ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৫ম অধ্যায় mcq : যৌথমূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন হলো আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এমন এক ধরনের বৃহদায়তন ব্যবসায় সংগঠন যা অদৃশ্য, চিরন্তন অস্তিত্বের অধিকারী, যা নিজের নাম ও সিল দ্বারা পরিচিত ও পরিচালিত হয়, যেখানে মালিকানা সীমিত দায়বিশিষ্ট শেয়ার সংখ্যা দ্বারা নির্ধারিত।
কোম্পানির বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করে ১৮৮২ সালে প্রথম ভারতীয় কোম্পানি আইন প্রণয়ন করা হয়। পরে এর ব্যপক পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করা হয় ১৯১৩ সালে। আবার পরিবর্তন ও পরিবর্ধন করে বাংলাদেশে ১৯৯৪ সালের কোম্পানি আইন প্রবর্তিত হয়, যা আজও কার্যকর রয়েছে।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৫ম অধ্যায় mcq
১. যে বিনিয়োগকারী শুধুমাত্র লভ্যাংশ প্রাপ্তিকেই গুরুত্বপূর্ণ মনে করে, তার কাছে নিচের কোন শেয়ার উত্তম?
● অগ্রাধিকার শেয়ার
খ. সাধারণ শেয়ার
গ. প্রবর্তকদের শেয়ার
ঘ. বোনাস শেয়ার
২. শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ নগদে না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা হলে তাকে কী বলে?
ক. সাধারণ শেয়ার
● বোনাস শেয়ার
গ. অধিকারযোগ্য শেয়ার
ঘ. অগ্রাধিকার শেয়ার
৩. স্মারকলিপির কোন ধারার পরিবর্তনে সরকারের অনুমতি গ্রহণ করতে হয়?
ক. উদ্দেশ্যধারা
● নামধারা
গ. মূলধনধারা
ঘ. অবস্থানধারা
৪. বিবরণপত্র প্রচারের পর কতদিনের মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়?
ক. ৩০ দিন
খ. ৬০ দিন
গ. ১২০ দিন
● ১৮০ দিন
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
A ও R দুইটি মোবাইল কোম্পানি। A কোম্পানির ৬০% শেয়ার R কোম্পানি কিনে ব্যবসায় পরিচালনা করছে।
৫. উদ্দীপকে R কোম্পানি কোন ধরনের?
ক. সাবসিডিয়ারি
খ. বিধিবদ্ধ
গ. প্রাইভেট
● হোল্ডিং
৬. R কোম্পানির এমন সিদ্ধান্তের কারণ–
i. ব্যবসায় সম্প্রসারণ
ii. বন্ধুত্ব সৃষ্টি
iii. মুনাফা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইনটি কত সালের?
ক. ১৯১৩
খ. ১৯৩২
● ১৯৯৪
ঘ. ২০০১
৮. কোম্পানি সংগঠনের সুবিধাগুলো হচ্ছে–
i. সীমাবদ্ধ দায়
ii. সুদক্ষ পরিচালনা
iii. স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
নিচের কোনটি সঠিক
ক. ii ও iii
● i ও ii
গ. i
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও :
নিবন্ধনপত্র সংগ্রহ করে কয়েকজন বন্ধু একটি ব্যবসায় চালাচ্ছে যার স্বাধীন সত্ত্বা আছে। অতিরিক্ত মূলধন সংগ্রহ করতে তারা তাদের ব্যবসায়ের মালিকানার ধরন পরিবর্তন করল। এখন তারা জনসাধারণকে তাদের শেয়ার ক্রয়ের জন্য আমন্ত্রণ জানাতে সক্ষম হয়।
৯. প্রাথমিক অবস্থায় তারা কোন ব্যবসায় সংগঠন পরিচালনা করেছিল?
ক. অংশীদার
● প্রাইভেট লিমিটেড কোম্পানি
গ. পাবলিক লিমিটেড কোম্পানি
ঘ. যৌথ উদ্যোগ
১০. অতিরিক্ত মূলধনের পাশাপাশি নতুন ব্যবসায় থেকে তারা কী অধিক সুবিধা পাবে?
i. মুক্ত শেয়ার হস্তান্তর
ii. আইনি সীমাবদ্ধতা থেকে মুক্তি
iii. জনগণের অধিক আস্থা অর্জন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. স্মারকলিপির বিষয়বস্তু হলো–
i. নিয়ম-নীতি ধারা
ii. উদ্দেশ্য ধারা
iii. নামধারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
১২. সীমিত দায় কোম্পানি কত প্রকার?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৬
১৩. কোন ধরনের শেয়ারহোল্ডার কোম্পানির প্রকৃত মালিক?
ক. রাইট
খ. অগ্রাধিকার
গ. বিলম্বিত
● সাধারণ
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও :
মি. Q একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ার ভূমিকা পালন করছেন। তিনি কিছু শেয়ার ক্রয় করেছেন। তার এই শেয়ারের মূল্য দ্বারা প্রতিষ্ঠানের প্রাথমিক ব্যয় নির্বাহ করা হবে।
১৪. উদ্দীপকের মি. Q কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন?
ক. সাধারণ শেয়ার
খ. অগ্রাধিকার শেয়ার
● প্রবর্তকের শেয়ার
ঘ. বোনাস শেয়ার
১৫. উদ্দীপকের ব্যবসায়টির বৈশিষ্ট্য হলো–
i. কৃত্রিম সত্তা
ii. অসীম দায়
iii. আইনসৃষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৬নং প্রশ্নের উত্তর দাও :
নিউ ফ্যাশন একটি ব্যবসায় প্রতিষ্ঠান। ১৯৯৪ সালের ব্যবসায় আইন দ্বারা এটি গঠিত হয়। প্রতিষ্ঠানটি নিবন্ধিত হলেও একটি গুরুত্বপূর্ণ দলিল হাতে না পাওয়ায় ব্যবসার কাজ শুরু করতে পারছে না।
১৬. উদ্দীপকের ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন দলিলের জন্য থেমে আছে?
ক. পরিমেল বন্ধ
খ. সংঘবিধি
গ. নিবন্ধন পত্র
● কার্যারম্ভের অনুমতিপত্র
১৭. প্রাইভেট লি. কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা থাকে–
● ২
খ. ৩
গ. ৫
ঘ. ৭
১৮. স্মারকলিপির ৪র্থ ধারা কোনটি?
ক. উদ্দেশ্য
● মূলধন
গ. সম্মতি
ঘ. দায়
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সানি ও তাঁর ১০ বন্ধু মিলে ‘ফুড প্রসেসিং প্রাইভেট লি. নামে একটি কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন। তারা বিভিন্ন স্বাদের জ্যাম, জেলী উৎপাদন করে বড় বড় সুপারসপ ও কনফেকশনারীতে তা সরবরাহ করেন।
১৯. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে জনাব সানির মূল পরিচিতি কী?
● প্রবর্তক
খ. মালিক
গ. ব্যবস্থাপক
ঘ. ব্যবস্থাপনা পরিচালক
২০. উক্ত প্রতিষ্ঠান চালু করার জন্য জনাব সানির করণীয় হলো–
i. কোম্পানি নিবন্ধনের ব্যবস্থা করা
ii. ন্যূনতম মূলধন সংগ্রহ করা
iii. আর্থিক পরিকল্পনা তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২১. কোম্পানি সংগঠনের গঠনতন্ত্র কোনটি?
● স্মারকলিপি
খ. পরিমেল নিয়মাবলি
গ. বিবরণপত্র
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র
২২. উদ্যোগ গ্রহণ পর্যায়ে পাবলিক লি. কোম্পানিতে কমপক্ষে কতজন প্রবর্তক প্রয়োজন পড়ে?
ক. ৬
● ৭
গ. ৮
ঘ. ৯
২৩. নিচের কোনটি কৃত্রিম ব্যক্তিসত্তাবিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান?
ক. আদিল কটন মিলস
খ. হোটেল মুন
গ. মেসার্স আউয়াল
● এস.এম.লি.
২৪. স্মারকলিপির প্রথম ধারা কোনটি?
ক. উদ্দেশ্য ধারা
খ. ঠিকানা ধারা
● নাম ধারা
ঘ. মূলধন ধারা
২৫. রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কোন কোম্পানি গঠিত হয়?
● সংবিধিবদ্ধ
খ. সনদপ্রাপ্ত
গ. হোল্ডিং
ঘ. সাবসিডিয়ারী
২৬. কোন উৎস থেকে প্রাইভেট লি. কো. তহবিল সংগ্রহ করতে পারে না
ক. লিজিং কো.
● শেয়ার বাজার
গ. ব্যাংক
ঘ. সম্পত্তি বন্ধক
২৭. কোন শেয়ারের মূল্য নগদে পরিশোধ করতে হয় না?
ক. সাধারণ শেয়ার
খ. অগ্রাধিকার শেয়ার
গ. রাইট শেয়ার
● বোনাস শেয়ার
২৮. কোন শেয়ারটি বন্টনের ক্ষেত্রে পুরাতন শেয়ারহোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হয়?
ক. বোনাস
● রাইট
গ. অনাঙ্কিক
ঘ. অগ্রাধিকার
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
মি. জামাল তার পেনশনের অর্থ দিয়ে বনলতা কোম্পানির ১০০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ার ক্রয় করেন। শর্ত মোতাবেক তিনি প্রতিবছর বিনিয়োগের উপর ১০% মুনাফা পারেন।
২৯. মি. জামাল কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন?
ক. সাধারণ শেয়ার
● অগ্রাধিকার শেয়ার
গ. বোনাস শেয়ার
ঘ. রাইট শেয়ার
৩০. আইন অনুযায়ী বনলতা কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৭
৩১. ব্যক্তি না হয়েও পৃথক সত্তার অধিকারী হলো–
i. ময়নামতি এন্টারপ্রাইজ
ii. উপলতা লি.
iii. গোমতী প্রা. লি.
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. কোম্পানির স্মারকলিপিতে কয়টি ধারা থাকে?
ক. ৪
খ. ৫
● ৬
ঘ. ৭
৩৩. পাবলিক লি. কোম্পানির নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন–
ক. শেয়ারহোল্ডার
খ. প্রবর্তক
● ব্যবস্থাপনা পরিচালক
ঘ. পরিচালক
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫নং প্রশ্নের উত্তর দাও :
KC Ltd. কোম্পানি নিবন্ধনের পর পত্রিকায় মূলধন সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি দেয়। জনগণ বিজ্ঞপ্তি দেখে বিনিয়োগের জন্য আবেদন করে।
৩৪. KC Ltd. কোম্পানির মূলধন সংগ্রহের বিজ্ঞাপনটি হলো–
ক. পরিমেল নিয়মাবলি
খ. প্রচারপত্র
● বিবরণপত্র
ঘ. বিকল্প বিবরণপত্র
৩৫. KC Ltd. কোম্পানি উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান জানায়–
i. ডিবেঞ্জার ক্রয়ের
ii. শেয়ার ক্রয়ের
iii. যন্ত্রপাতি ক্রয়ের
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৬. কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার দলিল কোনটি?
● পরিমেল নিয়মাবলি
খ. সংঘস্মারক
গ. বিবরণপত্র
ঘ. নিবন্ধন পত্র
७৭. কোন ব্যবসায় সংগঠনের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে–
i. অংশীদারি
ii. কোম্পানি
iii. সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৮. কোম্পানির যোগ্যতাসূচক শেয়ার ক্রয় কার জন্য বাধ্যতামূলক?
ক. শেয়ারহোল্ডার
খ. ব্যবস্থাপক
● পরিচালক
ঘ. মহাব্যবস্থাপক
৩৯. প্রাইভেট লি. কোম্পানি গঠনে কমপক্ষে কতজন প্রবর্তক দরকার?
● ২
খ. ৩
গ. ৭
ঘ. ২১
৪০. কোম্পানির স্মারকলিপির ধারা বহির্ভূত কোনটি?
ক. নামধারা
● পরিচালনা ধারা
গ. সম্মতি ধারা
ঘ. উদ্দেশ্য ধারা
৪১. পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক কতজন?
ক. ২
● ৩
গ. ৫
ঘ. ৭
নিচের উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩নং প্রশ্নের উত্তর দাও :
এক্স লি. নিজস্ব উৎপাদিত কাপড় দিয়ে পোশাক তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। চলতি বৎসর কোম্পানিটি বড় অঙ্কের মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির বাজার চাহিদা মিটানোর জন্য নতুন বিনিয়োগ প্রয়োজন । আবার লভ্যাংশ বণ্টন না করা হলে শেয়ারহোল্ডারগণ অসন্তুষ্ট হয়। আবার বাজারে পণ্যের চাহিদা অস্থিতিশীল বলে পরিচালকগণ ঋণ গ্রহণ করাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন।
৪২. বিদ্যমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির মূলধন সংগ্রহের উপায় হলো–
ক. অগ্রাধিকার শেয়ার
● বোনাস শেয়ার
গ. রাইট শেয়ার
ঘ. ‘বাংলাদেশ উন্নয়ন ব্যাংক’ হতে ঋণ
৪৩. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির পোশাক প্রস্তুত কারখানা স্থাপন করা–
i. আইনসংগত নয়
ii. পরিমেল নিয়মাবলি সংশোধনসাপেক্ষ
iii. পরিমেলবন্ধ সংশোধনসাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. পাবলিক লিমিটেড কোম্পানির সিলমোহর ব্যবহারের নিয়মাবলি কোনটির মধ্যে লিপিবদ্ধ থাকে?
ক. স্মারকলিপি
● পরিমেল নিয়মাবলি
গ. বিবরণপত্র
ঘ. নিবন্ধনপত্র
৪৫. কোন ঋণপত্র মধ্যমেয়াদের জন্য বিক্রয় করা হয়?
● পরিশোধযোগ্য
খ. পরিবর্তনযোগ্য
গ. অপরিবর্তনযোগ্য
ঘ. নিবন্ধিত
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আলম জীবনে অনেক বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেন। তিনি এমন প্রতিষ্ঠান গড়বেন যা এ ধরনের অন্য পাঁচটি প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে। তিনি জানেন একবার আস্থা সৃষ্টি করতে পারলে শেয়ার বিক্রি করতে কোনো অসুবিধা হবে না।
৪৬. জনাব আলম যে প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেন তা হলো-
ক. প্রাইভেট লিমিটেড কোম্পানি
খ. বেসরকারি কোম্পানি
গ. সাবসিডিয়ারি কোম্পানি
● হোল্ডিং কোম্পানি
৪৭. এ ধরনের প্রতিষ্ঠানে শেয়ার ক্রয়ে জনগণের আগ্রহী হওয়ার কারণ–
i. অস্তিত্ব চিরন্তন প্রকৃতির
ii. সদস্যদের দায় সীমাবদ্ধ
iii. শেয়ার সহজেই হস্তান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৮. ঋণপত্র বিক্রয় অপেক্ষা শেয়ার বিক্রয় উত্তম, কারণ–
i. বিলোপের পূর্বে অর্থ ফেরত দিতে হয় না
ii. মুনাফা না হলে কোনো সুদ দিতে হয় না
iii. বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রণ দিতে হয় না
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. কোম্পানি ব্যবসায়ে বিনিয়োগের জন্য কোন হিসাব খুলতে হবে?
ক. সঞ্চয়ী
খ. চলতি
● বি. ও.
ঘ. স্থায়ী
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১নং প্রশ্নের উত্তর দাও :
মি. কবির একজন বিনিয়োগকারী। তিনি লংকা লি. এর প্রতিটি ১০০ টাকা মূল্যমানের ১০০০ টি শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ১,৫০,০০০ টাকা দিয়ে ক্রয় করেছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন।
৫০. লংকা লি. কোন ধরনের কোম্পানি?
ক. প্রাইভেট লি.
● পাবলিক লি.
গ. হোল্ডিং কোম্পানি
ঘ. অনিবন্ধিত কোম্পানি
►► আরো দেখো: ব্যবসায় সংগঠন সকল অধ্যায়ের MCQ উত্তর
শিক্ষার্থীরা এখানে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৫ম অধ্যায় mcq থেকে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে আমাদের মূল পিডিএফ হ্যান্ডনোটে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে গুরুত্বপূর্ণ এ MCQ গুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post