ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২য় অধ্যায় mcq : ব্যবসায়িক পরিবেশ হলো ব্যবসায় সংগঠন পরিবেষ্টিত সকল অবস্থা, উপাদান ও শক্তির সমষ্টি যা উক্ত ব্যবসায় বা তার ব্যবস্থাপকের কার্যকারিতা বা সফলতাকেই প্রভাবিত করে।
সাধারনত রাজনৈতিক পট পরিবর্তন, সরকারের নতুন নতুন নীতি ও আইন, কর ব্যবস্থা ও কাঠামো, শ্রমিক অসন্তোষ, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার উন্নতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি উপাদান ব্যবসায়িক কার্যক্রমকে বিশেষভাবে প্রভাবিত করে।
ব্যবসায়িক পরিবেশ অনুকূল বা প্রতিকুল হতে পারে। কোন স্থানের ব্যবসায়ের উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। পরিবেশ ব্যবসায় বা শিল্প স্থাপনের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২য় অধ্যায় mcq
১. একটি দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো–
i. প্রাকৃতিক সম্পদ
ii. দক্ষ মানবসম্পদ
iii. মূলধন ও বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২. ‘জনগণ কর্তৃক মোবাইলের ব্যবহার’ ব্যবসায়ের ক্ষেত্রে কোন পরিবেশের প্রভাব ফেলেছে?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
● প্রযুক্তিগত
ঘ. আইনগত
৩. বাংলাদেশে পাটশিল্প গড়ে উঠার পেছনে কোন পরিবেশের অবদান রয়েছে?
● প্রাকৃতিক
খ. অর্থনৈতিক
গ. সামাজিক
ঘ. রাজনৈতিক
৪. কোনটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান?
● মালিক
খ. প্রতিযোগী
গ. ভোক্তা
ঘ. ক্রেতা
৫. সার্বভৌমত্ব কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. প্রাকৃতিক
● রাজনৈতিক
গ সামাজিক
ঘ. প্রযুক্তিগত
৬. সরকারের শিল্প নীতি ও বিনিময় নীতি কোন পরিবেশের সাথে সম্পর্কিত?
ক. অর্থনৈতিক
খ. সামাজিক
গ. রাজনৈতিক
● আইনগত
৭. সামাজিক পরিবেশের উপাদানসমূহ হচ্ছে—
i. জনসংখ্যা
ii. শিক্ষা ও সংস্কৃতি
iii. জাতীয় ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
ডিগ্রি পাস করার পর সাদিক চাকরির পিছনে সময় ব্যয় না করে তার বাবার জমিতে সবজি চাষের সিদ্ধান্ত নিল। এখন সে একজন আদর্শ সবজি চাষি। সবজির দাম মাঝে মধ্যে পড়ে যাওয়ায় সে কিছুটা চিন্তিত।
৮. সবজি চাষে সাদিকের সফলতায় কোন পরিবেশের অবদান বেশি?
● প্রাকৃতিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. আইনগত
৯. সবজির দাম পড়ে যাওয়ার জন্য কোন পরিবেশ দায়ী?
ক. প্রাকৃতিক
● অর্থনৈতিক
গ. সামাজিক
ঘ. রাজনৈতিক
১০. জাতীয়তা কোন পরিবেশের উপাদান?
ক. আইনগত
খ. সাংস্কৃতিক
গ. ধৰ্মীয়
● সামাজিক
১১. প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো–
i. চোরাবালি
ii. পিরামিড
iii. জলপ্রপাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১২নং প্রশ্নের উত্তর দাও :
ব্যাপক প্রচার-প্রচারণার পরেও কিছু মানুষ মাস্ক না পরে বাইরে বের হচ্ছেন। এতে করোনার জীবাণু নিজেও গ্রহণ করছেন এবং অপরকেও আক্রান্ত করছেন। এতে করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।
১২. পরিবেশের কোন উপাদানের প্রভাবে করোনা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে?
ক. প্রাকৃতিক
খ. ধৰ্মীয়
গ. সামাজিক
● সাংস্কৃতিক
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন মোবাইল কোম্পানি লোকালয়ে উঁচু ভবনের ছাদে ভাড়ার বিনিময়ে মোবাইল টাওয়ার বসাচ্ছে। এতে এর চার পাশের এলাকার গাছ-পালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছে নানা ধরনের রোগ বিস্তার করছে। ফল শুকিয়ে যাচ্ছে।
১৩. মোবাইল টাওয়ার কোন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে?
ক. সামাজিক
● প্রাকৃতিক
গ. অর্থনৈতিক
ঘ. প্রযুক্তিগত
১৪. এই ক্ষতির প্রভাব থেকে মুক্ত হতে যা করণীয় তা হলো–
i. প্রযুক্তির উন্নয়ন করা
ii. জনসচেতনতা বৃদ্ধি করা
iii. গাছ লাগানো বাদ দেওয়া
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. কোভিড-১৯ পরিবেশের কোন উপাদানের ফসল?
● প্রাকৃতিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. সাংস্কৃতিক
১৬. নিম্নের কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান?
ক. পরিচালনা পর্ষদ
খ. শেয়ারহোল্ডার
গ. শ্রমিক-কর্মী
● ভোক্তা
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
জনাব প্রণব নেত্রকোনায় একটি মিষ্টির দোকান বেশ সফলতার সাথেই পরিচালনা করছেন। তিনি খামারিদের নিকট হতে খাঁটি দুধ কেনেন। ‘বালিশ মিষ্টি’ নামে প্রসিদ্ধ মিষ্টি বিক্রয় করেন। দীর্ঘদিন ধরে একদামে পণ্য বিক্রয় করেন এবং ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। ব্যবসায়টির সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস আর ঐতিহ্য। তবে বর্তমানে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তাকে সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।
১৭. জনাব প্রণবের ব্যবসায়ে সফলতার পেছনে কোন পরিবেশের প্রভাব বেশি কাজ করছে?
ক. প্রতিষ্ঠানের সংস্কৃতি
● সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. মধ্যস্থতাকারী
১৮. জনাব প্রণবের সমস্যা মোকাবিলায় করণীয় হতে পারে–
i. পণ্যমান ঠিক রাখা
ii. পণ্যে বহুমুখীকরণ
iii. বিজ্ঞাপন কার্যক্রম গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৯. কারিগরি শিক্ষা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
● প্রযুক্তিগত
ঘ. আইনগত
২০. নিম্নের কোনটি সামাজিক পরিবেশের উপাদান?
● বিদ্যালয়
খ. নদী
গ. শুল্ক ও কর
ঘ. যন্ত্রপাতি
২১. ‘খনিজ সম্পদ’ কোন পরিবেশের উপাদান?
● প্রাকৃতিক
খ. অর্থনৈতিক
গ. প্রযুক্তিগত
ঘ. সামাজিক
২২. মানবসম্পদ ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. প্রাকৃতিক
খ. রাজনৈতিক
● অর্থনৈতিক
ঘ. সামাজিক
২৩. কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান?
ক. শেয়ারহোল্ডার
খ. পরিচালনা পর্ষদ
গ. শ্রমিক-কর্মী
● মধ্যস্থ ব্যবসায়ী
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
মি. সালাম দিনাজপুরে বাবার পতিত্ব এক একর জমিতে লিচু চারা রোপণ করে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ভালো ফলন হয়। কিন্তু যোগাযোগ ব্যবস্থা, লিচু বাজারজাতকরণে প্রায়শ সমস্যা সৃষ্টি করে। এ নিয়ে মি. সালাম দুশ্চিন্তায় আছেন।
২৪. মি. সালামের লিচু ফলনের সাফল্যে পরিবেশগত কোন উপাদানের প্রভাব রয়েছে?
ক. সামাজিক
খ. অর্থনৈতিক
● প্রাকৃতিক
ঘ. প্রযুক্তিগত
২৫. সালামের দুশ্চিন্তার পিছনে যে ধরনের পরিবেশের প্রভাব রয়েছে, তা হলো–
ক. প্রাকৃতিক
খ. অর্থনৈতিক
● সামাজিক
ঘ. প্রযুক্তিগত
২৬. সুনাম কোন পরিবেশের উপাদান?
ক. অর্থনৈতিক
খ. রাজনৈতিক
গ. আইনগত
● সাংস্কৃতিক
২৭. শিশুশ্রম বন্ধে কোন পরিবেশের অবদান বেশি?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
● আইনগত
ঘ. সাংস্কৃতিক
২৮. আইন-শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান?
ক. সামাজিক
খ. আইনগত
● রাজনৈতিক
ঘ. অর্থনৈতিক
২৯. বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্প গড়ে উঠার প্রধান কারণ হলো–
i. ব্যাপক চাহিদা
ii. ব্যবসায়ীদের দক্ষতা
iii. সস্তা শ্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১নং প্রশ্নের উত্তর দাও :
তুরস্ক ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি মুসলিম দেশ। দেশটিতে প্রচুর ফলের চাষ হয়। এ অঞ্চলের অনেক দেশের সমুদ্রসীমায় তেল ও গ্যাস উত্তোলন করা হচ্ছে। তুরস্কের প্রতিবেশী দেশগুলোর সাথে সমুদ্রসীমা নির্ধারণ চূড়ান্ত না হওয়ায় দেশটি দেশটি বহুজাতিক কোম্পানিগুলোর সাথে তেল, গ্যাস উত্তোলনের চুক্তি করতে পারছে না।
৩০. উদ্দীপকের ফলের চাষে পরিবেশের কোন উপাদানের প্রভাব সব থেকে বেশি?
● প্রাকৃতিক
খ. সামাজিক
গ. ধর্মীয়
ঘ. রাজনৈতিক
৩১. সমুদ্র হতে তেল, গ্যাস উত্তোলনে তুরস্কের পিছিয়ে পড়ার কারণ প্রতিকূল–
ক. ধর্মীয় পরিবেশ
● রাজনৈতিক পরিবেশ
গ. আইনগত পরিবেশ
ঘ. প্রযুক্তিগত পরিবেশ
৩২. ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কোনটি?
ক. প্রতিযোগী
● পরিচালকমণ্ডলী
গ. সরবরাহকারী
ঘ. ক্রেতা
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও :
রাজশাহীতে পারিবারিক জমিজমা থাকা সত্ত্বেও মি. সজীব সিলেটে পাহাড়ি জমি লিজ নিয়ে চা বাগান করেন। এ কাজে তার ৫ ভাই ও ২০ জন কর্মী সাহায্য করেন।
৩৩. উদ্দীপকে বর্ণিত মি. সজীবের ব্যবসায়টি কোন ধরনের?
● একমালিকানা
খ. অংশীদারি
গ. যৌথমূলধনী
ঘ. সমবায়
৩৪. কোন পরিবেশ বিবেচনায় মি. সজীব চা বাগান করতে উদ্বুদ্ধ হলেন?
ক. অর্থনৈতিক
● প্রাকৃতিক
গ. সামাজিক
ঘ. রাজনৈতিক
৩৫. ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের বাহ্যিক উপাদান কোনটি?
ক. মালিক
খ. শ্রমিক-কর্মী
গ. মূলধন
● প্রতিযোগী
৩৬. অপ্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?
ক. ভূমি
খ. দেশীয় অবস্থান
গ. জলবায়ু
● মূলধন
৩৭. “সরকার ব্যবস্থা ও এর নীতিমালা” – কোন ব্যবসায় পরিবেশের সাথে সরাসরি সম্পৃক্ত?
ক. অর্থনৈতিক
● রাজনৈতিক
গ. সামাজিক
ঘ. আইনগত
৩৮. অর্থনৈতিক পরিবেশের উপাদান নিচের কোনটি?
ক. প্রাকৃতিক সম্পদ লাভ
● সঞ্চয় ও বিনিয়োগ
গ. আইন-শৃঙ্খলা
ঘ. শিক্ষাপ্রতিষ্ঠান
৩৯. দেশের শেয়ার বাজার কোন ধরনের পরিবেশের উপাদান?
● অর্থনৈতিক
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. সাংস্কৃতিক
নিচের উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও :
ক্রমবর্ধমান জাহাজভাঙা শিল্পের প্রসারের কারণে চট্টগ্রামের ভাটিয়ারী সমুদ্র তীরবর্তী অঞ্চল মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
৪০. উদ্দীপকে বর্ণিত এলাকায় কোন পরিবেশের সমস্যার সৃষ্টি হচ্ছে?
● প্রাকৃতিক
খ. সামাজিক
গ. প্রযুক্তিগত
ঘ. সাংস্কৃতিক
৪১. নিচের কোন পক্ষ ব্যবসায়ের ওপর প্রত্যক্ষ প্রভাববিস্তার করে?
● মালিক
খ. প্রতিযোগী
গ. সরবরাহকারী
ঘ. সরকারি সংস্থা
৪২. চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলার পেছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব আছে?
● প্রাকৃতিক
খ. অর্থনৈতিক
গ. সামাজিক
ঘ. রাজনৈতিক
৪৩. অপ্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি?
ক. ভূমি
● ঐতিহ্য
গ. জলবায়ু
ঘ. দেশীয় অবস্থান
৪৪. যানজট সমস্যার ক্ষেত্রে কোন পরিবেশের উপাদান মূলত দায়ী?
ক. প্রযুক্তিগত
খ. সাংস্কৃতিক
● আইনগত
ঘ. প্রাকৃতিক
৪৫. যেসকল উপাদানের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয় তা হলো–
i. দেশীয় অবস্থান
ii. জলবায়ু
iii. দেশীয় ঐতিহ্য
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৬. ‘সরকারের সাক্ষরতা কর্মসূচি’-ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
ক. আইনগত
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
● রাজনৈতিক
৪৭. নিচের কোন উপাদানটি ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. ঋণদাতা
খ. শ্রমিক-কর্মী
● সরবরাহকারী
ঘ. পরিচালনা পর্যদ
৪৮. দুটি দেশের মধ্যে সম্পাদিত ‘দ্বি-পাক্ষিক’ চুক্তি ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
● রাজনৈতিক
খ. অর্থনৈতিক
গ. আইনগত
ঘ. প্রযুক্তিগত
৪৯. অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো–
i. ব্যয় ও ভোগ
ii. নিরাপত্তা
iii. শুল্ক ও কর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii
৫০. বিশ্বায়ন কোন পরিবেশের অন্তর্গত?
ক. সামাজিক
খ. সাংস্কৃতিক
গ. রাজনৈতিক
● আন্তর্জাতিক
►► আরো দেখো: ব্যবসায় সংগঠন সকল অধ্যায়ের MCQ উত্তর
শিক্ষার্থীরা এখানে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ২য় অধ্যায় mcq থেকে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে আমাদের মূল পিডিএফ হ্যান্ডনোটে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে গুরুত্বপূর্ণ এ MCQ গুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post