৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন : শিশু-কিশোররা নানা কারণে অপরাধী হয়ে ওঠে। দারিদ্র্য, হতাশা, সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাব, চিত্তবিনোদনের অভাব, সঙ্গদোষ ইত্যাদি কারণে শিশু-কিশোররা অপরাধী হয়ে ওঠে। বর্তমানে মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহারের ফলেও সমাজে এক ধরনের কিশোর অপরাধ সংঘটিত হতে দেখা যাচ্ছে।
কিশোর অপরাধের কারণে অনেক পরিবারের শান্তি বিনষ্ট হয়। কিশোর অপরাধীরা অনেক সময় মাদকাসক্তি ও বিভিন্ন খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে। যদি পরিবারের অভিভাবকরা সচেতন থাকেন, শিক্ষার সুযোগ সকলের জন্য করা যায়, মানসিক বিকাশে চিত্তবিনোদনের ব্যবস্থা এবং আর্থ-সামাজিক ব্যবস্থা হাতে নেওয়া যায় তবে এ সমস্যা প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব।
বেকারত্ব, নিঃসঙ্গতা, প্রিয়জনের মৃত্যু, প্রেমে ব্যর্থতা, পারিবারিক অশান্তি ইত্যাদি কারণে সাধারণভাবে শিশু-কিশোররা মাদকাসক্ত হয়ে পড়ে। পারিবারিক অশান্তি ও ঝগড়াবিবাদ থেকেও অনেক সময় শিশু-কিশোরদের মনে হতাশা জন্ম নেয়। একপর্যায়ে তারা মাদকে আসক্ত হয়ে পড়ে।
মাদকাসক্তির প্রভাবে অনেক জটিল সমস্যা সৃষ্টি হয়। পারিবারিক সুখ-শান্তি বিনষ্ট হয়। মাদকের টাকা জোগান দিতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। তাই মাদকের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণ করতে হবে।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কী?
● দারিদ্র্য
খ বিবাহবিচ্ছেদ
গ আদর-যত্নের অভাব
ঘ চিত্তবিনোদনের অভাব
২. মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে-
র. ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়া
রর. নৈতিক মূল্যবোধ শেখানো
ররর. মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তারিক পিতা-মাতার আদরের সন্তান। ইদানীং তার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য মাকে প্রায়ই উত্যক্ত করে।
৩. তারিকের আচরণটিতে কী প্রকাশ পায়?
ক শিশু অপরাধ
● মাদকাসক্তি
গ মূল্যবোধের অবক্ষয়
ঘ নিঃসঙ্গতা
৪. উদ্দীপকে বর্ণিত তারিকের আচরণের ফলে –
র. বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে
রর. মানসিক স্বাস্থ্যের তেমন পরিবর্তন হবে না
ররর. সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৫. কোন দেশে কিশোর অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে?
ক ভুটানে
খ ইন্দোনেশিয়াতে
● বাংলাদেশে
ঘ নেপালে
৬. কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ কোনটি?
ক সুস্থ পারিবারিক জীবনের অভাব
খ কর্মস্থলে পিতামাতার ব্যস্ততা
গ বিবাহবিচ্ছেদ
● দারিদ্র্য
৭. মাদকাসক্তির বড় কারণ কোনটি?
● অপসংস্কৃতি
খ নিঃসঙ্গতা
গ পারিবারিক অশান্তি
ঘ বেকারত্ব
৮. মাদকাসক্তি রোধে সমাজে গুরুত্ব দিতে হবে-
ক গণমাধ্যমে প্রচারের ওপর
● নৈতিক শিক্ষার ওপর
গ আলোচনা সভার ওপর
ঘ সুস্থ চিত্তবিনোদনের ওপর
৯. বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলংকা প্রভৃতি দেশে কিশোর অপরাধের বয়সসীমা কত?
ক ৭ থেকে ১৫
● ৭ থেকে ১৬
গ ৮ থেকে ১৭
ঘ ৮ থেকে ১৮
১০. শিশু কিশোরদের মধ্যে ধূমপানের অভ্যাস গড়ে ওঠে কীভাবে?
● কৌতূহল মেটাতে গিয়ে
খ বন্ধুদের প্ররোচনায়
গ বিজ্ঞাপনের প্রভাবে
ঘ বিড়ি সিগারেট সহজলভ্য হওয়ায়
১১. জাপানের বাসিন্দা ইয়ামা স্কুল পালিয়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। ইয়ামার বয়স-
ক ১৫ থেকে ২০ বছর
● ১৪ থেকে ২০ বছর
গ ৭ থেকে ১৬ বছর
ঘ ৬ থেকে ১৪ বছর
১২. ভিন্ন দেশের সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের যুবসমাজ কীভাবে মাদকে আকৃষ্ট হয়?
ক কৌতূহলী হয়ে
খ পথভ্রষ্ট হয়ে
● বিভ্রান্ত ও লক্ষ্যভ্রষ্ট হয়ে
ঘ বিভ্রান্ত হয়ে
১৩. বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা কত?
ক ৭-১৮ বছর
খ ৭-২০ বছর
● ৭-১৬ বছর
ঘ ৭-১৫ বছর
১৪. ডেভিডের বয়স ১৯ বছর। সে একজন কিশোর অপরাধী। সে কোন দেশের নাগরিক?
ক থাইল্যান্ড
খ ভুটান
গ শ্রীলংকা
● জাপান
১৫. বখাটেরা প্রায়ই কাদেরকে উত্ত্যক্ত করে?
● মেয়েদের
খ শিশুদের
গ পথচারীদের
ঘ ছাত্রীদের
১৬. কারা স্বাভাবিকভাবেই কৌতূহলপ্রবণ?
ক মহিলারা
খ যুবকরা
● কিশোররা
ঘ বৃদ্ধরা
১৭. যে পরিবারে কিশোর অপরাধী থাকে, সে পরিবারের-
● শান্তি বিনষ্ট হয়
খ দাপট বৃদ্ধি পায়
গ রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায়
ঘ মর্যাদা ক্ষুণœ হয়
১৮. বস্তির শিশু-কিশোররা কেন কিশোর অপরাধের দিকে ঝুঁকে পড়ে?
ক শিক্ষার অভাবে
খ অল্প বয়সে অর্থ উপার্জনে জড়িত হওয়ায়
● সুস্থ পরিবেশের অভাবে
ঘ পারিবারিক প্রয়োজনে
১৯. দরিদ্র কিশোরদের অপরাধ প্রবণতা প্রতিরোধের উপায় কোনটি?
ক অভিভাবকের সচেতনতা
● আর্থসামাজিক কর্মসূচি
গ শিক্ষার সুযোগ
ঘ চিত্তবিনোদন
২০. মাদকাসক্তির সূত্রপাত কীভাবে ঘটে?
ক পারিবারিক অশান্তির মাধ্যমে
খ ইন্টারনেটের মাধ্যমে
● মাদকাসক্ত বন্ধুদের সংস্পর্শে এসে
ঘ অপসংস্কৃতির কারণে
২১. মাদকাসক্তি প্রতিরোধের জন্য করণীয় হলো-
র. ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা
রর. সামাজিক আন্দোলন গড়ে তোলা
ররর. সচেতনতা সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২২. কিশোর অপরাধ কীভাবে প্রতিরোধ করা যায়?
র. অভিভাবকের সচেতনতার মাধ্যমে
রর. উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে
ররর. আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাকিব সব সময় তার মায়ের কাছ থেকে টাকা খুঁজে। তার মা টাকা দিতে না পারলে সে বাড়িতে চিৎকার ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।
২৩. অনুচ্ছেদে বর্ণিত সমস্যাটি হলো-
ক দারিদ্র্য খ কিশোর অপরাধ
গ বেকারত্ব
● মাদকাসক্তি
২৪. উক্ত সমস্যার ফলে দেখা দেয়-
র. রাজনৈতিক সহিংসতা
রর. সামাজিক অস্থিরতা
ররর. মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
রনি খুব হতাশ হয়ে পড়েছিল। যেহেতু তার কোনো কাজ ছিল না। এখন পর্যন্ত সে তার বাবা-মার কাছ থেকে কোনো নৈতিক সহযোগিতা পায়নি। ফলে এ হতাশা থেকে মুক্ত থাকার জন্য সে ধূমপান শুরু করেছিল।
২৫. রনির হাতাশার কারণ কী?
● বেকার
খ শিক্ষা
গ চিত্তবিনোদনের অভাব
ঘ সুস্বাস্থ্য
২৬. রনি মাদকাসক্ত হয়ে পড়েছিল যে কারণে-
র. হতাশা
রর. পরিবারের ভালোবাসার ঘাটতি
ররর. শিক্ষার অভাব
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
কিশোর অপরাধের ধারণা ও কারণ
২৭. পরিবারের দারিদ্র্যতার জন্য সংঘটিত হয় কোনটি? (জ্ঞান)
● কিশোর অপরাধ
খ শিক্ষার প্রতিবন্ধকতা
গ পারিবারিক অশান্তি
ঘ পারিবারিক পুষ্টিহীনতা
২৮. কোন দেশে কিশোর অপরাধের বয়সসীমা ৭ থেকে ১৬ বছর? (অনুধাবন)
● বাংলাদেশ
খ জাপান
গ কানাডা
ঘ ইউরেশিয়া
২৯. জাপানে কিশোর অপরাধের বয়সসীমা কত? (জ্ঞান)
ক ১৩ – ১৮
● ১৪ – ২০
গ ১৬ – ২০
ঘ ১৮ – ২০
৩০. শিশুর শারীরিক ত্র“টি কিসের জন্ম দেয়? (জ্ঞান)
ক মূল্যবোধের
● হীনম্মন্যতার
গ আবেগের
ঘ অভাবের
৩১. পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়সসীমা কত? (জ্ঞান)
ক ৬ – ১৮ বছর
● ৭ – ১৮ বছর
গ ৮ – ১৮ বছর
ঘ ১০ – ১৮ বছর
৩২. দারিদ্র্য কিশোর অপরাধে কী ধরনের কারণ থাকে? (জ্ঞান)
ক সামাজিক
খ রাজনৈতিক
● অর্থনৈতিক
ঘ পারিবারিক
৩৩. আয়নালের বাবা মারা যাওয়ার পর সংসারের দায়ভার পড়ে তার ওপর। সে একটি ওষুধ ফ্যাক্টরিতে কাজ করে। একদিন সে অন্যের টাকা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। তার চুরির কারণ কী? (প্রয়োগ)
ক মাদকাসক্তি
খ নিরক্ষরতা
● দারিদ্র্য
ঘ বেকারত্ব
৩৪. কিশোর অপরাধ কোন ধরনের সমস্যা? [সেন্ট যোসেফ হাই স্কুল, ঢাকা]
ক রাজনৈতিক
● সামাজিক
গ অর্থনৈতিক
ঘ মানসিক
৩৫. বর্তমানে বাংলাদেশের কয়টি সামাজিক সমস্যা সবার উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে? (জ্ঞান)
ক একটি
● দুটি
গ তিনটি
ঘ চারটি
৩৬. কোন পরিবারের কিশোরদের অনেক সাধ বা ইচ্ছাই অপূর্ণ থেকে যায়? (জ্ঞান)
ক উচ্চবিত্ত পরিবারের
খ মধ্যবিত্ত পরিবারের
● দরিদ্র পরিবারের
ঘ উচ্চ মধ্যবিত্ত পরিবারের
৩৭. দরিদ্র শিশু-কিশোররা তাদের উপার্জিত টাকা দিয়ে কী করে? (জ্ঞান)
ক বই কেনে
খ পরিবারকে সাহায্য করে
গ সিনেমা দেখে
● মদ-গাঁজা খায়
৩৮. শারীরিক ও মানসিক ত্রুটি বা বৈকল্য শিশু মনে কিসের জš§ দেয়? (জ্ঞান)
ক উৎসাহের
খ উদ্দীপনার
গ আশার
● হীনম্মন্যতার
৩৯. অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকে কী বলে?
ক অপরিণত অপরাধ
খ পরিণত অপরাধ
● কিশোর অপরাধ
ঘ যুব অপরাধ
৪০. কোনটি কিশোর অপরাধের পর্যায়ে পড়ে? (জ্ঞান)
ক বই পড়া
খ অভিনয় করা
গ আবৃত্তি করা
● স্কুল পালানো
৪১. কোন ধরনের শিশু-কিশোরদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল হয়?
ক বস্তি এলাকার
খ আবেগ প্রবণ বা প্রতিভাবান
গ দরিদ্র পরিবারের
● শারীরিক-মানসিক ত্রুটিসম্পন্ন
৪২. প্রতিভাবান শিশু কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে কেন? (অনুধাবন)
● উপযুক্ত পরিবেশের অভাবে
খ অধিক অর্থ থাকায়
গ উপযুক্ত বন্ধুর অভাবে
ঘ অধিক জ্ঞান থাকায়
৪৩. কখনো কখনো শিশু-কিশোরদের বন্ধু নির্বাচনে সমস্যা হয় কেন? (অনুধাবন)
ক দরিদ্রতার কারণে
খ হীনম্মন্যতার কারণে
● পিতামাতার বার বার কর্মস্থল পরিবর্তনের ফলে
ঘ ইন্টারনেটের অপব্যবহারের কারণে
৪৪. পিতামাতার কর্মস্থান পরিবর্তনের ফলে সন্তানরা নতুন পরিবেশের সাথে- (অনুধাবন)
র. খাপ খাওয়াতে পারে না
রর. বন্ধু নির্বাচনে সমস্যা হয়
ররর. অপরাধী হওয়ার সম্ভাবনা থাকে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৫. ৭-১৬ বছর বয়সী কিশোর অপরাধীর বয়সসীমা ধরা হয়
র. বাংলাদেশে
রর. জাপানে
ররর. শ্রীলঙ্কায়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৬. কিশোর অপরাধের পর্যায়ে পড়ে যেসব কাজ- (অনুধাবন)
র. পরীক্ষায় ভালো করা রর. মেয়েদের উত্যক্ত করা
ররর. নারী নির্যাতন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৭. বস্তির শিশু-কিশোররা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে- (অনুধাবন)
র. শারীরিক ত্রুটির কারণে রর. সঙ্গদোষের কারণে
ররর. অভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৮. মিথিলা ও তাহসান উভয়ই কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করায় তাদের একমাত্র মেয়ে অনীলাকে নিয়ে চিন্তিত। ভবিষ্যতে কিশোরী অপরাধ থেকে তাকে মুক্ত করতে তারা- (প্রয়োগ)
র. যথেষ্ট সময় দেবে
রর. সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত রাখবে
ররর. একাকী রাখবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৪৯. রহিম মিয়ার ছেলে দারিদ্র্যের কারণে অল্প বয়সে স্কুলে না গিয়ে বিভিন্ন রকম কাজ করে টাকা উপার্জন করে। এ টাকা দিয়ে তার ছেলে- (প্রয়োগ)
র. মদ গাঁজা খেতে পারে
রর. বই খাতা কিনতে পারে
ররর. অশোভন ছবি দেখতে পারে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
খ রর ও ররর
ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১নং প্রশ্নের উত্তর দাও :
অষ্টম শ্রেণির ছাত্র ইমন পরিবারের একমাত্র সন্তান। কিন্তু তার মা-বাবা দুজনই সরকারি চাকরিজীবী। নিঃসঙ্গতার জন্য সে ধীরে ধীরে পাড়ার ছেলেদের সাথে মিশে নিজেকে অপরাধকর্মে জড়িয়ে ফেলে। সে মাদকগ্রহণ ছাড়াও নানা ধরনের অপরাধের সাথে জড়িত।
৫০. ইমনকে কী বলে অভিহিত করা যায়? (প্রয়োগ)
● কিশোর অপরাধী
খ দাগী আসামি
গ অপরাধী
ঘ ছিনতাইকারী
৫১. ইমনকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
র. পারিবারিক সুস্থ পরিবেশ
রর. সামাজিক আন্দোলন গড়ে তোলা
ররর. সৎ সঙ্গী নির্বাচনে সহায়তা করা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
ক রর ও ররর
ঘ র, রর ও ররর
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post