ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৮ম অধ্যায় mcq : যে কোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন ধরনের। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার ভিতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের এবং পৌর এলাকার বাইরে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।
বাংলাদেশে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে অংশীদারগণ ইচ্ছা করলে অংশীদারি আইনে উল্লেখিত নিয়মানুসারে নিবন্ধন ফরম পূরণ করে নিবন্ধনের জন্যে স্থানীয় নিবন্ধকের কাছে আবেদন করতে পারে। আবেদন ফর্মের সাথে নিদিষ্ট হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন কোম্পানি আইন অনুসারে বাধ্যতামূলক। যে কোন ব্যবসায়ের লাইসেন্স তার যে কোন আইনগত সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করে।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৮ম অধ্যায় mcq
১. বই লেখকের অধিকার সুরক্ষায় কোন আইনটি উপযোগী?
● কপিরাইট আইন
খ. ট্রেডমার্ক আইন
গ. বিমা আইন
ঘ. পেটেন্ট আইন
২. পেটেন্ট লাভের ফলে এর অধিকারী যে সুবিধা পেতে পারেন–
i. স্বত্বাধিকার
ii. কর অবকাশ
iii. আর্থিক সংযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রহিম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি একটি নতুন সফটওয়্যার তৈরি করে তা নিবন্ধন করার পর ৫০ লক্ষ টাকায় একটি বড় কোম্পানির নিকট বিক্রয় করেন। কোম্পানিটি তাদের হিসাব সংরক্ষণে ঐ সফটওয়্যারটি ব্যবহার করে। ২ বছর পর তিনি লক্ষ্য করলেন যে তার উদ্ভাবিত সফটওয়্যারটি অপর একটি কোম্পানি ব্যবহার করছে। তিনি আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন।
৩. উদ্দীপকে বর্ণিত জনাব রহিমের আবিষ্কারটি কোন আইনে নিবন্ধিত হয়েছিল?
ক. ট্রেডমার্ক
খ. দেওয়ানি
গ. পেটেন্ট
● কপিরাইট
৪. উদ্দীপকের পরিস্থিতিতে মামলার ফলাফল হবে–
i. আইনের আশ্রয়গ্রহণকারী ক্ষতিপূরণ পাবেন
ii. আদালত অবৈধ ব্যবহারকারীকে নিষেধাজ্ঞা দিতে পারেন
iii. আদালত সফটওয়্যারটি নষ্ট করার আদেশ দিতে পারেন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৫. বই লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন সুরক্ষা দেয়?
● কপিরাইট
খ. ট্রেডমার্ক
গ. বিমা
ঘ. পেটেন্ট
৬. BSTI-এর মুখ্য কাজ কোনটি?
ক. মানসম্মত পণ্য ও সেবাকে পরিচিত করা
খ. পণ্যমান নির্দিষ্টপূর্বক তা উৎপাদন করা
● পণ্যমান নির্ধারণ ও তা মানতে বাধ্য করা
ঘ. মানসম্মত পণ্য উৎপাদনে সহায়তা করা
৭. মাটিদূষণের কুফল হলো–
i. হার্ট অ্যাটাক
ii. আমাশয়
iii. চর্মরোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৮. ‘টাইফয়েড’ রোগের জন্য নিচের কোন দূষণটি দায়ী?
ক. মাটি
খ. বায়ু
● পানি
ঘ. শব্দ
৯. বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন কত সালের?
ক. ০
খ. ২৫
গ. ৫০
● ৬০
১০. কপিরাইট আইনে বই লেখকের অধিকার কত বছর পর্যন্ত সংরক্ষিত থাকে?
● ১৯৯৫
খ. ২০০০
গ. ২০০৫
ঘ. ২০০৭
১১. BSTI নিচের কোন সংস্থার সদস্যবহির্ভূত?
ক. আন্তর্জাতিক পরিমাপ সংস্থা
খ. আন্তর্জাতিক ইলেকট্রিক্যাল টেকনিক্যাল কমিশন
● আন্তর্জাতিক শ্রম সংস্থা
ঘ. এশিয়া প্যাসেফিক মেট্রোলীজ প্রোগ্রাম
১২. বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইনটি কত সালের?
● ২০০০
খ. ২০০১
গ. ২০১০
ঘ. ২০০৩
১৩. বিমা এক প্রকার কী?
ক. চুক্তি
● ব্যবসায়
গ. ঝুঁকি
ঘ দলিল
১৪. শিল্পকর্ম সুরক্ষার জন্য নিচের কোন আইনটি প্রযোজ্য?
ক. পেটেন্ট
● কপিরাইট
গ. শিল্প
ঘ. আন্তর্জাতিক
১৫. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. অর্থ
● শিল্প
গ. সংস্থাপন
ঘ. আইন
১৬. শব্দদূষণের কুফল হলো–
i. হার্ট অ্যাটাক
ii. স্ট্রোকের আশঙ্কা
iii. চর্মরোগ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. iii
● i ও ii
ঘ. ii ও iii
১৭. বাংলাদেশে কত সালের ট্রেডমার্ক আইন প্রচলিত আছে?
ক. ২০০৬
খ. ২০০৭
গ. ২০০৮
● ২০০৯
১৮. নিচের কোন দেশটিতে সর্বপ্রথম পেটেন্ট আইন কার্যকর করা হয়?
ক. ফ্রান্সে
খ. ইতালিতে
গ. যুক্তরাষ্ট্রে
● ইংল্যান্ডে
১৯. পেটেন্টের ফলে সুবিধা পায়–
i. উদ্ভাবক
ii. আমদানিকারক
iii. ISO
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রোহিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি একটি নতুন সফটওয়্যার তৈরি করে তা নিবন্ধন করার পর ৫০ লক্ষ টাকায় একটি বড় কোম্পানির নিকট বিক্রয় করেন। কোম্পানিটি তাদের হিসাব সংরক্ষণে ঐ সফটওয়্যারটি ব্যবহার করে। ২ বছর পর তিনি লক্ষ করলেন যে তার উদ্ভাবিত সফটওয়্যারটি অপর ২টি কোম্পানি ব্যবহার করছেন। তিনি আদালতে ক্ষতিপূরণ চেয়ে আইনের আশ্রয় গ্রহণ করলেন।
২০. উদ্দীপকে বর্ণিত জনাব রোহিনের আবিষ্কারটি কোন আইনে নিবন্ধিত হয়েছিল?
ক. দেওয়ানি
● কপিরাইট
গ. ট্রেডমার্ক
ঘ. পেটেন্ট
২১. উদ্দীপকের পরিস্থিতিতে মামলার ফলাফল হবে–
i. আইনের আশ্রয়গ্রহণকারী ক্ষতিপূরণ পাবেন
ii. আদালত অবৈধ ব্যবহারকারীকে নিষেধাজ্ঞা দিতে পারেন
iii. সফটওয়্যারটি নষ্ট করার অনুমতি দিতে পারেন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২২. BSTI কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
ক. অর্থ
● শিল্প
গ. সংস্থাপন
ঘ. আইন
২৩. ISO-এর মাননিয়ন্ত্রণের ক্ষেত্রগুলো হলো–
i. হোম ব্যাংকিং
ii. কাঁচামাল মিশ্রণের অনুপাত
iii. সরবরাহকারীদের সাথে সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. পণ্যকে সমজাতীয় পণ্য থেকে আলাদা করে চেনার জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
ক. পেটেন্ট
● ট্রেডমার্ক
গ. কপিরাইট
ঘ. নিবন্ধন
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
মি. অরূপের লেখা বই এর দুটি অধ্যায় তাঁর অনুমতি ব্যতীত অন্য একটি গাইড বইতে হুবহু তুলে দেওয়া হয়েছে। মি. অরূপ বললেন, তার এমন পদক্ষেপ গ্রহণ করা আছে যার সাহায্যে গাইড বইটির লেখককে তিনি শাস্তির ব্যবস্থাও করতে পারেন। তবে তিনি এক্ষেত্রে দেওয়ানি আদালতের সাহায্য নিবেন বলে জানালেন।
২৫. মি. অরূপের গৃহীত পদক্ষেপটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
ক. পেটেন্ট
খ. নিবন্ধন
গ. ট্রেডমার্ক
● কপিরাইট
২৬. উদ্দীপকে বর্ণিত জনাব অরূপের দেওয়ানি আদালতের সাহায্য নেওয়ার কারণ হলো–
i. তার আইনি অধিকার
ii. গাইড বই লেখকের শাস্তির বিধান করা
iii. গাইড বইটি নিষিদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
● i, ii ও iii
২৭. পেটেন্ট কোন ধরনের সম্পদ?
ক. স্থায়ী
খ. চলতি
গ. অলীক
● বুদ্ধিবৃত্তিক
২৮. পুস্তক লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন অধিকতর কার্যকর?
ক. পেটেন্ট
খ. ট্রেডমার্ক
● কপিরাইট
ঘ. বিমা
২৯. বিমা সাধারণত ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করে?
ক. স্থান
খ. সম
● ঝুঁকি
ঘ. অর্থ
৩০. বই লেখকের অধিকার রক্ষায় নিচের কোন আইন নিশ্চয়তা দেয়?
● কপিরাইট আইন
খ. ট্রেডমার্ক আইন
গ. বিমা আইন
ঘ. পেটেন্ট আইন
৩১. ISO-এর প্রধান অফিস কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
● জেনেভা
গ. ইংল্যান্ড
ঘ. টোকিও
৩২. ট্রেডমার্ক হতে সুবিধা পায়–
i. মালিক
ii. প্রতিযোগী
iii. ক্রেতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৩. লেখক ও প্রকাশকের মধ্যে মুদ্রণ সম্পর্কিত চুক্তিকে কী বলে?
ক. ট্রেডমার্ক
খ. পেটেন্ট
● কপিরাইট
ঘ. ফ্রাঞ্চাইজিং
৩৪. জীবন বিমা কোন ধরনের চুক্তি?
i. আর্থিক সহায়তার
ii. নিশ্চয়তার
iii. ক্ষতিপূরণের
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫. পেটেন্ট কোন ধরনের সম্পদ?
ক. তরল
● স্থায়ী
গ. চলতি
ঘ. চলতি ও স্থায়ী
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬নং প্রশ্নের উত্তর দাও :
কবীর যথাযথ আইনগত পন্থা অবলম্বন করে ‘সুগন্ধা’ নাম দিয়ে তার কারখানার মসলা বাজারজাত করেন।
৩৬. কবীর মসলা বাজারজাতকরণে কোন আইনে সুরক্ষা পাবেন?
ক. পেটেন্ট
খ. কপিরাইট
● ট্রেডমার্ক
ঘ. আই, এস, ও
৩৭. কপিরাইট আইন দ্বারা ব্যক্তির কী রক্ষা করা সম্ভব হয়?
● গল্প, নাটক, প্রবন্ধ
খ. ব্যাংকে গচ্ছিত অর্থ
গ. সুনাম
ঘ. প্রভাব-প্রতিপত্তি
নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও :
মি. রুদ্র বাংলাদেশের সৌন্দর্যের কিছু ছবি তোলেন এবং এদের কিছু ছবির নিবন্ধন করেন। মি. রুদ্রের পূর্বানুমতি ছাড়াই সম্প্রতি একটি কোম্পানি নিবন্ধিত কিছু ছবি দিয়ে ক্যালেন্ডার ছাপায়। এজন্য মি. আইনগত ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন।
৩৮. মি. রুদ্র কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন?
ক. পেটেন্ট
খ. ট্রেডমার্ক
● কপিরাইট
ঘ. বিমা
৩৯. কোম্পানিটির বিরুদ্ধে কোন ধরনের ফৌজদারি আর্থিক প্রতিকার গ্রহণ করা যেতে পারে?
ক. সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড
খ. সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড
● সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড
ঘ. সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড
৪০. বাংলাদেশে প্রকাশিত কপিরাইট আইন কত সালে সরকার প্রণয়ন করেন?
● ২০০০
খ. ২০০৩
গ. ২০০৫
ঘ. ২০১২
৪১. ট্রেডমার্ক কী?
● পণ্য চিহ্ন
খ. পণ্য সত্তা
গ. পণ্য পরিচিতি
ঘ. পণ্য মোড়ক
৪২. বৈধ ট্রেডমার্ক কত বছরের জন্য নবায়ন করা যেতে পারে?
ক. ৫
● ১০
গ. ১৫
ঘ. ২০
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও :
জনাব খানের লেখা বইয়ের একটি অধ্যায় অন্য একটি গাইড বইতে হুবহু তুলে দেওয়া হয়েছে। জনাব খানের এমন পদক্ষেপ গ্রহণ করা আছে যার সাহায্যে গাইড বইটির লেখককে তিনি শাস্তির ব্যবস্থা করতে পারেন। তবে তিনি এক্ষেত্রে দেওয়ানি আদালতের সাহায্য নিবেন বলে জানালেন।
৪৩. জনাব খানের গৃহীত পদক্ষেপটি কোন আইনের আওতায় পড়ে?
ক. পেটেন্ট
খ. কারখানা
গ. ট্রেডমার্ক
● কপিরাইট
৪৪. উদ্দীপকে উল্লিখিত গাইড বইয়ের লেখকের যে শাস্তি হতে পারে তা হলো–
ক. দুই বছর কারাদণ্ড
● ৬ মাস কারাদণ্ড
গ. ২ লাখ টাকা অর্থদণ্ড
ঘ. বইটিতে নিষেধাজ্ঞা জারি
৪৫. নিশ্চয়তার চুক্তি কোনটি?
● জীবন বিমা
খ. নৌ-বিমা
গ. অগ্নি বিমা
ঘ. শস্য বিমা
৪৬. বাংলাদেশে কত সালের পেটেন্ট ও ডিজাইন আইন প্রচলিত?
● ১৯১১
খ. ১৯৩২
গ. ১৯৯৪
ঘ. ২০১১
৪৭. বুদ্ধিবৃত্তিক সম্পত্তির বিষয় হলো–
i. পেটেন্ট
ii. কপিরাইট
iii. বিএসটিআই
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৮. কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণ করে থাকে?
● বিএসটিআই
খ. টিসিবি
গ. বিসিক
ঘ. বাণিজ্য মন্ত্রণালয়
নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আকবর একজন তুলা ব্যবসায়ী। তিনি বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি করে নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। পরবর্তীতে বিভিন্ন স্পিনিং মিলে চাহিদা অনুযায়ী সরবরাহ করেন। গুদামে পণ্য থাকা অবস্থায় সম্ভাব্য ক্ষতির বিপক্ষে তিনি একটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি সম্পাদন করেন। ক্ষতি সংঘটিত হলে বিমা কোম্পানি যথারীতি বিমাদাবি পরিশোধ করে।
৪৯. উদ্দীপকে বর্ণিত জনাব আকবরের বিমাচুক্তিটি কোন বিমার অন্তর্গত?
ক. দায় বিমা
খ. নৌ বিমা
গ. জীবন বিমা
● অগ্নি বিমা
৫০. উক্ত বিমাচুক্তি সম্পাদন করার ফলে–
i. ব্যবসায় সম্প্রসারণ হবে
ii. ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাস পাবে
iii. সম্পত্তির পুনঃস্থাপন হবে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
►► আরো দেখো: ব্যবসায় সংগঠন সকল অধ্যায়ের MCQ উত্তর
শিক্ষার্থীরা এখানে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র ৮ম অধ্যায় mcq থেকে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরা হয়েছে। তবে আমাদের মূল পিডিএফ হ্যান্ডনোটে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে।
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে গুরুত্বপূর্ণ এ MCQ গুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post