ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৭ম অধ্যায় mcq : সাধারণত রাষ্ট্রীয়ভাবে গঠিত ও পরিচালিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। অর্থাৎ যে ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক স্বয়ং রাষ্ট্র নিজেই এবং সম্পূর্ণভাবে রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। অনেক সময় ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠিত কোন ব্যবসায় প্রতিষ্ঠান যেকোন সময়ে জাতীয়করনের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায়ে রূপান্তর করা যেতে পারে।
অন্য দিকে রাষ্ট্রীয় ব্যবসায়ও পরবর্তীতে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা যেতে পারে।রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। জনকল্যাণ অর্থাৎ দেশের সামগ্রিক অর্থনীতি ত্বরান্বিত করা, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা, জনস্বার্থ রক্ষা করা, একচেটিয়া ব্যবসায় রোধ করা, প্রতারণা রোধ, পণ্য বা সেবা মূল্য স্থিতিশীল রাখা ইত্যাদি উদ্দেশ্যে রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৭ম অধ্যায় mcq
১. প্রধানত জনকল্যাণের জন্য গঠিত হয় কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
ক. সমবায়
খ. একমালিকানা
গ কোম্পানি
● রাষ্ট্রীয়
২. নিচের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে?
ক. রপ্তানি উন্নয়ন ব্যুরো
খ. সোনালী ব্যাংক
● বাংলাদেশ ব্যাংক
ঘ. জীবন বিমা কর্পোরেশন
৩. বাংলাদেশ সরকার চীন ও ভারতের সুপ্রতিষ্ঠিত দুটি ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ঢাকাসহ বড় বড় বিভাগীয় শহরে মেট্রোরেল চালুর প্রকল্প গ্রহণ করেছে।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের?
● সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক
খ. যৌথ উদ্যোগ
গ. অংশীদারি
ঘ. রাষ্ট্রীয়
৪. নিচের কোনটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার অধীনস্থ প্রতিষ্ঠান?
ক. BPC
খ. NTO
● BPBC
ঘ. BHITI
৫. নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়?
ক. মেঘনা পেপার মিল
● কর্ণফুলি পেপার মিল
গ. বসুন্ধরা পেপার মিল
ঘ. আজাদ পেপার মিল
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
‘সাফল্য’ নামের প্রতিষ্ঠানটি ২০১৪ সালে ৫০ কোটি টাকা মুনাফা অর্জন করে। মূলধন অনুপাতে অর্জিত মুনাফার ৩০ কোটি টাকা সংশ্লিষ্ট দেশের কোষাগারে জমা হয়। বাকি অংশ মালিকানায় থাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বণ্টিত হয়।
৬. উদ্দীপকের ‘সাফল্য’ কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. সমবায়
● রাষ্ট্রীয়
গ. প্রাইভেট লি.
ঘ. অংশীদারি
৭. এ ধরনের ব্যবসায় গড়ে ওঠার কারণ হলো–
i. অধিক মুনাফা অর্জন
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. জনকল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৮. যমুনা সার কারখানা কোন সংস্থার অধীন?
ক. BTMC
খ. BKMEA
গ. BJMC
● BCIC
৯. বাংলাদেশে PPP ব্যবসায় গড়ে উঠছে না, কারণ–
i. সরকারি খাত দক্ষ নয়
ii. বেসরকারি খাত আর্থিকভাবে সমৃদ্ধ নয়
iii. পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে উঠেনি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১০নং প্রশ্নের উত্তর দাও :
মি. দত্ত যে প্রতিষ্ঠানে চাকরি করেন প্রথমে তার পুরো মালিকানা সরকারের থাকলেও পরে সরকার ৪০% শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে।
১০. মি. দত্ত এখন কোন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করেন?
ক. অংশীদারি
খ. যৌথমূলধনী
● রাষ্ট্রীয় ব্যবসায়
ঘ. PPP ব্যবসায়
১১. সম্প্রতি সরকার নিজস্ব একটি প্রতিষ্ঠানের ৪৫ ভাগ শেয়ার বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান ধরন কী?
ক. সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক
খ. যৌথ উদ্যোগে ব্যবসায়
গ. অংশীদারি
● রাষ্ট্রীয়
১২. মালয়েশিয়ার কর্মসংস্থান মন্ত্রণালয় ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে আগামী ৫ বছরে ২,০০০ কর্মী মালয়েশিয়ায় নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
উদ্দীপকে ই-কমার্সের কোন ধরনটি ব্যবহার করা হয়েছে?
ক. B2G
● G2G
গ. C2G
ঘ. G2B
১৩. BRTA কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. শিল্প
খ. রেল
● সড়ক ও সেতু
ঘ. নৌ-পরিবহন
১৪. WASA কোন মালিকানায় প্রতিষ্ঠিত?
● সরকারি
খ. বেসরকারি
গ. যৌথ উদ্যোগ
ঘ. বিদেশি
১৫. রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো–
i. ভারী ও যৌগিক শিল্প
ii. জনস্বার্থ সম্পৃক্ত প্রতিষ্ঠান
iii. লাভজ্জনক বিনিয়োগ ক্ষেত্র
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬. BTTB এর পরিবর্তিত নাম কোনটি?
ক. BTLC
● BTCL
গ. BCLT
ঘ. BLTC
১৭. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী?
ক. মুনাফা অর্জন
● জনকল্যাণ
গ. রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ
ঘ. উন্নত সেবাদান
১৮. রাষ্ট্রপতির অধ্যাদেশবলে গঠিত কোম্পানি কোনটি?
ক. নিবন্ধিত
খ. অনিবন্ধিত
● বিধিবদ্ধ
ঘ. সনদপ্রাপ্ত
১৯. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা কোন ধরনের সংগঠন?
ক. বিভাগীয় সংগঠন
খ. সরকারি সংস্থা
গ. সরকারি কোম্পানি
● স্বায়ত্তশাসিত সংগঠন
২০. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা?
ক. অর্থ
● শিল্প
গ. বাণিজ্য
ঘ. আইন
২১. সরকার ও ব্যক্তিমালিকানায় পরিচালিত ব্যবসায়ের কত ভাগ শেয়ার সরকারের থাকে?
ক. ৪১ ভাগ
● ৫১ ভাগ
গ. ৬১ ভাগ
ঘ. ৭৫ ভাগ
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
জুয়েল এমন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন যে প্রতিষ্ঠানটি নিজস্ব সেক্টরে কোনো প্রতিযোগিতা মোকাবিলা করতে হয় না। তারপরও প্রতিষ্ঠানটির তেমন কোনো অগ্রগতি না হওয়ায় তিনি মানসিকভাবে হতাশ।
২২. জুয়েল নিচের কোন প্রতিষ্ঠানে চাকরি করেন?
ক. বাংলাদেশ বিমান
খ. বাংলাদেশ শিপিং করপোরেশন
● বাংলাদেশ রেলওয়ে
ঘ. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
২৩. জুয়েলের চাকরিরত প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য করণীয় হতে পারে–
i. ব্যবস্থাপনার দক্ষতার উন্নয়ন করা
ii. অপচয় হ্রাস করা
iii. লাভজনক রুটগুলোতে বিনিয়োগ বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৪. কোন ব্যবসায় সংগঠন মূলত জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত?
ক. সমবায়
খ. অংশীদারি
গ. একক মালিকানা
● রাষ্ট্রীয়
২৫. নিচের কোন সংস্থাটি সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন?
● BCIC
খ. BJMC
গ. BTMC
ঘ. BTTB
২৬. রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো–
i. জনকল্যাণমুখী প্রতিষ্ঠান
ii. রাষ্ট্রীয় পরিচালনা ও নিয়ন্ত্রণ
iii. চিরন্তন স্থায়িত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৭. রাষ্ট্রীয় ব্যবসায়ের খাত হলো–
i. বাংলাদেশ রেলওয়ে
ii. রাজশাহী মেডিক্যাল কলেজ
iii. পর্যটন কর্পোরেশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. রাষ্ট্রীয় ব্যবসায়ে নিয়ন্ত্রণে সরকারের ন্যূনতম মালিকানা কত?
ক. ৫০%
● ৫১%
গ. ৬১%
ঘ. ৭১%
২৯. বাংলাদেশের ইউরিয়া সার কারখানাগুলো সরকারি কোন সংস্থার অধীন?
● বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা
খ. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা
গ. ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা
ঘ. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
৩০. রাষ্ট্রীয় ব্যবসায় খাতের অন্তর্ভুক্ত হলো–
i. বাংলাদেশ বিমান
ii. ঢাকা মেডিকেল কলেজ
iii. ঢাকা ওয়াসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. PPP- এর পূর্ণরূপ কী?
ক. Public Private Proportionate
খ. Public Private Progressive
● Public Private Partnership
ঘ. Public Private Programmer
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও :
ধ্রুব কর্পোরেশনের ১০০ কোটি টাকার মূলধন রয়েছে যার মধ্যে ৫২ কোটি টাকা সরকারের। চলতি বছর প্রতিষ্ঠানটি আয় করেছে ২০ কোটি টাকা।
৩২. প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন?
ক. পাবলিক লি. কোং
খ. প্রাইভেট লি. কোং
গ. যৌথ উদ্যোগ
● রাষ্ট্রীয় ব্যবসায়
৩৩. সরকারি অংশের মুনাফা কীভাবে বণ্টিত হবে?
ক. সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা হবে
খ. রাষ্ট্রপতির তহবিলে জমা হবে
● সরকারি কোষাগারে জমা হবে
ঘ. প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান হবে
৩৪. রাষ্ট্রীয় ব্যবসায়ে লোকসানের ফলে বৃদ্ধি পায় কোনটি?
● জাতীয় ঋণ
খ. মুদ্রাস্ফীতি
গ. বেকারত্ব
ঘ. মূল্যস্ফীতি
৩৫. টেলিটক কোন ব্যবসায়ের অন্তর্গত?
ক. কোম্পানি ব্যবসায়
● রাষ্ট্রীয় ব্যবসায়
গ. বৈদেশিক সংস্থার ব্যবসায়
ঘ. আধাস্বায়ত্তশাসিত ব্যবসায়
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭নং প্রশ্নের উত্তর দাও :
সরকার শহরবাসীদের নিরাপদ পানি সরবরাহের জন্য একটি প্রতিষ্ঠান গঠন করেন। প্রতিষ্ঠানটি কিভাবে পরিচালিত হবে এবং এর মুনাফা কীভাবে বণ্টন করা হবে তার জন্য জাতীয় সংসদে একটি আইন পাস করা হয়।
৩৬. উদ্দীপকের সংগঠনটি কোন প্রকৃতির?
ক. সমবায়
● রাষ্ট্রীয়
গ. প্রাইভেট লি.
ঘ. পাবলিক লি.
৩৭. প্রতিষ্ঠানটির মুনাফা কীভাবে বণ্টিত হবে?
ক. সরকার ভোগ করে
খ. দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ভোগ করে
● জাতীয় কোষাগারে জমা হবে
ঘ. প্রধানমন্ত্রীর তহবিলে জমা হবে
নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশ সরকার কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা শর্তসাপেক্ষে বিনিয়োগে আগ্রহী। এমতাবস্থায় নির্মাণ, সংশ্লিষ্ট কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান ও দেশীয় বিনিয়োগকারীদের সাথে নিয়ে সরকার প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে ।
৩৮. সরকারের সিদ্ধান্তে কোন ধরনের ব্যবসায় গড়ে উঠবে?
ক. রাষ্ট্রীয়
● পি.পি.পি.
গ. আধা-সরকারি
ঘ. ব্যবসায় জোট
৩৯. এরূপ প্রতিষ্ঠান গড়ার ফলে বাংলাদেশ লাভবান হবে–
i. বিদেশের ওপর নির্ভরতা কমবে
ii. দেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হবে
iii. সকল পক্ষের সামর্থ্য ও দক্ষতা বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪০. কোন ব্যবসায়টি জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত?
ক. সমবায়
খ. ব্যবসায় জোট
গ. অংশীদারি
● রাষ্ট্রীয়
৪১. কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বহির্ভূত?
● পল্লী বিদ্যুৎ
খ. ওয়াসা
গ. ডাক বিভাগ
ঘ. বিটিটিবি
৪২. কর্ণফুলী পেপার মিল কোন সংস্থার অন্তর্ভুক্ত?
ক. BJMC
● BCIC
গ. BTMC
ঘ. BSFIC
৪৩. রাষ্ট্রীয় ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?
● জনকল্যাণ
খ. কর্মসংস্থান সৃষ্টি
গ. মুনাফা অর্জন
ঘ. সম্পদ বৃদ্ধি
৪৪. রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্দেশ্য হচ্ছে–
i. জনকল্যাণ সাধন করা
ii. বেকার সমস্যা সাধন
iii. একচেটিয়া ব্যবসা রোধ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫নং প্রশ্নের উত্তর দাও :
গার্মেন্টস কর্মী রাশেদা ছুটি নিয়ে নিজ বাড়ি দিনাজপুরে আসে। ছুটি শেষ হওয়ায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কোচের টিকিট ক্রয় করতে গেলে টিকিট না পেয়ে আন্তঃনগর এক্সপ্রেসের টিকিট সংগ্রহ করে।
৪৫. রাশেদার গন্তব্যস্থলে পৌঁছানোর মাধ্যমটি কোন ধরনের প্রতিষ্ঠান?
● রাষ্ট্রীয়
খ. প্রাইভেট
গ. বেসরকারি
ঘ. সরকারি ও বেসরকারি
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও :
রূপসী ফেব্রিকেয়ার সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি প্রতিষ্ঠান। ২ বছর যেতেই নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ার পর বিদেশের বাজার হারায়। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসান গুনছে। হারানো বাজার পুনরায় সৃষ্টি করার জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রদান করা হবে।
৪৬. প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করবে কে?
ক. বাণিজ্য মন্ত্রণালয়
খ. সরকারি কর্ম কমিশন
গ. রাষ্ট্রপ্রতি
● সরকার
৪৭. রূপসী ফেব্রিকেয়ারের বৈশিষ্ট্য হলো–
i. জনকল্যাণ
ii. ব্যক্তিমালিকানা
iii. বৃহদায়তন প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
● i ও iii
ঘ. i, ii ও iii
৪৮. রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্যোগ নেওয়া হয় কোনটির জন্য?
ক. মুনাফার জন্য
খ. সরকারের প্রকল্পে অর্থায়নের জন্য
● জনকল্যাণের জন্য
ঘ. বেসরকারি উদ্যোগ হ্রাস করার জন্য
৪৯. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে কে?
● যোগাযোগ মন্ত্রণালয়
খ. সমবায় মন্ত্রণালয়
গ. অর্থ মন্ত্রণালয়
ঘ. বাণিজ্য মন্ত্রণালয়
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১নং প্রশ্নের উত্তর দাও :
‘সারণি’ নামক প্রতিষ্ঠানটি ২০১২ সালে ৫০ কোটি টাকা মুনাফা করে। মূলধন অনুপাতে অর্জিত মুনাফার ৩০ কোটি টাকা সংশ্লিষ্ট দেশের কোষাগারে জমা হয়। বাকি অংশ মালিকানায় থাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গ্রহণ করে।
৫০. উদ্দীপকের সারণি কোন ধরনের ব্যবসায়?
ক. সমবায়
খ. একমালিকানা
গ. যৌথ উদ্যোগ
● রাষ্ট্রীয়
►► আরো দেখো: ব্যবসায় সংগঠন সকল অধ্যায়ের MCQ উত্তর
শিক্ষার্থীরা এখানে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৭ম অধ্যায় mcq থেকে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে আমাদের মূল পিডিএফ হ্যান্ডনোটে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে গুরুত্বপূর্ণ এ MCQ গুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post