my dream school paragraph for class 7 : সপ্তম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই অনুযায়ী প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি তোমাদের সপ্তম শ্রেণির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এটি তোমরা বাংলা অর্থসহ পড়ে নাও।
my dream school paragraph for class 7
My Dream School
I have a dream to study in a dream school. The school will be in the lap of nature. There will be green trees around my dream school. The school will have two or three buildings which will have specials and technologically advanced classrooms. They will have multimedia facilities. The students will be able to learn their lessons using technology. The teacher will be learnt, charismatic and entertaining.
The class friends will be helpful to one another. They will not compete among themselves on anything. The school will have fun activities and various recreational facilities. Sports and co-curriculum activities will be held regularly there. The school will also provide facilities like a library, canteen with various food items and several club for gathering. Thus it will be a real Dream School
বাংলা অনুবাদ: আমার স্বপ্ন আছে একটি স্বপ্নের স্কুলে পড়ার। স্কুল হবে প্রকৃতির কোলে। আমার স্বপ্নের স্কুলের চারপাশে সবুজ গাছ থাকবে। বিদ্যালয়টিতে দুটি বা তিনটি ভবন থাকবে যেখানে বিশেষ এবং প্রযুক্তিগতভাবে উন্নত শ্রেণিকক্ষ থাকবে। তাদের মাল্টিমিডিয়া সুবিধা থাকবে। শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে তাদের পাঠ শিখতে সক্ষম হবে। শিক্ষক শিক্ষিত, দক্ষতাসম্পন্ন এবং বিনোদনমূলক হবেন। ক্লাসের বন্ধুরা
একে অপরের সহায়ক হবে। তারা কোন বিষয়ে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে না। স্কুলে মজাদার কার্যক্রম এবং বিভিন্ন বিনোদনমূলক সুবিধা থাকবে। সেখানে নিয়মিত খেলাধুলা ও সহপাঠ্যক্রম কার্যক্রম অনুষ্ঠিত হবে। স্কুলটি একটি লাইব্রেরি, বিভিন্ন খাবারের আইটেম সহ ক্যান্টিন এবং জমায়েতের জন্য বেশ কয়েকটি ক্লাবের মতো সুবিধাও সরবরাহ করবে। এভাবেই এটি হবে একটি বাস্তব স্বপ্নের স্কুল।
►► আরো দেখো: সকল প্যারাগ্রাফ বাংলা অর্থসহ
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে my dream school paragraph for class 7 বাংলা অর্থসহ PDF ফাইলে ডাউনলোড করে নাও। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post