৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন : ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণ প্রয়োজন। জন্মের পর থেকেই মানবশিশু সমাজের নিয়মকানুন ও রীতিনীতি শিখতে থাকে। একেই বলা হয় তার সামাজিকীকরণ প্রক্রিয়া। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন হচ্ছে পরিবার। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার বা বাবা-মায়ের পর স্থানীয় সমাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় সমাজের নানা উপাদান বা সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার-আচরণের উপর গভীর প্রভাব ফেলে।
গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমেই বাড়ছে। সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়া রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র মানুষের সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। তাই ই-মেইল, ই-কমার্স, ফেসবুক, টুইটার প্রভৃতি বর্তমানে মানুষের সামাজিকীকরণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. স্থানীয় সমাজের উপাদান কোনটি?
● বিজ্ঞান ক্লাব
খ ইউনিয়ন পরিষদ
গ জাতীয় সংসদ
ঘ সিটি কর্পোরেশন
২. সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে-
ক শৈশব থেকে কৈশোর পর্যন্ত
খ শৈশব থেকে যৌবন পর্যন্ত
গ কৈশোর থেকে যৌবন পর্যন্ত
● শৈশব থেকে মৃত্যু পর্যন্ত
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মহসিন বাবা মায়ের প্রচেষ্টায় নিয়মিত পড়াশুনা করে। সে এখন আবৃত্তি দলের সদস্য হয়ে কাজ করছে। তার মা লক্ষ করল যে সে এখন পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সাথে আগের চেয়ে ভালো ব্যবহার করছে।
৩. মহসিনের পরিবর্তনে কোন প্রক্রিয়াটি কাজ করেছে?
● সামাজিকীকরণ
খ অর্থনৈতিক
গ রাজনৈতিক
ঘ পারিবারিক
৪. উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি-
র. সমাজের নিয়ম পালনে অভ্যস্ত হয়ে গড়ে উঠে
রর. সঠিক আচরণ করতে শিখে
ররর. সুনাগরিক হয়ে গড়ে উঠে
নিচের কোনটি সঠিক?
ক র
খ ররর
গ রর
● র ও রর
৫. বড়দের সালাম দেওয়া আমাদের সমাজের একটি রীতি। এ রীতি আয়ত্ব করার প্রক্রিয়াকে কী বলা হয়?
ক সামাজিক মূল্যবোধ
● সামাজিকীকরণ
গ সামাজিক আদর্শ
ঘ সামাজিক শিষ্টাচার
৬. কোনটি মানুষের চিন্তাভাবনা ও জীবনযাপনকে নানাভাবে প্রভাবিত করে?
● টেলিভিশন
খ প্রেস মিডিয়া
গ রেডিও
ঘ চলচ্চিত্র
৭. সামাজিকীকরণের প্রধান বাহন কী?
ক বিদ্যালয়
● পরিবার
গ মসজিদ
ঘ স্থানীয় সমাজ
৮. স্থানীয় সমাজের উপাদান কোনটি?
● বিজ্ঞান সংঘ
খ জাতীয় সংসদ
গ ইউনিয়ন পরিষদ
ঘ সিটি কর্পোরেশন
৯. কোন প্রযুক্তি বর্তমানে দেশ ও দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে?
ক টেলিভিশন
খ টেলিফোন
● ইন্টারনেট
ঘ সিনেমা
১০. পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাওয়ানোর জন্য কোনটি বেশি প্রয়োজন?
ক সংবাদপত্র
খ টেলিভিশন
● তথ্য প্রযুক্তি
ঘ চলচ্চিত্র
১১. সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
ক চলচ্চিত্র
খ রেডিও
● পরিবার
ঘ সংবাদপত্র
১২. কিসের মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশে-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়?
ক ই-কমার্স
● ই-মেইল
গ ফেসবুক
ঘ টুইটার
১৩. কোন গণমাধ্যমটি নতুন প্রজন্মকে তার দেশ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলে?
ক সংবাদপত্র
খ শিক্ষাপ্রতিষ্ঠান
গ রাজনৈতিক প্রতিষ্ঠান
● টেলিভিশন
১৪. শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা একে অপরকে-
ক সহমর্মিতা শেখায়
● প্রভাবিত করে
গ নেতৃত্ব শেখায়
ঘ মাদকাসক্ত করে
১৫. নিচের কোনটি জনশিক্ষার একটি প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত?
ক বেতার
খ টেলিভিশন
গ চলচ্চিত্র
● সংবাদপত্র
১৬. শিশুর মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণগুলো বিকশিত হয়-
ক শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে
খ রাজনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে
গ পরিবারের মাধ্যমে
● সমবয়সী সঙ্গীদের মাধ্যমে
১৭. বাবা-মা বা পরিবারের পর শিশুর সামাজিকীকরণে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
ক খেলার সাথী
খ শিক্ষক
গ মসজিদের ইমাম
● স্থানীয় সমাজ
১৮. নতুন প্রজন্মের মানুষের মধ্যে টেলিভিশন কী জাগিয়ে তোলে?
ক সৌন্দর্যবোধ
খ বিলাসিতা
● দেশপ্রেম
ঘ চাহিদা
১৯. আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
ক সংবাদপত্র
খ রেডিও
● টেলিভিশন
ঘ চলচ্চিত্র
২০. বেতার মানুষের মনে প্রসার ঘটায়-
র. পারস্পরিক অবহেলা
রর. সংস্কৃতিবোধ
ররর. গণসচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
২১. রহিম তার বাড়ির পাশে খেলার মাঠে ছেলেমেয়েদের সাথে নিয়মিতভাবে সমসাময়িক খেলাধুলা করে। রহিমের মধ্যে যে আচরণগুলো পরিলক্ষিত করা যায় তা হলো-
র. নেতৃত্ব
রর. সচেতনতা
ররর. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
স্কুল পড়ুয়া জিসান তার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে। সহপাঠী শাকিলের কাছ থেকে সে কম্পিউটার শেখে এবং যেকোনো অনুষ্ঠানে নেতৃত্ব দেয়।
২২. অনুচ্ছেদে জিসানের সামাজিকীকরণে কোনটি ভূমিকা রাখে?
ক মা-বাবা
খ শ্রেণি শিক্ষক
● সমবয়সী সঙ্গী
ঘ সাংস্কৃতিক সংঘ
২৩. জিসানের অর্জিত গুণ হলো-
র. সহমর্মিতা
রর. নেতৃত্ব
ররর. সৃষ্টিশীল কর্ম
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
মৌলি এবার ঈদে ইন্টারনেটে কতগুলো দোকানের পোশাক বিক্রির বিজ্ঞাপন দেখে ঈদ পোশাক পছন্দ করে। সেখান থেকে সে অনলাইনে পোশাক কেনে।
২৪. অনুচ্ছেদের এ ধরনের পণ্য লেনদেনকে বলা হয়
ক ই-মেইল
খ অনলাইন ব্যাংকিং
● ই-কমার্স
ঘ ফেসবুক
২৫. মৌলির মতো ইন্টারনেট ব্যবহারকারী
র. উন্নত চিন্তা ও ব্যক্তিত্বসম্পন্ন হয়
রর. যেকোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে পারে
ররর. নেতিবাচক কর্মকাণ্ডে আসক্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
সামাজিকীকরণে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রভাব
২৬. পরিবার হলো সামাজিকীকরণে প্রধান-
● বাহন
খ মাধ্যম
গ হাতিয়ার
ঘ কাঠামো
২৭. সামাজিকীকরণ কিরূপ প্রক্রিয়া? (জ্ঞান)
ক জটিল
● চলমান
গ স্থির
ঘ সৃজনশীল
২৮. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কোন প্রক্রিয়া চলতে থাকে? (জ্ঞান)
ক অনুসরণ
খ শারীরিক বৃদ্ধি
গ অনুকরণ
● সামাজিকীকরণ
২৯. ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী প্রয়োজন?
ক নেতৃত্
ব খ সচেতনতা
● সামাজিকীকরণ
ঘ মূল্যবোধ
৩০. সামাজিকীকরণ বলতে কোন বিষয়টি আয়ত্ত করাকে বোঝায়?
● সমাজের নিয়মকানুন
খ রাষ্ট্রের নিয়মকানুন
গ কুসংস্কার
ঘ রাষ্ট্রীয় বিশ্বাস
৩১. বড়দের সালাম দেওয়া বাংলাদেশের সমাজের একটি রীতি। এ রীতি আয়ত্ত করার প্রক্রিয়াকে কী বলা হয়? (প্রয়োগ)
ক সামাজিক মূল্যবোধ
● সামাজিকীকরণ
গ সামাজিক আদর্শ
ঘ সামাজিক শিষ্টাচার
৩২. সামাজিকীকরণ বিষয়টির সঙ্গে যুক্ত কারা? (উচ্চতর দক্ষতা)
ক সমাজের অভিজ্ঞ লোকেরা
খ জ্ঞানী ও চিন্তাশীল নাগরিক
● সমাজের সর্বস্তরের মানুষ
ঘ সমাজের সকল শিশু
৩৩. সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন কোনটি? (জ্ঞান)
● পরিবার
খ স্থানীয় সমাজ
গ শিক্ষা প্রতিষ্ঠান
ঘ সমবয়সী সঙ্গী
৩৪. কীভাবে সমাজের রীতিনীতি সহজেই শেখা যায়? (অনুধাবন)
ক রাষ্ট্রের নাগরিকদের দেখে
● চারপাশের মানুষের আচার-আচরণ দেখে
গ সহপাঠীদের আচরণ দেখে
ঘ সমবয়সীদের আচরণ দেখে
৩৫. নাদিয়া তার মায়ের মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং রমজান মাসে রোজা রাখে। নাদিয়ার সামাজিকীকরণে কোন সামাজিক প্রতিষ্ঠানের প্রভাব ফুটে উঠেছে? (প্রয়োগ)
ক স্থানীয় সমাজ
● পরিবার
গ রাজনৈতিক প্রতিষ্ঠান
ঘ সমবয়সী সঙ্গী
৩৬. রাজনৈতিক প্রতিষ্ঠান কীভাবে ব্যক্তির সামাজিকীকরণে ভূমিকা রাখে? (অনুধাবন)
ক মূল্যবোধ শেখানোর মাধ্যমে
খ আচার-আচরণ শেখানোর মাধ্যমে
● সচেতন ও সংগঠিত করার মাধ্যমে
ঘ নৈতিকতা শেখানোর মাধ্যমে
৩৭. কোনটি স্থানীয় সমাজের উপাদান?
● খেলাধুলার ক্লাব
খ শিক্ষাপ্রতিষ্ঠান
গ রাজনৈতিক দল
ঘ শ্রমিক ইউনিয়ন
৩৮. স্থানীয় সমাজের উপাদান কোনটি?
ক ইউনিয়ন পরিষদ
খ সিটি কর্পোরেশন
● সাহিত্য সমিতি
ঘ জাতীয় সংসদ
৩৯. রিয়াদ একটি সাহিত্য সমিতির সদস্য। এর মাধ্যমে তার মধ্যে কোনটি জেগে উঠবে?
ক বিজ্ঞান মানসিকতা
● সুকুমার বৃত্তি
গ সহনশীলতা
ঘ নেতৃত্ব
৪০. সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
ক টেলিভিশন
খ রেডিও
গ বেতার
● সমবয়সী সঙ্গী
৪১. সামাজিকীকরণের অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
● স্থানীয় সমাজ
খ ব্যক্তি নিজে
গ বইপুস্তক
ঘ সাংস্কৃতিক সংঘ
৪২. কখন সমবয়সীদের সঙ্গে ব্যক্তির খেলাধুলার অপ্রতিরোধ্য আকর্ষণ থাকে?
● শৈশবে
খ যৌবনে
গ বার্ধক্যে
ঘ প্রৌঢ়ে
৪৩. মিজান তার এলাকার ও বিদ্যালয়ের সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে অনেক কিছু শেখে। এর ফলে মিজানের মধ্যে কোন গুণগুলো বিকশিত হবে?
ক সৌন্দর্যবোধ, সহনশীলতা, মূল্যবোধ
খ আচার-আচরণ, চালচলন, কথাবার্তা
গ ভাষা ও অনুকরণ
● সহযোগিতা, নেতৃত্ব, সহনশীলতা
৪৪. শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুরা একে অপরকে কী করে?
ক সহমর্মিতা শেখায়
● প্রভাবিত করে
গ নেতৃত্ব শেখায়
ঘ মাদকাসক্ত করে
৫৫. ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ কী? (জ্ঞান)
ক ফেসবুক
খ জি-মেইল
● ই-মেইল
ঘ ইয়াহু
৫৬. ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ কী? (জ্ঞান)
ক ই-মেইল
● ই-কমার্স
গ ই-কাস্টমস
ঘ ই-কমিটমেন্ট
৫৭. কোন পদ্ধতির মাধ্যমে অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়? (জ্ঞান)
ক ফেসবুক
খ টুইটার
গ ই-মেইল
● ই-কমার্স
৫৮. কিসের মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশ-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়? (জ্ঞান)
● ই-মেইল
খ জি-মেইল
গ ফেসবুক
ঘ টুইটার
৫৯. অশ্লীল ও কুরুচিপূর্ণ চলচ্চিত্র সমাজে কী ধরনের প্রভাব ফেলে? (জ্ঞান)
ক ইতিবাচক
● নেতিবাচক
গ পরিপূরক
ঘ সম্পূরক
৬০. মেধা ও চিন্তার বিকাশ পরিবর্তনশীল বিশ্বের সংঙ্গ খাপ খাইয়ে চলতে বর্তমানে কোনটির বিকল্প নেই? (জ্ঞান)
● ই-মেইল
খ ফেসবুক
গ টেলিভিশন
ঘ জি-মেইল
৬১. রায়হান ফ্যাশন ডিজাইনার। তিনি বিভিন্ন দেশে তার ডিজাইন প্রদর্শন ও পণ্য বিক্রয়ের জন্য ইন্টারনেট ব্যবহার করেন। রায়হান কোনটির সাহায্যে এ কাজ করেন? (প্রয়োগ)
ক ফেসবুক
খ টুইটার
● ই-কমার্স
ঘ এসএমএস
৬২. জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয়। যে সব মাধ্যমে তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক সংবাদপত্র
খ টিভি চ্যানেল
● গণমাধ্যম
ঘ রেডিও মাধ্যমে
৬৩. কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত? (জ্ঞান)
ক সংবাদপত্র
খ বেতার
● ইন্টারনেট
ঘ চলচ্চিত্র
৬৪. যে প্রযুক্তির সাহায্যে তথ্যসংরক্ষণ ও ব্যবহার করা যায় তাকে কী বলে? (জ্ঞান)
ক গন মাধ্যম
● তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ তথ্য প্রযুুক্তি
ঘ বেতার প্রযুক্তি
৬৫. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোন মাধ্যম জনশিক্ষার একটি প্রধান মাধ্যম?
ক টেলিভিশন
খ রেডিও
● সংবাদপত্র
ঘ চলচ্চিত্র
৬৬. মানুষের মনের সংকীর্ণতা দূর করে কোন মাধ্যম?
ক চলচ্চিত্র
● সংবাদপত্র
গ টেলিভিশন
ঘ রেডিও
৬৭. মানুষের জীবনে শিক্ষা ও আনন্দ দানের জন্য দ্বৈত ভূমিকা পালন করছে কোনটি?
ক তথ্যপ্রযুক্তি
● বেতার যন্ত্র
গ বাংলা সংবাদপত্র
ঘ ইংরেজি সংবাদপত্র
৬৮. ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি করতে পারে কোন মাধ্যম? (জ্ঞান)
ক রেডিও
● টেলিভিশন
গ সংবাদপত্র
ঘ ফেসবুক
৬৯. কোন ধরনের চলচ্চিত্র ব্যক্তির সামাজিকীকরণে নেতিবাচক প্রভাব ফেলে? (জ্ঞান)
ক আর্ট ফিল্ম
খ সুস্থ চলচ্চিত্র
গ পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র
● কুরূচিপূর্ণ চলচ্চিত্র
৭০. শিশুর মূল্যবোধ ও মানবিকতাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কোন মাধ্যমটি?
ক সংবাদপত্র
খ বেতার
গ টেলিভিশন
● চলচ্চিত্র
৭১. কোনটি পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তর এনেছে?
ক ই-কমার্স
খ ই-বুক মেইল
গ মোবাইল
● ই-মেইল
৭২. ছবি বিনিময় করা যায় কিসের মাধ্যমে?
ক এসএমএস
● ফেসবুক
গ ভিডিও চ্যাট
ঘ ই-কমার্স
৭৩. সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম কী?
ক অপেরা
খ গুগল
● ফেসবুক
ঘ ইয়াহু
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post