mp3 বাংলাদেশ বিষয়াবলী pdf download : বাংলাদেশে সাধারণ জ্ঞানের বই মানেই mp3 বাংলাদেশ বিষয়াবলী pdf। প্রাইমারী শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগ, এসআই নিয়োগ পরীক্ষা কিংবা বিসিএস পরীক্ষাসহ যেকোন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের বিশেষ একটি গুরুত্ব রয়েছে। আর এই সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার জন্য mp3 বাংলাদেশ বিষয়াবলী pdf বইয়ের ভূমিকা অনেক বেশি।
বাজারে প্রচলিত অন্য সব সাধারণ জ্ঞানের বইয়ের তুলনায় নিঃসন্দেহে mp3 বাংলাদেশ বিষয়াবলী pdf বইটি বেশি বিক্রি হয় এবং এটি পাঠকদের কাছেও সমান জনপ্রিয়। আজ কোর্সটিকায় আমরা এই বইটি নিয়ে আলোচনা করবো এবং সবশেষে বইটির ডাউনলোড লিংক সংযুক্ত থাকবে। আপনি বইটি ডাউনলোড করে মোবাইলে বা কম্পিউটারে পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন।
mp3 বাংলাদেশ বিষয়াবলী pdf বইটি কাদের জন্য?
অনেকেই আছেন যারা অন্যান্য কঠিন কঠিন বিষয়ে বেশ ভালো হলেও সাধারণ জ্ঞানে কিছুটা দুর্বল। অনেক পড়েও সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো মনে রাখতে পারে না। এমন অনেক বিসিএস পরীক্ষার্থী আছেন যারা গণিত এবং ইংরেজির মতো সব বিষয়ে ভালো করেও শুধুমাত্র সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা না থাকায় পিছিয়ে পরেন।
তবে শুধুমাত্র বিসিএসই না, বাংলাদেশের যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একই চিত্র দেখা যায়। mp3 বাংলাদেশ বিষয়াবলী pdf এমন একটি বই, যা সুনির্দিষ্ট পঠনশৈলী অনুযায়ী বিষয়ভিত্তিকভাবে সাধারণজ্ঞানে আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করে।
বলা হয়ে থাকে সাধারণ জ্ঞানের সুনির্দিষ্ট কোন সিলেবাস হয় না। কারণ, বাংলাদেশ তথা সারাবিশ্বে এই মুহুর্তে ঘটে যাওয়া যেকোন ঘটনা নিয়ে এই বিষয়ে প্রশ্ন করা হতে পারে। তাই সাধারণ জ্ঞানে ভালো করতে হলে ব্যক্তিতে অবশ্যই দীর্ঘদিন ধরে প্রস্ততি নিতে হয়। আর আপনি যদি বিশেষ কিছু নিয়মে সাধারণ জ্ঞানে পড়েন, তাহলে তা দীর্ঘদিন আপনার স্মরণে থাকবে। mp3 বাংলাদেশ বিষয়াবলী pdf বইটি আপনাকে সাহায্য করবে সেই পথে হাটবার।
mp3 বাংলাদেশ বিষয়াবলী থেকে কিছু প্রশ্ন
০১। প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম জনপদ ছিল কোনটি?
ক. বঙ্গ
খ. পুন্ড্র
গ. গৌড়
ঘ. সমতট
০২। হিলি স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
ক. সাতক্ষীরা
খ. দিনাজপুর
গ. চুয়াডাঙ্গা
ঘ. ময়মনসিংহ
০৩। বাংলাদেশের “স্থল বন্দর কর্তৃপক্ষ” কবে গঠন করা হয়?
ক. ১৯৯৯ সালে
খ. ২০০০ সালে
গ. ২০০১ সালে
ঘ. ১৯৯৭ সালে
০৪। “রাঙ্গামাটি” পূর্বনাম কি ছিল?
ক. হরিকেল
খ. বন্দ্রেভূমি
গ. বিক্রমপুর
ঘ. নদীয়া
০৫। “নির্মল চর” কোথায় অবস্থিত?
ক. নাটোর
খ. রাজশাহী
গ. রংপুর
ঘ. বরিশাল
০৬। ভবানীগঞ্জের” বর্তমান নাম কি?
ক. ভোলা
খ. গাইবান্ধা
গ. সিলেট
ঘ. হবিগঞ্জ
০৭। ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
০৮। সোনারগাঁও এর পূর্ব নাম কি?
ক. সোনাপুর
খ. সুধারাম
গ. সুবর্ণগ্রাম ঘ. চন্দ্রদ্বীপ
০৯। বার আউলিয়ার ভূমি বলা হয় কোন্ জেলাকে?
ক. সিলেট
খ. দিনাজপুর
গ. চট্টগ্রাম
ঘ. কুড়িগ্রাম
১০। ৩৬০ আউলিয়ার ভূমি বলা হয় কোন্ জেলাকে?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. দিনাজপুর
ঘ. কিশোরগঞ্জ
১১। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. মেঘনা
ঘ. যমুনা
১২। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি?
ক. নারায়নগঞ্জ
খ. মংলা
গ. চালনা
ঘ. চট্টগ্রাম
১৩। সাগর কন্যা বলা হয় –
ক. ভোলাকে
খ. কক্সবাজারকে
গ. কুয়াকাটাকে
ঘ. সবগুলোকেই
১৪। জনবসতির ঘনত্ব সর্বাপেক্ষা কম কোন জেলায়?
ক. দিনাজপুর
খ. ভোলা
গ. খাগড়াছড়ি
ঘ. বান্দরবান
৫। বাংলাদেশের সর্বউত্তরের স্থান “বাংলাবান্ধা” কোন নদীর তীরে অবস্থিত?
ক. মহানন্দা
খ. করতোয়া
গ. পদ্মা
ঘ. তিস্তা
১৬। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
ক. বাংলাদেশে
খ. নেপাল
গ. ভূটান
ঘ. মায়ানমার
১৭। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
ক. রংপুর
খ. খুলনা
গ. ঢাকা
ঘ. রাঙ্গামাটি
১৮। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. এপ্রিল
খ. জানুয়ারি
গ. মার্চ
ঘ. ফেব্রুয়ারি
১৯। “ঠাকুরগাঁও” কোন নদীর তীরে অবস্থিত?
ক. কংশ
খ. যমুনা
গ. টাঙ্গন
ঘ. সুরমা
২০। “উড়ির চর” কোথায় অবস্থিত?
ক. নোয়াখালী
খ. লক্ষীপুর
গ. রাজশাহী
ঘ. ভোলা
২১। লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
ক. বরিশাল
খ. কুমিল্লা
গ. নোয়াখালী
ঘ. ভোলা
২২। ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে?
ক. ১৫ টি
খ. ১৭ টি
গ. ১১ টি
ঘ. ১৬ টি
২৩। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়টি কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯২
খ. ১৯৯৭
গ. ১৯৯৮
ঘ. ২০০০
২৪। ভৈরব ব্রীজ কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা
খ. কর্ণফুলী
গ. যমুনা
ঘ. মেঘনা
২৫। “বাংলাবান্ধা” স্থল বন্দরটি কোথায় অবস্থিত?
ক. পঞ্চগড়
খ. লালমনির হাট
গ. সাতক্ষীরা
ঘ. কুমিল্লা
২৬। “মাওয়া ফেরীঘাট” কোন নদীর তীরে অবস্থিত?
ক. যমুনা
খ. পদ্মা
গ. কর্ণফুলী
ঘ. সুরমা
২৭। “যশোর” এর পূর্বনাম কি?
ক. জাহানাবাদ
খ. খলিফাতাবাদ
গ. নদীয়া
ঘ. শমসেরনগর
২৮। “কুলাউড়া পাহাড়” কোথায় অবস্থিত?
ক. বান্দরবান
খ. মৌলভী বাজার
গ. খাগড়াছড়ি
ঘ. সিলেট
২৯। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. হাড়িয়ায়াপাঙ্গা
ঘ. যমুনা
৩০। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
ক. ভোলা
খ. কুয়াকাটা
গ. ক্ক্সবাজার
ঘ. সুন্দরবন
৩১। নিম্নের ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?
ক. মেঘালয়
খ. ত্রিপুরা
গ. আসাম
ঘ. নাগাল্যান্ড
৩২। “হাতীবান্দা” স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত?
ক. সাতক্ষীরা
খ. কুষ্টিয়া
গ. লালমনিরহাট
ঘ. শেরপুর
৩৩। বুড়িগঙ্গা নদীর তীরে “বাকল্যান্ড বাঁধ” নির্মাণ করা হয় কবে?
ক. ১৮৬৪
খ. ১৮৬৮
গ. ১৯৬৪
ঘ. ১৯৭০
৩৪। “যমুনা” নদীর পূর্বনাম কি?
ক. দোলাই
খ. কোরাই
গ. জোনাই
ঘ. কোনটিই নয়
৩৫। কোন জেলাকে “বাংলাদেশের শস্য ভান্ডার” বলা হয়?
ক. মৌলভীবাজার
খ. ময়মনসিংহ
গ. যশোর
ঘ. বরিশাল
৩৬। বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি?
ক. সিলেট
খ. রংপুর
গ. রাজশাহী
ঘ. পঞ্চগড়
৩৭। “এলিফ্যান্ট পয়েন্ট” কোথায় অবস্থিত?
ক. সুন্দরবন
খ. কক্সবাজার
গ. পটুয়াখালী
ঘ. ভোলা
৩৮। “সিলেট” জেলার পূর্বনাম কি ছিল?
ক. জালালাবাদ
খ. নদীয়া
গ. শ্রীহট্ট
ঘ. ক+গ
৩৯। “বাউলার চর” নিম্নের কোনটির পূর্ব নাম?
ক. নির্মল চর
খ. কুতুবদিয়া দ্বীপ
গ. নিঝুম দ্বীপ
ঘ. মনপুরা দ্বীপ
৪০। বাংলাদেশের সবচেয়ে কম দারিদ্র্য সীমার নিচে বাস করে কোন জেলার লোক?
ক. ময়মনসিংহ
খ. বরিশাল
গ. কুমিল্লা
ঘ. কুষ্টিয়া
৪১। আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি?
ক. কুষ্টিয়া
খ. পঞ্চগড়
গ. মেহেরপুর
ঘ. খাগড়াছড়ি
৪২। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
ক. ৪,৭১৯ কিলোমিটার
খ. ৩,৭১৫ কিলোমিটার
গ. ৩,২৪২ কিলোমিটার
ঘ. ৭,৪২৫ কিলোমিটার
৪৩। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত সংযোগ রয়েছে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ১০টি
৪৪। “পাবনা” কোন নদীর তীরে অবস্থিত?
ক. কুশিয়ারা
খ. মেঘনা
গ. তুরা
ঘ. ইছামতি
৪৫। ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. নীলফামারী
খ. কুড়িগ্রাম
গ. পঞ্চগড়
ঘ. লালমনিরহাট
৪৬। পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় কোন নদী কে?
ক. গড়াই নদী
খ. যমুনা নদী
গ. মেঘনা নদী
ঘ. তিস্তা নদী
৪৭। “নাটোর” কোন নদীর তীরে অবস্থিত?
ক. যমুনা
খ. তিস্তা
গ. আত্রাই
ঘ. মনু
৪৮। নাফ নদীর দৈর্ঘ্য কত?
ক. ৫৫ কি. মি.
খ. ৫৬ কি. মি.
গ. ৫৮ কি. মি.
ঘ. ৫৭ কি. মি.
৪৯। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
ক. ২৮টি
খ. ৩০ টি
গ. ২৫ টি
ঘ. ২০ টি
৫০। “রৌমারী” কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. মৌলভীবাজার
গ. নীলফামারী
ঘ. কুড়িগ্রাম
৫১। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
ক. ১৪ নটিক্যাল মাইল
খ. ১২ নটিক্যাল মাই
গ. ১০ নটিক্যাল মাইল
ঘ. ১৮ নটিক্যাল মাইল
৫২। জনসংখ্যায় বাংলাদেশের ছোট জেলা কোনটি?
ক. বান্দরবান
খ. ঢাকা
গ. মেহেরপুর
ঘ. চাঁপাইনবাবগঞ্জ
৫৩। বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে?
ক. বান্দরবন
খ. রাঙামাটি
গ. বরিশাল
ঘ. জামালপুর
৫৪। কোন জেলাকে বাংলার ভেনিস বলা হয়?
ক. মেহেরপুর
খ. জামালপুর
গ. বরিশাল
ঘ. ময়মনসিংহ
৫৫। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার কততম দেশ?
ক. পঞ্চম
খ. অষ্টম
গ. সপ্তম
ঘ. নবম
৫৬। ‘মংলা বন্দর’ কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৮৬ সালে
খ. ১৯৮৭ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৪৫ সালে
৫৭। “চিম্বুক পাহাড়’ কোথায় অবস্থিত?
ক. রাঙামাটি
খ. বান্দরবান
গ. রাজশাহী
ঘ. পটুয়াখালী
৫৮। বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭২
খ. ১৯৭৫
গ. ১৯৭৮
ঘ. ১৯৭৪
৫৯। “হাকালুকি হাওড়” কোথায় অবস্থিত?
ক. মৌলভীবাজার
খ. সিলেট
গ. ভোলা
ঘ. নোয়াখালী
৬০। “বিবির বাজার” স্থল বন্দরটি কোথায় অবস্থিত?
ক. পঞ্চগড়
খ. সাতক্ষীরা
গ. কুমিল্লা
ঘ. চুয়াডাঙ্গা
৬১। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক. কুতুবদিয়া
খ. মহেশখালী
গ. দক্ষিণ তালপট্টি
ঘ. সেন্টমার্টিন
৬২। “চরজংলী” কোথায় অবস্থিত?
ক. নোয়াখালী
খ. পটুয়াখালী
গ. সুন্দরবন
ঘ. ভোলা
৬৩। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কতটি?
ক. ৫টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ১টি
৬৪। ‘কলারোয়া’ স্থল বন্দরটি কোথায় অবস্থিত?
ক. যশোর
খ. সাতক্ষীরা
গ. খুলনা
ঘ. সিলেট
৬৫। বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্তের দৈর্ঘ্য কত?
ক. ২৮০ কি. মি.
খ. ২৮৩ কি. মি.
গ. ২৮৫ কি. মি.
ঘ. ২৯৫ কি. মি.
৬৬। ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম কি?
ক. যমুনা
খ. মহানন্দা
গ. পদ্মা
ঘ. কর্ণফুলী
৬৭। করতোয়া নদীর উৎপত্তিস্থল কোথায়?
ক. সিকিমের পার্বত্য অঞ্চল
খ. আসামের লুসাই পাহাড়
গ. খাগড়াছড়ির বাদনাতলী পবর্তশৃঙ্গ
ঘ. কোনটিই নয়
৬৮। মেঘনা নদী কোন জেলার মধ্যদিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
ক. বরিশাল
খ. পটুয়াখালী
গ. সিলেট
ঘ. ঢাকা
৬৯। “মাওয়া ফেরীঘাট” কোন নদীর তীরে অবস্থিত?
ক. যমুনা
খ. পদ্মা
গ. কর্ণফুলী
ঘ. সুরমা
৭০। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
ক. ১৫৫ কি. মি.
খ. ৭২৪ কি. মি.
গ. ১৫৬ কি. মি.
ঘ. ১৪৮ কি. মি.
৭১। বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৫টি
ঘ. ৪টি
৭২। বাংলাদেশের প্রথম “ইকো পার্ক” কোথায় অবস্থিত?
ক. মাকবকুন্ড
খ. সীতাকুন্ড
গ. কক্সবাজার
ঘ. পটুয়াখালী
৭৩। “দর্শনা” স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
ক. চুয়াডাঙ্গা
খ. কুমিল্লা
গ. আখাউড়া
ঘ. লালমনিরহাট
৭৪। বাংলাদেশের কোন জেলাকে “হিমালয়ের কন্যা” বলা হয়?
ক. পঞ্চগড়
খ. বরিশাল
গ. সিলেট
ঘ. পটুয়াখালী
৭৫। পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি?
ক. মেঘনা
খ. যমুনা
গ. গঙ্গা
ঘ. ব্রহ্মপুত্র
৭৬। বাংলাদেশের সাথে ভারতের কতটি জেলার সীমান্ত রয়েছে?
ক. ৫টি
খ. ৭টি
গ. ১০টি
ঘ. ১২টি
৭৭। চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত নদী কোনটি?
ক. আত্রাই
খ. মহানন্দা
গ. করতোয়া
ঘ. পদ্মা
৭৮। বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
ক. হাইল
খ. বানিয়াচং
গ. দেখার হাওয়া
ঘ. টাঙ্গুয়ার হাওড়
৭৯। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?
ক. ৭ম
খ. ৯ম
গ. ৯০ তম
ঘ. ৩২ তম
৮০। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি?
ক. সাতক্ষীরা
খ. বাগেরহাট
গ. ক+খ
ঘ. চাঁপাইনবাবগঞ্জ
৮১। মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত যোগাযোগ রয়েছে?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
৮২। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন জেলায় অবস্থিত?
ক. নোয়াখালী
খ. কক্সবাজার
গ. সাতক্ষীরা
ঘ. বাগেরহাট
৮৩। সোপান অঞ্চল কি?
ক. চত্বরভুমি
খ. গভীর অরণ্য
গ. পাহাড়ী সমভূমি
ঘ. ব-দ্বীপ অঞ্চল
৮৪। “ভোমরা” স্থল বন্দরটি কোথায় অবস্থিত?
ক. নোয়াখালী
খ. যশোর
গ. রংপুর
ঘ. সাতক্ষীরা
৮৫। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে-
ক. পদ্মা
খ. সুরমা
গ. যমুনা
ঘ. মেঘনা
৮৬। বাংলাদেশের জলাভূমিতে উৎপত্তি এবং বাংলাদেশের একমাত্র নদী যা ভারতে প্রবেশ করে, সেটি হচ্ছে-
ক. মাতামুহুরী
খ. হালদা
গ. বালেশ্বর
ঘ. কোনটিই নয়
৮৭। নিউমুর কি?
ক. বিরোধপূর্ণ দ্বীপ
খ. নদী
গ. গভীর অরণ্য
ঘ. পাহাড়
৮৮। চট্ট্রগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
ক. মেঘনা নদী
খ. নাফ নদী
গ. হাড়িয়াভাঙ্গা নদী
ঘ. কর্ণফুলী নদী
৮৯। ‘মশালডাঙ্গা’ ছিটমহলে কোন্ জেলায় অবস্থিত?
ক. কুড়িগ্রাম
খ. লালমনিরহাট
গ. সিলেট
ঘ. সাতক্ষীরা
৯০। তিতাস একটি-
ক. নদীর নাম
খ. উপজেলার নাম
গ. গ্যাসক্ষেত্র
ঘ. সবগুলোই
৯১। সন্দীপ কোন জেলার সাথে সম্পৃক্ত?
ক. নোয়াখালী
খ. ভোলা
গ. চট্টগ্রাম
ঘ. কক্সবাজার
৯২। নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. কর্ণফুলি
ঘ. পশুর
৯৩। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত?
ক. টিলা
খ. পাহাড়
গ. গিরি
ঘ. ঢিবি
৯৪। বাংলাদেশের কোথায় উষ্ণ প্রস্রবণ রয়েছে?
ক. সুন্দরবন
খ. সীতাকুন্ড
গ. কক্সবাজার
ঘ. নাটোর
৯৫। কোন দ্বীপে গন্ধক পাওয়া যায়?
ক. সেন্টমার্টিন
খ. কুতুবদিয়া
গ. সন্দীপ
ঘ. মহেশখালী
৯৬। টাঙ্গুয়ার হাওড়কে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয় কবে?
ক. ১৯৯৯ সালে
খ. ২০০০ সালে
গ. ২০০১ সালে
ঘ. ২০০২ সালে
৯৭। বাংলাদেশ, ভারত ও মায়ানমার এ তিন দেশের সীমান্ত মিলিত হয়েছে বাংলাদেশের কোন জেলায়?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. কক্সবাজার
ঘ. রাঙ্গামাটি
৯৮। মেঘনা নদী পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়?
ক. আজমিরিগঞ্জ
খ. দেওয়ানগঞ্জ
গ. ভৈরব
ঘ. ফেঞ্চুগঞ্জ
৯৯। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক. মহেশখালী
খ. কুতুবখালী
গ. সন্দীপ
ঘ. সেন্টমার্টিন
১০০। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই?
ক. খুলনা
খ. বরিশাল
গ. ঢাকা
ঘ. চট্টগ্রাম
Downlod MP3বাংলাদেশ বিষয়াবলী PDF
সুতরাং বোঝাই যাচ্ছে, যারা বিসিএস দিতে চাচ্ছেন বা বিভিন্ন চাকরীর পরীক্ষা দিবেন তাদের জন্য এটি পাঠ্যবইয়ের মতোই গুরুত্বপূর্ণ একটি বই। বইটির সবচেয়ে ভালো বিষয় হল বইটি অনেকটা ক্লাস নাইন টেনে পড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির আদলে লেখা। ফলে পড়তে অনেক সুবিধা হয়।
বইটিতে সাম্প্রতিক ঘটনাবলির পাশাপাশি বাংলার প্রাচীন ইতিহাস থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনাবলি সাল অনুযায়ী বিস্তারিত বর্ণনা সাজিয়ে লেখা আছে। যার ফলে একজন শিক্ষার্থী সহজেই এই কঠিন বিষয়গুলোতে দক্ষতা অর্জন করতে পারবে।
►► আরো দেখুন : এসআই নিয়োগ প্রস্তুতি : সাব-ইন্সপেক্টর হতে চাইলে যা করবেন
►► আরো দেখুন : বিসিএস প্রস্তুতি : যে বইগুলো পড়তেই হবে (ডাউনলোড লিংকসহ)
►► আরো দেখুন : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বই পিডিএফ ডাউনলোড
এছাড়া বিসিএসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, এমনকি বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়াবলির প্রশ্ন প্রতিটি অধ্যায়ের শেষে দেয়া আছে। যা থেকে একজন শিক্ষার্থী নিজের পড়া ঝালিয়ে নিতে পারবে।
বইটিতে রয়েছে বাংলাদেশ বিষয়াবলির সকল প্রকার তথ্য, যা ধাপে ধাপে সাজানো হয়েছে। পাশাপাশি দেয়া হয়েছে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য। সূচিপত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে তা দেখে সহজেই আপনি কাঙ্খিত পৃষ্ঠায় চলে যাতে পারেন।
Discussion about this post