেখানে বর্তমানে আহসান মঞ্জিল নির্মিত হয়েছে
ঘ সেখানে প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে
৫০. বাংলাদেশের জাতীয় মন্দির কোনটি? [ক্যান্টমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়]
ক রামচন্দ্র মন্দির
খ জগন্নাথ মন্দির
● ঢাকেশ্বরী মন্দির
ঘ কালী মন্দির
৫১. ভিক্টোরিয়া পার্কটির নামকরণ করেন কে? [ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক নওয়াব আব্দুল লতিফ
খ নওয়াব হাদি
● নওয়াব আব্দুল গণি
ঘ শাহ জাফর
৫২. ঢাকায় হলিক্রস চার্চ নির্মিত হয় কোন শতকে?
ক সতেরো
খ আঠারো
● উনিশ
ঘ বিংশ
৫৩. ঢাকা ঔপনিবেশিক যুগের মসজিদগুলোর নির্মাণে মোঘল স্থাপত্যরীতির সাথে কোনটি যুক্ত হয়েছিল? (জ্ঞান)
ক পৌরাণিক
খ পারসিক
গ প্রাচ্যের
● ইউরোপীয়
৫৪. ঔপনিবেশিক যুগের আগে তৈরি কোন স্থাপনাটি ঔপনিবেশিক আমলে নতুন করে নির্মিত হয়েছিল? (জ্ঞান)
ক ঢাকার ঢাকেশ্বরী মন্দির
● রমনার কালী মন্দির
গ আহসান মঞ্জিল
ঘ কার্জন হল
৫৫. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে স্থাপিত পার্কটির নাম কী? (জ্ঞান)
ক রমনা পার্ক
খ চন্দ্রিমা পার্ক
গ ইকো পার্ক
● বাহাদুর শাহ পার্ক
৫৬. কোনটির সাথে জড়িয়ে আছে ১৮৫৭ সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস? (অনুধাবন)
● আন্টাঘর ময়দান
খ রেসকোর্স ময়দান
গ পলাশীর ময়দান
ঘ ঈদগাহ ময়দান
৫৭. কোন স্থাপত্যকর্মটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ?
ক রূপলাল হাউস
খ আহসান মঞ্জিল
● কার্জন হল
ঘ পুরনো হাইকোর্ট ভবন
৫৮. পুরনো ঢাকার রূপলাল হাউস কার তৈরি? (জ্ঞান)
ক নবাব ও জমিদারদের
● জমিদার ও বণিকদের
গ ভারতীয় ও ইংরেজদের
ঘ জমিদার ও সাধারণ মানুষের
৫৯. আহসান মঞ্জিল কাদের তৈরি প্রাসাদ? (জ্ঞান)
● ঢাকার নওয়াবদের
খ ঢাকার জমিদারদের
গ ঢাকার নায়েবদের
ঘ ঢাকার বণিকদের
৬০. ঔপনিবেশিক যুগের ঢাকায় স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে- (অনুধাবন)
র. মসজিদ
রর. গির্জা
ররর. মন্দির
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post