শীঘ্রই হতে যাচ্ছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। যেহেতু পরীক্ষায় প্রস্তুতির জন্য হাতে সময় খুবই কম তাই রাইটিং সেকসনের most important dialogue for ssc 2025 জেনে রাখা জরুরি। কারণ এখন অনেক ডায়লগ পড়ে মুখস্ত করার মত পর্যাপ্ত সময় অনেক শিক্ষার্থীর হাতেই নেই।
আর তাই কোর্সটিকায় আমরা 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ এবং অতি গুরুত্বপূর্ণ কিছু ডায়লগের তালিকা তৈরি করেছি। এই তালিকার ডায়লগগুলো বিগত বছরের বিভিন্ন বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। তাই এগুলো থেকে পরীক্ষায় কমন পড়বে, আমরা এমনটি প্রত্যাশা করছি।
most important dialogue for ssc 2025
নিচের ডায়লগগুলোর ওপর ক্লিক করে তোমার প্রতিটি ডায়লগ বাংলা অর্থসহ আলাদা-আলাদাভাবে পড়তে পারবে। শুধু তাই নয়, কোর্সটিকায় প্রতিটি ডায়লগই তোমরা এখন PDF ফাইলে ডাউলোড করে নিতে পারবে। তাহলে চলো ২০২৫ সালের important dialogue for ssc একনজরে দেখে নেই।
1. Dialogue on COVID-19
2. Importance of Mobile Phone
3. Importance of Reading Newspaper
4. Importance of Tree Plantation
5. Importance of Learning English
6. Bad Effects of Smoking
7. Adopting Unfair Means in the Examination
8. Favorite Hobby
9. Proper use of Time
10. Aim in Life
11. Patient and Doctor
12. A Book Fair You have Recently Visited
13. Exciting Cricket Match
14. Benefits of Early Rising
15. How to Improve In English
16. Consequence of Environment Pollution
17. Future Plan After the SSC Result
18. Preparation for the SSC Exam
19. Cause of Road Accidents
20. Village and City Life
তোমরা জান, করোনাভাইরাস গত দুই বছর ধরে বেশ আলোচিত একটি টপিক। তাই COVID-19 টপিকের ওপর ডায়লগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে শুধু ডায়লগই না, COVID-19 নিয়ে অন্যান্য টপিক যেমন: Paragraph, Email, আবেদন পত্র, অনুচ্ছেদ রচনা এবং প্রবন্ধ রচনাও অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আর এই প্রতিটি টপিকই কোর্সটিকায় এথন PDF ফাইলে পাওয়া যাচ্ছে। যা ডাউনলোড করে তোমরা তোমাদের মোবাইলে বা কম্পিউটারে সংরক্ষণ করতে পারবে। তাই এখনি লিংকের ওপরে ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় টপিকগুলো ডাউনলোড করে নাও।
উপরের টপিকগুলোর পাশাপাশি আর কোন বিষয়ের PDF ফাইল প্রয়োজনীয় মনে হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post