৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন : ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় পশ্চিমা শাসকগোষ্ঠীর ভিত নাড়িয়ে দিলে তারা ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে ষড়যন্ত্র ও বাঙালি নিধনের নীল নকশা আঁটে। এ প্রেক্ষাপটেই শুরু হয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের নতুন অধ্যায়-অসহযোগ আন্দোলন।
অসহযোগ আন্দোলনের ব্যাপ্তি বাড়তে থাকে। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে বাঙালির মুক্তির সনদ ঘোষিত হয়। ‘বাংলাদেশ’ নামক রাষ্ট্রের স্বপ্ন কোটি বাঙালির কাছে বাস্তবরূপে প্রতিভাত হতে থাকে। এদিকে পশ্চিম পাকিস্তানি শাসকচক্র গণহত্যার প্রস্তুতি নেয়। প্রস্তুতি অনুযায়ী ২৫শে মার্চ রাতে বাঙালিদের নির্মমভাবে হত্যাযজ্ঞ শুরু করে। ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণার পর থেকে দেশবাসী দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
গঠিত হয় স্বাধীন বাংলাদেশ ‘মুজিবনগর সরকার’। মুজিবনগর সরকারের নেতৃত্বে মুক্তিবাহিনী সংগঠিত হয়ে পাক হানাদারদের বীর বিক্রমে প্রতিহত করতে থাকে। স্বাধীনতা বিরোধী শক্তিকেও তারা রুখে দেয়। বীর মুক্তিযোদ্ধাদের পাশে প্রবাসী বাঙালিরাও নিজ অবস্থানে থেকে লড়তে থাকে। বহির্বিশ্বেও ছড়িয়ে পড়ে বাঙালির মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশ গঠনের ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন রাষ্ট্রশক্তি অবস্থান নেয়।
আমাদের প্রতিবেশী দেশ ভারত সর্বাত্মকভাবে পাশে এসে দাঁড়ায়। নভেম্বর থেকে ভারতীয় বাহিনী সম্মুখ সমরে অবতীর্ণ হয়। অবশেষে যৌথবাহিনীর নিকট ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। এভাবে আমাদের মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ লড়াই, সমগ্র দেশবাসীর দৃঢ় ঐক্য, মিত্র বাহিনীর সক্রিয় সহায়তা এবং বিশ্ব জনমতের সমর্থনে মাত্র নয় মাসে আমাদের মুক্তিযুদ্ধ সফল সমাপ্তিতে পৌঁছে।
৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন
১. ১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
ক ২৬ শে মার্চ
খ ২৭শে মার্চ
গ ১০ই এপ্রিল
● ১৭ই এপ্রিল
২. ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল-
র. জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা
রর. ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের উদ্যোগ নেয়া
ররর. হরতাল কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশ নেয়া
নিচের কোনটি সঠিক?
ক রর
খ র ও রর
গ র ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সপ্তম শ্রেণির ছাত্রী সামিয়া ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার ছবিতে একজন লোক চশমা পরা, কোট পরা, একটি আঙুল উঁচু করে ভাষণ দিচ্ছেন আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছে।
৩. সামিয়ার অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ আবুল কাশেম ফজলুল হক
গ হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী
ঘ মওলানা আবদুল হামিদ খান ভাসানী
৪. অনুচ্ছেদে উক্ত ব্যক্তির ভাষণ প্রধানত কীসের অনুপ্রেরণা যুগিয়েছে?
ক ভাষা আন্দোলনের
● স্বাধীনতা আন্দোলনের
গ ছয় দফা বাস্তবায়নের
ঘ অসহযোগ আন্দোলনের
৫. বাংলাদেশের মুক্তি সংগ্রাম সংঘটিত হওয়ার পেছনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোনটি?
ক ভাষা আন্দোলন
● ১৯৭০ সালের নির্বাচন
গ ১৯৫৪ সালের নির্বাচন
ঘ গণঅভ্যুত্থান
৬. ১৯৭১ সালের ৭ মার্চ আওয়ামী লীগ রেসকোর্স ময়দানে কেন জনসভার আয়োজন করেছিল?
ক কোর্ট-কাচারি, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার জন্য
খ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য
গ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য
● বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য
৭. ইয়াহিয়া খান আলোচনার ভান করে পর্যবেক্ষণ করেন-
ক ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল
● অপারেশন সার্চলাইটের কর্মসূচি
গ বঙ্গবন্ধুর গতিবিধি
ঘ পূর্ব পাকিস্তানিদের মানসিক অবস্থা
৮. স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কোনটি?
ক ঢাকা সম্প্রচার কেন্দ্র
খ চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্র
গ আকাশবাণী সম্প্রচার কেন্দ্র
● কালুরঘাট সম্প্রচার কেন্দ্র
৯. যৌথবাহিনী ঢাকার বিভিন্ন সামরিক অবস্থানের উপর বিমান হামলা চালায় কত তারিখে?
ক ১৯৭১ সালের ৯ই ডিসেম্বর
খ ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর
● ১৯৭১ সালের ১২ই ডিসেম্বর
ঘ ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর
১০. ১৯৭১ সালে ৭ই মার্চের ঘোষণাকে কী বলা হয়?
● বাঙালির মুক্তির সনদ
খ গণহত্যার কারণ
গ সার্বভৌমত্ব লাভ
ঘ নির্বাচনি প্রচারণা
১১. বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা করেন?
ক ২৫ শে মার্চ ১৯৭১
● ২৬ শে মার্চ ১৯৭১
গ ৭ই এপ্রিল ১৯৭১
ঘ ১৭ই এপ্রিল ১৯৭১
১২. ‘ক্র্যাকপ্লাটুন’ কী?
ক জাতীয় সংগঠন
খ রাজাকার বাহিনী
গ মিত্রবাহিনী
● গেরিলা দল
১৩. মুজিবনগর সরকার গঠিত হয় কখন?
● ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ ১৯৭১ সালের ১২ এপ্রিল
গ ১৯৭১ সালের ২৫ এপ্রিল
ঘ ১৯৭১ সালের ২৭ এপ্রিল
১৪. পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কেন?
ক দেশকে জনশূন্য করার জন্য
খ যুদ্ধে জয়লাভের জন্য
গ অশিক্ষিতের হার বাড়ানোর জন্য
● দেশকে মেধাশূন্য করার জন্য
১৫. ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে ত্রাণসামগ্রী পাঠানোর জন্য এদেশের সংগীত শিল্পীরা কনসার্ট-এর আয়োজন করে। মুক্তিযুদ্ধ চলাকালীন অর্থসংগ্রহের জন্য অনুরূপ কনসার্টের সাথে কার নামটি জড়িত?
ক মাইকেল জ্যাকশন
● জর্জ হ্যারিসন
গ রুনা লায়লা
ঘ লতা মঙ্গেশকর
১৬. জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?
ক মার্কিন কনসার্ট
● বাংলাদেশ কনসার্ট
গ স্বাধীন বাংলা কনসার্ট
ঘ পূর্ব বাংলা কনসার্ট
১৭. ২৫শে মার্চ প্রথম আক্রমণের শিকার হয়-
ক পিলখানা
খ রাজারবাগ
● ফার্মগেট
ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়
১৮. বাংলাদেশের মুক্তি সংগ্রাম সংঘটিত হওয়ার পেছনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কোনটি?
ক ভাষা আন্দোলন
● ১৯৭০ সালের নির্বাচন
গ ১৯৫৪ সালের নির্বাচন
ঘ গণঅভ্যুত্থান
২২. নিচের কোন শহরে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রথম মিশন স্থাপন করা হয়?
ক নিউইয়র্কে
● কলকাতা
গ টোকিওতে
ঘ রোমে
২৩. বাংলাদেশের জাতীয় পতাকা মুক্তিযুদ্ধে কী হিসেবে কাজ করে?
ক স্বাধীন ইচ্ছা
● প্রেরণা
গ সাহস
ঘ দাবি
২৪. বাঙালির মুক্তির সনদ কোনটি?
ক ভাষা আন্দোলন
খ স্বাধীনতার ঘোষণা
● বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
ঘ আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর
২৫. ঢাকার বাইরে অপারেশন সার্চলাইটের নেতৃত্ব দেন কে?
ক টিক্কা খান
● জুলফিকার আলী ভুট্টো
গ ইয়াহিয়া খান
ঘ খাদিম হোসেন রাজা
২৬. মুজিব নগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন?
ক তাজউদ্দিন আহমদ
খ এম. মনসুর আলী
● সৈয়দ নজরুল ইসলাম
ঘ এ এইচ এম কামরুজ্জামান
২৭. মুক্তিযুদ্ধের সময় হেমায়েত বাহিনী কোন এলাকায় গড়ে ওঠে?
ক সিরাজগঞ্জ ও পাবনা
খ বরিশাল ও মাগুরা
● বরিশাল ও গোপালগঞ্জ
ঘ ভালুকা ও ময়মনসিংহ
২৮. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
● কর্নেল এম. এ. জি. ওসমানী
খ গ্র“প ক্যাপ্টেন এ. কে. খন্দকার
গ মেজর খালেদ মোশাররফ
ঘ মেজর কে. এম. শফিউল্লাহ
২৯. মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর কোন সেক্টরে ছিল?
ক ছয়
খ সাত
গ আট
● নয়
৩০. ‘ক’ ফোর্স-এর অধিনায়ক কে ছিলেন?
ক মেজর কে.এম. শফিউল্লাহ
খ মেজর জিয়াউর রহমান
● মেজর খালেদ মোশাররফ
ঘ মেজর ক্যাপ্টেন এম. মনসুর আলী
৩১. অপারেশন জ্যাকপট পরিচালনা করেন-
ক জিয়া বাহিনী
● নৌ-কমান্ডোগণ
গ মুজিব বাহিনী
ঘ ক্র্যাক প্লাটুন
৩২. ১৯৭১ সালের কোন তারিখে ভারত সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক ২২ অক্টোবর
খ ৩ ডিসেম্বর
● ৬ ডিসেম্বর
ঘ ১৬ ডিসেম্বর
৩৩. চরমপত্র পাঠ করে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করে তুলতেন কে?
ক এম আর আখতার মুকুল
● দেবদুলাল বন্দ্যোপাধ্যায়
গ মার্ক টালি
ঘ জর্জ হ্যারিসন
৩৪. কোন মহাসাগরে আল বুর্কাক কর্তৃত্ব অধিকার করেছিলেন?
● বঙ্গোপসাগর
খ ভারত
গ আটলান্টিক
ঘ প্রশান্ত
৩৫. ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন আরও বেগবান হয়-
র. ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে
রর. শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে
ররর. নিয়মিত মিছিল-মিটিংয়ে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
গ র ও ররর
খ রর ও ররর
● র, রর ও ররর
৩৬. গণহত্যার ফলে আমাদের দেশের অগণিত মানুষ-
র. নিহত হয়েছিল
রর. গৃহহারা হয়েছিল
ররর. আপনজন হারিয়েছিল
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৩৭. জাতীয় পরিষদে যোগদানের পূর্ব শর্ত ছিল-
র. সামরিক শাসন প্রত্যাহার
রর. গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা
ররর. সামরিক ট্রাইব্যুনাল গঠন করা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৮. স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তারা বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে। এ বিভক্তির ক্ষেত্রে প্রযোজ্য ৬ নম্বর সেক্টর ছিল-
র. রংপুর জেলা
রর. দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল
ররর. দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
৩৯. ‘ক্র্যাকপ্লাটুন’ নামে গেরিলা দলটি যুদ্ধ করেছিল-
র. ‘অ’ চিহ্নিত অঞ্চলে
রর. ‘ই’ চিহ্নিত অঞ্চলে
ররর. ‘ঈ’ চিহ্নিত অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
● ররর
ঘ র, রর ও ররর
৪০. ১৯৭১ সালের ১লা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করার ফলে-
র. আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর অনিশ্চিত হয়ে যায়
রর. সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়
ররর. ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪১, ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও:
আবদুল জলিল একজন ইতিহাসের শিক্ষক। তিনি তার শ্রেণিকক্ষে মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে আলোচনা করছিলেন। তিনি বলেন, ঐতিহাসিক ভাষণ থেকেই বাংলার মানুষ যুদ্ধের নিদর্শন ও স্বাধীনতা অর্জনের অনুপ্রেরণা পায়। তারপর থেকেই শুরু হয় শত্রুর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন।
৪১. উল্লিখিত ভাষণ কী নামে পরিচিত?
● ৭ই মার্চের ভাষণ
খ ১৬ই ডিসেম্বরের ভাষণ
গ ১২ই এপ্রিলের ভাষণ
ঘ ২১শে ফেব্রুয়ারির ভাষণ
৪২. এ ভাষণের ফলাফল হলো-
র. মুক্তির আকাঙ্খা পূর্ণ করা রর. অসহযোগ আন্দোলন করা
ররর. হানাদার বাহিনীর সাথে লড়াই করার প্রেরণা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৪৩. এ ভাষণ থেকে প্রাপ্ত তথ্য হলো-
র. শৃঙ্খলা বজায় রাখা
রর. আন্দোলনের ডাক
ররর. স্বাধীনতার বাণী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও :
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফারুক আহমদ এক অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, যে স্থানে ৭ই মার্চের জনসভা হয় সেই স্থানেই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠান হয়।
৪৪. অনুচ্ছেদে যে স্থানের কথা বলা হয়েছে, তার বর্তমান নাম কী?
ক পল্টন ময়দান
খ বিপ্লব উদ্যান
গ রেসকোর্স ময়দান
● সোহরাওয়ার্দী উদ্যান
৪৫. অনুষ্ঠানে সম্পাদিত দলিলে নেতৃত্ব দেন-
র. ক্যাপ্টেন একে খন্দকার
রর. লে. জেনারেল নিয়াজী
ররর. লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৬, ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
১৯৭১ সালের ২৫-২৬ মার্চ পাকবাহিনী প্রায় ৭ থেকে ৮ হাজার নিরস্ত্র বাঙালিকে হত্যা করে। দেশকে মেধাশূন্য করতে তারা একটি বিশেষ পরিকল্পনাও গ্রহণ করে।
৪৬. অনুচ্ছেদে উল্লিখিত পরিকল্পনাটি ছিল-
ক ছাত্র সমাজকে হত্যা
খ সেনা সদস্যদের হত্যা
গ সাধারণ মানুষকে হত্যা
● বৃদ্ধিজীবী সমাজকে হত্যা
৪৭. উক্ত হত্যাযজ্ঞের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-
ক মেজর জেনারেল খাদিম হোসেন রাজা
● গভর্নর লে. জেনারেল টিক্কা খান
গ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান
ঘ মেজর জেনারেল রাও ফরমান আলী
৪৮. উক্ত গণহত্যার সাথে যুক্ত বিষয়গুলো ছিল-
র. গুরুত্বপূর্ণ স্থাপনা দখল ও নিয়ন্ত্রণ
রর. বাঙালি সেনা সদস্যদের নিরস্ত্রকরণ
ররর. বাঙালিদের পাক বাহিনীর পক্ষে নেয়া
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ রর ও ররর
গ র ও ররর
ঘ র, রর ও ররর
৫২. ১৯৭১ সালের ৩রা জানুয়ারি আওয়ামী লীগ থেকে নির্বাচিত সদস্যরা কোথায় প্রকাশ্যে শপথ গ্রহণ করেন? (জ্ঞান)
ক ঐতিহাসিক বটতলায়
খ রমনায়
● রেসকোর্স ময়দানে
ঘ ধানমন্ডিতে
৫৩. ডাকসু কী? (জ্ঞান)
ক ছাত্রলীগের সংগঠন
খ ছাত্রদলের সংগঠন
● ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ
ঘ ঢাকা কলেজের ছাত্র সংসদ
৫৪. ৩রা মার্চ থেকে কী শুরু হয়? (জ্ঞান)
ক হরতাল কর্মসূচি
● অসহযোগ আন্দোলন
গ মানববন্ধন কর্মসূচি
ঘ পতাকা উত্তোলন কর্মসূচি
৫৫. জয়বাংলা বাহিনী কবে বঙ্গবন্ধুকে গার্ড অব অনার দেয়? (জ্ঞান)
● ১৫ই ফেব্রুয়ারি, ১৯৭১
খ ১৫ই ফেব্রুয়ারি, ১৯৭২
গ ২৬শে মার্চ, ১৯৭৩
ঘ ২৬শে মার্চ, ১৯৭৫
৫৬. বঙ্গবন্ধু ৭ই মার্চে কোথায় ভাষণ দিয়েছিলেন? (জ্ঞান)
ক শহিদ মিনারে
খ ওসমানি উদ্যানে
● রেসকোর্স ময়দানে
ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
৫৭. বঙ্গবন্ধু-ইয়াহিয়া আলোচনা চলে কত তারিখ পর্যন্ত? (জ্ঞান)
● ২৫ শে মার্চ
খ ২৬ শে মার্চ
গ ২৭ শে মার্চ
ঘ ২৮ শে মার্চ
৫৮. মুক্তি সংগ্রামের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন কে? (জ্ঞান)
● ইয়াহিয়া খান
খ ইস্কান্দার মির্জা
গ আইয়ুব খান
ঘ জুলফিকার আলী ভুট্টো
৫৯. কত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয়? (জ্ঞান)
ক ১লা ফেব্রুয়ারি, ১৯৭১
খ ১লা জানুয়ারি, ১৯৭২
● ২রা মার্চ, ১৯৭১
ঘ ৪ঠা জুন, ১৯৭২
৬০. কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দেন? (জ্ঞান)
● ৭ই মার্চ, ১৯৭১
খ ৭ই জুলাই, ১৯৭১
গ ৫ই ফেব্রুয়ারি, ১৯৭২
ঘ ৬ই এপ্রিল, ১৯৭১
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post