ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq : এক মালিকানা ব্যবসায়ের সীমাবদ্ধতা ও অসুবিধাসমূহ দূর করার লক্ষেই মূলত: অংশীদারি ব্যবসায় গড়ে ওঠে। সহজভাবে বলা যায়, একের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসায় গঠন করা যায়, তাকে অংশীদারি ব্যবসায় বলে।
ব্যাপক অর্থে, কমপক্ষে দুই জন এবং সর্বোচ্চ বিশজন (ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ দশজন) ব্যক্তি মুনাফা অর্জন ও তা নিজেদের মধ্যে বন্টনের জন্য চুক্তিবদ্ধ হয়ে স্বেচ্ছায় যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে, তাকে অংশীদারি ব্যবসায় বলে। ১৯৩২ সালের অংশীদারি আইন মোতাবেক অংশীদারি ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq
১. রানা, মনা ও কবির যথাক্রমে ১০,০০০; ১৫,০০০ এবং ২০,০০০ টাকা নিয়ে একটা লিখিত চুক্তি করে অংশীদারি ব্যবসায় শুরু করে। চুক্তিতে লাভ-লোকসান বণ্টন হারের উল্লেখ ছিল না। বছর শেষে তাদের ৪৮,০০০ টাকা মুনাফা হয়। রানা এক্ষেত্রে মুনাফা হিসেবে কত টাকা পাবে?
ক. ১০,০০০
খ. ১৫,০০০
● ১৬,০০০
ঘ. ২০,০০০
২. বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের?
● ১৯৩২
খ. ১৯৯১
গ. ১৯৯৪
ঘ. ২০০৪
৩. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কোনটি?
ক. বিশ্বাস
● চুক্তি
গ. মূলধন
ঘ. মুনাফা
৪. কোন কারণে অংশীদারি ব্যবসায় বিলোপসাধন ঘটতে পারে?
● অংশীদারের মৃত্যু
খ. আস্থার অভাব
গ. মূলধন কমে গেলে
ঘ. নিবন্ধিত না হলে
৫. একটি অংশীদারি চুক্তি হতে পারে–
i. মৌখিক
ii. লিখিত
iii. নিবন্ধিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৬. অংশীদারি ব্যবসায় একমালিকানা ব্যবসায় হতে উত্তম। কারণ—
i. অধিক মূলধন সংগ্রহ করা যেতে পারে
ii. যৌথ সিদ্ধান্ত তৈরি করা যেতে পারে
iii. মালিক অধিক স্বাধীনতা ভোগ করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের সর্বনিম্ন সংখ্যা কত?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :
জামিল, জয়নাল ও জাহিদ একটি অংশীদারি ব্যবসায় পরিচালনা করছেন। কিছুদিন পূর্বে জয়নাল মারা যায়। আলাপ-আলোচনার পর তারা তার নাবালক ছেলেকে অংশীদার হিসেবে নিল ।
৮. মৃত জয়নুল সাহেবের ছেলে কোন ধরনের অংশীদার?
ক. সাধারণ অংশীদার
খ. নামমাত্র অংশীদার
● সীমিত অংশীদার
ঘ. ঘুমন্ত অংশীদার
৯. একজন নাবালককে অংশীদার হিসেবে নেওয়ার তাদের কারণ কী?
i. তাকে ব্যবসায়িক সুবিধাদি দিতে
ii. ব্যবসায়ের পূর্বশর্ত ধরে রাখতে
iii. ক্রমান্বয়ে নাবালকের সম্পদ ভোগ করতে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
W X Y Z চার বন্ধু মিলে ১৯৩২ সালের ব্যবসায় আইন অনুযায়ী একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করল । W এবং X ব্যবসায় মূলধন দেয় এবং পরিচালনায় অংশগ্রহণ করে। Y মূলধন দেয়নি তবে তার অভিজ্ঞতাকে ব্যবসায়ে কাজে লাগান। Z নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার সুনামকে ব্যবসায়ে ব্যবহার করার সুযোগ দিয়েছে।
১০. উদ্দীপকের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের?
ক. একমালিকানা
খ. সমবায়
গ. কোম্পানি
● অংশীদারি
১১. উদ্দীপকের ব্যবসায়ে যে কয় ধরনের অংশীদার আছে তা হলো–
i. সাধারণ
ii. কর্মী
iii. নামমাত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১২. নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে?
ক. নামমাত্র
● সীমাবদ্ধ
গ. ঘুমন্ত
ঘ. প্রতিবন্ধ
নিচের উদ্দীপকটি পড়ে ১৩নং প্রশ্নের উত্তর দাও :
ক খ গ একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মি. x কে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয়। কারণ তিনি সমাজে বরেণ্য একজন ব্যক্তি। কিন্তু মি. x তা জেনেও চুপ থাকেন। তিনি ঐ ব্যবসায় থেকে কোনো অর্থও গ্রহণ করেন না।
১৩. উদ্দীপকে মি. x কোন ধরনের অংশীদার?
ক. ঘুমন্ত
খ. নামমাত্র
● প্রতিবন্ধ
ঘ. সীমাবদ্ধ
১৪. নিচের কোন ব্যবসায়ে ‘চুক্তি’ শব্দটি সম্পর্কযুক্ত?
ক. একমালিকানা
খ. সমবায়
● অংশীদারি
ঘ. কোম্পানি
নিচের উদ্দীপকটি পড়ে ১৫নং প্রশ্নের উত্তর দাও :
আহসান ও তার ১০ বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় শুরু করার সিদ্ধান্ত নিলেন। আহসান তার বিনিয়োগকৃত ৩ লক্ষ টাকার অতিরিক্ত দায় বহন করবে না এই শর্ত দিয়ে অন্যান্যদের সাথে চুক্তিতে আবদ্ধ হলেন।
১৫. উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়?
ক. সাধারণ
● সীমাবদ্ধ
গ. নির্দিষ্ট
ঘ. ঐচ্ছিক
১৬. অংশীদারি ব্যবসায় আইনগত সুবিধা থেকে বঞ্চিত হবে অংশীদারি আইনের কত ধারা অনুযায়ী?
● ৬৯
খ. ৭০
গ. ৭১
ঘ. ৭২
১৭. অংশীদারি চুক্তিপত্রের শর্ত পরিবর্তন করতে হলে কার সম্মতি লাগবে?
ক. সরকার
খ. আদালত
● অংশীদার
ঘ. নিবন্ধক
১৮. মূলধন সরবরাহ না করেও ব্যবসায়ের কাজে অংশগ্রহণ করে কোন অংশীদার?
ক. আচরণে অনুমিত
● কর্মী
গ. নামমাত্র
ঘ. নাবালক
১৯. ৩ জনের মধ্যে ২ জন অংশীদার দেউলিয়া ঘোষিত হলে অবসায়ন হবে–
ক. সর্বসম্মতিক্রমে
খ. বিশেষ কারণে
● বাধ্যতামূলক
ঘ. আদালতের মাধ্যমে
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
সস্তায় বিপুল বেকার জনগোষ্ঠীকে কর্মে নিয়োগ করার সুযোগ বিবেচনায় জনাব আবদুর রহিম তাঁর আরও তিন বন্ধুসহ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কুমিল্লায় একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করেন।
২০. উদ্দীপকের সংগঠনটি কোন ধরনের?
● অংশীদারি
খ. একমালিকানা
গ. প্রাইভেট লি. কো.
ঘ. পাবলিক লি. কো.
২১. কুমিল্লায় কারখানা স্থাপনে জনাব আবদুর রহিম কোন পরিবেশ বিবেচনায় নিয়েছেন?
● অর্থনৈতিক
খ. সামাজিক
গ প্রযুক্তিগত
ঘ. রাজনৈতিক
২২. কোন অংশীদার পরিচালনায় অংশগ্রহণ করে?
● সাধারণ
খ. নিষ্ক্রিয়
গ. নামমাত্র
ঘ. আচরণে অনুমিত
২৩. আদালত কর্তৃক অংশীদারি ব্যবসায় বিলোপসাধন হতে পারে—
ক. নির্দিষ্ট কাজ সম্পাদন শেষ হলে
খ. কোনো অংশীদারের মৃত্যু হলে
গ. কোনো অংশীদার দেউলিয়া হলে
● অংশীদারগণ অবিরাম চুক্তি ভঙ্গ করলে
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
জনাব কায়েস ও হিমেল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ৯০,০০০ ৬০,০০০ টাকা বিনিয়োগ করে একটি ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকান পরিচালনা করেন। ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় জনাব মাসুদকে ৫০,০০০ টাকা মূলধন বিনিয়োগের শর্তে ব্যবসায়ে অন্তর্ভুক্ত করেন। বছর শেষে ব্যবসায়টি ৪২,০০০ টাকা মুনাফা অর্জন করে। উল্লেখ্য মুনাফা বণ্টন বিষয়ে চুক্তিতে কোনো উল্লেখ ছিল না।
২৪. উদ্দীপকের ব্যবসায় সংগঠনটি কোন ধরনের?
ক. সমবায়
● অংশীদারি
গ. যৌথমূলধনী
ঘ. রাষ্ট্রীয়
২৫. উদ্দীপকের জনাব মাসুদ কত ঢাকা মুনাফা পাবেন?
ক. ১৮,৯০০
খ. ১২,৬০০
গ. ১০,৫০০
● ১৪,০০০
২৬. অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে হবে–
i. সাবালক
ii. শিক্ষিত
iii. সুস্থ মস্তিষ্কসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান–
i. চুক্তি
ii. ঐকাধিক সদস্য
iii. নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. অংশীদারি ভিত্তিতে গঠিত ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ কতজন সদস্য থাকে?
ক. ৭
● ১০
গ. ২০
ঘ. ৫০
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
জামিল ও শামীম সমঝোতার ভিত্তিতে যথাক্রমে ২,৫০,০০০ টাকা ও ৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে। বছর শেষে ব্যবসায় প্রতিষ্ঠানটি ১,২০,০০০ টাকা মুনাফা অর্জন করে।
২৯. উদ্দীপকের ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায়?
ক. একমালিকানা
● অংশীদারি
গ. যৌথমূলধনী
ঘ. সমবায় সমিতি
৩০. উদ্দীপকের আলোকে জামিল কত টাকা মুনাফা পাবে?
ক. ৪০,০০০
খ. ৫০,০০০
● ৬০,০০০
ঘ. ৮০,০০০
৩১. অংশীদারি ব্যবসায়ের বাধ্যতামূলক বিলোপসাধন হয় যখন—
i. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি হলে
ii. একজন ভিন্ন সকল অংশীদার দেউলিয়া হলে
iii. আইন অনুযায়ী ব্যবসায়টি পরিচালনা অবৈধ হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩২. সীমাবদ্ধ দায় অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে–
i. সকল অংশীদারের দায় সীমাবদ্ধ
ii. কমপক্ষে একজন অংশীদারের দায় সীমাবদ্ধ
iii. কমপক্ষে দুইজন অংশীদারের দায় অসীম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৩. অংশীদারি চুক্তিপত্রে লাভ-লোকসান বণ্টনের কোন বিষয় উল্লেখ না থাকলে সদস্যদের মধ্যে তা বণ্টন হবে–
ক. মূলধন অনুপাতে
খ. আলোচনার মাধ্যমে
গ. শ্রম অনুপাতে
● সমানভাবে
৩৪. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত হলো–
i. চুক্তিবদ্ধ সম্পর্ক
ii. স্থায়িত্বের নিশ্চয়তা
iii. আইনগত সত্তার উপস্থিতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫. কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা ব্যবসায়টি পরিচালনা ও মুনাফা বণ্টন করলেও তাকে অংশীদারি ব্যবসায় বলা যাবে না। কারণ–
ক. ব্যবসায়টি নিবন্ধিত নয়
খ. তারা পারস্পরিক প্রতিনিধিত্ব করে না
গ. তারা মূলধন সরবরাহ করেনি
● চুক্তিবদ্ধ সম্পর্কের অনুপস্থিতি
৩৬. বিমলের ছেলে অমল কোন ধরনের অংশীদার হিসেবে গণ্য হবে?
ক. সাধারণ
খ. নামমাত্র
● সীমাবদ্ধ
ঘ. ঘুমন্ত
৩৭. এক্ষেত্রে নাবালককে অংশীদার হিসেবে রাখার উদ্দেশ্য হলো–
i. নাবালককে ব্যবসায়ের সুবিধা প্রদান করা
ii. ব্যবসায়কে পূর্ববৃহৎ অবস্থায় ধরে রাখা
iii. নাবালককে ব্যবসায়ী হিসেবে গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৮. একমালিকানা ব্যবসায়ের প্রধানত কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটে?
● ব্যক্তিসামর্থ্যের সীমাবদ্ধতা
খ. পৃথক সত্তার অভাব
গ. অসীম দায়
ঘ. স্থায়িত্বের অনিশ্চয়তা
৩৯. শুধু লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে?
ক. সাধারণ
● ঐচ্ছিক
গ. সীমাবদ্ধ
ঘ. নির্দিষ্ট
৪০. নিম্নের কোন অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে?
● সাধারণ
খ. সীমিত
গ. কার্যকরী
ঘ. নামমাত্র
৪১. সীমিত অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো–
i. অসীম দায়সম্পন্ন অংশীদার থাকে
ii. সীমিত দায়সম্পন্ন অংশীদার থাকে
iii. নামের শেষে লি. কথাটি উল্লেখ থাকে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪২. আইনের চোখে নিজের কোন ব্যবসায়ের পৃথক কোনো সত্তা নেই?
ক. সমবায় সমিতির
খ. যৌথমূলধনী কোম্পানির
● অংশীদারি ব্যবসায়ের
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়ের
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও :
লালু, ভুলু ও নীলু সমপরিমাণ মূলধন দিয়ে একটি অংশীদারি ব্যবসায় গড়ে তোলে। লালু ব্যবসায়টি পরিচালনা করেন। ব্যক্তিগত দেনার জন্য নিলু ও ভুলু আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হওয়ায় ব্যবসায়টির অস্তিত্ব হুমকির সম্মুখীন।
৪৩. উদ্দীপকে বর্ণিত লালু কোন ধরনের অংশীদার?
● সাধারণ
খ. সীমাবদ্ধ
গ. ঘুমন্ত
ঘ. প্রতিবন্ধ
৪৪. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির কীভাবে বিলোপসাধন ঘটবে?
ক. আদালতের নির্দেশে
খ. সর্বসম্মতিক্রমে
গ. নোটিশের মাধ্যমে
● বাধ্যতামূলক
৪৫. যিনি অংশীদারি ব্যবসায়ে নিজের নাম ব্যবহারের অনুমতি দেন তাকে কী বলা হয়?
● নামমাত্র অংশীদার
খ. আচরণে অনুমিত অংশীদার
গ. প্রতিবদ্ধ অংশীদার
ঘ. ঘুমন্ত অংশীদার
৪৬. একটি অংশীদারি ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনার জন্য নিচের কোন ব্যবস্থাটি অধিকতর ভূমিকা রাখে?
● চুক্তিবদ্ধ সম্পর্ক
খ. অংশীদারদের আর্থিক সচ্ছলতা
গ. সকলের সক্রিয় অংশগ্রহণ
ঘ. পারস্পরিক আস্থ ও বিশ্বাস
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮নং প্রশ্নের উত্তর দাও :
ক, খ ও গ তিন বন্ধু মিলে একটি বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে একটি অংশীদারি ব্যবসায় গঠন করেন। সন্তোষজনক মুনাফা অর্জিত হওয়ায় তারা ব্যবসায়টি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
৪৭. উদ্দীপকে উল্লিখিত প্রথম অংশীদারি ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়?
ক. সীমাবদ্ধ
খ. ঐচ্ছিক
● নির্দিষ্ট
ঘ. প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ
৪৮. উদ্দীপকে উল্লিখিত শেষের ব্যবসায়টির অংশীদারদের দায়–
ক. সীমিত
● অসীম
গ. দায়হীন
ঘ. মুনাফার সমান
৪৯. সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে–
ক. কমপক্ষে একজন কর্মী অংশীদার থাকতে হয়
● কমপক্ষে একজনের দায় সসীম থাকে
গ. কমপক্ষে একজন নিষ্ক্রিয় অংশীদার থাকে
ঘ. সকল অংশীদারের দায় অসীম
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শামছুন, মোর্শেদা, নাজমুন ও বদরুন চারজন সমঝোতার ভিত্তিতে একটি আইটি (IT) সেন্টার স্থাপন করেন। প্রথম তিনজন তিন লক্ষ টাকা করে মূলধন বিনিয়োগ করলেও ‘কম্পিউটার প্রকৌশলী জনাব বদরুন মূলধন প্রদান না করেই অংশীদার হয়। লাভ লোকসানের বিষয়টি চুক্তিপত্রে উল্লেখ ছিল না। প্রথম বছর শেষে প্রতিষ্ঠানটি ছয় লক্ষ টাকা মুনাফা করে। জনাব শামছুন পরিচালনায় অংশ নেয়নি।
৫০. উদ্দীপকের জনাব শামছুন কোন ধরনের অংশীদার?
ক. সক্রিয় অংশীদার
খ. কর্মী অংশীদার
গ. আচরণে অনুমিত অংশীদার
● নিষ্ক্রিয় অংশীদার
►► আরো দেখো: ব্যবসায় সংগঠন সকল অধ্যায়ের MCQ উত্তর
শিক্ষার্থীরা এখানে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq থেকে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে আমাদের মূল পিডিএফ হ্যান্ডনোটে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে গুরুত্বপূর্ণ এ MCQ গুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post