ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : সমবায় সমিতির অর্থ সম্মিলিত প্রচেষ্টা। নিজেদের অর্থনৈতিক কল্যাণ অর্জনের সম্মিলিত প্রচেষ্টাকে সহজ অর্থে সমবায় বলে। প্রকৃত অর্থে একই শ্রেণির কতিপয় ব্যক্তি নিজেদের আর্থিক কল্যাণ সাধনের লক্ষ্যে স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে সম-অধিকারের ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলা হয়ে থাকে। সকলের তরে সকলে, একতাই বল, স্বাবলম্বনই শ্রেষ্ঠ অবলম্বন ইত্যাদি হলো এর মূলমন্ত্র।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. সমবায় সংগঠনের মুনাফার কমপক্ষে শতকরা কতভাগ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়?
● ৩%
খ. ৫%
গ. ৭%
ঘ. ১০
২. প্রাথমিক সমবায় সমতিরি ন্যূনতম সদস্যসংখ্যা কত?
ক. ৫
খ. ১০
● ২০
ঘ ৫০
৩. সমবায় সংগঠনের গঠনতন্ত্র কোনটি?
ক. চুক্তিপত্র
খ. স্মারকলিপি
গ. পরিমেল নিয়মাবলি
● উপবিধি
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
শ্রীপুর গ্রামের জেলেরা নিজেদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সমবায় সংগঠন গড়ে তুলেছে। এখন তারা নিজেরাই ঢাকার যাত্রাবাড়ির আড়তে মাছ সরবরাহ করে। বছরে তাদের পাঁচ লক্ষ টাকা মুনাফা হয়েছে। অর্জিত মুনাফার অংশবিশেষ তারা উন্নয়ন খাতে ব্যয় করার চিন্তা করছে।
৪. উদ্দেশ্য বিচারে উদ্দীপকের সমবায় সংগঠনটি কোন ধরনের?
ক. উৎপাদক
● বিক্রয়
গ. বহুমুখী
ঘ. জাতীয়
৫. সমবায়ীরা উন্নয়ন খাতে সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবে?
● ১৫,০০০
খ. ২৫,০০০
গ. ৭৫,০০০
ঘ. ৯০,০০০
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
কুষ্টিয়ার খোকসা উপজেলার ২৫ জন চাষি নিজেদের কল্যাণের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠন করেছে। তারা ঢাকার পাইকারি ক্রেতাদের নিকট সবজি সরাসরি বিক্রয় করে। চলতি বছর তাদের মুনাফার পরিমাণ হয় ৭,০০,০০০ টাকা।
৬. উদ্দীপকের সমবায় সমিতিটি কোন ধরনের?
ক. ক্রয়
খ. ভোক্তা
গ. বিক্রয়
● উৎপাদক
৭. উদ্দীপকের সমিতির সদস্যরা নিজেদের মধ্যে মুনাফার কত টাকা বণ্টন করতে পারবে?
ক. ৬,৩০,০০০
খ. ৫,৯৫,০০০
● ৫,৭৪,০০০
ঘ. ৫,৬০,০০০,
৮. নিচের কোনটি সর্বোচ্চ পর্যায়ের সমবায় সমিতি?
● বাংলাদেশ মৎস্য সমবায় সমিতি
খ. হাইমচর উপজেলা মৎস্য সমবায় সমিতি
গ. চাঁদপুর জেলা মৎস্য সমবায় সমিতি
ঘ. হাসনাবাদ মৎস্য সমবায় সমিতি
৯. সমবায়ের মূলনীতির মধ্যে পড়ে–
i. সাম্য
ii. একতা
iii. গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
১০. সমবায় সংগঠনের মুনাফা বণ্টনের পূর্বে ন্যূনতম শতকরা কত ভাগ অর্থ সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়?
● ১৫%
খ. ২০%
গ. ২৫%
ঘ. ১০%
১১. কোম্পানি সংগঠনে নামের শেষে ‘লিমিটেড’ শব্দ ব্যবহার করা হয়–
● শেয়ারহোল্ডারদের দায় সীমিত বলে
খ. শেয়ারহোল্ডারদের দায় অসীম বলে
গ. শেয়ারহোল্ডারদের দায় নির্দিষ্ট বলে
ঘ. শেয়ারহোল্ডারদের দায় নাই বলে
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
মিরপুরের বাসিন্দা জনাব আনোয়ার তাঁর অ্যাপার্টমেন্টের ৪৪ জন ব্যক্তি নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। সমিতির মাধ্যমে তারা দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী ক্রয় করেন। চলতি বছরে তাদের মুনাফা হয় ২,০০,০০০ টাকা।
১২. উদ্দীপকের সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের?
ক. ক্রয়
● ভোক্তা
গ. বহুমুখী
ঘ. উৎপাদক
১৩. উদ্দীপকের সমবায় সমিতিটি মোট কত টাকা মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করতে পারবে?
ক. ১,৬০,০০০
● ১,৬৪,০০০
গ. ১,৭০,০০০
ঘ. ১,৭৫,০০০
১৪. BARD-এর প্রতিষ্ঠাতা কে?
ক. ড. মুহাম্মদ ইউনূস
খ. ড. হোসনে আরা বেগম
● ড. আখতার হামিদ খান
ঘ. রণদা প্রসাদ সাহা
১৫. নিচের কোন সমবায় সমিতি বীজ, সার ও ঋণ সুবিধাসংক্রান্ত কাজ সম্পাদন করতে পারে?
ক. ক্রয়
খ. বিক্রয়
● বহুমুখী
ঘ. উৎপাদন
১৬. ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কত সালে সমবায় আইন পাস হয়?
ক. ১৯০১
খ. ১৯০২
গ. ১৯০৩
● ১৯০৪
১৭. উৎপাদক সমবায় সমিতির মধ্যে পড়ে
i. জেলে সমবায় সমিতি
ii. তাঁতি সমবায় সমিতি
iii. ভোক্তা সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. সমবায় সমিতির নিবন্ধনের জন্য কমপক্ষে কতজন ব্যক্তির নাম, ঠিকানা ও স্বাক্ষরপত্র থাকতে হয়?
ক. ১০ জন
খ. ১৫ জন
গ. ২০ জন.
● ২৫ জন
১৯. পৃথিবীর কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম সমবায় সমিতি গঠিত
ক. জাপান
● যুক্তরাজ্য
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাকেশের দুই ভাই ও ১৫ জন সহপাঠী মিলে একটি আইনগত ব্যবসায় সংগঠন গঠন করে যা উপবিধি দ্বারা পরিচালিত। তারা শেয়ারের মাধ্যমে সংগঠনটির জন্যে ২,০০,০০০ টাকার মূলধন সংগ্রহ করতে -চাচ্ছে। রাকা নামের তাদের এক বন্ধু ৫০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাব দিয়েছেন । কিন্তু কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।
২০. উদ্দীপকে বর্ণিত ব্যবসায় সংগঠনটি কোন ধরনের?
ক. অংশীদারি
খ. প্রাইভেট লি.
গ. পাবলিক লি.
● সমবায়
২১. উদ্দীপকে জনাব রাকা সর্বোচ্চ কত টাকার শেয়ার ক্রয় করতে পারবে?
ক. ১০,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
● ৪০,০০০ টাকা
২২. বাংলাদেশে কত সালের সমবায় আইন চালু রয়েছে?
ক. ১৯০৪ সালের
খ. ১৯১২ সালের
গ. ১৯৮৪ সালের
● ২০০১ সালের
২৩. একাধিক উদ্দেশ্যে কোন ধরনের সমিতি গঠিত হয়?
ক. উৎপাদন
খ. ক্রয়
● বহুমুখী
ঘ. মিশ্র
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
সুবর্ণগ্রামের ১০ জন ক্ষুদ্র আয়ের লোক অপেক্ষাকৃত স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য একটি সমবায় সমিতি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলেন।
২৪. উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতির ধরন কোনটি?
ক. ক্রয়
● ভোক্তা
গ. উৎপাদক
ঘ. বহুমুখী
২৫. উক্ত সমবায় সমিতি থেকে তারা যেসব সুবিধা পাবেন–
i. ন্যায্যমূল্য
ii. ব্যয় সাশ্রয়
iii. বিপণন সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬. সমবায় সমিতি গঠনে উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কোনটি?
● উপবিধি তৈরি
খ. শেয়ার ক্রয়
গ. মূলধন সংগ্রহ
ঘ. নিবন্ধনপত্র সংগ্রহ
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
রাজশাহীর জেলেরা নদীতে মাছ ধরে এবং স্থানীয় বাজারে বিক্রি করে থাকে। তারা একটি সমবায় সমিতি গঠনের মাধ্যমে মাছের ন্যায্যমূল্য পেতে চায় ।
২৭. জেলেরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করতে পারে?
ক. পেশাজীবী
● বিক্রেতা
গ. উৎপাদক
ঘ. শ্রমজীবী
২৮. কত সালের অর্ডিন্যান্স দ্বারা সমবায় সমিতি নিয়ন্ত্রিত হয়?
ক. ১৯৩২
খ. ১৯৮৪
গ. ১৯৮৫
● ২০০১
২৯. কোনটি সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দলিল?
ক. চুক্তিপত্র
● উপ-বিধি
গ. সংঘ-বিধি
ঘ. সংঘ-স্মারক
৩০. সন্দ্বীপের জেলেরা ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তির আশায় সমবায়ের ভিত্তিতে একটি সংগঠন গড়ে তোলে। বছর শেষে তারা পাঁচ লক্ষ টাকা মুনাফা অর্জন করে। সমিতির সদস্যরা অর্জিত মুনাফার কত টাকা বাধ্যতামূলকভাবে সংরক্ষিত তহবিলে জমা রাখবে?
ক. ৭০,০০০
● ৭৫,০০০
গ. ৮০,০০০
ঘ. ৮৫,০০০
৩১. কোন ধরনের সংগঠন সরকারি পৃষ্ঠপোষকতা পায়?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. কোম্পানি
● সমবায় সমিতি
৩২. কোন ব্যবসায় সংগঠন নিম্নবিত্ত মানুষের আত্মরক্ষার উপায় হিসেবে বিবেচিত?
ক. অংশীদারি
খ. কোম্পানি
গ. একমালিকানা
● সমবায়
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও :
খুলনা শহরের একটি মহল্লার ৫০ জন বাসিন্দা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে পাওয়ার জন্য সমিতি গঠন করে একটি মুদির দোকান দেন। সেখানে সমিতির সদস্য ছাড়াও বাইরের লোক পণ্য ক্রয় করে। এ বছর বিধি অনুযায়ী সংরক্ষিত তহবিলে মুনাফার অংশ রেখে অবশিষ্ট মুনাফা ৪২,৫০০ টাকা সমিতির সদস্যরা বণ্টন করে নেয়।
৩৩. উদ্দীপকের সমবায় সমিতিটি কোন ধরনের?
ক. উৎপাদক
খ. বহুমুখী
● ভোক্তা
ঘ. বিক্রয়
৩৪. উদ্দীপকের সমিতি এ বছর কত মুনাফা করে?
ক. ৪৫,০০০/=
খ. ৬০,০০০/=
● ৫০,০০০/=
ঘ. ৫৫,০০০/=
৩৫. সমবায় সমিতির মূলমন্ত্র হলো-
i. একতাই বল
ii. মুনাফা অর্জন
iii. সম্মিলিত প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
পদ্মাপাড়ের জেলেদের নিয়ে তাদের আর্থিক কল্যাণের জন্য একটি সমবায় সমিতি গঠন করা হলো। সমিতিটির নিয়ম অনুযায়ী সকলেই মূলধন অনুপাতে লভ্যাংশ পাবে। তারা মুনাফার একটা অংশ সঞ্জয় তহবিলে জমা রাখে।
৩৬. সমবায় সমিতির সদস্যরা মুনাফার কত অংশ সঞ্চয় তহবিলে জমা রাখবে?
ক. ১০%
● ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
৩৭. উদ্দীপকে সমবায় সমিতির মূল লক্ষ্য কী?
● আর্থিক কল্যাণ
খ. সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি
গ. পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
ঘ. কৃষির উন্নয়ন
৩৮. সমবায় সংগঠনে ব্যবস্থাপনা কমিটির সদস্যসংখ্যা কত জন থাকা দরকার?
ক. কমপক্ষে ৫ জন এবং সর্বোচ্চ ১০ জন
খ. কমপক্ষে ৫ জন এবং সর্বোচ্চ ১২ জন
গ. কমপক্ষে ৬ জন এবং সর্বোচ্চ ১০ জন
● কমপক্ষে ৬ জন এবং সর্বোচ্চ ১২ জন
নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০নং প্রশ্নের উত্তর দাও :
স্বপ্নীল ও তার ১৯ জন বন্ধু মিলে একটি আইনগত সংগঠন গঠন করে যা উপবিধি দ্বারা পরিচালিত। তারা শেয়ারের মাধ্যমে সংগঠনটির জন্য ১,০০,০০০ টাকার মূলধন গঠন করতে চাচ্ছে। আদৃতা নামে তাদের একজন বন্ধু ৩০,০০০ টাকার শেয়ার ক্রয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।
৩৯. উদ্দীপক অনুসারে সংগঠনটি কোন ধরনের?
● সমবায় সমিতি
খ. প্রাইভেট লি. কোং
গ. পাবলিক লি. কোং
ঘ. অংশীদারি ব্যবসায়
৪০. আদৃতা সর্বোচ্চ কত টাকার শেয়ার ক্রয় করতে পারবে?
ক. ১০,০০০ টাকার
খ. ১৫,০০০ টাকার
● ২০,০০০ টাকার
ঘ. ২৫,০০০ টাকার
৪১. সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো–
i. সামাজিক কল্যাণ
ii. ভাগ্যের পরিবর্তন
iii. আর্থিক উন্নতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪২. প্রাথমিক সমবায় সমিতির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন?
ক. ২
খ. ৭
গ. ১০
● ২০
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও :
কুয়াকাটা জেলে পল্লিতে জেলেরা স্থানীয় মহাজনদের অত্যাচারের শিকার। তারা সবাই একত্রিত হয়ে একটি সমবায় সমিতি গঠন করল। সমিতির মাধ্যমে তারা নানান সুবিধা পাচ্ছে বলে সবাই আনন্দিত।
৪৩. সদস্যদের প্রকৃতি বিচারে উদ্দীপকের সমবায় সমিতিটি কোন ধরনের?
ক. উৎপাদক
খ. ক্রয়
● বিক্রয়
ঘ. ঋণদান
৪৪. জেলেরা সমবায় সমিতি গঠন করে যে সকল সুবিধা পেতে পারে তা হলো–
i. সঞ্চয় ও ঋণ সুবিধালাভ
ii. একত্রে ক্রয়-বিক্রয়
iii. সরকারি ত্রাণ সহায়তা প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬নং প্রশ্নের উত্তর দাও :
সিলেটের জৈন্তাপুর গ্রামের কৃষকগণ ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তির আশায় একটি সমবায় সমিতি গঠন করে। বছর শেষে তাদের মুনাফা হয় ২,০০,০০০ টাকা।
৪৫. সদস্যরা কত টাকা সঞ্চিতি তহবিলে জমা করবে?
ক. ১০,০০০ টাকা
খ. ১৫,০০০ টাকা
গ. ২৫,০০০ টাকা
● ৩০,০০০ টাকা
৪৬. বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু রয়েছে?
ক. ২০০১
● ২০০৪
গ. ২০১০
ঘ. ২০১৫
নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮নং প্রশ্নের উত্তর দাও :
পদ্মানদীর পাড়ের জেলেরা ব্যক্তিগতভাবে নদীতে মাছ ধরে এবং স্থানীয় বাজারে বিক্রি করে। তারা সমবায় সমিতি গঠনের মাধ্যমে মাছের ন্যায্যমূল্য পেতে চায় ।
৪৭. উদ্দীপকের জেলেরা কোন ধরনের সমিতি গঠন করতে চায়?
ক. উৎপাদক
● বিক্রেতা
গ. বহুমুখী
ঘ. শ্রমজীবী
৪৮. উদ্দীপকে বর্ণিত জেলেরা তাদের সমিতি থেকে যা করতে পারে তা হলো–
i. বৈষম্য দূর
ii. জীবনযাত্রার মান উন্নয়ন
iii. সঞ্চয় সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০নং প্রশ্নের উত্তর দাও :
কুমিল্লার ধর্মপুর গ্রামের কৃষকদের দ্বারা গঠিত বন্ধন সমবায় সমিতি ২০১২ সালে মুনাফা করে ১০,০০০ টাকা, ২০১৩ সালে ১৫,০০০ টাকা এবং ২০১৪ সালে ১২,০০০ টাকা এবং ২০১৫ সালে ১৩,০০০ টাকা ।
৪৯. বন্ধন সমবায় সমিতির সঞ্চিতি তহবিলে মোট কত টাকা জমা হবে?
ক. ৫,৫০০ টাকা
খ. ৬,৫০০ টাকা
● ৭,৫০০ টাকা
ঘ. ৮,৫০০ টাকা
৫০. সমবায় সমিতির মূল দলিলকে কী বলে?
ক. বিধিমালা
● উপবিধি
গ. সংঘ স্মারক
ঘ. সংঘবিধি
►► আরো দেখো: ব্যবসায় সংগঠন সকল অধ্যায়ের MCQ উত্তর
শিক্ষার্থীরা এখানে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq থেকে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে আমাদের মূল পিডিএফ হ্যান্ডনোটে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে গুরুত্বপূর্ণ এ MCQ গুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post