শিক্ষার্থীরা, কোর্সটিকার আজকের এই আলোচনায় তোমরা my childhood memories composition with bangla meaning সম্পর্কে জানতে পারবে। এই রচনাটির নামের বাংলা অর্থ হচ্ছে, “আমার শৈশব স্মৃতি”। এখানে সম্পূর্ণ রচনাটি বাংলায় অর্থসহ তোমাদের বোঝানো হয়েছে। পুরো রচনাটি তোমরা বাংলা অর্থসহ পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবে
আমার শৈশব স্মৃতি রচনাটি বিভিন্ন নামে পরীক্ষায় আসতে পারে। যেমন- My Childhood Memories অথবা Some Sweet Recollections of My Childhood ইত্যাদি। তবে যে নামেই আসুক, মূল রচনাটি একই বিষয়বস্তু নিয়ে লেখা।
my childhood memories composition
My Childhood Memories/Some Sweet Recollections of My Childhood
Man often remembers his past memories as they cheer our hearts and make us forget our sorrows. However, I cannot remember everything of my childhood. But still I remember some past days of my childhood. Most of them are sweet and some are sad.
I spent my childhood in my native village. At the age of five I was admitted into our village primary school. I went to school with my father. My heart began to beat fast when I was taken to the Headmaster. But his smiling face and sweet words removed my fear. Most of the teachers seemed very good and helpful. However, I went to my classroom and all my classmates received me happily.
During my childhood, I was very restless and curious. A strong desire to know the unknown always worked in me. Every day in the afternoon I used to play football with my friends. My playground was by the bank of the Brahmaputra. Sometimes, I along with my friends used to jump into the river and swim in it. Sometimes we would catch fish in it. I can also remember clearly picking mangoes from the gardens with other children. Sometimes we would forget to have our midday meals. I also remember my going to the village market with my father twice a week.
Some bitter experiences of my childhood are also still fresh in my mind. One day I was attacked with serious fever at six. My parents became anxious and took me to a specialist doctor. They prayed to Allah for my immediate recovery . The death of my grandmother, who was very dear to me, was another sad experience. I still remember the face of my grandmother who entertained me with her fairy tales which I took to be true. Her death was a great loss for me.
All these childhood memories flash into my mind whenever I am alone. I wish I were a child again. But it is not possible because those days are gone and gone forever.
রচনাটির বাংলা অর্থ
বাংলা অনুবাদ : মানুষ প্রায়ই তার অতীত স্মৃতি মনে রাখে কারণ তারা আমাদের হৃদয়কে আনন্দ দেয় এবং আমাদের দুঃখ ভুলিয়ে দেয়। যাইহোক, আমি আমার ছোটবেলার সবকিছু মনে করতে পারি না। তবু মনে পড়ে শৈশবের অতীতের কিছু দিন। তাদের বেশিরভাগই মিষ্টি এবং কিছু দুঃখজনক।
আমার শৈশব আমার গ্রামে কেটেছে। পাঁচ বছর বয়সে আমাকে আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। বাবার সাথে স্কুলে যেতাম। যখন আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়া হয় তখন আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে থাকে। কিন্তু তার হাসিমাখা মুখ আর মিষ্টি কথা আমার ভয় দূর করে দিল। শিক্ষকদের বেশিরভাগই খুব ভাল এবং সহায়ক বলে মনে হয়েছিল। যাইহোক, আমি আমার শ্রেণীকক্ষে গিয়েছিলাম এবং আমার সহপাঠীরা আমাকে আনন্দের সাথে গ্রহণ করেছিল।
শৈশবে আমি খুব অস্থির এবং কৌতূহলী ছিলাম। অজানাকে জানার প্রবল ইচ্ছা আমার মধ্যে কাজ করত সবসময়। প্রতিদিন বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলতাম। আমার খেলার মাঠ ছিল ব্রহ্মপুত্রের তীরে। মাঝে মাঝে আমি আমার বন্ধুদের সাথে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতাম। মাঝে মাঝে আমরা তাতে মাছ ধরতাম। অন্য বাচ্চাদের সাথে বাগান থেকে আম তোলার কথাও আমার স্পষ্ট মনে আছে। মাঝে মাঝে আমরা দুপুরের খাবার খেতে ভুলে যেতাম। আমার বাবার সাথে সপ্তাহে দুবার গ্রামের বাজারে যাওয়ার কথাও মনে আছে।
আমার শৈশবের কিছু তিক্ত অভিজ্ঞতাও আমার মনে এখনো তাজা। একদিন ছয়টার দিকে আমি প্রচ- জ্বরে আক্রান্ত হই। আমার বাবা-মা উদ্বিগ্ন হয়ে আমাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যান। তারা আমার আশু সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার দাদির মৃত্যু, যিনি আমার খুব প্রিয় ছিলেন, আরেকটি দুঃখজনক অভিজ্ঞতা। আমি এখনও আমার দাদির মুখের কথা মনে করি যিনি আমাকে তার রূপকথার গল্প দিয়ে বিনোদন দিয়েছিলেন যা আমি সত্য বলে মনে করি। তার মৃত্যু আমার জন্য একটি বড় ক্ষতি।
শৈশবের এই সব স্মৃতি আমার মনে যখনই আমি একা থাকি। আমি যদি আবার শিশু হতাম। কিন্তু তা সম্ভব নয় কারণ সেই দিনগুলো চলে গেছে চিরতরে।
►► আরো দেখো: বাংলা অর্থসহ সকল Composition PDF
শিক্ষার্থীরা, কোর্সটিকায় আমরা তোমাদের জন্য প্রতিটি ইংরেজি রচনা বাংলা অর্থসহ তৈরি করেছি। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে my childhood memories composition with bangla meaning বাংলা অর্থসহ সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post