৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন : কোনো দেশের অর্থনীতিতে জাতীয় উৎপাদন ও জাতীয় আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি।
বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হিসেবে কৃষি, বনজ ও মৎস্য সম্পদ, শিল্প, খনিজ, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, নির্মাণ শিল্প, পাইকারি ও খুচরা বিপণন, হোটেল রেস্তোরাঁ, পরিবহন ও যোগাযোগ, ব্যাংক-বীমা, স্বাস্থ্য ও সামাজিক সেবা, ব্যবসা-বাণিজ্য, শুল্ক প্রভৃতি অন্যতম। কৃষিনির্ভর দেশ হলেও বর্তমানে আমাদের মোট জাতীয় আয়ে শিল্পের অবদানই সর্বাধিক। বর্তমানে সেবা খাতসমূহও দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে।
কৃষিশিক্ষা, যোগাযোগ, সেবা প্রভৃতি খাতের উন্নয়নে প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে আমরা সহজেই আমাদের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত ও জাতীয় আয় বৃদ্ধি করতে পারি। তবে এজন্য প্রয়োজন দক্ষ মানুষ বা মানবসম্পদ। অদক্ষ মানুষকে শিক্ষা, প্রশিক্ষণ ইত্যাদির সাহায্যে দক্ষ মানুষ বা মানবসম্পদে রূপান্তরিত করা যায়। বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তি বা মানবসম্পদে পরিণত করা গেলে তাতে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাদের অর্জিত অর্থের একটা অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠায়। এ অর্থ কেবল তাদের পরিবারের প্রয়োজনই মেটায় না কিংবা তাদের জীবনযাত্রার মানই বাড়াচ্ছে না, বরং নানা ক্ষেত্রে বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ আসছে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকে।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. ২০০৯-২০১০ অর্থবছরে GDP-তে পরিবহন ও যোগাযোগ খাতের অবদান কত শতাংশ?
ক ২৯.৯৫
খ ১৫.৬৫
গ ১৪.৩০
● ১০.৭৬
২. বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূলে রয়েছে-
র. প্রবাসীদের আয়
রর. দেশজ উৎপাদন বৃদ্ধি
ররর. শিল্পের কাঁচামাল আমদানি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
হারুন দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা লেখাপড়ার খরচ বহন করতে না পারায় একপর্যায়ে সে লেখাপড়া ছেড়ে দেয়। পরে শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্র, সাভার থেকে পশুপালনের উপর প্রশিক্ষণ নেয়। গ্রামে ফিরে সামান্য ঋণ নিয়ে একটি গরুর খামার করে। এ থেকে তার লাভ হয়। হারুনকে দেখে উৎসাহিত হয়ে তার কয়েকজন বেকার বন্ধুও খামার করে। ফলে গ্রামবাসীদের অবস্থার উন্নতি হয়।
৩. অর্থনীতির ভাষায় হারুনের পরিচয়-
ক আত্মকর্মী
● স্বাবলম্বী
গ সহকর্মী
ঘ শ্রমজীবী
৪. উদ্দীপকে বর্ণিত কাজের মাধ্যমে হারুন ও তার বন্ধুরা পরিণত হয়েছে-
● জনশক্তিতে
খ শ্রমশক্তিতে
গ পেশাজীবীতে
ঘ বিনিয়োগকারীতে
৫. GDP বলতে বোঝায়-
● দেশের অভ্যন্তরের মোট উৎপাদন
খ মোট জাতীয় উৎপাদন
গ প্রবৃদ্ধির হার
ঘ মাথাপিছু আয়
৬. প্রবাসীদের আয়কে কী বলে?
ক লভ্যাংশ
খ এডভান্স
● রেমিটেন্স
ঘ এভিডেন্স
৭. ২০১২-১৩ অর্থ বছরে আমাদের মোট জাতীয় উৎপাদনে কোনটির অবদান সবচেয়ে বেশি?
ক মৎস্য খাত
● শিল্প খাত
গ পরিবহন ও যোগাযোগ খাত
ঘ স্বাস্থ্য ও সেবা খাত
৮. অদক্ষ জনগোষ্ঠী বলতে বোঝায়?
ক অশিক্ষিত জনগোষ্ঠী
খ অর্ধ-শিক্ষিত জনগোষ্ঠী
গ কর্মহীন জনগোষ্ঠী
● প্রশিক্ষণবিহীন জনগোষ্ঠী
৯. আমাদের দেশে রেমিটেন্সের ফলে উন্নয়ন ঘটে-
ক সাংস্কৃতিক
খ রাজনৈতিক
গ সামাজিক
● অর্থনৈতিক
১০. ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম ছিল?
● ৮ম
খ ৭ম
গ ৬ষ্ঠ
ঘ ৫ম
১১. মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা হলো-
● প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
খ প্রযুক্তি ও কারিগরি শিক্ষা
গ যুব উন্নয়ন
ঘ নারী শিক্ষা বাড়ানো
১২. বিশ্বব্যাংকের হিসাবমতে ২০০৮ সালে সর্বোচ্চ রেমিটেন্সপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম ছিল?
ক ৬ষ্ঠ
খ ৭ম
গ ৮ম
● ১২ম
১৩. ২০০৯ সালে রেমিটেন্স প্রাপ্তিতে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম ছিল?
● ২য়
খ ৩য়
গ ৪র্থ
ঘ ৫ম
১৪. বাংলাদেশের জাতীয় আয়ে ১০.৮০ শতাংশ অবদান কোন খাতের?
ক মৎস্যখাত
খ শিল্পখাত
● পরিবহন ও যোগাযোগ খাত
ঘ স্বাস্থ্য ও সেবাখাত
১৫. আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ কোন সুযোগ থেকে বঞ্চিত?
ক প্রযুক্তির স্বাস্থ্যের
খ স্বাস্থ্যের
গ কর্মসংস্থানের
● শিক্ষার
১৬. জনগণের জীবনযাত্রার মান নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে-
ক GNP বাড়লে
খ GDP বাড়লে
● মাথাপিছু আয় বাড়লে
ঘ সঞ্চয় বাড়লে
১৭. ২০১২-১৩ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ছিল?
ক ১৪.৩৩%
● ১৯.৫৪%
গ ২০.৫৪%
ঘ ২৪.৩৩%
১৮. বাংলার অর্থনীতির মেরুদণ্ড কোনটি?
● কৃষি
খ তাঁত
গ ভূমি
ঘ ব্যবসা
১৯. 19. GNP-এর পূর্ণরূপ কী?
● Gross national Product
খ Gross National People
গ Gross National Party
ঘ Gross National Production
২০. শিল্পখাতের উপখাত নয় কোনটি?
ক খনিজ ও খনন
খ ম্যানুফ্যাকচারিং
গ বিদ্যুৎ, গ্যাস ও পানি
● পরিবহন
২১. বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি?
ক মৎস্য
খ স্বাস্থ্যসেবা
● শিল্প
ঘ পরিবহন ও যোগাযোগ
২২. মানুষের জš§গত অধিকার কোনটি?
ক বস্ত্র
খ বাসস্থান
গ বিনোদন
● শিক্ষা
২৩. জনগণের জীবনমানের উন্নয়নে নিচের কোনটি করা প্রয়োজন?
ক শিল্প খাতের উৎপাদন বাড়ানো
খ সেবা খাতে বিনিয়োগ কমানো
গ কৃষি খাতকে আরও আধুনিকায়ন করা
● পরিকল্পিতভাবে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় সাধন করা
২৪. আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ কিসের অভাবে অসচেতন ও অদক্ষ?
ক পুষ্টিহীনতা
● শিক্ষা
গ চিকিৎসা
ঘ কর্মসংস্থান
২৫. মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
ক মালয়েশিয়া
● লিবিয়া
গ ব্র“নাই
ঘ সিঙ্গাপুর
২৬. আমাদের জাতীয় আয়ের একটি বড় অংশ আসে-
ক বৈদেশিক সাহায্য থেকে
● প্রবাসীদের প্রেরিত অর্থ থেকে
গ স্বাস্থ্য ও সেবা খাত থেকে
ঘ পরিবহন ও যোগাযোগ খাত থেকে
২৭. ২০০৮-০৯ সালে বাংলাদেশ অর্থনৈতিক মন্দার সম্মুখীন না হওয়ার কারণ কী?
ক দক্ষ মানবসম্পদ
● পর্যাপ্ত রেমিটেন্স
গ খনিজ সম্পদ প্রাপ্তি
ঘ কৃষি বিপ্লব
২৮. বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হলো-
র. শারীরিক শ্রম
রর. ব্যাংক বিমা
ররর. শিল্প
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
২৯. একটি দেশের উন্নয়ন প্রকাশ পায় কোনটির মাধ্যমে?
র. মোট জাতীয় উন্নয়ন
রর. মাথাপিছু আয়
ররর. প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩০. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূলে রয়েছে-
র. প্রবাসীদের আয় বৃদ্ধি
রর. জাতীয় আয়ে শিল্পখাতের অবদান বৃদ্ধি
ররর. ভোগ্যপণ্যের আমদানি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩১. দেশে উৎপাদন বাড়লে জনগণের জীবনযাত্রার ওপর কিরূপ প্রভাব পড়বে?
র. ক্রয়ক্ষমতা বাড়বে রর. দারিদ্র্য হ্রাস পাবে
ররর. বেকারত্ব বাড়বে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩২. কোনো দেশের জনগণের জীবনযাত্রার মানের সাথে সম্পর্কিত হচ্ছে-
র. বিভিন্ন খাতের উৎপাদন
রর. বেকারদের কর্মসংস্থানের সুযোগ
ররর. অর্থনৈতিক প্রবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৩. একটি দেশের উন্নয়ন বিচারের মানদণ্ড হচ্ছে-
র. মোট জাতীয় উৎপাদন রর. মাথাপিছু আয়
ররর. জীবনযাত্রার মান
নিচের কোনটি সঠিক?
ক র ও র
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪, ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও:
রকিব তার বাবার সাথে বাংলাদেশের জাতীয় উৎপাদনের বিভিন্ন খাতসমূহ নিয়ে আলোচনা করছিল। তার বাবা বলল আমাদের প্রধান একটি খাত রয়েছে যা থেকে ২০০৯-১০ অর্থবছরে ৩৯৬-লক্ষ মেট্রিকটন উৎপাদন করেছিল। জাতীয় উৎপাদনে যার অবদান ছিল ১৫.৬৫ শতাংশ।
৩৪. রকিবের বাবা কোন খাত সম্পর্কে বলছিল?
ক শিল্প খাত
খ সেবা খাত
● কৃষি ও বনজ খাত
ঘ মৎস্য খাত
৩৫. এ খাতের অন্তর্ভুক্ত হলো-
র. ম্যানুফ্যাকচারিং
রর. শষ্য ও শাকসবজি
ররর. খাদ্য ও বনজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৬. এ খাতের তাৎপর্য হলো-
র. অধিক উৎপাদন ব্যয়
রর. মোট জাতীয় উৎপাদনে ভূমিকা রাখে
ররর. উৎপাদন নির্দিষ্টকরণ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮নং প্রশ্নের উত্তর দাও :
ফাহিমের পিতা ৮ বছর ধরে ইতালিতে কর্মরত। ব্যাংকের মাধ্যমে তিনি দেশে টাকা পাঠান। তাদের পরিবারে এখন স্বচ্ছলতা ফিরে এসেছে।
৩৭. ফাহিমের পিতার পাঠানো অর্থকে বলা হয়-
ক মূলধন
খ মুনাফা
● রেমিটেন্স
ঘ অনুদান
৩৮. ফাহিমের পিতা টাকা পাঠানোর কারণে বাংলাদেশের বাড়ছে-
র. মাথাপিছু আয়
রর. অর্থনীতির সূচক
ররর. বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্য
৩৯. বাংলাদেশে অধিকাংশ লোকের জীবিকার প্রধান উপায় কী? (জ্ঞান)
● কৃষি
খ ব্যবসা
গ বাণিজ্য
ঘ চাকরি
৪০. ২০১২-২০১৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ কত? (জ্ঞান)
ক ৬,৭০, ৫৪৬ কোটি টাকা
খ ৮,৯০, ৫৭১ কোটি টাকা
গ ৯,২০, ৩৭৮ কোটি টাকা
● ১০,৩৭,৯৮৭ কোটি টাকা
৪১. বাংলাদেশের অধিকাংশ মানুষ কোথায় বসবাস করে? (জ্ঞান)
● গ্রামে
খ শহরে
গ বস্তিতে
ঘ উপশহরে
৪২. কিসের সাহায্যে একটি দেশের উন্নয়ন পরিমাপ করা হয়? (জ্ঞান)
● সূচক
খ মিটার
গ ওয়াট
ঘ কিলো
৪৩. বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কেমন? (জ্ঞান)
● ঊর্ধ্বমুখী
খ নিম্নমুখী
গ বহুমুখী
ঘ একমুখী
৪৪. জাতীয় উৎপাদনে এককভাবে কোনটির অবদান সবচেয়ে বেশি? (জ্ঞান)
ক পরিবহনের
খ বাণিজ্যের
গ নির্মাণ শিল্পের
● কৃষির
৪৫. আমাদের দেশ প্রবৃদ্ধির সূচকে এগিয়ে যাবে কীভাবে? (অনুধাবন)
ক জনসংখ্যা বৃদ্ধি পেলে
খ কৃষিতে রাসায়নিক সার দিলে
গ জনসংখ্যার বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করে
● কৃষি আমদানি বৃদ্ধিতে
৪৬. GDP -এর অর্থ কোনটি? (অনুধাবন)
ক মোট বিদেশি উৎপাদন
খ মোট জাতীয় আয়
● মোট দেশজ উৎপাদন
ঘ মোট মাথাপিছু আয়
৪৭. Gross National Product বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক মোট জাতীয় সম্পদ
খ মোট জাতীয় আয়
● মোট জাতীয় উৎপাদন
ঘ মোট দেশজ উৎপাদন
৪৮. উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্য কী?
ক কর্মসংস্থান সৃষ্টি করা
খ দারিদ্র্য হ্রাস করা
● জনগণের জীবনমান বৃদ্ধি করা
ঘ সামাজিক উন্নয়ন অব্যাহত রাখা
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post