৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন : রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল। যেকোনো রাষ্ট্র তার প্রণীত সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান। রাষ্ট্রকে সুশৃঙ্খল ও সঠিকভাবে পরিচালনার জন্য যাবতীয় কার্যাবলি রাষ্ট্র পরিচালনা করে।
এসব কার্যাবলি পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের রয়েছে তিনটি বিভাগ। এগুলো হলো আইন, শাসন ও বিচার বিভাগ। বাংলাদেশে স্থানীয় পর্যায়ে শাসনব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ব্যবস্থা হলো স্থানীয় সরকারব্যবস্থা। সরকারের সেবা সবার কাছে পৌঁছানোই এর উদ্দেশ্য। এ ব্যবস্থায় রয়েছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভা।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?
ক ১১
খ ১৩
● ১৫
ঘ ১৮
২. বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। কারণ-
র. জনগণই সকল ক্ষমতার উৎস
রর. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ররর. সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য। কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় ৩০০ আসনের কোনোটিতেই প্রার্থী ছিলেন না। তিনি একজন নির্বাচিত সদস্য হিসাবে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি চাকুরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধি বিল উত্থাপন করেন।
৩. মিসেস তাসলিমা কাদের ভোটে সদস্য নির্বাচিত হলেন?
ক জনগণের
খ মন্ত্রী পরিষদের
● সাংসদদের
ঘ উপজেলা চেয়ারম্যানদের
৪. মিসেস তাসলিমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচনের কারণ হচ্ছে-
র. মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা
রর. সংসদের সদস্য সংখ্যা বাড়ানো
ররর. নারীর স্বার্থ সংরক্ষণ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?
ক ১৫১
● ১৫৩
গ ১৬৪
ঘ ১৭০
৬. রাষ্ট্রের মূল চালিকাশক্তি কোনটি?
ক সার্বভৌমত্ব
● সরকার
গ মন্ত্রী
ঘ রাজনৈতিক দল
৭. ‘সরকারের সকল ক্ষমতা জনগণ কর্তৃক নিয়ন্ত্রিত’-এটি কোন সরকারব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য?
ক সমাজতন্ত্র
খ একনায়কতন্ত্র
● গণতন্ত্র
ঘ রাজতন্ত্র
৮. বাংলাদেশের সংসদ সদস্য সংখ্যা যদি ৩০০ জন হয় তাহলে কতজন সদস্যের ভোটে সংবিধান সংশোধন করা যাবে?
ক ১৫০
● ২০০
গ ২৫০
ঘ ৩০০
৯. প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?
ক প্রধানমন্ত্রী
খ আইনমন্ত্রী
গ প্রশাসন
● রাষ্ট্রপতি
১০. গ্রামাঞ্চলে স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
ক গ্রাম পরিষদ
খ জেলা পরিষদ
● ইউনিয়ন পরিষদ
ঘ উপজেলা পরিষদ
১১. ‘ক’ অঞ্চলের অধিবাসীরা একই ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে আবদ্ধ। উক্ত অঞ্চল বাংলাদেশে রাষ্ট্রীয় কোন মূলনীতিটি অনুসরণ করে?
ক গণতন্ত্র
খ সমাজতন্ত্র
● জাতীয়তাবাদ
ঘ ধর্মনিরপেক্ষতা
১২. কত সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত হয়?
ক ১৯৭১
● ১৯৭২
গ ১৯৭৩
ঘ ১৯৭৪
১৩. বাংলাদেশে কয়টি ইউনিয়ন পরিষদ আছে?
ক ৪২২৫
খ ৪২৫০
গ ৪৪৫০
● ৪৫৫০
১৪. কোন দেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে?
ক ভারত
● বাংলাদেশ
গ পাকিস্তান
ঘ শ্রীলংকা
১৫. ক্ষমতা বণ্টনের নীতি অনুসারে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
● দুই
খ তিন
গ চার
ঘ পাঁচ
১৬. কোনটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি?
● সরকার
খ স্বাধীন বিচার বিভাগ
গ ব্যাংক বীমা
ঘ আইন বিভাগ
১৭. বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনার ব্যবস্থা করা কোন স্থানীয় সরকারের কাজ?
ক ইউনিয়ন পরিষদ
● পৌরসভা
গ জেলা পরিষদ
ঘ উপজেলা পরিষদ
১৮. এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য ছোটখাটো বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা করার দায়িত্ব হলো-
ক পল্লী পরিষদের
খ গ্রাম পঞ্চায়েতের
গ উপজেলা পরিষদের
● ইউনিয়ন পরিষদের
১৯. সংবিধান কোন সংশোধনের মাধ্যমে চারটি মূলনীতি গ্রহণ করে?
ক নবম সংশোধনী
খ দশম সংশোধনী
গ চতুর্দশ সংশোধনী
● পঞ্চদশ সংশোধনী
২০. পরোক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয় কোন স্থানীয় সরকার ব্যবস্থায়?
ক ইউনিয়ন পরিষদে
খ পৌরসভায়
গ সিটি কর্পোরেশনে
● জেলা পরিষদে
২১. রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি?
ক ছয়
খ দুই
গ তিন
● চার
২২. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
ক ১৫১
খ ১৫২
● ১৫৩
ঘ ১৫৪
২৩. রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি?
ক ২
● ৪
গ ৬
ঘ ১২
২৪. কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে কোন সরকার পদ্ধতিতে?
ক যুক্তরাষ্ট্রীয়
খ সমাজতান্ত্রিক
গ একনায়কতান্ত্রিক
● এককেন্দ্রিক
২৫. “এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহিদের রক্তের অক্ষরে”-এটি কার উক্তি?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ ড. কামাল হোসেন
গ সৈয়দ নজরুল ইসলাম
ঘ তাজউদ্দিন আহমদ
২৬. সংবিধানের সর্বশেষ সংশোধনী (পঞ্চদশ) গৃহীত হয় কখন?
ক ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি
খ ২০১০ সালের ১৭ এপ্রিল
গ ২০১১ সালের ২৭ মে
● ২০১১ সালের ৩০ জুন
২৭. বাংলাদেশ সংবিধানের পরিবর্তন বা সংশোধনের দায়িত্ব পালন করে
ক রাষ্ট্রপতি
● জাতীয় সংসদ
গ প্রধানমন্ত্রী
ঘ নির্বাচন কমিশন
২৮. সীমিত অর্থে শাসন বিভাগ বলতে বোঝায়-
● সরকার প্রধান ও তার মন্ত্রিপরিষদ
খ রাষ্ট্রপ্রধান ও সচিবালয়
গ রাষ্ট্রপ্রধান ও তার মন্ত্রিপরিষদ
ঘ মন্ত্রিপরিষদ ও প্রধান বিচারপতি
২৯. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
ক প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি
গ সংসদ
ঘ সচিব
৩০. শাসন বিভাগের সর্বনিম্নে রয়েছেন
ক জনগণ
● চৌকিদার
গ মেম্বার
ঘ চেয়ারম্যান
৩১. জাতীয় তহবিলের অভিভাবক কে?
ক বিচার বিভাগ
খ শাসন বিভাগ
গ রাষ্ট্রপতি
● আইন বিভাগ
৩২. দণ্ডিত ব্যক্তির দণ্ড মওকুফ বা হ্রাস করার ক্ষমতা আছে কার?
ক প্রধানমন্ত্রীর
● রাষ্ট্রপতি
গ স্পিকারের
ঘ প্রধান বিচারপতির
৩৩. মারুফ মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। মারুফের দণ্ড মওকুফ করার ক্ষমতা রয়েছে
ক প্রধান বিচারকের
খ অ্যাটর্নি জেনারেলের
● রাষ্ট্রপতির
ঘ প্রধানমন্ত্রীর
৩৪. স্থানীয় সরকারের সর্বনি¤œ স্তর কোনটি?
ক গ্রাম পরিষদ
● ইউনিয়ন পরিষদ
গ উপজেলা পরিষদ
ঘ জেলা পরিষদ
৩৫. কয়টি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত?
ক ৬
● ৯
গ ১০
গ ১২
৩৬. পৌরসভার সদস্য সংখ্যা কিসের ওপর নির্ভর করে?
● আয়তন ও লোকসংখ্যা
খ আয়তন ও শিক্ষিতের হার
গ জনসংখ্যা ও কর্মসংস্থান
ঘ জনসংখ্যা ও শিল্প প্রতিষ্ঠান
৩৭. স্থানীয় সরকারের কোন কাঠামোটির নির্বাচন প্রক্রিয়া ভিন্নতর?
ক ইউনিয়ন পরিষদ
খ পৌরসভা
● জেলা পরিষদ
ঘ উপজেলা পরিষদ
৩৮. বাংলাদেশে স্থানীয় সরকার কাঠামোর কোন স্তরের সবাই পরোক্ষভাবে নির্বাচিত?
ক ইউনিয়ন পরিষদ
খ উপজেলা পরিষদ
● জেলা পরিষদ
ঘ সিটি কর্পোরেশন
৩৯. বাংলাদেশ সরকারের একজন সচিব সরকারের কোন বিভাগের আওতায় পড়েন?
ক বিচার বিভাগ
● শাসন বিভাগ
গ আইন বিভাগ
ঘ সচিবালয়
৪০. বাংলাদেশ সরকারব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে-
র. মন্ত্রিপরিষদ শাসিত সরকার
রর. গণতান্ত্রিক রাষ্ট্র
ররর. যুক্তরাষ্ট্রীয় সরকার
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪১. জেলা পরিষদের কাজ হলো-
র. রাস্তাঘাট নির্মাণ রর. শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ
ররর. বিবাহ নিবন্ধন করা
নিচের কোনটি সঠিক?
ক র খ রর ● র ও রর ঘ রর ও ররর
৪২. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হলো-
র. ঐক্য
রর. সংহতি
ররর. স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৩. বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। কারণ-
র. জনগণই সকল ক্ষমতার উৎস
রর. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ররর. সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৪ ও ৪৫নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস রুমানা জাতীয় সংসদের একজন সম্মানিত সদস্য। কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় ৩০০ আসনের কোনোটিতেই প্রার্থী ছিলেন না। তিনি একজন মনোনীত সদস্য হিসেবে জাতীয় সংসদে সরকারি চাকরির ক্ষেত্রে নারী কোটা বিল সংসদে উত্থাপন করেন।
৪৪. মিসেস রূমানা কাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেন?
ক জনগণের
খ উপজেলা চেয়ারম্যানদের
গ জাতীয় সংসদ সদস্যদের
● মন্ত্রীপরিষদের সদস্যদের
৪৫. মিসেস রুমানাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের কারণ হচ্ছে-
র. মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি
রর. সংসদের সদস্য সংখ্যা বাড়ানো
ররর. নারীর স্বার্থ সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও :
৮ম শ্রেণির ছাত্র সুজন টিভিতে একটি টকশো অনুষ্ঠান দেখে। উক্ত অনুষ্ঠানে চার-পাঁচ জন বক্তা দেশের একটি চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন তর্ক-বিতর্ক করলে অনুষ্ঠানের সঞ্চালক তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং মাঝে মধ্যে সিদ্ধান্তে উপনীত হন।
৪৬. উক্ত টকশো অনুষ্ঠানটির সঞ্চালক নিচের কোন পদটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক রাষ্ট্রপতি
● স্পীকার
গ প্রধানমন্ত্রী
ঘ স্বরাষ্ট্রমন্ত্রী
৪৭. উক্ত পদের জন্য সঠিক তথ্য হলো-
র. সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত
রর. মৃত্যুদণ্ড মওকুফ করতে পারেন
ররর. জাতীয় তহবিলের অভিভাবক
নিচের কোনটি সঠিক?
● র খ রর
গ র ও রর
ঘ রর ও ররর
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post