৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন : সাধারণভাবে দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকেই বলা হয় দেশটির জনসংখ্যানীতি। দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এ নীতি প্রণয়ন করা হয়। এ নীতির লক্ষ্য হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের নাগরিকদের জীবনমানের উন্নতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা।
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (NGO) বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষকে পুনর্বাসনে সহায়তার মাধ্যমে তারা কাজ শুরু করে। বর্তমানে এ সংস্থাগুলোর কাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণে তাদের কার্যক্রমের মধ্যে কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প, দুই সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্য বাস্তবায়ন, প্রশিক্ষণ কার্যক্রম, সচেতনতা কার্যক্রম, ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি উল্লেখযোগ্য।
জমির পরিমাণ ও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা এমনিতেই খুব বেশি। আগের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এলেও চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমে আসায় দেশের জনসংখ্যা বাড়ছে। দেশের অশিক্ষিত কর্মহীন জনগোষ্ঠীর বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে অনায়াসে জনসম্পদে পরিণত করা সম্ভব।
এভাবে দেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ ব্যাপারে আমরা চীন, ভারত প্রভৃতি দেশের অনুকরণ করতে পারি। তাছাড়া জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে বাংলাদেশ সরকারও নানা উদ্যোগ হাতে নিয়েছে। সরকারি এসব উদ্যোগের বাস্তবায়ন বর্তমানে একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে বাংলাদেশ এর সুফল পাবে বলে আশা করা যায়।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. প্রতি বছর কোন তারিখ বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
● ২রা ফেব্র“য়ারি
খ ২১শে ফেব্র“য়ারি
গ ৮ই মার্চ
ঘ ১লা মে
২. বাংলাদেশে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় হচ্ছে-
র. শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ
রর. কৃষি, শিল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রাধিকার
ররর. দক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা
নিচের কোনটি সঠিক?
ক র
● র ও রর
গ রর
ঘ রর ও ররর
৩. কোন ক্ষেত্রে অবদান রাখার জন্য ২০১০ সালে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করে?
ক দুর্নীতি দূরীকরণ
খ পরিষ্কার পরিচ্ছন্নতা
গ মাতৃমৃত্যু হ্রাস
● শিশুমৃত্যু হ্রাস
৪. কত তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
ক ০১ জানুয়ারি
খ ১০ জানুয়ারি
● ০২ ফেব্রুয়ারি
ঘ ১০ ফেব্রুয়ারি
৫. রুনা ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। সে ২০০ টাকা হারে উপবৃত্তি পায়। সে কোন শ্রেণি পর্যন্ত উপবৃত্তি পাবে?
ক সপ্তম
খ অষ্টম
গ দশম
● দ্বাদশ
৬. জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নয় কোনটি?
ক কাজি অফিসে বিয়ে রেজিষ্ট্রেশনের ওপর জোর দেওয়া
● সবার অধিকার নিশ্চিত করা
গ হাঁস-মুরগির খামার প্রকল্প চালু করা
ঘ বিনামূল্যে বই সরবরাহ করা
৭. বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য কয়টি?
ক ৫
● ৭
গ ৯
ঘ ১১
৮. তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কোন দেশ বেশ এগিয়ে আছে?
● ভারত
খ নেপাল
গ বাংলাদেশ
ঘ মায়ানমার
৯. শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করে কত সালে?
ক ২০১৫
খ ২০১৪
গ ২০১২
● ২০১০
১০. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?
ক ১১৬০ মার্কিন ডলার
খ ১১৭০ মার্কিন ডলার
গ ১১৮০ মার্কিন ডলার
● ১১৯০ মার্কিন ডলার
১১. প্রতি বছর বাংলাদেশে কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
● ২রা ফেব্রুয়ারি
খ ২১শে ফেব্রুয়ারি
গ ৮ই মার্চ
ঘ ১লা মে
১২. বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?
ক ১০০৫
খ ১০১০
● ১০১৫
ঘ ১০২০
১৩. পরিকল্পিত পরিবারের কতজন সন্তান থাকে?
ক ১
● ২
গ ৩
ঘ ৪
১৪. কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান কোনটির?
● জনসম্পদ
খ খনিজসম্পদ
গ কৃষিজসম্পদ
ঘ শিল্পসম্পদ
১৫. বাংলাদেশে বর্তমানে মাতাপিছু আয় কত মার্কিন ডলার?
ক ১১৫০
● ১১৯০
গ ১২৫০
ঘ ১২৯০
১৬. আমেরিকার প্রতি বর্গকিলোমিটারে কত জন লোক বাস করে?
● ৩২
খ ৩৪
গ ৪২
ঘ ৪৪
১৭. বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস কোন তারিখে পালন করা হয়?
ক ৮ জানুয়ারি
● ২ ফেব্রুয়ারি
গ ১ জুন
ঘ ৩ জুলাই
১৮. কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় যে সেবা প্রদান করা হয়, তা হলো-
র. বিনামূল্যে জটিল রোগের চিকিৎসা প্রদান
রর. পরিবার ছোট রাখার জন্য পরামর্শ প্রদান
ররর. পুষ্টি শিক্ষা প্রদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
১৯. সরকারের জনসংখ্যা নিয়ন্ত্রণের পদক্ষেপসমূহ হচ্ছে-
র. নিরক্ষরতা দূরীকরণ
রর. শিক্ষার হার বাড়ানো
ররর. নারীশিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২০. জনসংখ্যা নিয়ন্ত্রণে ও নারীশিক্ষা প্রসারে সরকারের গৃহীত কোন পদক্ষেপটি অধিক কার্যকর?
র. বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ রর. সমাপনী পরীক্ষা চালু
ররর. উপবৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
রহিমা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। তার বড় বোন জামিলা শিক্ষকতা করেন। তার মা বাড়িতে হাঁস-মুরগি পালন করেন।
২১. রহিমা ও জমিলার মতো নারীদের কাজটি কোন বিষয়টি নির্দেশ করে?
ক নারীদের সেবাগ্রহণ
খ নারীর শিক্ষাগ্রহণ
● নারীর অংশগ্রহণ
ঘ নারীর বৃত্তিগ্রহণ
২২. উক্ত বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
র. নিরক্ষরতা দূরীকরণে
রর. শিক্ষার হার বৃদ্ধিতে
ররর. জনসংখ্যা নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
● ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
রাজ্জাক স্যার ছাত্রদের বলছিলেন হাজার হাজার মানুষ বাংলাদেশ গার্মেন্টস শিল্পে কাজ করছে। বিদেশেও মানুষ যাচ্ছে। মানুষ নানা ধরনের কাজ করছে।
২৩. উল্লিখিত বিষয়ে আরও সফলতা আসতে পারে-
র. কর্মমুখী শিক্ষার প্রসারে
রর. পরিবার পরিকল্পনার কর্মসূচির প্রসারে
ররর. প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
২৪. বাংলাদেশ সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে?
ক নারীশক্তিকে
খ জনশক্তিকে
গ প্রাকৃতিক শক্তিকে
● যুব শক্তিকে
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা আদনান সাহেবের কাজ পরিবার পরিকল্পনা বিষয়ে পোস্টার, ক্যালেন্ডার চটি-সাময়িকী তৈরি করে সারাদেশে বিতরণের ব্যবস্থা করা।
২৫. আদনান সাহেবের কাজগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে কোন ধরনের উদ্যোগ?
ক কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প
● সচেতনতা কার্যক্রম
গ বাল্যবিবাহ রোধ ও বিলম্বে বিয়ের জন্য উদ্বুদ্ধকরণ
ঘ প্রশিক্ষণ কার্যক্রম
২৬. উক্ত কার্যক্রমের ফলে
র. বাল্যবিবাহ হ্রাস পাবে
রর. বিলম্বে বিবাহ হ্রাস পাবে
ররর. পরিবার ছোট রাখা যাবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
বাংলাদেশের জনসংখ্যানীতি
২৭. বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? (জ্ঞান)
ক ১১৫০
খ ১১৭০
● ১১৯০
ঘ ১২০০
২৮. সাধারণভাবে দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
● জনসংখ্যা নীতি
খ জনসংখ্যা স্থানান্তর
গ জনসংখ্যা পুনর্বাসন
ঘ জনসংখ্যার সুষ্ঠু বণ্টন
২৯. আমেরিকা যুক্তরাষ্ট্রের জনগণের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? (জ্ঞান)
● ৫১,১৬৩
খ ৫১,২৩২
গ ৫১,২৯০
ঘ ৫১,৩৪৪
৩০. নিচের কোন ধারণা দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত? (জ্ঞান)
● জনসংখ্যা ও উন্নয়ন
খ বাল্যবিবাহ ও বহুবিবাহ
গ রাষ্ট্র ও দারিদ্র্য
ঘ পরিবার ও বেকারত্ব
৩১. সোহরাব সাহেব তার পরিবারকে ছোট রাখতে চান, সেজন্য তিনি কী করবেন? (প্রয়োগ)
ক যৌথ পরিবারে বাস করবেন
● পরিবার পরিকল্পনা গ্রহণ করবেন
গ সন্তান গ্রহণ থেকে বিরত থাকবেন
ঘ বিবাহ করা থেকে বিরত থাকবেন
৩২. বাংলাদেশে জনসংখ্যা সমস্যা অত্যন্ত ভয়াবহ। এ সমস্যা নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ কোনটি? (উচ্চতর দক্ষতা)
● জনগণকে শিক্ষিত করা
খ রাজনৈতিক অস্থিরতা দূর করা
গ আইনের শাসন কায়েম করা
ঘ সমাজের কুসংস্কার দূর করা
৩৩. কিসের ওপর একটি দেশের উন্নয়ন অনেকখানি নির্ভর করে?
ক নারী শিক্ষার
খ জনসংখ্যানীতির
● জনসংখ্যার
ঘ প্রযুক্তির
৩৪. জনসংখ্যা নীতি বলতে কী বোঝায়? (অনুধাবন)
● জনসংখ্যা উন্নয়নে গৃহীত পরিকল্পনা
খ পরিবার পরিকল্পনা গ্রহণ
গ পরিবার পরিকল্পনায় সরকারি পদক্ষেপ
ঘ পরিবার পরিকল্পনায় বেসরকারি উদ্যোগ
৩৫. বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য অনুসারে দেশের কোন পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে? (জ্ঞান)
ক গ্রাম
● ইউনিয়ন
গ জেলা
ঘ বিভাগ
৩৬. নাদিমের বয়স ৫০ বছর, কিন্তু সে নিরক্ষর। অক্ষর জ্ঞান লাভের জন্য সে কোন কার্যক্রমের সাহায্য নিতে পারে? (প্রয়োগ)
● গণশিক্ষা
খ প্রাথমিক শিক্ষা
গ বহুমুখী শিক্ষা
ঘ কারিগরি শিক্ষা
৩৭. জনসংখ্যা সম্পর্কে বাংলাদেশের স্লোগান কী? [ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম]
● ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট
খ ছেলে হোক মেয়ে হোক তিনটি সন্তানই যথেষ্ট
গ ছেলে হোক মেয়ে হোক চারটি সন্তানই যথেষ্ট
ঘ ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট
৩৮. সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন? (অনুধাবন)
ক উচ্চ শিক্ষার হার বৃদ্ধি করার জন্য
খ মাথাপিছু আয় বৃদ্ধির জন্য
● নিরক্ষরতা দূরীকরণের জন্য
ঘ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য
৩৯. কোন শ্রেণি থেকে কোন শ্রেণি পর্যন্ত সরকার মেয়েদের উপবৃত্তি প্রদান করছে? [জে ভি গভ. গার্লস হাইস্কুল, কিশোরগঞ্জ]
ক পঞ্চম থেকে ষষ্ঠ
খ সপ্তম থেকে অষ্টম
গ নবম থেকে দশম
● ষষ্ঠ থেকে দ্বাদশ
৪০. বিপাশা ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে, সে ২০০ টাকা হারে উপবৃত্তি পায়। সে কোন শ্রেণি পর্যন্ত এ উপবৃত্তি পাবে? [গভ. ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক ১০ম
● দ্বাদশ
গ ৮ম
ঘ ৫ম
৪১. কত সালের মধ্যে সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ? [শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, যশোর; বরিশাল জিলা স্কুল]
ক ২০১১
খ ২০১২
গ ২০১৪
● ২০১৫
৪২. সরকার কোন শিক্ষা প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে?
ক শিশুশিক্ষা
● নারীশিক্ষা
গ বয়স্কশিক্ষা
ঘ গণশিক্ষা
৪৩. সরকার পরিবার ছোট রাখার জন্য কোন কার্যক্রম চালু করেছে?
● স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম
খ সচেতনতা কার্যক্রম
গ পরিবার পরিকল্পনা কার্যক্রম
ঘ বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম
৪৪. জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ হিসেবে বিয়ের ক্ষেত্রে কোনটির ওপর জোর দেওয়া হয়েছে? (জ্ঞান)
ক বয়স
খ যৌতুক
● রেজিস্ট্রেশন
ঘ কাবিননামা
৪৫. তৌফিক সাহেব ও তার স্ত্রী দুটির বেশি সন্তান গ্রহণ করতে চায় না। তারা কোন কর্মসূচির সহায়তা নিতে পারে? (প্রয়োগ)
ক জনসংখ্যা নিয়ন্ত্রণ
● পরিবার পরিকল্পনা
গ জনসংখ্যানীতি
ঘ প্রজনন স্বাস্থ্যসেবা
৪৬. হাঁস মুরগির খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে সরকার কাদের অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছে? (জ্ঞান)
● নারীদের
খ পুরুষদের
গ ছাত্রছাত্রীদের
ঘ বৃদ্ধদের
৪৭. শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে? (জ্ঞান)
ক ২০০৮
● ২০১০
গ ২০১১
ঘ ২০১২
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৯ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post