৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন : বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীতে মানুষ একদিকে যেমন তার জীবনকে করেছে সুখ ও স্বাচ্ছন্দ্যময়, তেমনি করেছে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত ও ভারসাম্যহীন। ফলে নানা কারণে দিন দিন বেড়ে চলেছে পৃথিবীর উষ্ণতা যাকে বলে বৈশ্বিক উষ্ণায়ন। প্রকৃতি ও জলবায়ুর নানা পরিবর্তনের ফলে সৃষ্ট এ বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ গ্রিন হাউস গ্যাস।
যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি স্বাভাবিক জীবনযাপনকে বিপর্যস্ত করে ও পরিবেশের ভারসাম্য নষ্ট করে তাকে বলে দুর্যোগ। দুর্যোগ দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং তার ওপর সাধারণত মানুষের হাত থাকে না। কিন্তু মানবসৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডের ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে।
প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে-বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো ইত্যাদি। আর মানবসৃষ্ট দুর্যোগগুলোর মধ্যে যুদ্ধবিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ ইত্যাদি অন্যতম। বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চল কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। তবে এসব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ‘সুনামি’ সর্বাধিক বিস্ময় সৃষ্টিকারী ও সর্বাপেক্ষা ধ্বংসকারী বলে পরিগণিত। সুনামি ছাড়া অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কয়েকটি হচ্ছে ভূমিধস, বন উজাড়, জলাভূমি ভরাট ও অগ্নিকাণ্ড।
ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল। এদেশের মানুষ যুগ যুগ ধরে দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। প্রাকৃতিক দুর্যোগকে বেশিরভাগ ক্ষেত্রেই রোধ করা যায় না। তবে উপযুক্ত পূর্বপ্রস্তুতি এবং কর্মপরিকল্পনা গ্রহণ করে এসব দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
ক ১৬
খ ১৯
গ ২০
● ২৫
২. বনভূমির বৃক্ষ নিধনের ফলে-
র. বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে
রর. পৃথিবী মরুময় হয়ে যাচ্ছে
ররর. সুনামির সৃষ্টি হচ্ছে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ রর ও ররর
গ র ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অনিন্দ্য টেলিভিশনে দেখতে পেল একটি দেশের পার্শ্ববর্তী সমুদ্র তলদেশে অগ্ন্যুৎপাত ঘটায় দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
৩. উক্ত ঘটনার ফলে কোন দুর্যোগটি ঘটতে পারে?
● সুনামি
খ খরা
গ সাইক্লোন
ঘ ভূমিধস
৪. উক্ত ঘটনার ফলে সৃষ্ট দুর্যোগটি বেশি ঘটার সম্ভাবনা রয়েছে-
র. পাহাড়ি এলাকায়
রর. সমুদ্রতীরবর্তী এলাকায়
ররর. ভূমিকম্পপ্রবণ অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৫. বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে?
ক পূর্বাঞ্চল খ পশ্চিমাঞ্চল
● উত্তরাঞ্চল
ঘ দক্ষিণাঞ্চল
৬. বায়ুর মূল উপাদান হলো-
ক অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
খ অক্সিজেন ও মিথেন
গ নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
● নাইট্রোজেন ও অক্সিজেন
৭. কোন দুর্যোগ চলাকালীন সময়ে লিফ্ট ব্যবহার করা যাবে না?
ক অগ্নিকাণ্ড
খ ঘূর্ণিঝড়
● ভূমিকম্প
ঘ সুনামি
৮. পরিবেশ দূষণের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ কোনটি?
ক শিল্পকারখানার বর্জ্য
খ কালো ধোঁয়া
● বন উজাড়করণ
ঘ জীবাশ্ম জালানির ব্যবহার
৯. গাছাপালা প্রাণীদের কাছ থেকে কী পায়?
● কার্বন ডাইঅক্সাইড
খ নাইট্রোজেন
গ অক্সিজেন
ঘ হাইড্রোজেন
১০. কোনটি থেকে এইচসিএফসি গ্যাস উৎপন্ন হয়?
● রেফ্রিজারেট
খ মোটরগাড়ি
গ কলকারখানার ধোঁয়া
ঘ ডিজেলচালিত ইঞ্জিন
১১. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো-
● বৈশ্বিক উষ্ণায়ন
খ রাসায়নিক সার
গ কীটনাশক
ঘ জনসংখ্যা বৃদ্ধি
১২. ভূপৃষ্ঠের নিকটতম স্তর কোনটি?
● ট্রপোস্ফিয়া
খ মেসোমণ্ডল
গ তাপমণ্ডল
ঘ ওজনস্তর
১৩. বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ার কারণ কী?
ক সামাজিক বিশৃঙ্খলা
খ রাজনৈতিক অস্থিরতা
● ভৌগোলিক অবস্থান
ঘ মানুষের অসাবধানতা
১৪. সূর্য হতে নিঃসৃত অতি বেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তর?
ক ট্রোপোস্ফিয়ার
● ওজন স্তর
গ লিথোস্ফিয়ার
ঘ হাইড্রোস্ফিয়ার
১৫. বনাঞ্চলে অগ্নিকাণ্ডের কারণ কোনটি?
ক অসাবধানতা
● প্রচণ্ড দাবদাহ
গ গাছে গাছে ঘর্ষণ
ঘ রাসায়নিক বিক্রিয়া
১৬. সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়?
ক টর্নেডো খ টাইফুন
● সুনামি
ঘ সিডর
১৭. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে-
ক জমির উর্বরতা বাড়বে
● উপকূল প্লাবিত হবে
গ গাছপালা বৃদ্ধিপ্রাপ্ত হবে
ঘ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হবে
১৮. ওজন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠের অতি বেগুণি রশ্মির প্রভাব কতভাগ বৃদ্ধি পেয়েছে?
ক ৩
● ৫
গ ৭
ঘ ৯
১৯. গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে নিম্নের কোন গ্যাসটির পরিমাণ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে?
ক মিথেন
● কার্বন ডাইঅক্সাইড
গ নাইট্রাস অক্সাইড
ঘ কার্বন মনোঅক্সাইড
২০. বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার কারণ-
● বৃক্ষ নিধন
খ অতিরিক্ত যানবাহন
গ জনসংখ্যা বৃদ্ধি
ঘ শিল্প বর্জ্য
২১. নিচের কোনটি দুর্যোগপূর্ব করণীয় কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত?
ক ৫নং বিপদসংকেত শুনে আশ্রয়কেন্দ্রে যাওয়া
খ আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা
● সতর্কসংকেত ও তার ব্যাখ্যা সম্পর্কে জানা
ঘ ত্রাণ বিতরণে সহযোগিতা করা
২২. বাংলাদেশে কোন প্রাকৃতিক দুর্যোগটি প্রায়ই দেখা যায়?
● বন্যা
খ জলোচ্ছ্বাস
গ ভূমিকম্প
ঘ খরা
২৩. ‘সিএফসি’ এর পূর্ণরূপ কী?
ক কার্বন ফ্লোরো ক্লোরো গ্যাস
খ ফ্লোরো ফ্লোরিন কার্বলিক এসিড
● ক্লোরোফ্লোরোকার্বন
ঘ ক্লোরিন ফ্লোরিন কার্বন
২৪. গ্রিনহাউস গ্যাসের মধ্যে গত এক শতাব্দীতে কার্বন-ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে যথাক্রমে-
● ২৫ ও ১৯ ভাগ
খ ১৯ ও ২৫ ভাগ
গ ২৫ ও ১০০ ভাগ
ঘ ১৯ ও ১০০ ভাগ
২৫. বায়ুর মূল উপাদান কোনটি?
ক অক্সিজেন ও নাইট্রাস অক্সাইড
● নাইট্রোজেন ও অক্সিজেন
গ নাইট্রোজেন ও মিথেন
ঘ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড
২৬. শিল্প কারখানার বর্জ্য ও কালো-ধোঁয়া থেকে প্রচুর পরিমাণে কী নির্গত হয়?
ক ম্যাঙ্গানিজ
খ লোহা
গ কার্বন
● পারদ
২৭. পরিবেশ ভয়ানকভাবে বিপন্ন হওয়ার কারণ কী?
● উষ্ণায়ন
খ ভূমিক্ষয়
গ শৈত্যপ্রবাহ
ঘ লবণাক্ততা
২৮. দুর্যোগ কয় ধরনের?
● ২
খ ৩
গ ৪
ঘ ৫
২৯. কোনটি মানবসৃষ্ট দুর্যোগ?
ক অগ্নিকাণ্ড ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
খ নদী ভাঙন ও বনভূমি বিনাস
● জলাবদ্ধতা ও মরুকরণ
ঘ সাম্প্রদায়িক দাঙ্গা ও খরা
৩০. ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় কত মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়?
ক ৬.৯
খ ৮.৭
● ৮.৯
ঘ ৯.৮
৩১. ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামির প্রত্যক্ষ ফল হলো-
● বিদ্যুৎ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়
খ বাতাসে কার্বন নির্গত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়
গ সাইক্লোনের তীব্রতা বেড়ে যায়
ঘ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়
৩২. কোন অঞ্চলটি বেশি ঝুঁকিপূর্ণ ভূমিধসপ্রবণ অঞ্চল?
ক খুলনা
খ বরিশাল
● কক্সবাজার
ঘ সিরাজগঞ্জ
৩৩. আইলা ও সিডরে সুন্দরবনের কত অংশ নষ্ট হয়েছে?
ক এক-তৃতীয়াংশ
খ এক-পঞ্চমাংশ
গ এক-দশমাংশ
● এক-চতুর্থাংশ
৩৪. বাংলাদেশের বনভূমি কমে যাওয়ার ফলে-
র. খরা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে রর. অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে
ররর. মরুকরণের ঝুঁকি বাড়ছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৫. বৈশ্বিক উষ্ণায়নের কারণ হলো-
র. নগরায়ণ
রর. কৃষিকাজের জন্য অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহার
ররর. বনায়ন নিধন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৬. বনভূমির বৃক্ষ নিধনের ফলে-
র. বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে রর. পৃথিবী মরুময় হয়ে যাচ্ছে
ররর. সুনামির সৃষ্টি হচ্ছে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৭. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশে-
র. ম্যানগোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে
রর. উপকূলীয় এলাকার কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে
ররর. মিঠাপানির মাছ হারিয়ে যাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৮. বৈশিক উষ্ণায়নের কারণে বাংলাদেশের
র. প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হচ্ছে
রর. খাদ্যশস্য উৎপাদন হ্রাস পাচ্ছে
ররর. উপকূলীয় অঞ্চল প্লাবিত হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৯. বৈশ্বিক উষ্ণায়নের ফলে ক্রমাগত উত্তপ্ত হচ্ছে-
র. বায়ুমণ্ডল
রর. পৃথিবী
ররর. সমুদ্রপৃষ্ঠ
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ র ও রর
● র, রর ও ররর
৪৮. অনাবৃষ্টি, টর্নেডো, সাইক্লোন প্রভৃতি দুর্যোগ কখন ঘটে? (জ্ঞান)
● শুষ্ক মৌসুমে
খ শীত মৌসুমে
গ বর্ষাকালে
ঘ স্বাভাবিক মৌসুমে
৪৯. পরিবেশ ভয়ানকভাবে বিপন্ন হওয়ার কারণ কী?
● উষ্ণায়ন
খ শৈত্যপ্রবাহ
গ কুয়াশা
ঘ ভূমিক্ষয়
৫০. গ্রিনহাউস গ্যাসের অপর নাম কী? (জ্ঞান)
ক আলো বৃদ্ধিকারক গ্যাস
● তাপ বৃদ্ধিকারক গ্যাস
গ তাপ হ্রাসকারক গ্যাস
ঘ বায়ু বৃদ্ধিকারক গ্যাস
৫১. গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বেড়েছে কত ভাগ? (জ্ঞান)
ক ৭০
খ ৮০
ঘ ৯০
● ১০০
৫২. সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত কিমি? (জ্ঞান)
ক ১০
গ ১১
● ১২
ঘ ১৪
৫৩. বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তরের নাম কী? (জ্ঞান)
ক ওজোনস্তর
● ট্রপোস্ফিয়ার
গ লেয়ার
ঘ রেমোফেয়ার
৫৪. সবুজ উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? (জ্ঞান)
ক নাইট্রোজেন
● কার্বন ডাইঅক্সাইড
গ মিথেন
ঘ জলীয় বাষ্প
৫৫. সমুদ্রের পানি বৃদ্ধির কারণে কী সৃষ্টি হয়? (জ্ঞান)
● জোয়ার
খ ভাটা
গ উজান
ঘ তীর
৫৬. বায়ুমণ্ডলের গৌণ গ্যাসগুলোকে কী বলা হয়? (জ্ঞান)
ক সিএফসি
● গ্রিন হাউস
গ এইচসিএফসি
ঘ ওজনস্তর
৫৭. জলবায়ুর পরিবর্তন হয় কেন? (অনুধাবন)
● ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে
খ ভূপৃষ্ঠের তাপমাত্রা হ্রাসের কারণে
গ ভূপৃষ্ঠে নোংরা আবর্জনা বৃদ্ধির কারণে
ঘ ভূপৃষ্ঠে সুনামির কারণে
৫৮. সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোনটি? (জ্ঞান)
ক ট্রপোস্ফিয়ার
● ওজনস্তর
গ মেসোস্ফিয়ার
ঘ বায়ুস্তর
৫৯. ওজনস্তর কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? (জ্ঞান)
ক ১০
খ ১৫
● ২০
ঘ ২৫
৬০. ওজনস্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে?
ক ৩
● ৫
গ ৭
ঘ ৯
৬১. পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি? (জ্ঞান)
ক যানজট খ জনসংখ্যা
গ দরিদ্র
● বন উজাড়
৬২. বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে কিসের ভূমিকা গুরুত্বপূর্ণ? (জ্ঞান)
ক হাওর বাঁওড়
খ খালবিল
গ নদীনালা
● মহাসমুদ্র
৬৩. উদ্ভিদ আমাদের জন্য ত্যাগ করে- (অনুধাবন)
ক হাইড্রোজেন
খ নাইট্রোজেন
● অক্সিজেন
ঘ জলীয়বাষ্প
৬৪. পৃথিবীপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কেন? (অনুধাবন)
ক বনায়নের কারণে
● উষ্ণায়নের কারণে
গ সমুদ্রের কারণে
ঘ সুনামির কারণে
৬৫. সাইক্লোনের তীব্রতা বেড়ে যাওয়ার কারণ কী? (অনুধাবন)
● সমুদ্রের নিম্নচাপ
খ সমুদ্রের উচ্চ চাপ
গ সমুদ্রের জলোচ্ছ্বাস
ঘ সমুদ্রের সুনামি
৬৬. মহাসমুদ্র দূষিত হচ্ছে কীভাবে? (অনুধাবন)
● তেজস্ক্রিয় বর্জ্য দ্বারা
খ মাছের পরিমাণ বৃদ্ধি পাওয়ায়
গ কালো ধোঁয়া দ্বারা
ঘ পানিতে আর্সেনিক থাকায়
৬৭. শরিফ বাড়িতে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার প্রভৃতি আসবাবপত্র ব্যবহার করে। এগুলো ব্যবহারের ফলে কী উৎপন্ন হয়? (প্রয়োগ)
ক মিথেন গ্যাস
খ জলীয়বাষ্প
● গ্রিনহাউস গ্যাস
ঘ মুখ্য গ্যাস
৬৮. বিশ্বের উন্নত দেশগুলো পরিবেশ নষ্ট করছে কীভাবে? (অনুধাবন)
● জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে
খ বনায়নের মাধ্যমে
গ শিক্ষার বিস্তার ঘটিয়ে
ঘ প্রযুক্তির অগ্রগতি ঘটিয়ে
৬৯. হাফিজের বাড়ি বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে। জমির উর্বরা শক্তি হ্রাস পাওয়ায় কৃষি উৎপাদন কমে গেছে। অন্যদিকে অনেক রকম মিঠা পানির মাছও হারিয়ে যাচ্ছে। এগুলোর জন্য তুমি কোন কারণটিকে চিহ্নিত করবে? (প্রয়োগ)
ক নদীর অপব্যবহার
খ বন নিধন
● সমুদ্রের লবণাক্ত পানি
ঘ যানবাহনের ধোঁয়া
৭০.পৃথিবীর চারদিকের আচ্ছাদনটি কিসের?
ক নাইট্রোজেন
● গ্রিনহাউস গ্যাস
গ অক্সিজেন
ঘ ধোঁয়া উদগীরণ
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৮ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post